DIY |||| এসো নিজে করি |||| পান্ডার দুষ্টমি।
আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।আমি আজ আপনাদের মাঝে কোন গল্প,কবিতা নিয়ে আসিনি। আমি আজ আপনাদের মাঝে আরেকটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। দুপুরে খাওয়ার পর বসে ছিলাম ।চারিদিকে শুধু বৃষ্টি ঝরছে। সময় হাতে আছে বাসাও নিরিবিলি বাচ্চারাও ঘুম।তাই ভাবছি আজ আমার বাংলা ব্লগে কি পোস্ট করবো।কারণ আমরা যাই করি না কেন সবকিছুর একটি নিয়ম আছে এবং নিয়ম শৃঙ্খলা মেনে যদি কিছু করি তবে সেই কাজ জীবনে সফলতা আনবেই।যেমন কথায় আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়।আমি আমাকে দিয়ে বলছি না। আসলে লক্ষ্য করলে দেখা যায় যারা জীবনে কষ্ট করেছে এবং পরিশ্রম করছে যে কোন কাজে তাদের জীবনে সফলতাও পেয়েছে।পরিকল্পনার লক্ষ্য দিক নির্দেশনা মাফিক কোন কাজ যদি সঠিকভাবে করা যায় তাহলে সেই কাজটি বাস্তবায়নে রূপান্তর হয়।কিছুক্ষণ বসে থেকে এবং বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছি। চিন্তা করলাম কি পোস্ট করা যায় অনেক রকমের পোস্ট দেওয়া হচ্ছে অনেকদিন হলো কোনো অঙ্কন নিয়ে আমার বাংলা ব্লগের সামনে হাজির হয়নি।তাই একটি খাতা ও পেন্সিল নিয়ে এসে বসে গেলাম আর্ট করার জন্য।আর্ট করতে আমার অনেক ভালো লাগে এবং অন্যের আর্ট দেখতেও অনেক ভালো লাগে। আমার ছেলে ড্রইং করে দেখতে অনেক ভালো লাগে।আসলে শিক্ষার কোন বয়স নেই যে যেকোনো বয়সে শিক্ষা অর্জন করা য়ায়। তাইতো মনের ইচ্ছাটাকে পূরণ করতে মাঝে মধ্যে ড্রইং শিখি।আমি আজ আপনাদের মাঝে "পান্ডার দুষ্টমি" ড্রইং নিয়ে হাজির হয়েছি। চলুন "পান্ডার দুষ্টমি" কিভাবে এঁকেছি তার সমস্ত প্রক্রিয়াটি দেখে নেওয়া যাক।
উপকরণ সমূহঃ-
১। পেন্সিল।
২। রং পেন্সিল
৩। স্কেল।
৪। রাবার।
৫। সাদা কাগজ।
প্রথমে লম্বা করে একটি দাগ দিয়ে নিয়েছি।
তারপর লম্বা দাগের এক সাইডে থ্রি সেভ করে নিয়েছি ।
পান্ডার মাথার উপরে দুটো কান করে নিয়েছি।
এবার একটি ছোট গোল দিয়ে তার সাইডে আরেকটি বড় গোল দিয়ে একটি চোখ এঁকে নিয়েছি ।
ঠিক একই ভাবে পাশের আরেকটি চোখ করে নিয়েছি।
এবার গলার নিচে হাত এঁকে নিয়েছি।
পান্ডার নিচের দিকে পা এঁকে নিয়েছি।
পান্ডার লেজ এঁকে নিয়েছি।
এবার পান্ডার চোখ দুটো কালো রং পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি।
পান্ডার হাত ও পা কালো রং পেন্সিল দিয়ে রং করে নিয়েছি।
এবার আখ গাছ একে নিয়েছি ।
আখ গাছের পাতা একে নিয়েছি।
সবুজ রং পেন্সিল দিয়ে আখ গাছটি কালার করে নিয়েছি।
আখ গাছের পাতা ও সবুজ কালার দিয়ে রং করে নিয়েছি আর এভাবে হয়ে গেল আমার "পান্ডার দুষ্টমি" ড্রইং। এবার এই "পান্ডার দুষ্টমি" ড্রইং এর একটি ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোন রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।
বিষয়ঃ- ডাই পোস্ট "পান্ডার দুষ্টমি"।
কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।
আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........
এরকম চিত্র অঙ্কন গুলো আমার কাছে খুবই ভালো লাগে, পান্ডার দুষ্টুমি এরকম একটি চিত্র দেখে অনেক ভালো লাগছে ।আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে ধাপে ধাপে বর্ণনা করে দেখিয়েছেন ধন্যবাদ।
আমার পোস্টটি আপনার ভালো লেগেছে এটি জেনে অনেক ভালো লাগলো।
সত্যি আষাঢ় মাসের বৃষ্টি সবসময় ঝরার তালেই আছে। বাহ্ আপু আপনি তো বেশ সুন্দর পান্ডার চিত্র অংকন করে ফেলেছেন। পান্ডার বাঁশ গাছে ওঠার দৃশ্যটা বেশ চমৎকার লাগছে আমার কাছে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
আপনার ড্রয়িংগুলো খুব চমৎকার হয়ে থাকে পান্ডা প্রাণীটা আমার খুব পছন্দ এবং আপনার পান্ডার দুষ্টুমির একটা চিত্র তুলে ধরেছেন, এটা অসম্ভব রকম সুন্দর হয়েছে আপনার ড্রইং এর প্রশংসা করতে হয়।
আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো।
আপু আপনি একদম ঠিক বলেছেন শিক্ষার কোনো বয়স নেই।স্টিমিট এ আসার পর থেকে আমরা প্রতিনিয়ত অনেক কিছু শিখছি।আপনার আঁকানো দুষ্টু পান্ডা টি দেখতে ভীষণ কিউট হয়েছে।শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন।অনেক সুন্দর আর্ট পোস্ট টি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
আমার পোস্টটি আপনার ভালো লেগেছে এটি শুনে অনেক ভালো লাগলো দিদি।
অনেক সুন্দর করে পান্ডার দুষ্টুমির একটা আর্ট করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আমার পোস্টটি আপনার ভালো লেগেছে এটি আমার জন্য বড় পাওয়া।
পান্ডার চমৎকার একটি চিত্র অঙ্কন করেছেন আপনি। পান্ডাকে দেখতে বেশ দুষ্টুই মনে হচ্ছে। বিশেষ করে পান্ডার চোখ দুটি দেখতে খুবই সুন্দর লাগছে। অসাধারণ একটি চিত্র অঙ্কনের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।
আসলেই আপু শেখার কোনো বয়স নেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেকোনো সময় যেকোনো কিছু আমরা শিখে থাকি। যাইহোক পান্ডার দুষ্টমির চিত্র অংকন এককথায় দুর্দান্ত হয়েছে আপু। পান্ডাটি দেখতে দুষ্টও লাগছে আবার কিউটও লাগছে। আপনি অত্যন্ত দক্ষতার সাথে খুবই নিখুঁতভাবে সম্পূর্ণ চিত্রাংকনটি করেছেন। প্রতিটি ধাপের বর্ণনা খুব সুন্দর ভাবে দিয়েছেন। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।