ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ০৭ (২২-০৬-২৩ থেকে ২৮-০৬-২৩)
বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ০৭ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @saymaakter
পুরস্কার : $২৫ এর দুটি আপভোট
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার
SERIAL | AUTHOR | UPVOTE | POST LINK |
---|---|---|---|
01 | @saymaakter | $25 UPVOTE | DIY।।। এসো নিজে করি ।।। মেহেদির আচরে ডিজাইন। |
02 | @saymaakter | $25 UPVOTE | DIY ।।। এসো নিজে করি ।।।। পান্ডার দুষ্টমি। |
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
পুরো নাম মোঃ সায়মা আক্তার । জাতীয়তা : বাংলাদেশী । বাংলাদেশের জামালপুর শহরে বসবাসরত । প্রফেশন - স্কুল শিক্ষিকা। বিবাহিতা, দু'টি সন্তান রয়েছে । শিক্ষাগত যোগ্যতা : গ্রাজুয়েশন কমপ্লিট । শখ : লেখালেখি করা, স্কুল জীবন থেকেই কবিতা, প্রবন্ধ লেখায় হাতেখড়ি । ব্লগিং ক্যারিয়ার : স্টিমিটে জয়েন করেছেন ২০২১ সালের আগস্ট মাসে - মোট ১ বছর ১১ মাস হলো তাঁর স্টিমিট ব্লগিং ক্যারিয়ারের বয়স ।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
তাঁর ব্লগ সম্পর্কে আমার অনুভূতি :
স্বরচিত কবিতা ||| তুমি এসেছিলে।...... by @saymaakter • 19 June 2023
কবিতা আমি ভালোবাসি । আর সায়মা ম্যাডামের কবিতা তো অসম্ভব ভালো হয় । বিভিন্ন হ্যাংআউটে ওনার কণ্ঠে স্বরচিত কবিতা আবৃত্তি শুনেছি । অদ্ভুত সুন্দর হয় ওনার প্রতিটা কবিতা । একদম প্রফেশনাল লেখকদের মতোই ভালো ওনার প্রত্যেকটা কবিতা । তাই ওনার লেখা নির্বাচন করতে গিয়ে অনেকগুলি পোস্টের মধ্যে সবার আগে মন কাড়লো ওনার দু'টি লেখা । কবিতা । তার একটি এই তুমি এসেছিলে কবিতাটি । প্রেমের কবিতা । বৃষ্টিমুখর দিনে প্রেমিকের সাথে কাটানো পুরোনো দিনের স্মৃতিচারণমূলক কবিতা এটি । কল্পিত লেখা, কিন্তু পড়ে মনে হয় কী বাস্তব !
আমার দুটি চোখের দৃষ্টিতে
অপরূপ মায়ার সৃষ্টিতে
আছো তুমি মনের মাঝেতে
ঝরো ঝরো শ্রাবণে
কি যেন কথা হয়েছিল দুজনের
মনে কি পড়ে?
কবিতার শুরুতেই এই পংক্তিগুলো সব মনোযোগ কেন্দ্রীভূত করে কবিতার লাইনে । সবার জীবনের সাথে মিলে যায় কবিতাটি । ভালোবাসার মানুষটির সাথে পরিচয় মুহূর্ত থেকে তাকে আপন করে নেওয়ার সুখস্মৃতি কবিতার প্রতিটা লাইনে খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে -
তুমি আসবে না বলে এসেছিলে
আমার একটি কথা রেখেছিলে
বর্ষার প্লাবনে কদমগুচ্ছ নিয়ে
আমার খোপায় পরাবে বলে
আকাশের ঐ নীল থেকে
নীল রঙের টিপ কপালে দিবে বলে
তুমি এসেছিলে
আমার কথাটি রাখবে বলে।
ছবিটি সায়মার ব্লগ থেকে নেওয়া হয়েছে
রেসিপি |||| লেবু পাতার স্বাদে লিচু আম মাখা।...... by @saymaakter • 24 June 2023
লিচু আম ! হ্যাঁ, ঠিকই শুনেছেন । এই নামটি দেওয়া সায়মা ম্যাডামের । ওনাদের বাড়ির একটা আম গাছে লিচুর সাইজের আম হয়, সেই থেকেই এই নামকরণ । এই রেসিপিটি একদমই ইউনিক । ইতিপূর্বে আমি কখনো শুনিনি লেবু পাতা, শুকনো মরিচ, নুন, সরিষার তেল দিয়ে পাকা আম মাখা রেসিপির কথা । খুবই ভালো লাগলো তাই এই ইউনিক রেসিপিটি পেয়ে । রেসিপির প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস এর ছবিসহ নাম এবং প্রতিটা স্টেপ এর ঝরঝরে বর্ণনার সাথে ঝকঝকে ফোটোগ্রাফি শেয়ার করেছেন তিনি । তাই এই রেসিপি আর্টিকেলটি আমার কাছে জাস্ট অপূর্ব হয়েছে ।
