শীতকালীন প্রাকৃতিক দৃশ্য - প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আজ - ২০ই মাঘ ১৪২৮ , বঙ্গাব্দ | বৃহস্পতিবার | শীতকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1643808871142.jpg

প্রথমে ধন্যবাদ জানায় আমাদের সকলের প্রিয় @rme দাদাকে যিনি আমাদের জন্য এত সুন্দর একটি কনটেস্টের আয়োজন করেছেন। দাদার এই কনটেস্ট এর মাধ্যমে আমরা প্রত্যেকে যে যার মতো করে শীতকালের প্রাকৃতিক সৌন্দর্যেরটিকে সকলের কাছে প্রকাশের সুযোগ পাচ্ছি। এছাড়া ও প্রাকৃতিক দৃশ্য গুলো ধারনের মাধ্যমে প্রকৃতিকে আরো কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছি। প্রকৃতির সৌন্দর্য মুগ্ধ হয়ে প্রকৃতির প্রতি আরো যত্নশীল হওয়ার আহবান জানাচ্ছি সকলকে।

প্রকৃতি নানা সিজনে নানা রূপে সেজে উঠে। আর আমাদের প্রত্যেকেরই প্রিয় একটি সিজন হচ্ছে শীতকাল। আমরা প্রত্যেকেই অন্যান্য সিজন গুলোর থেকে শীতকালটা যেন অন্য ভাবে উপভোগ করার চেষ্টা করি। কেননা প্রকৃতি যেন শীতকালটাকে অন্যরূপে সাজিয়ে তোলে। গাছের পাতাগুলো শুকিয়ে ঝরতে শুরু করে। বড় গাছগুলো সকল পাতা হারিয়ে কঙ্কালের রূপ নেয়। তবে ওই পাতাবিহীন গাছগুলো যেন প্রকৃতিকে অন্য এক রূপে সাজিয়ে তুলে। মাঠে-ঘাটে সবুজ শাকসবজি ভরপুর। যে যেখানে একটু খোলা জায়গা পাচ্ছে সেখানেই তার প্রিয় সবজিটি রোপন করছে। পুকুর খাল বিল সবগুলোই পানি শুকিয়ে যায়। আর এই শুকনো খাল-বিল দেখতে মনে হয় যেন অন্য এক সৌন্দর্য। শীতের সকালে মাঠে গিয়ে সবজি তোলা। খেজুর গাছ কাটা, গাছ থেকে রস সংগ্রহ করা। প্রচণ্ড ঠান্ডায় কথা বলার সময় মুখ থেকে ধোঁয়া বের হওয়া। গ্রামের প্রত্যেকটা বাড়িতে শীতের সকালে পিঠে পুলির আয়োজন। শীতের সকালে প্রচন্ড ঠান্ডার পর একটু উষ্ণতার জন্য মাঠের মাঝে রোদের আশাই বসে থাকা। তা না হলে খড় দিয়ে আগুন জ্বালিয়ে বুড়ো জোয়ান সকলে মিলে আগুন পোহানো। মাঠে-ঘাটে পেকে যাওয়ার ধান দোল খেতে থাকে উত্তরা বাতাসে। আসলে এসব কিছুই হচ্ছে শীতকালের সৌন্দর্য।

অনেক দেরিতে হলেও আমি এই কনটেস্টে অংশগ্রহণ করতে পেরেছে এটাতেই আমি অনেক খুশি। কেননা আমাদের নগরে জীবনে প্রকৃতি সৌন্দর্য উপভোগ করার তেমন কোনো সুযোগই নেই। আর এই কনটেস্ট এর মূল উদ্দেশ্য হচ্ছে শীতকালের প্রকৃতির সৌন্দর্য তুলে ধরা। তাই অনেকটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম কিভাবে আমি এই কনটেস্টে অংশগ্রহণ করব। গুগল ম্যাপে বিভিন্ন জায়গায় দেখে একটি জায়গা বেছে নিলাম যেখানে কিছুটা সবুজের ছোঁয়া আছে। তাও খুবই সামান্য। আর সব থেকে বড় কথা হচ্ছে ওই স্থানটি আমার বাসা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত। তবুও ঠিক করে নিলাম এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য এই স্থানটিতে আমি যাব। আমি চেয়েছিলাম শীতের সকালের সৌন্দর্য টিকে ক্যামেরাবন্দী করার কিন্তু ওই স্থানটি দূরে হওয়ায় সকালে যাওয়া হয়নি বিকেলে গিয়েছি।

