🌷"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১১||🌼 শীতকালীন প্রাকৃতিক দৃশ্য ( ১০%লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • শীতকালীন প্রাকৃতিক দৃশ্য
  • ০১, ফেব্রুয়ারি ,২০২২
  • মঙ্গলবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির Founder @rme দাদা শীতকালীন প্রাকৃতিক দৃশ্য নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করেছে কিছু সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আশাকরি আমার করা প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।


ফটোগ্রাফি আমার শখ আমি শখ হিসেবে ফটোগ্রাফি করি।প্রকৃতির সৌন্দর্য গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি। প্রকৃতি তার সৌন্দর্য দ্বারা মানুষকে মুগ্ধ করে। আমিও একজন প্রকৃতপ্রেমী প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসি। খুবই সুন্দর এবং মনমুগ্ধকর পরিবেশ ছিল। শীতকালীন অবকাশের কিছু ফটোগ্রাফি করেছি । শীতের মৌসুমে মাঠে বিভিন্ন ধরনের চাষবাদ করতে দেখা যায়। শীতের সময়ে সৌন্দর্যের অন্যতম প্রতীক হলো সবুজ প্রকৃতির অপরুপ সৌন্দর্য। যেটা উপভোগ করতে সবাই ভালোবাসে। প্রকৃতি সময়ের সাথে সাথে রুপ বদলায়। শীতের মৌসুমের কিছু ফটোগ্রাফি করেছি আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



#১

20220201_063936-01.jpeg

20220201_063757-01.jpeg


কুয়াশাচ্ছন্ন সকাল
Device: A20s
অবস্থান:https://w3w.co/drummed.folded.comedic


দিনের সুন্দর মুহূর্ত শুরু হয় সকাল এর মাধ্যমে। সকালের মুহূর্তটা উপভোগ করতে কার না ভালো লাগে যেটা আমি প্রতিনিয়ত উপভোগ করে থাকি। সূর্যাস্তের পর শীতকালীন সময়ে চারিপাশের পরিবেশটা কুয়াশা আচ্ছন্ন হয়ে পড়ে। সেটা সকালের মাধ্যমে শেষ হয় ।সেই মুহূর্তের কিছু দৃশ্য পটভূমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভাল লাগবে।

#২

20220201_064039-01.jpeg

20220201_064333-01.jpeg


ঘাসের উপর শিশির বিন্দু
Device: A20s
অবস্থান:https://w3w.co/drummed.folded.comedic


শীত কালীন সময়ে রাতভর কুয়াশায় ঘিরে থাকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ।শীতের সকালে সবুজ ঘাসের উপর শিশির বিন্দু জমে থাকার দৃশ্যপট উপভোগ করতে আমার খুবই ভালো লাগে। হাতের হালকা হাতছানিতে সেগুলো আবার মাটির সাথে মিশে যায়। আবার সূর্যিমামার উপস্থিতিতে বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠে যায়। এটাই প্রকৃতির লীলাখেলা যেটা প্রতিনিয়ত ঘটমান রয়েছে।

#৩

20220128_163741-01.jpeg

20220128_163746-01.jpeg


শাখা নদীর দৃশ্যপট
Device: A20s
অবস্থান:https://w3w.co/drummed.folded.comedic


বর্ষা কালীন সময়ে নদীতে ভরপুর পানি থাকে যেটা প্রকৃতির অন্যরকম সৌন্দর্য বয়ে আনে। নদীপথে ঘুরতে আমি খুবই পছন্দ করি। যেটা প্রতিবছরই নদীর পথে ঘুরাঘুরি করা হয় ।এখন শীতের সময় নদীতে হালকা পানি থাকে জেলেরা তাদের মাছ ধরার নৌকা গুলো পানিতে ডুবিয়ে রাখে সেই সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। নদী তার সৌন্দর্যতা হারিয়েছে এবং প্রকৃতির অন্যরকম সৌন্দর্যের আগমন ঘটেছে।

#৪

20220128_170506-01.jpeg

20220128_170929-01.jpeg


জমি চাষাবাদ
Device: A20s
অবস্থান:https://w3w.co/drummed.folded.comedic


আমাদের দেশে প্রধান চাষাবাদ ফসল হলো ধান ।যেটা শীতের মৌসুম এর মাঝামাঝি পর্যায়ে চাষাবাদ করা হয়ে থাকে। কৃষকরা তাদের জমি চাষাবাদের কাজে ব্যস্ত । এই ধান চাষের উপর কৃষকের জীবন জীবিকা নির্বাহ করে । কৃষকের লাঙ্গল দিয়ে জমি চাষের পাশাপাশি বিভিন্ন ধরনের পাখি এসে ভিড় জমায়। মাটির নিচে বাসা বাঁধে বিভিন্ন ধরনের পোকা মাকড়। জমি চাষের সাথে সাথে এসব পোকামাকড় উপরে উঠে আসে পাখিরা তাদের দিনের আহার মিটিয়ে নেয় পোকামাকড় খাওয়ার মাধ্যমে। একদল বক এসে জমি চাষের কাছে ভিড় জমিয়েছে।

