স্বরচিত কবিতা ||| তুমি এসেছিলে।
আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
আমি আপনাদের মাঝে আমার স্বরচিত আরেকটি কবিতা নিয়ে হাজির হয়েছি।বর্ষার সময় বৃষ্টি দেখতে কার না ভালো লাগে বলেন। তাইতো সেই বৃষ্টির মুহূর্তে বসে আমি একটি কবিতা লিখে ফেললাম। মনের সাজানো কথাগুলো কবিতার মাধ্যমে প্রকাশ করলাম। মনের ব্যক্ত অব্যক্ত কিছু কথা কবিতার মাধ্যমে তুলে ধরি। কিছু কথা নিজের জীবনের সাথে না জড়িয়ে থাকলেও অন্যের জীবনের সাথে জড়িয়ে যায়। সুন্দর কিছু শব্দ কিছু বাক্য নিয়ে মনের যত আবেগ অনুভূতি হাসি কান্না এসব কিছু নিয়েই তৈরি হয় কবিতা । কবিতার ভাষাগুলোর রূপ দেয় একজন কবি। একজন কবি তার মনের আবেগ অনুভূতি সবকিছু এই কবিতার মধ্যে ফুটিয়ে তোলে । তবে কবিতার ভাষা সব সময় মনে আসেনা। তার জন্য চাই একটু নিরিবিলি পরিবেশ এবং ফ্রেশ মাইন্ড। আমরা একটু চিন্তা করে দেখি আমরা যে কাজ করি না কেন সবকাজেই দরকার আমাদের মনোযোগ।কোন কাজ যদি মনোযোগ দিয়ে না করি তাহলে সে কাজে সফলতা অর্জন সম্ভব নয় । তাইতো বৃষ্টির সময় আবহাওয়া ছিল অন্যরকম। ঠিক সেই সময়টায় বসে একটি কবিতা লিখে ফেললাম। বাচ্চারা ছিল ঘুমিয়ে ডিস্টার্ব করার মতো কেউ ছিলনা। মনের আবেগের যতটুকু কথা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি জানিনা আপনাদের কেমন লাগবে। তবে কেন জানি আমি ভালোবাসি কবিতা। অন্যের লেখা কবিতা পড়তে যেমন ভালো লাগে তেমনি নিজের কবিতাও অন্যের মাঝে উপস্থাপন করতেও ভালো লাগে। তাই তো আপনাদের মাঝে "তুমি এসেছিলে" কবিতাটি নিয়ে হাজির হলাম। চলুন আর কথা না বাড়িয়ে "তুমি এসে ছিলে" কবিতার ভেতর যে আবেগ-অনুভূতি ফুটিয়ে তুলেছি তা দেখে নেওয়া যাক।
আমার দুটি চোখের দৃষ্টিতে
অপরূপ মায়ার সৃষ্টিতে
আছো তুমি মনের মাঝেতে
ঝরো ঝরো শ্রাবণে
কি যেন কথা হয়েছিল দুজনের
মনে কি পড়ে?
সেই হাসি-কান্নার ছলে
কত কথা কইতাম মন খুলে
মনে কি পরে?
তুমি আসবে না বলে এসেছিলে
আমার একটি কথা রেখেছিলে
বর্ষার প্লাবনে কদমগুচ্ছ নিয়ে
আমার খোপায় পরাবে বলে
আকাশের ঐ নীল থেকে
নীল রঙের টিপ কপালে দিবে বলে
তুমি এসেছিলে
আমার কথাটি রাখবে বলে।
তুমি এসে ছিলে
আমার যত কষ্ট সরাতে
তুমি এসেছিলে
আমাকে তোমার মত করে ভালোবাসতে।
তুমি এসেছিলে
আমার না পাওয়া গুলো ফিরিয়ে দিতে
তুমি এসেছিলে
আমার মনের আনন্দ গুলো
ফুটিয়ে আরো রাঙ্গিয়ে দিতে
তুমি এসেছিলে
আমার একা থাকার
মুহূর্তগুলোকে বিসর্জন দিতে।
তুমি এসেছিলে
আমার মান অভিমান ভাঙাতে
তুমি এসেছিলে
আমার জমানো না-বলা কথাগুলো শুনতে
তুমি এসেছিলে
আমার হৃদয়ের সেই
কাঙ্ক্ষিত মানুষটির কথা জানতে
কিন্তু যখন তোমার সব জানা হয়ে গেল
তখন তুমি বুঝতে পারলে
আমি যে কে তোমার?
