ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ০২ (১৮-০৫-২৩ থেকে ২৪-০৫-২৩)steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ11 months ago


বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @wahidasuma


পুরস্কার : $২৫ এর দুটি আপভোট


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার


SERIALAUTHORUPVOTEPOST LINK
01@wahidasuma$25 UPVOTEচিকেন বিরিয়ানি রেসিপি
02@wahidasuma$25 UPVOTEরঙিন কাগজ দিয়ে লাভ শেপের বুকমার্ক তৈরি

অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

পুরো নাম ওয়াহিদা সুমা । জাতীয়তা : বাংলাদেশী । বাংলাদেশের ফরিদপুরে বসবাসরত । শখ : বাংলায় ব্লগিং করা। বিবাহিতা, একটি সন্তান রয়েছে । শিক্ষাগত যোগ্যতা : গ্রাজুয়েশন কমপ্লিট । ব্লগিং ক্যারিয়ার : স্টিমিটে জয়েন করেছেন ২০২১ সালের এপ্রিল মাসে - মোট ২ বছর ২ মাস হলো তাঁর স্টিমিট ব্লগিং ক্যারিয়ারের বয়স ।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

sc-02.png
sc-01.png


তাঁর ব্লগ সম্পর্কে আমার অনুভূতি :


Untitled.png

রঙিন কাগজ দিয়ে একটি বুকমার্ক তৈরি...... by @wahidasuma • 14 May 2023

বন্ধুরা আজ আমি আপনাদের সামনে রঙিন কাগজ দিয়ে তৈরি একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি । আজ আমি একটি চমৎকার বুকমার্ক তৈরি করেছি ।…

আমি হলুম আগাগোড়া একজন শিল্প ও সাহিত্য অনুরাগী মানুষ । তাই এ দু'টি জিনিস আমার কাছে অতীব প্রিয় । আর DIY এর তো আমি এক অন্ধ ভক্ত । নিজে তেমন একটা অরিগামি বা DIY এর কোনোটারই চর্চা করার তেমন সময় পাই না ঠিকই কিন্তু অন্যদের কাজগুলোকে ভীষণভাবে এপ্রিশিয়েট করি । সুমা ম্যাডামের করা এই DIY প্রজেক্ট : রঙিন কাগজ দিয়ে বুকমার্ক তৈরি আমাকে ভীষণভাবে মোহিত করেছে । বুকমার্কটি দেখতে অসাধারণ হয়েছে । এটির আকৃতি কার্টুন খরগোশের মাথার মতো । ভীষণই কিউট । মুখে জাস্ট দুটি বড় বড় দাঁত এঁকে দিলে আরো কিউট লাগতো । প্রত্যেকটা স্টেপ উনি অত্যন্ত সুন্দরভাবে ও দক্ষতার সহিত ব্লগে ছবিসহ ফুটিয়ে তুলেছেন ।


ছবিটি সুমার ব্লগ থেকে নেওয়া হয়েছে

Untitled.png

আচারি বেগুন রেসিপি...... by @wahidasuma • 16 May 2023

বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি । সে রেসিপিটি হচ্ছে আচারি বেগুন রেসিপি । …

সেই ছোটবেলা থেকেই বেগুন আমার অতি প্রিয় একটি সবজি । বেগুন আমি ভর্তা (পোড়া), ভাজা এবং তরকারি এই তিন রকম ভাবেই খেয়ে আসছি আজন্মকাল । এই প্রথম জানলাম যে বেগুন দিয়ে আচারও করা যায় । আচারও আমার আবার ভারী প্রিয় । তাই বেগুনের আচারের এই রেসিপিটি আমার কাছে অত্যন্ত ইউনিক এবং সুস্বাদু মনে হয়েছে । তার ওপর আবার সুমা ম্যাডাম ছবিসহ রেসিপির প্রতিটা ধাপ খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন । এতো লোভনীয় লাগছে এই রেসিপিটি যে বলবার নয় । ঝটপট রেসিপিটি পড়ে নিয়ে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন "আচারি বেগুন " । আমাদের বাড়িতেও হবে, আমি নিজে তো আর রান্না পারি না, তনুজাই করবে ।


ছবিটি সুমার ব্লগ থেকে নেওয়া হয়েছে

Untitled.png

আজ বিকেলের ঘোরাঘুরি...... by @wahidasuma • 17 May 2023

বন্ধুরা আজ বিকেল বেলায় ঘুরতে বেরিয়েছিলাম । ঠিক ঘুরতে নয় হাঁটতে বেরিয়েছিলাম । কেননা গতকাল একবার হাঁটতে গিয়েছিলাম । …