#৫

IMG_20211202_154814-01.jpeg


সরিষা ফুল
Device: A20s
অবস্থান:https://w3w.co/drummed.folded.comedic


শীতের অন্যতম অবকাশ হলো সরিষা ফুল। যেটা শীতের সময় চাষাবাদ করা হয়ে থাকে। সরিষা ফুলের সৌন্দর্য আমরা খুব ভালোভাবেই উপভোগ করে থাকি। আমার কাছে সরিষা ফুলের সৌন্দর্য মুগ্ধ করে। মাঠে মাঠে হলুদের সমাহার দ্বারা বেষ্টিত থাকে। আমরা শুধু ইন্দ্রিয় ও নাক ধারা সরিষা ফুলের সৌন্দর্য ও গন্ধ উপভোগ করে থাকি। মৌমাছি সরিষা ফুলের মধু সংগ্রহ করে তাদের নিত্যদিনের কাজের ব্যস্ততায় ।

#৬

20220131_171023-01.jpeg

20220131_170837-01.jpeg


সোনালী ধানের সবুজ রূপ
Device: A20s
অবস্থান:https://w3w.co/drummed.folded.comedic


আপনারা সোনালী ধানের সবুজ রূপের সৌন্দর্যতার রূপ দেখতে পাচ্ছেন। আসলে এসব জায়গায় বর্ষা কালীন সময়ে ভরপুর পানি থাকে যা শীতের শুরুতে সাদা চড় হিসেবে জেগে থাকে। সেখানে কৃষকেরা ধান চাষের মাধ্যমে সোনালী রূপের সবুজ রূপের আগমন ঘটায়। চারিদিকে শুধু সবুজের সমাহার দ্বারা বেষ্টিত। খোলামেলা জায়গায় এইরকম পরিবেশ উপভোগ করতে কার না ভালো লাগে। যেখানে প্রায়ই আমাদের ঘুরতে যাওয়া হয়।

#৭

IMG_20220113_171209-01.jpeg

IMG_20220113_171235-01.jpeg


মাঠে মাঠে সবুজের সমাহার
Device: A20s
অবস্থান:https://w3w.co/drummed.folded.comedic


মাঠে মাঠে কৃষকের বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করে থাকে। যেখানে যে ফসল চাষের জন্য উপযোগী সেটাই তারা করে থাকে ।এখন ফসলি জমিতে সবুজের সমাহার দ্বারা বেষ্টিত থাকে। সবুজ প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আমার খুবই ভালো লাগে। একটি গ্রাম পর্যায়ে খেসারি নামে পরিচিত। এই খেসারি থেকে ডাউল হয় এবং গরুর ঘাস খাওয়ানো হয় ।তার সৌন্দর্য তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম।

#৮

IMG_20220116_074014-01.jpeg

IMG_20220116_074016-01.jpeg


খেজুরের রস
Device: A20s
অবস্থান:https://w3w.co/drummed.folded.comedic


শীতের মৌসুমটা কত রূপে সজ্জিত সেটা মাঝে মাঝে ভুলে যাই। বিভিন্ন রূপে প্রাকৃতিক দৃশ্য সময়ের সাথে সাথে রূপ বদলায়। শীতের সময় খেজুরের রস খেতে আমার কাছে খুবই ভালো লাগে। যেটা প্রতি বছরই এই মুহূর্তে খাওয়া হয়। যারা খেজুরের রস সংগ্রহ করে তারা গাছ কেটে খেজুরের রস বের করায় ব্যস্ত থাকে। সেই দৃশ্য পটভূমি তুলে ধরার চেষ্টা করেছি।

#৯

IMG_20220113_170458-01.jpeg

IMG_20220113_170457-01.jpeg


পাতা ঝরা গাছ
Device: A20s
অবস্থান:https://w3w.co/drummed.folded.comedic


শীতের মৌসুমে বিভিন্ন ধরনের গাছের রূপ বদলে যায়। এসব গাছের পুরনো পাতা ঝরে পড়ে নতুন পাতার আগমন ঘটে থাকে ।এখন তারা পাতাঝরা নগ্ন অবস্থায় দৃশ্যমান থাকে ।যেটা শীতকালে মৌসুমেই ঘটে থাকে। সেই দৃশ্য পটভূমি তুলে ধরার চেষ্টা করেছি।

#১০

20220131_164526-02.jpeg

20220131_164517-01.jpeg


গরুর লাঙ্গল
Device: A20s
অবস্থান:https://w3w.co/drummed.folded.comedic


আগেকার মানুষ কঠোর পরিশ্রম করে জমিতে ফসল ফলিয়ে জীবন জীবিকা নির্বাহ করে থাকতো ।বর্তমান আধুনিকতার ছোঁয়ায় জমি চাষের সহজ পদ্ধতি এসে চাষাবাদ করা খুবই সহজ হয়ে গিয়েছে। বর্তমানে গরুর লাঙ্গল খুব কমই দেখা যায় নাই বললেই চলে। সেই পুরনো ঐতিহ্যের কিছু দৃশ্যপট এখনও বিদ্যমান রয়েছে। যেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি।