ছবিটি সায়মার ব্লগ থেকে নেওয়া হয়েছে
DIY ||| এসো নিজে করি ||| প্রাকৃতিক ভাবে আলুর রসে সাবান।...... by @saymaakter • 26 June 2023
এটি একটি DIY প্রজেক্টের পোস্ট । ছোটবেলায় ক্লাস নাইনে থাকতে একবার সাবানের কুচি, কস্টিক সোডা, নারিকেল তেল আর নুন দিয়ে সাবান তৈরী করেছিলাম । কেমিস্ট্রি পড়ে এই এক্সপেরিমেন্ট করেছিলাম নিজে নিজে । খুবই মজা পেয়েছিলাম । বহুদিন পরে তাই সায়মা ম্যাডাম এর এই সাবান তৈরির DIY প্রজেক্টটি দেখে খুবই ভালো লাগলো । এই DIY প্রজেক্টে উনি দেখিয়েছেন কি ভাবে গোল আলুর রসে কেমিক্যাল বিহীন প্রাকৃতিক উপায়ে সাবান প্রস্তুত করা যায় । প্রজেক্টটি যে শুধুমাত্র মজার তাই নয়, ইনফরমেটিভও । প্রজেক্টের শুরুতেই উনি উপাদানসমূহের নাম ও ফোটোগ্রাফ শেয়ার করেছেন । এই উপাদানের মধ্যে গোল আলুর পাশাপাশি এলোভেরাও রয়েছে দেখলুম । আপনারা জানেন এলোভেরা চুল ও ত্বকের জন্য অত্যন্ত উপকারী । এলোভেরার বাংলা নাম ঘৃতকুমারী । এটি একটি আয়ুর্বেদিক ভেষজ উদ্ভিদ । সায়মা ম্যাডাম আলুর রস দিয়ে কিভাবে সাবান প্রস্তুত করা যায় তার খুঁটিনাটি বর্ণনা ঝকঝকে ফোটোগ্রাফি সহ পোস্টে প্রকাশ করেছেন ।
ছবিটি সায়মার ব্লগ থেকে নেওয়া হয়েছে
স্বরচিত কবিতা |||| ঈদের খুশি।...... by @saymaakter • 28 June 2023
ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ । ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে সায়মা ম্যাডাম এই বিশেষ ঈদের কবিতা লিখেছেন - "ঈদের খুশি" । ঈদ যেহেতু সবার জীবনে খুশি বয়ে আনে তাই ঈদের দিনে অন্তত ধনী গরীবের কোনো ভেদাভেদ থাকা উচিত নয় । সবাইকে এক কাতারে ফেলা উচিত । ঈদ সবার জন্য, ধনীর জন্য যেমন, গরিবের জন্যও তেমন ।
পাড়া পড়শী গরিব দুঃখীর খবর নিতে চাই
কেমন যাবে তাদের ঈদ জিজ্ঞাসা করি তাই
আছে কি তাদের সেমাই চিনি
আছে কি তাদের খাবার
আছে কি তাদের নতুন জামা
ঈদের খুশিতে আমার ঘরে তাদের
নেইকো যাওয়ার মানা।
ম্যাডাম এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন যে, গরীবের ঘরেও যাতে উৎসাহ ও উদ্দীপনার সাথে ঈদ উদযাপিত হতে পারে সেদিকে সমাজের ধনী ব্যক্তিদের নজর দেওয়া উচিত । তবেই হবে সার্থক ঈদ ।
বছর ঘুরে আসে বলে
ঈদের আনন্দ পাই খুজে
সবাই মিলে করি ঈদ
দুই হাত তুলে মনে পাই শান্তি
সকল দুঃখ ভুলে গিয়ে।
ছবিটি সায়মার ব্লগ থেকে নেওয়া হয়েছে
রেসিপি পোস্ট |||| ঝাল ঝাল শিং মাছের ভুনা।...... by @saymaakter • 01 July 2023