এটি একটি ফোটোগ্রাফি ব্লগ পোস্ট । পোস্টের প্রতিটা ফটোই দারুন হয়েছে । আমি নিজেও একজন শখের ফোটোগ্রাফার । ফোটো তুলতে আমিও দারুণভাবে এনজয় করি । আর সুমা ম্যাডাম তো গ্রাম বাংলার নৈসর্গিক রূপকে ক্যামেরা বন্দী করেছেন । গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে গ্রামের রেল লাইনে পৌঁছে যাওয়া এবং লাইন ধরে হেঁটে বেড়ানো । ভাবতেই তো আমার রোমাঞ্চ হচ্ছে । কি সুন্দর একটি বিকেল কাটিয়েছেন সুমা ম্যাডাম । ছবিতে রেল লাইনের দু'পাশে ঘন সবুজ গাছপালা যেনো হাতছানি দিয়ে ডাকছে আমাদের সকলকে । পথের দু'ধারে বেশ কিছু ফুলের ফোটোও তুলেছেন । অপূর্ব সুন্দর লাগছে সেগুলিকে ছবিতে ।


ছবিটি সুমার ব্লগ থেকে নেওয়া হয়েছে

Untitled.png

কাঁচা আমের কাশ্মীরি আচার...... by @wahidasuma • 21 May 2023

বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি । আমার আজকের রেসিপিটি হচ্ছে কাঁচা আমের কাশ্মীরি আচার । …

আচার । তাও আবার কাঁচা আমের কাশ্মীরি আচার । এটুকু পড়েই তো জিভে জল চলে আসে । আচার আমার অত্যন্ত প্রিয় । আমি যেমন আচার খেতে পারি অতটা কোনো মেয়েও পারে না খেতে । আচারে আমার প্রথম পছন্দ তেঁতুল, আর তারপরেই হলো কাঁচা আম । কাঁচা আমের আচার, কাঁচা আমের টক, কাঁচা আমের শরবত, কাঁচা আমের চচ্চড়ি, কাঁচা আমের কাসুন্দি আর কাঁচা আমের আমচুর আমার অত্যন্ত প্রিয় । কাঁচা আমের কাশ্মীরি আচার বেশ কয়েকবার খেয়েছি ।আমি না, তনুজাই বানিয়েছিলো । সুমা ম্যাডামও দেখছি সেম উপকরণে, সেম মেথডে কাঁচা আমের কাশ্মীরি আচার করেছেন । প্রতিটা স্টেপ নিখুঁতভাবে বর্ণনা করেছেন উনি, সেই সাথে প্রতিটা স্টেপ আর উপকরণের ফোটোও শেয়ার করেছেন । এর ফলে যে কেউ বাড়িতে রেসিপিটা খুব সহজে তৈরী করে দেখতে পারেন ।


ছবিটি সুমার ব্লগ থেকে নেওয়া হয়েছে

Untitled.png

ডিমের কোরমা রেসিপি...... by @wahidasuma • 25 May 2023

বন্ধুরা আজ আমি আপনাদের সামনে মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি । আমার আজকের রেসিপিটি হচ্ছে ডিমের কোরমা রেসিপি । …

কোর্মা জাতীয় জিনিস আমি তেমন একটা পছন্দ করি না । বড্ড মিষ্টি লাগে খেতে । তবে ডিমের ক্ষেত্রে আলাদা । ছোটবেলায় মায়ের হাতে "নারিকেল দুধ দিয়ে ডিমের কারি" কত যে খেয়েছি তার ইয়ত্তা নেই । এই খাবারটি ছিল আমার অতি প্রিয় একটি খাবার । এখনো সমানভাবে প্রিয় । এবং মায়ের হাতের নারকোলের দুধ দিয়ে ডিম কারি এখনো আমার অত্যন্ত প্রিয় । সত্যি কথা বলতে কি ডিমের কোর্মা কখনো খাইনি আমি । তবে নাম শুনেছি । আর সুমা ম্যাডাম এর রেসিপিটি খুব ভালো করে লক্ষ করে দেখলাম এটাও রান্না হয় দুধ দিয়ে । তফাৎ শুধু একটাই, এতে গরুর দুধ আর ওটাতে নারিকেল দুধ । তাই রেসিপিটি আমার মনোযোগ কেড়ে নিলো খুব শীঘ্র । আগামীকাল আমাদের বাড়িতে এটাই রান্না হতে চলেছে সুমা ম্যাডাম এর স্পেশ্যাল ডিমের কোরমা রেসিপি । আহা! কবে যে সুমা ম্যাডাম এর হাতের রান্না খেতে পারবো !