#১১

IMG_20211208_161829-01.jpeg


সূর্যাস্ত মুহূর্তে
Device: A20s
অবস্থান:https://w3w.co/drummed.folded.comedic


আমার সন্ধ্যাকালীন মুহূর্তের দৃশ্য পটভূমি উপভোগ করতে খুবই ভালো লাগে। যেটা আমি প্রায়ই উপভোগ করে থাকি। আজকে বালুর চরে খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছি। সন্ধ্যার বিশেষ করে সূর্য অস্তে মুহূর্তে দৃশ্য উপভোগ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এভাবেই একটি দিনের ইতি ঘটে রাতের কাজ শুরু হয়ে যায় যেটা প্রতিনিয়ত চলমান রয়েছে। শীতকালীন মুহূর্তের কিছু দৃশ্যপট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে



logo.gif

Sort:  
 3 years ago 

খুবই চমৎকার চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন শীতকালীন ।দেখে খুবই মুগ্ধ হলাম ।প্রতিটি ফটো ক্যাপচা নিখুত ছিল ।ধন্যবাদ ভাই এতো সুন্দর শীতকালীন ফটোগ্রাফি শেয়ার করে অংশগ্রহনের জন্য ।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার তোলা শীতকালীন ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে । শীতকালের সকল কিছুকে আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন । তাছাড়া ফটোগ্রাফির সঙ্গে সঙ্গে আপনি বর্ণ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ আপনার সুগঠিত মতামত এর জন্য।

 3 years ago 

আপনি তো অসাধারণ কিছু ফটোগ্রাফি আজকে আমাদের সাথে শেয়ার করলেন। আমার কাছে তো ঘাসের উপরে ছোট ছোট পানির ফোটার ফটোগ্রাফি টা জাস্ট অসাধারণ লাগলো। সরিষা ফুলের ফটোগ্রাফি টা অনেক সুন্দর ছিল। প্রতিযোগিতার জন্য আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি খুঁজে নিয়ে আসলেন। আপনার সব ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ লাগলো 😍😍। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

চেষ্টা করি ভালো ফটোগ্রাফি করার ধন্যবাদ। ❤️

 3 years ago 

  • খুব অসাধারণ অসাধারণ ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে কুরিয়ার। আমার কাছে প্রত্যেকটা ছবি খুব ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
 3 years ago 

আপনাকে ধন্যবাদ ভাই।

 3 years ago 
  • বাহ অসাধারণ ছিল আপনার পোস্ট টা। শীতকালীন সকল প্রাকৃতিক দৃশ্যই প্রায় আপনি শেয়ার করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে কুয়াশাচ্ছন্ন সকাল এবং গাছের ছবিটি। আপনার জন্য শুভকামনা।।
 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

প্রতিযোগিতা উপলক্ষে আপনি ফটোগ্রাফি করেছেন। প্রথমেই অভিনন্দন জানায় প্রতিটি ফটোগ্রাফি আমার অনেক ভালো লাগলো। কুয়াশা মেঘাচ্ছন্ন ছবিগুলো দারুন ভাবে ফুটে উঠেছে।সর্বোপরি সূর্যাস্তের ছবিটা দারুন ছিল। তারপর গরুর লাঙ্গল ছবিটা পছন্দ হয়েছে আমার। মুগ্ধ হয়ে গেলাম ♥️


IMG_20220106_113311.png

 3 years ago 

আপনাদের কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম ধন্যবাদ।

 3 years ago 

আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিশেষ করে গরু আর লাঙ্গল দিয়ে হল চাষ করা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেলো।ধন্যবাদ ভাই অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভকামনা রইলো আপনার জন্যে।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ ভাই।

 3 years ago 

অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করেছেন আমাদের সাথে। প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল। বিশেষ করে পাতা ঝরা গাছ এবং সরিষা ফুলের ফটোগ্রাফি আমার কাছে দারুণ লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

এতো সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনি দেখচি অনেক সুন্দর ফটোগ্রাফি করেন ভাইয়া। সব গুলো ছবিই দারুণ হয়েছে। আমার কাছে খুবই ভালো লাগছে। আপনার উপস্থাপনাও অনেক সুন্দর হয়েছে। সব মিলিয়ে দারুণ ছিলো ভাইয়া। আপনার জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম ধন্যবাদ।

 3 years ago 

আপনার শীতকালীন প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো সত্যিই চমৎকার হয়েছে। আমাকে মুগ্ধ করেছে প্রতিটি ফটোগ্রাফি। এত সুন্দর করে তুলেছেন যা দেখে সত্যিই খুবই ভালো লেগেছে ।এরকম প্রকৃতির সংস্পর্শে আসলে মনটা সত্যি আনন্দে ভরে ওঠে। দীর্ঘদিন হয় এ রকম প্রকৃতির সংস্পর্শে যাইনা ।আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুব যেতে ইচ্ছে করছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর প্রকৃতির ফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মনের ইচ্ছে পূরণ হোক। চলে আসুন প্রকৃতি সৌন্দর্য উপভোগ করতে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60938.00
ETH 2386.38
USDT 1.00
SBD 2.57