নাগরে বসবাস করাই শীতকালের প্রকৃতির আসল সৌন্দর্য আমি তুলে ধরতে পারিনি। তবুও আমি চেষ্টা করেছি।

এখানে যে ক্ষেত দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুলা ক্ষেত। যদিও দূর থেকে দেখে বোঝার কোন উপায় নেই যে এটি মুলার ক্ষেত। কেননা এই ক্ষেতে শুধু মুলা না অন্যান্য সবজি ও রয়েছে। ছোটবেলায় গ্রামের বাড়িতে অন্যের ক্ষেত থেকে এরকম অনেক মুলা চুরি করে কাঁচাই খেয়ে নিয়েছি। ব্যাপারটা অনেক অদ্ভুত লাগতে পারে অনেকের কাছে। তবে যারা আমার মত এরকম কাঁচামুলা খেয়েছেন তারা একমাত্র বুঝবেন এর টেস্ট কেমন। আজকে এই মুলা ক্ষেত দেখে সে ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল।



IMG_20220202_170739-01.jpeg






Device : oneplus 9r
Taken on : Wednesday 2-2-2022
W3w Location : https://what3words.com/fights.attention.slick

দিনের দুইটি সময় প্রকৃতি দেখতে খুবই সুন্দর লাগে। আর এই দুটি সময়ের একটি হচ্ছে সূর্য উদয়ের সময়। অর্থাৎ রাতের অন্ধকার শেষে যখন পূর্ব দিকে সূর্যের দেখা মেলে। আর অন্য সময় এটি হচ্ছে পশ্চিম আকাশে যখন সূর্য বিদায় নেয়। তবে অন্যান্য সময়ে গুলো থেকে শীতের সকাল এবং বিকেলে সূর্য অস্ত যাওয়া এবং উদয় হওয়ার দৃশ্য গুলো মনমুগ্ধকর হয়। নগরীতে বসবাস করার কারণে শীতের সকালে সূর্য উদয় হওয়ার দৃশ্যটির দেখা না পেলেও সূর্য অস্ত যাওয়ার দৃশ্য গুলো প্রায় দেখা পাই। সূর্য অস্ত যাওয়ার সময় পুরো আকাশ জুড়ে লাল আলোতে ভরে ওঠে। শীতের বিকেলে সবুজ প্রকৃতির সাথে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যগুলো একটি মনকে ভালো করার জন্য যথেষ্ট।

এখানে নিচের ৬ টি ছবি বিভিন্ন স্থান থেকে শীতের বিকেলে সূর্য অস্ত যাওয়ার সময়টিতে ধারণ করা হয়েছে।



IMG_20220202_165735-01.jpeg



IMG_20220202_170539-01.jpeg



IMG_20220202_170016.jpg



IMG_20220202_165937.jpg



IMG_20220202_171119-01.jpeg



Device : oneplus 9r
Taken on : Wednesday 2-2-2022
W3w Location : https://what3words.com/fights.attention.slick



IMG_20220202_170922-01.jpeg


Device : oneplus 9r
Taken on : Wednesday 2-2-2022
W3w Location : https://what3words.com/fights.attention.slick

শীতকালে অন্যতম একটি আকর্ষণ হচ্ছে সরষে ফুল। দূর থেকে সরষে ক্ষেত দেখলে মনে হয় এই যেন কোন এক হলুদ অরণ্য। সরিষা গাছে সারারাতের কুয়াশা পড়ার পর সকালে বিন্দুবিন্দু শিশির জমে থাকে সকালের সূর্যের আলোর সে শিশিরগুলো ঝলমলিয়া উঠে। শীতের উত্তরা বাতাসে সমস্ত সরিষা ক্ষেত যেন হেসে ওঠে। মৌমাছি চারিদিকে ঘুরতে থাকে সরিষা ফুল থেকে মধু আহরণের জন্য।



IMG_20220202_165910__01-01.jpeg


Device : oneplus
Taken on : Wednesday 2-2-2022
W3w Location : https://what3words.com/fights.attention.slick

