DIY- এসো নিজে করি ||| রঙ্গিন কাগজ ব্যবহার করে একটি ওয়ালমেট তৈরী || 10% Beneficiary To @shy-fox 🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা

সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ বেশ কিছুদিন পর একটি ওয়ালমেট বানালাম রঙিন কাগজ ব্যবহার করে। রঙিন কাগজ এর ওয়ালমেট গুলো আমার বেশ ভালো লাগে তাই এই জিনিস টিই আমি বেশি তৈরী করি। আমি কিভাবে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট টি বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি ভালো লাগবে আপনাদের।

B612_20220319_230051_706.jpg

প্রয়োজনীয় উপকরণ

image.png

IMG_20220319_201142_880.jpg

১. রঙিন কাগজ
২. আঠা
৩. কাচি
৪. পুথি
৫. কাটুন

image.png

প্রস্তুত প্রনালী

image.png

IMG_20220319_202134_126.jpg

ওয়ালমেট টি বানানোর জন্য প্রথমেই লাল রঙের কাগজ কেটে নিয়েছি। কাগজ এর চার দিক এ ১০ সে.মি. করে আছে।

IMG_20220319_202253_101.jpg

চারকোনা করে কেটে নেয়া কাগজ টি মাঝখানে কেটে নিয়েছি চিত্রের মত করে।

IMG_20220319_202914_217.jpg

কেটে নেয়ার পর কাগজ টিকে চিত্রের মত করে ভাজ করে নিয়েছি।

IMG_20220319_203049_484.jpg

ভাজ করা কাগজ টি মাঝখানে আবার ভাজ করেছি। তারপর দুই দিক এর অংশ আঠা দিয়ে সংযুক্ত করেছি।

IMG_20220319_203137_637.jpg

তারপর আমরা এরকম একটি ফুল পেয়েছি।

IMG_20220319_223050_813.jpg

এরপর চিকন করে লাল কাগজ কেটেছি। কাগজ এর একদিকে পুথি দিয়েছি। একই পাশে ফুল টি আঠা দিয়ে সংযুক্ত করেছি।

IMG_20220319_205118_984.jpg

আবার এক্টি লাল রঙের কাগজ কেটে নিয়েছি চারকোনা করে। কাগজ টির চারদিকে ৭ সে.মি. করে আছে।

IMG_20220319_205408_194.jpg

কাগজ টিকে তিন ভাজ করেছি।

IMG_20220319_205735_009.jpg

এরপর কাগজ টির ওপরের দিকে গোল করে কেটে নিয়েছি।

IMG_20220319_205807_633.jpg

ভাজ খোলার পর এইরকম ফুল পেয়েছি। আমি এভাবে ১৪ টি ফুল বানিয়েছি। ৭টি ফুল এর এক্টি করে পাপড়ি করে নিয়েছি। তারপর কাটা অংশ আঠা দিয়ে সংযুক্ত করেছি।

IMG_20220319_215813_679.jpg

বড় ফুল গুলোর ওপর ছোট ফুল গুলো আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। তারপর এর ওপর আঠা দিয়ে পুথি বসিয়ে দিয়েছি।

IMG_20220319_221126_615.jpg

তারপর হলুদ রঙের কাগজ কেটে পাতা বানিয়ে নিয়েছি চিত্রের মত করে।

IMG_20220319_201815_151.jpg

একটি কাটুন লম্বা করে কেটে নিয়েছি।

IMG_20220319_224635_169.jpg

প্রথমেই যে ফুল গুলো বানিয়েছিলাম সেগুলো কাটুন টির পেছনের দিকে আঠা দিয়ে সংযুক্ত করেছি।

IMG_20220319_225148_415.jpg

গোল ফুল গুলো মাঝখানে আঠা দিয়ে বসিয়ে দিয়েছি চিত্রের মত করে।

IMG_20220319_225229_243.jpg

হলুদ রঙের পাতা গুলো দুই দিক এ লাগিয়ে নিয়েছি।

IMG_20220319_225253_770.jpg

এর মাধ্যমেই খুব সহযেই একটি ওয়ালমেট বানিয়ে ফেলেছি।

B612_20220319_230051_705.jpg

ওয়ালমেট টি দেয়ালে টাঙিয়ে দিয়েছি।

আমার বানানো রঙিন কাগজ এর ওয়ালমেট টি আপনাদের কেমন লাগলো জানাবেন।
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাবো অন্য কিছু নিয়ে। সবাইকে ধন্যবাদ আমার লেখাটি পড়ার জন্য।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। শুভ কামনা রইলো সকলের জন্য।
image.png

শ্রমশিল্পি ও চিত্রকর@sadiahaque
চিত্রধারনকৃত ডিভাইসTecno spark 5 pro
লোকেশনরংপুর
Sort:  
 2 years ago 

ওয়াও আপু অসাধারণ, আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন, ওয়ালমেট ই আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ওয়ালমেট এর ফ্রেম তৈরি।

 2 years ago 

আপনি ওয়ালমেট টি খুবই সুন্দর ভাবে তৈরি করেছেন। আমিও কয়েকদিন হলো এগুলো বানানোর জন্য চেষ্টা করে যাচ্ছি।।

 2 years ago 

আপু অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করলেন। খুবই দারুন লাগছে ওয়ালমেট টি। রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি আমার কাছে খুবই ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে তৈরি সবকিছুই আমার কাছে খুবই ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ওয়ালমেট টি অসাধারণ হয়েছে আপু। আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার আজকের প্রজেক্ট। বিশেষ করে রঙিন কাগজের কালার কম্বিনেশন তো খুব সুন্দর হয়েছে। দেওয়ালে টাঙিয়ে দেওয়ার পর দারুন লাগছে দেখতে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

রঙিন কাগজের আপনার এই ওয়ালমেট আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আপনি এটা একদম ইউনিক ভাবে তৈরি করার চেষ্টা করছেন। খুবই সুন্দর লাগছে ধন্যবাদ আপনাকে আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। ওয়ালমেট তৈরি করার পদ্ধতি ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ভালো লেগেছে। ওয়ালমেট তৈরি করার ক্ষেত্রে আপনি খুবই সুন্দর কিছু রঙিন কাগজের ব্যবহার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করা হোক না কেন আমার কাছে খুবই ভালো লাগে। এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

বাহ খুবই সুন্দর একটি অলমেট প্রস্তুত করেছেন তো আপনি রঙিন পেপার ব্যবহার করে ওয়ালমেট কি আমার কাছে খুবই ভালো লেগেছে দেখেই বোঝা যাচ্ছে ধৈর্য ধারণ করে অনেক সময় নিয়ে এটি প্রস্তুত করেছেন ধাপগুলো সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। বিশেষ করে লাল রঙের কাগজ ব্যবহার করার কারণে এটি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। আপনার এই রঙিন কাগজের ওয়ালমেট টি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। সুন্দর ভাবে উপস্থাপনা করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

রঙ্গিন কাগজ ব্যবহার করে একটি ওয়ালমেট তৈরী অনেক সুন্দর হয়েছে আপু। আপনি অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনি আপনার দক্ষতায় দারুন এটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দেখে খুবই ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করলে আমার অনেক ভালো লাগে। ঘরের দেয়াল সাজাতে ওয়ালমেট অনেক ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে আপু এবং শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 54096.18
ETH 2412.88
USDT 1.00
SBD 2.10