ছবিটি সুমার ব্লগ থেকে নেওয়া হয়েছে


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫১৫ ট্রন জমানো (Today's target : To collect 515 trx)


তারিখ : ৩১ মে ২০২৩

টাস্ক ২৮১ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 696bb3c787f029ad737965cb833d9c754dc26da39b5cf42325f22e61584dd309

টাস্ক ২৮১ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 11 months ago 

দাদা প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস এ আমার নামটি পছন্দ করার জন্য ।এত ভালো লেগেছে যা বলে বোঝাবার নয়।আর আপনি এত সুন্দর করে আমার পোস্ট পর্যবেক্ষণ করে দারুন ভাবে নিজের মত করে উপস্থাপন করেছেন, যা দেখে আমি রীতিমতো অবাক এবং মুগ্ধ ।সত্যি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি ।আমার রেসিপি গুলো আপনার ভালো লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো ।ধন্যবাদ ধন্যবাদ আবারও ধন্যবাদ ।

Hi @rme! Sorry for disturbing you first. You may be busy, but please read the following post.

 11 months ago (edited)

I have just read it. It's very unfortunate to all of us. Spreading FUD is a bad practice to down someone's reputation. I know you team very well. All are perfectly okay with the UPVU team.

 11 months ago 

গত সপ্তাহে নির্বাচিত সপ্তাহের সেরা ফাউন্ডার'স চয়েসটি নিঃসন্দেহে শতভাগ যথার্থ ছিল। সার্বিক বিবেচনা করে সপ্তাহের সেরা ইউজারকেই ফাউন্ডার'স চয়েস এর মাধ্যমে সেরা ব্লগার কে নির্বাচিত করা হয়।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago (edited)

দাদা আপনার এই মহৎ উদ্যোগের কারণে আমরা নির্দিষ্টভাবে কিছু কোয়ালিটি ফুল পোস্ট, এই পোস্টের আলোচনার মাধ্যমে দেখতে পাচ্ছি।আর অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি ওয়াহিদা সুমা আপুকে ।

 11 months ago 

দাদা আপনার এই উদ্যোগটা সত্যিই আমার কাছে খুবই ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে আপনি ওয়াহিদা সুমা আপুর পোস্ট গুলোকে নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন পরে সত্যিই খুব ভালো লাগলো। এবং সেই সাথে সবাই কোয়ালিটি সম্পূর্ণ পোস্টগুলো দেখতে পাচ্ছে। আপুর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য।

 11 months ago 

এটা নিঃসন্দেহে দারুণ একটা উদ্যোগ দাদা, কোয়ালিটি অনুযায়ী ইউজারদের আরো বেশী উৎসাহ দেয়া এবং গুনগতমান ধরে রেখে কাজ করার ক্ষেত্রে দারুণভাবে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ

 11 months ago 

দাদা আপনার ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস বিষয়টা আমার কাছে দারুন ভাল লেগেছে। আপনার এই উদ্যোগের মাধ্যেমে সবাই উৎসাহিত হয়ে নতুন নতুন বিষয় নিয়ে ব্লগিং করার চেষ্টা করবে। ধন্যবাদ দাদা।

 11 months ago 

দাদা আপনি সুমা ম্যাডামকে ব্লগার অফ দা উইক নির্বাচিত করেছেন। দেখে সত্যিই খুব ভালো লেগেছে। আপুর প্রতিটি পোস্ট এককথায় দুর্দান্ত হয়েছে।

মুখে জাস্ট দুটি বড় বড় দাঁত এঁকে দিলে আরো কিউট লাগতো ।

দাদা কিছুদিন আগে আপনি ডিসকর্ডের প্রোফাইল পিকে যে ইমোজিটা সেট করেছিলেন, দেখতে তাহলে সেটার মতো লাগতো অনেকটা। সেই ইমোজিটা দেখলে অনেক হাসি পায় দাদা। যাইহোক সুমা আপুর প্রতিটি পোস্ট এতো সুন্দর ভাবে পর্যবেক্ষণ করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 11 months ago 

দাদা আপনার চমৎকার উদ্যোগ কে সাধুবাদ জানাই। সব সময়ই আমাদের জন্য সুন্দর উদ্যোগ নেন।
এভাবেই এগিয়ে যাবে আমার বাংলা ব্লগ পরিবার।
আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন সবসময় এই কামনাই করি।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 63475.77
ETH 3117.23
USDT 1.00
SBD 3.94