অনেক সবজির মাঝে কয়েকটা মাত্র সরিষা ফুল। দূর থেকে দেখে মনে হয় যেন সবজি গুলোকে ঢাকা দিয়ে রেখেছে এই সরষে গাছ। সবজিগুলোকে পোকামাকড় থেকে রক্ষা তানা হলে অন্য যেকোনো কারণে এই সরষে গাছ গুলো রোপণ করা হয়েছে। তা না হলে মাত্র কয়েকটি সরিষা গাছ রোপন করার কোন মানেই হয়না। নগরীতে অন্যান্য শাকসবজি চাষ করা হলেও সরিষা খুবিই কম চাষ করা হয়।



IMG_20220202_165753-01.jpeg


Device : oneplus 9r
Taken on : Wednesday 2-2-2022
W3w Location : https://what3words.com/fights.attention.slick

কাঁচা রাস্তার দুই পাশে সারিবদ্ধ নারকেল গাছ। পাশে রয়েছে পানি শুকিয়ে যাওয়া খাল। এখন শীতকাল হওয়ায় এই রাস্তাটিতে মানুষের হাঁটার সুযোগ আছে তা না হলে অন্য কোন ঋতুতে বিশেষ করে বর্ষাকালে এই কাঁচা রাস্তায় চলাচলের অনেক অসুবিধায় পড়তে হবে। তবে এই শীতের বিকেলে হাঁটার জন্য এই রাস্তাটি একটি মনোরম স্থান। রাস্তাটি লম্বা এবং সরু হওয়া অনেক দূর পর্যন্ত দেখা যায়।



IMG_20220202_170037-01.jpeg



Device : oneplus 9r
Taken on : Wednesday 2-2-2022
W3w Location : https://what3words.com/fights.attention.slick

এটি হচ্ছে পালং শাকের ক্ষেত। অল্প কিছু জায়গা জুড়ে এই ক্ষেত করা হয়েছে। শাক গুলো একদম সবুজ এবং অনেকটা তরতাজা। দেখে ইচ্ছে করছিল ক্ষেত থেকে কিছু শাক বাড়িতে নিয়ে আসি। আর দেখে বোঝাই যাচ্ছে শাকগুলোকে বেধ যত্নসহকারে বড় করা হচ্ছে। আমি ফটো তোলার কিছুখন পরে দেখলাম এই ক্ষেত পানি দেওয়ার জন্য একজন লোক এসেছে। আসলে শীতের বিকেলে এমন দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায়।



IMG_20220202_170841-01.jpeg


Device : oneplus 9r
Taken on : Wednesday 2-2-2022
W3w Location : https://what3words.com/fights.attention.slick

শীতকালের অন্যতম একটি সবজি হচ্ছে লাউ। আর আপনারা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি সম্ভবত লাউ গাছের চারা। আমি যদি ভুল না করি তাহলে এই লাউ গাছের চারাটির বয়স কয়েকদিন হবে হয়তো। গাছ দুটি বেশ সতেজ। সারারাত ধরে কুয়াশা পড়ার পর সকালে গাছটি আরো সতেজ হয়ে উঠবে পাতাগুলোতে বিন্দুবিন্দু শিশির জমে থাকবে আর সকালে হালকা রোদের আলোতে শিশিরের পানি গুলো ঝলমলে উঠবে আর তখন ছোট্ট এই চারাগাছ গুলো আরো সুন্দর হয়ে উঠবে নিশ্চয়ই। তবে আফসোসের বিষয় সে সৌন্দর্যটি আমার নিজ চোখে দেখা হলো না এবং ক্যামেরাবন্দি করা ও হলো না। কেননা আমি যখন এই ছবিটি তুলেছি তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা নামার পথে।

IMG_20220202_170130-01.jpeg


Device : oneplus 9r
Taken on : Wednesday 2-2-2022
W3w Location : https://what3words.com/fights.attention.slick


সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yWj2bwKX6JAGfcPQ5A2NmoSbXpLKcL25RQwuJpdJYqis6cCcfsCC8bNiKXifYV1GHvEPc9zZ9wNzHexLQbuEMLNhEyc1k.jpeg
আপনার করা ফটোগ্রাফির সব গুলো ফটো আমার অনেক ভালো লেগেছে। তবে এই ফটোটি সবচেয়ে ভালো লেগেছে। শীতের সময়ে প্রকৃতি তার নিজস্ব রূপে সঞ্চিত থাকে। কখনো কুয়াশা কখনো রোদ কিংবা কখনো বৃষ্টি।

