"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১১ || শেয়ার করো তোমার সেরা ফটোগ্রাফি -শীতকালীন প্রাকৃতিক দৃশ্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

Cover.png


শীতকাল মানেই ভিন্ন এক অনুভূতির ঋতু, প্রকৃতির নতুন সাজ, শীতের হিমেল বাতাস এবং হৃদয়ে আলোড়ন তোলা কোয়াশা মাখানো সতেজ স্পর্শ । শীত ঋতুতে প্রকৃতির দৃশ্যাবলী কিছুটা ভিন্নভাবে ফুটে উঠে, সকালের কোয়াশার আড়ালে হেসে উঠা সূর্যের কিরণ কিংবা বিকালে সূর্য অস্ত যাওয়ার হিম বাতাসের ছোঁয়া আমাদের চারপাশের প্রকৃতির সাথে সাথে হৃদয়ের অনুভূতিগুলোকেও দারুণভাবে উজ্জীবিত করে। আমরা শীতের এই ভিন্ন প্রাকৃতিক দৃশ্যাবলীর প্রতি একটু বেশী আকর্ষণবোধ করি অন্যান্য ঋতুর তুলনায়।

আমরা যারা শহরের জীবনে অভ্যস্ত তারাও শীতের মাঝে শহরের জীবনের রুটিনের একটু ব্যত্যয় ঘটিয়ে ছুটে যাওয়ার চেষ্টা করি গ্রামীন পরিবেশে শীতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। আবার অনেকেই শহরের জীবনের মাঝেও নানাভাবে শীতের উষ্ণতা খুঁজে বেড়ান। আসলে আমাদের সকলের মূল্য উদ্দেশ্য থাকে শীতের আমেজে একটু ভিন্ন অনুভূতিকে জাগ্রত রাখা।

আপনাদের অনুভূতি এবং স্মৃতিগুলোকে আরো বেশী আলোকময় করে তোলার জন্যই আমাদের এবারের প্রতিযোগিতা। শেয়ার করো তোমার সেরা ফটোগ্রাফি-শীতকালীন প্রাকৃতিক দৃশ্য নিয়ে। তোমার দ্বারা ক্যাপচারকৃত শীতের প্রাকৃতিক সেরা দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করো আমার বাংলা ব্লগে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে।

নির্দেশিকাঃ


  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
  • আপনার শীতকালীন প্রাকৃতিক দৃশ্যগুলো নিয়ে কমপক্ষে ১৫০ শব্দে পোস্ট করতে হবে।
  • Plagiarism নিষিদ্ধ , Plagiarism পাওয়া গেলে অংশগ্রহন বাতিল করা হবে।
  • আপনার পোস্টটিতে শীতকালীন প্রাকৃতিক দৃশ্যের কমপক্ষে ৫টি ফটো থাকতে হবে।
  • কারো লেখা কিংবা ফটোগ্রাফি কপি করা যাবে না।
  • অংশগ্রহনের সময় সীমা ৩ ফেব্রুয়ারী, ২০২২ দুপুর ১২টা পর্যন্ত (বাংলাদেশী সময়)।
  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-11 এবং #winter-nature এই দুটি ট্যাগ ব্যবহার করবেন।
  • ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহন বাতিল হতে পারে।
  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।
  • আপনার প্রতিযোগিতার পোস্টের লিংক টি এই পোস্টের নিচে কমেন্ট করে, আপনার আংশগ্রহন নিশ্চিত করবেন।

পুরস্কারঃ


  • প্রথম স্থান অধিকারী - 100 স্টিম
  • দ্বিতীয় স্থান অধিকারী - 60 স্টিম
  • তৃতীয় স্থান অধিকারী - 40 স্টিম
  • চতুর্থ স্থান অধিকারী - 20 স্টিম
  • পঞ্চম স্থান অধিকারী - 20 স্টিম
  • ষষ্ঠ স্থান অধিকারী - 20 স্টিম
  • সপ্তম স্থান অধিকারী - 20 স্টিম
  • অষ্টম স্থান অধিকারী - 20 স্টিম

এই প্রতিযোগিতার বিচারক মন্ডলী দায়িত্বে থাকবেনঃ


IDDesignationRole
@rmeFounderInfrastructure development & all programming works


প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ৩ ফেব্রুয়ারী, ২০২২ ইং রোজ বৃস্পতিবার। ইন্ডিয়ান সময় রাত ৮.৩০ মিনিটে, বাংলাদেশ সময় রাত ৯ টায় । আমাদের কমিউনিটির voice Hangout এর মাধ্যমে।


ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আমার অংশ গ্রহণ👇
https://steemit.com/hive-129948/@alif111/or-or-or-or-10-shy-fox

IMG_20220202_093455.jpg

 3 years ago 

আমার অংশগ্রহণ:-https://steemit.com/hive-129948/@ripon40/4uu1nc-or-or

 3 years ago 

---আমার অংশগ্রহণ ---

https://steemit.com/hive-129948/@sagor1233/2vcacn-or-or-10-to-shy-fox

 3 years ago 

আমার অংশগ্রহণ - https://steemit.com/hive-129948/@moh.arif/5rrgap

 3 years ago 

সত্যিই অনেক সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন দাদা। আমরা অনেকেই আছি ফটোগ্রাফি করতে খুব পছন্দ করি তাদের জন্য প্রতিযোগিতা টা অনেক সুন্দর হবে বলে আমি মনে করি। সবার জন্য অনেক অনেক দোয়া রইল সবাই ভালোভাবে এটেন্ড করবেন এটাই আশা করি।

 3 years ago (edited)

আমার অংশগ্রহণ:

https://steemit.com/hive-129948/@narocky71/or-or-or

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 98504.77
ETH 3362.26
USDT 1.00
SBD 3.06