কপি করা পোস্টের রিপোর্ট ( সেপ্টেম্বর- ২য় সপ্তাহ)
কপি করা লেখা বা অন্যের লেখা নিজের বলে চালিয়ে দেওয়া যেকোন একটি কমিউনিটির পরিবেশকে দূষিত করে। স্টিমটে কপি পোস্ট কোনভাবে গ্রহনযোগ্য নয়। আমাদের কমিউনিটিকে সুন্দরভাবে সবার কাছে উপস্থাপন করতে হলে কমিউনিটির সকল মেম্বারের এক হয়ে নিয়ম মেনে কাজ করতে হবে । যেহেতু আমাদের পরিবার এখন ছোট আর সবাই নতুন। তাই এখন থেকেই আমাদের সব কিছু নিয়মের ভিতর থেকে কাজ শুরু করতে হবে। তাহলে ভষিস্যতে যারা আমাদের সাথে কাজ শুরু করবে তারাও নিয়ম মেনে পোস্ট করবে।
এখন থেকে প্রতি সপ্তাহে রিপোর্ট আকারে কপি পোস্টের রিপোর্ট প্রদান করা হবে। নিম্নে গত সাত দিনের প্রতিবেদন প্রকাশ করা হলোঃ
ক্রমিক নং | নাম | পোস্ট লিংক | কপির শতকরা | উৎস | শব্দ | ছবির সোর্স বা স্থান | পরামর্শ |
---|---|---|---|---|---|---|---|
১ | @rumman | সুস্থতায় করনীয় | ০% | N/A | ২২৮ | নাই | ছবিতে স্থান উল্লেখ্য করা লাগবে, মার্ক ডাউন ব্যবহার বাড়াতে হবে |
২ | @rumman | ভালবাসা ভীতি | ০% | N/A | ২২৮ | নাই | নাই |
৩ | @nijam468 | ঘোড়া | ০% | N/A | ৪২৩ | নাই | ছবিতে স্থান উল্লেখ্য করা লাগবে, মার্ক ডাউন ব্যবহার বাড়াতে হবে |
৪ | @mijan4509 | ভালোবাসা একটি আবেগ | ০% | N/A | ২২১ | নাই | পোস্ট ৩০০ শব্দের বেসি করা লাগবে এবং মার্ক ডাউন ব্যবহার বাড়াতে হবে |
৫ | @monnacox | যত্নে বেড়ে উঠুক প্রত্যেকে সম্পর্ক। | ০% | N/A | ২২৬ | নাই | পোস্ট ৩০০ শব্দের বেসি করা লাগবে |
৬ | @rumman | Selfitis | ০% | N/A | ৪০১ | নাই | মার্ক ডাউন ব্যবহার বাড়াতে হবে |
৭ | @rumman | Astraphobia | ০% | N/A | ৫৬৫ | নাই | মার্ক ডাউন ব্যবহার বাড়াতে হবে |
৮ | @monnacox | শ্রীলংকান সৌন্দর্য তাদের ঐতিহ্য | ০% | N/A | ২৫৭ | নাই | ৩০০ শব্দের লেখা দরকার |
৯ | @nijam468 | মানুষ | ০% | N/A | ৩৫১ | নাই | মার্ক ডাউন নাই |
১০ | @mijan4509 | All features in iPhone 14 | ২৭% | N/A | ৩৯৫ | নাই | রিভিউ ট্যাগ নাই, মার্ক ডাউন নাই |
১১ | @rumman | বই ভীতি | ০% | N/A | ৩০১ | নাই | মার্ক ডাউন নাই |
১২ | @nijam468 | সহযোগিতা | ০% | N/A | ২৪০ | নাই | মার্ক ডাউন নাই |
১৩ | @mijan4509 | Food Review | ০% | N/A | ২০৬ | নাই | মার্ক ডাউন নাই |
১৪ | @monnacox | আত্মবিশ্বাস | ০% | N/A | ১৯৬ | নাই | ৩০০ শব্দের লেখা দরকার |
১৫ | @nijam468 | তুলনা | ০% | N/A | ২১২ | নাই | ৩০০ শব্দের লেখা দরকার |
১৬ | @rumman | চন্দ্র ভীতি | ০% | N/A | ১৫৭ | নাই | মার্ক ডাউন নাই |
১৭ | @mijan4509 | Food Review | ০% | N/A | ৩৩০ | নাই | রিভিউ ট্যাগ নাই,৩০০ শব্দের লেখা দরকার |
১৮ | @nijam468 | অর্জন | ০% | N/A | ২৬৮ | নাই | রিভিউ ট্যাগ নাই,৩০০ শব্দের লেখা দরকার |
বেশ কিছু লেখাতে ছোটখাট সমস্যা আছে। পরামর্শ গুলো অনুসরন করুন। মার্ক ডাউন ব্যবহার করুন। আর ছবির সাথে স্থান যোগ করুন। ছবির নিচে স্থানের লিংক দিবেন। পোস্টের শেষে নয়। ডাউনলোড করা ছবি হলে সোর্স উল্লেখ্য করুন।
ধন্যবাদ সবাইকে এই সপ্তাহে কারো কোন কপি পোস্ট পাওয়া যায়নি। এভাবে ভাল ভাল লেখার মাধ্যমে কমিউনিটিকে আর বেশি সামনে এগিয়ে নিয়ে যাবেন এটায় সবার কাছে চাওয়া।
ঠিক আছে ভাইয়া, আপনার সুন্দর পরামর্শ আর দিকনির্দেশনার জন্য অনেক অনেক ধন্যবাদ।