 2 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি ছিল ভাই। খুব ভালো লাগলো ছবি গুলো দেখে।গ্রামিন পরিবেশকে ফুটে তুলেছেন ছবির মাধ্যমে। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ ছিল এবং প্রতিটি ফটোগ্রাফি যেন শীতকালে কথাই বলছে। আর আপনার ফটোগ্রাফিতে উঠে এসেছে শীতকালের আসল চিত্র টি। এবং প্রতিটি ফটোগ্রাফিতে আপনি খুব সুন্দর করে বিবরণ দিয়েছেন। আপনার ফটোগ্রাফি গুলো আরো বলছে খেতে গ্রামের উপভোগ করার মত অনেক কিছু। সবজি ক্ষেত থেকে শুরু করে সবকিছু, আর আপনি ঠিকই বলেছেন শীতের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে সরিষা ফুল, আর সেই সরিষা ফুলের ফটোগ্রাফি টা আপনি অনেক সুন্দর করে করেছেন। আর আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইলো ভাইয়া।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

 2 years ago 

শীতকালে অন্যতম একটি আকর্ষণ হচ্ছে সরষে ফুল। দূর থেকে সরষে ক্ষেত দেখলে মনে হয় এই যেন কোন এক হলুদ অরণ্য।

  • ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন শীতকালের অন্যতম একটি আকর্ষণ হলো সরিষা ফুল। দূর থেকে সরিষা ফুলের ক্ষেত দেখলেই মনে হয় হলুদের এক রাজ্য। প্রকৃতির অপরূপ সৌন্দর্য লুকিয়ে আছে সরিষা ফুলের মাঝে। যা শুধু শীতকালেই দেখতে পাওয়া যায়। শীতকালের প্রাকৃতিক সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে হলুদ এই অরণ্যে ভরা সরিষা ক্ষেত। তবে যাইহোক ভাইয়া আপনি অন্যান্য যেই ফটোগ্রাফিগুলো শেয়ার করেছেন সেগুলোও অনেক সুন্দর হয়েছে। প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে। দারুন কিছু ফটোগ্রাফি আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ও আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। শুভকামনা রইলো আপনার জন্য।
 2 years ago 

আমি আপনাকে একটা পরামর্শ দিতে চাই ।কমেন্ট করার সময় আপনি যেই পয়েন্ট Markdown কোড ব্যবহার করে কমেন্ট করেছেন, এটা ভালো দেখায় না। এটা শুধুমাত্র পয়েন্ট আকারে কোন কিছু লেখার সময় ব্যবহার করতে হয়৷

 2 years ago 

আপনার গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। 💝💝

 2 years ago 

প্রতিটি ছবি খুব সুন্দর ও প্রাণবন্ত ছিলো। সবুজে ঘেরা ছবি গুলো অসাধারন হয়েছে। আমার কাছে হলুদ ফুলের ছবি টা অনেক সুন্দর লেগেছে। নারিকেল গাছের ছবিটিও অনেক ভালো লেগেছে।

 2 years ago 

শীতকালের প্রাকৃতিক দৃশ্য প্রতিযোগিতার জন্য আপনি খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনি যে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন সবগুলোই অসাধারণ সুন্দর হয়েছে। আপনার শেয়ারকৃত ফটোগ্রাফি গুলোর মধ্যে সরষে ফুলের ফটোগ্রাফিতে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

দারুন ফটোগ্রাফি করেছেন ভাই। আপনি ফটোগ্রাফি পোস্ট করেন না কেন? মাঝেমধ্যে করবেন ভালইতো ফটোগ্রাফি করেন। সারি সারি নারিকেল গাছের ফটো গুলো কিন্তু জোস লাগতেছে। শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

ভাবতে অবাক লাগে প্রযুক্তি আমাদেরকে আজ কোথায় নিয়ে গেছে। যদিও উন্নত দেশের তুলনায় আমরা এখনো অনেক পিছিয়ে আছি তার পরেও আপনি গুগল ম্যাপ দেখে সবুজ খুঁজে বের করলেন আর তারপর ছবি তুলতে গেলেন। এই বিষয়টি আমার কাছে বিস্ময়কর লেগেছে। সত্যিই তাহলে আমরা কিছুটা হলেও ডিজিটালাইজড হয়েছি। আপনার তোলা ছবিগুলো এককথায় চমৎকার ছিল। আশাকরি ছবিগুলো আপনাকে সফলতা এনে দেবে

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67002.47
ETH 3459.18
USDT 1.00
SBD 2.65