DIY- এসো নিজে করি ||| রঙ্গিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

মানুষ ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য কত কিছুই না করে। আবার অনেক সময় অনেক শখ ই পূরন করা সম্ভব হয়না জিনিসপত্রের উচ্চমূল্যের জন্য। সেক্ষেত্রে মানুষ নিজেদের সামর্থ্যের মধ্যে কীভাবে ঘর সাজানো যায় সে উপায় খোজে। কম খরচে ঘরের সোন্দর্য্য বৃদ্ধি করতে রঙিন কাগজ এর বিকল্প কিছু হতে পারে না। রঙিন কাগজ ব্যবহার করে কতকিছুই না বানানো যায়। সবকিছুর মধ্যে ওয়ালমেট বেশ জনপ্রিয়।

B612_20220211_224621_657.jpg

আজ আপনাদের একটি ওয়ালমেট তৈরি করে দেখাবো রঙিন কাগজ দিয়ে। তাহলে চলুন শুরু করে দেয়া যাক।

প্রয়োজনীয় উপকরণ

image.png

IMG_20220211_210544_352.jpg

১.রঙিন কাগজ
২.কাটুন
৩.কাচি
৪.আঠা

image.png

প্রস্তুত প্রনালী

image.png

IMG_20220211_211808_486.jpg

প্রথমে একটি কাটুন চারকোণা করে কেটে নিয়েছি। তারপর সেই কাটুন এর মাপে সাদা কাগজ কেটে নিয়েছি। কেটে নেয়া সাদা কাগজটি আঠা দিয়ে কাটুন টির ওপর লাগিয়ে নিয়ে একটি ফ্রেম বানিয়েছি।

IMG_20220211_212416_963.jpg

চিত্রের মত করে কালো কাগজ লম্বা চিকন করে কেটে নিয়েছি।

IMG_20220211_213625_192.jpg

তারপর কালো কাগজ গুলো ফ্রেমটির চারপাশে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

IMG_20220211_214330_463.jpg

একটি কালো কাগজ কেটে নিয়েছি কলসির আকৃতির মত করে ।

IMG_20220211_214528_468.jpg

তারপর কলসি আকৃতির কালো কাগজটি ফ্রেমটির ওপর আঠা দিয়ে লাগিয়েছি।

B612_20220211_233245_832.jpg

তারপর রঙিন কাগজ দিয়ে কিছু ফুল বানিয়েছি।

ফুল বানানোর পদ্ধতি

image.png

IMG_20220211_214933_148.jpg

ফুল বানানোর জন্য কাগজ ছোট ছোট করে কেটে নিয়েছি। কাগজ এর চার দিকেই ৪ সে.মি. করে আছে।

IMG_20220211_220225_302.jpg

তারপর কাগজ টি দুভাজ করেছি চিত্রের মত করে।

IMG_20220211_220311_057.jpgIMG_20220211_220321_005.jpg

তারপর একটি ভাজ খুলেছি। ভাজ খোলার পর একপাশ থেকে কাগজ ভাজ করে কাগজ এর কোনা মাঝখানে নিয়েছি। তারপর আর এক পাশ ভাজ করেছি তার ওপর দিয়ে। চিত্রের মত করে।

IMG_20220211_220343_870.jpg

এরপর ওপর দিক গোল কাগজ কেটে নিয়েছি।

IMG_20220211_220358_245.jpg

তারপর কাগজ এর ভাজ খুলে দিয়েছি। ভাজ খোলার পরেই আমরা ফুল পেয়েছি। ফুলের পাপড়িগুলো পেছনের দিক একটু মুড়িয়ে নিয়েছি একটি কাঠি দিয়ে।
image.png

IMG_20220211_224015_444.jpg

তারপর ফুলগুলো ফ্রেমটিতে আঠার সাহায্যে লাগিয়ে নিয়েছি।

B612_20220211_225104_041.jpg

এভাবেই খুব সহযেই রঙিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট তৈরী হয়ে গেলো।
image.png

আমার বানানো রঙিন কাগজ এর ওয়ালমেট আপনাদের কেমন লাগলো কমেন্ট এর মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। শুভ কামনা রইলো সকলের জন্য।

শ্রমশিল্পী ও আলোকচিত্ৰকর@sadiahaque
ডিভাইসTecno
মডেলspark 5 pro
লোকেশনরংপুর
Sort:  
 2 years ago 

আমাদের কমিউনিটিতে ঢুকলেই সবচেয়ে বেশি দেখা যায় আর্ট এবং ক্রাফট। রঙিন কাগজ দিয়ে ওয়ালমেটটা দারুণ তৈরি করেছেন। এবং আপনার পোস্ট টা সুন্দরভাবে উপস্থাপন করেছেন।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

কাগজ দিয়ে এত সহজে ওয়ালমেট তৈরি করা যায় পুরো প্রক্রিয়া না পড়ে দেখলে বুঝতেই পারতামনা। খুব সুন্দর লাগতেছে ওয়ালমেট টি খুব কালারফুল হয়েছে। ধন্যবাদ এমন সুন্দর একটি ওয়ালমেট বানানোর প্রক্রিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইলো।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। শুভ কামনা রইলো।

বাহ কি চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি রঙিন কাগজ ব্যবহার করে। আপনার এই ওয়ালমেট টি দেখতে সত্যিই খুবই সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

আপু আপনি রঙিন কাগজের তৈরি ওয়ালমেট চমৎকার হয়েছে ।আপনি বিভিন্ন রংয়ের কাগজ ব্যবহার করেছেন ।এজন্য দেখতে ভীষণ ভালো লাগছে ।আপনার পুরো পোস্টটি না দেখলে বুঝতেই পারতাম না এত সহজে এমন সুন্দর একটি ওয়ালমেট তৈরি করা সম্ভব। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি রঙিন কাগজ ব্যবহার করে অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন। যা আমার কাছে অনেক ভালো লেগেছে ।এর প্রত্যেকটি কালার আমার অনেক ভালো লেগেছে ।ওয়ালমেট টা অনেক সুন্দর দেখাচ্ছে ।আপনি আপনার তৈরি পদ্ধতি টা আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 
রঙ্গিন কাগজ অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে অনেক সুন্দর লাগতাছে এবং প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল,,,,
 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ওয়ালমেট তৈরি করলেন। আপনার ওয়ালমেট আমার অনেক ভালো লেগেছে। সুন্দরভাবে ফুলের কালার নির্বাচন করেছেন। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি ওয়ালমেট তৈরি করেছে। আপনার তৈরীকৃত রঙিন কাগজের ওয়ালমেট দেখতে অসম্ভব সুন্দর লাগছে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে step-by-step আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে পরবর্তীতে এ ধরনের ওয়ালমেট আশা করব। শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার রঙ্গিন কাগজ দিয়ে বানানো ওয়ালমেট টি অসাধারণ ছিল। বিশেষ করে ছোট ছোট কাগজ দিয়ে ক্রাফট বানিয়ে নেওয়া থেকে শুরু করে ফুল তৈরি সবকিছুই সুন্দর ছিল। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন। এরকম ওয়ালমেট গুলো দেখতে সত্যি খুব ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে ওয়ালমেট তৈরি করাটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এরকম ওয়ালমেট ঘরের দেওয়ালে লাগালে বেশ সুন্দর দেখায়। আমাদের মাঝে এরকম একটা রঙিন কাগজের ওয়ালমেট নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57563.20
ETH 3078.64
USDT 1.00
SBD 2.41