তুমি এসে বুঝেও নিলে
ভালোবাসার মানুষটিকেও চিনে নিলে।
আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।
বিষয়ঃ- স্বরচিত কবিতা "তুমি এসেছিলে"।
কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।
আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........
খুব সুন্দর কবিতা লিখেছেন আপনি। আপু কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। সত্যিই আপনার কবিতা টি বেশ অসাধারণ হয়েছে। অন্যকে ভালোবাসার অনুভূতি খুব সুন্দর করে কবিতা ছন্দে উপস্থাপন করেছেন। আসলে কিছু কিছু প্রিয়জন থাকে যাদের না দেখলে ভালো লাগে না।
এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
খবুই সুন্দর হয়েছে কবিতাটি আপু ৷ দারুণ লিখেছেন তো আপনি ৷ অনেক ভালো লাগলো কবিতাটি পড়ে আমার ৷
দারুণ ছিলো লাই ন গুলো ৷
আপনার কাছে ভাল লেগেছে কবিতা টি তাই আমার কবিতা লেখা সার্থক মনে হচ্ছে।
বাহ আপু বেশ সুন্দর একটি কবিতা লিখেছেন ।বৃষ্টির মুহূর্তে বসে বসে দারুণ একটি কবিতা লিখেছেন । যদিও আমাদের এখানে এখন পর্যন্ত বৃষ্টির দেখা নেই। আসলে আপু আপনি ঠিকই বলেছেন কবিতা লেখার জন্য চাই একটি উত্তম পরিবেশ । বাচ্চারা ঘুমিয়ে থাকায় বৃষ্টির সময় দারুন পরিবেশে সুন্দর একটি কবিতা আমাদের উপহার দিলেন । পড়ে বেশ ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।
সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে কাজের গতি বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।
কবিতা অসাধারণ লিখেছেন আপু আপনি ঠিক বলছেন মনের সুন্দর কথা গুলো যখন লেখা হয় তখন কবিতায় পরিণত হয়। একজন কবি পারেন মনের কথা গুলো খুব সুন্দরভাবে কবিতায় পরিণত করতে। বৃষ্টির দিনে সুন্দর কবিতা লিখলেন আপনি নিরিবিলি পরিবেশে কবিতাটি অসাধারণ হয়েছে। আপনার কবিতা গুলো বেশ ভালো লাগে আমার কাছে।
তবে আপু চেষ্টা করে যাচ্ছি জানিনা কতটুকু পারছি।
বৃষ্টি আমার অনেক পছন্দের। বৃষ্টি হলে ভিজতে ইচ্ছা করে। বৃষ্টির দিন আপনি খুবই দারুণ একটি কবিতা লিখে ফেলেছেন আপু। আপনার কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রত্যেকটা লাইন খুব চমৎকারভাবে লিখেছেন। তুমি এসেছিলে এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
বৃষ্টি আসলে পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। তাই বৃষ্টির সময় কবিতা লিখতে পেরে আমার ভালো লেগেছে।
বাচ্চারা ঘুমিয়েছিল আর আপনি সেই ফাঁকে দারুণ একটি কবিতা লিখেছেন আপু। তুমি এসেছিলে কবিতাটি জাস্ট অসাধারণ হয়েছে। কবিতার প্রতিটি লাইন এককথায় দুর্দান্ত হয়েছে। পুরো কবিতাটিতে দুইজন মানুষের ভালোবাসা স্পষ্ট ভাবে ফুটে উঠেছে। যাইহোক এতো সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।
আপনার রচিত "তুমি এসেছিলে" কবিতাটি পড়ে আবার খুবই ভালো লেগেছে। আসলে প্রিয় মানুষের আগমনীতে মনে এমনিতেই আনন্দের জোয়ার সৃষ্টি হয়। প্রিয় মানুষের আগমনীতে মনের ভিতর থেকে সকল রকমের দুঃখ, অভিমান, রাগ ও মন খারাপের অবসান ঘটে। খুবই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কবিতাটি আপনার ভালো লেগেছে এটি আমার জন্য অনেক বড় পাওয়া।