মাছ আমার অত্যন্ত প্রিয় । আর শিং মাছ হলে তো কথাই নেই কোনো । শিং মাছ আমি কিনি মাঝে মাঝে । দেশি শিং মাছ এখন অত্যন্ত রেয়ার একটি মাছে দাঁড়িয়েছে । এক কিলো দেশি শিং এখন হাজার-বারোশো টাকা দাম । অবশ্য শিঙি মাছ সাইজে খুবই ছোট হয়, তাই এক কিলো শিঙি কিনলে অন্ততঃ গোটা কুড়ি শিঙি পাওয়া যায় । আমার কাছে কচি পটল দিয়ে শিঙি মাছের ঝোল সব চাইতে বেশি ভালো লাগে । তবে, আলু-বেগুন দিয়ে বা কাঁচকলা দিয়েও শিঙি মাছ দুর্দান্ত স্বাদের হয় । আজকে অবশ্য আমাদের সায়মা ম্যাডাম শিঙি মাছের ঝাল ঝাল ভুনার রেসিপি শেয়ার করেছেন । মাগুর মাছের ঝাল ভুনা খেয়েছি আমি । দারুন লাগে । কিন্তু, শিঙি মাছের ঝাল ভুনা কখনো খাওয়া হয়নি । আজকের রেসিপিটা দেখে অবশ্য বেশ লোভে পড়ে গেলুম । ভাবছি এরপরে যখন শিঙি কিনবো তখন সায়মা ম্যাডাম এর ঠিক এই রেসিপিটাই ফলো করবো । রান্নার প্রত্যেকটা স্টেপ অত্যন্ত সাবলীলভাবে বর্ণনা করেছেন উনি । আর সেই সাথে প্রতিটা স্টেপ এর ফোটোগ্রাফিও শেয়ার করেছেন । ফলশ্রুতিতে যে কেউই শিঙি মাছের দুর্দান্ত এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারবেন ।
ছবিটি সায়মার ব্লগ থেকে নেওয়া হয়েছে
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫২৫ ট্রন জমানো (Today's target : To collect 525 trx)
তারিখ : ০৫ জুলাই ২০২৩
টাস্ক ৩১৫ : ৫২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 3a8ba063f90b78daf55f44c11236c244e61993ed2ab2cbc4ace17fa36bd82854
টাস্ক ৩১৫ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
দাদা সায়মা আপুর প্রাকৃতিকভাবে সাবান তৈরির ব্লগটি আমার কাছে অনেক ভালো লেগেছে। সাবান তৈরীর বিষয়টা আমার কাছে নতুন লেগেছে। আমি বাসায় এই প্রক্রিয়াটা ট্রাই করবো। ধন্যবাদ দাদা।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
এটা যে সুদূর প্রসারী একটা আইডিয়া বা উদ্যোগ ছিলো সেটা কিন্তু এখন বেশ ভালো ভাবেই বুঝা যাচ্ছে কারন ইউজারদের মাঝে দারুণ একটা সাড়া ফেলতে সক্ষম হয়েছে এবং কাজের মানের ক্ষেত্রেও একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ধন্যবাদ দাদা
দাদা আপনার কাজ গুলো সব সময় ইন্টারেস্টিং হয় অনেক সুন্দর একটি উদ্যোগ নিয়েছিলেন আপনি। আপনার পছন্দমত একজনকে আপনি উইনার করেন প্রতি সপ্তাহে তাই অনেক ভালো লাগে। কারণ সবার একটিভিটিস সময় বজায় রাখতে পারে না একই নিয়মে কিন্তু কাজ গুলো বেশ সুন্দর হয়। যা আপনার নজরে পড়েছে অনেক সুন্দর একটি আইডিয়া ছিল আপনার। এ সপ্তাহে আপনার ফাউন্ডার চয়েস হিসেবে শায়মা আপুকে বিজয় করেছেন অনেক ভালো লেগেছিল।
সায়মা আপু সত্যি একজন ভালো ইউজার। সেই সাথে তিনি আমাদের সকলের প্রিয় এবং পছন্দের একজন মানুষ। সেরা ব্লগার হিসেবে আপনি আপুকে নির্বাচন করেছেন দেখে সত্যিই ভালো লেগেছে দাদা। এছাড়া আপুর লিখা কবিতাগুলো যেমন ভালো লাগে তেমনি রেসিপি গুলো খুবই ভালো লাগে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
প্রথমেই অভিনন্দন জানাচ্ছি সায়মা আপুকে। আপুর কবিতাগুলো আমারও ভীষণ ভালো লাগে দাদা। তাছাড়া আপুর পোস্ট বরাবরই দারুণ হয়। আপনার বিচার বিবেচনা সবসময়ই বেস্ট হয় দাদা। আপুর পোস্ট গুলো এভাবে পর্যবেক্ষণ করার জন্য এবং আপুকে বেস্ট ব্লগার নির্বাচিত করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সবসময়।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
অভিনন্দন সায়মা দিদি। আপনি বরাবরই ভালো করেন। দাদার থেকে সেটার স্বীকৃতি পেয়েও গেলেন। আশা করবো এভাবেই আমাদের সাথে ভালো ভালো ব্লগ ভাগ করে নেবেন।