Food Review (10% for carepoint70)
The Buffet Stories Gulshan নিয়ে এলো গুলশান ২ -তে তাদের নতুন ব্রাঞ্চ। তাদের নতুন ব্রাঞ্চ হওয়ায় চলে গেলাম তাদের খাবারগুলো Test করতে। আমরা সবাই মিলে তাদের ডিনার বুফ্যেতে গিয়েছিলাম। তাদের ডিনার বুফ্যেতে ১২০+ আইটেম ছিলো। তাদের অন্যান্য ব্রাঞ্চের থেকে এই ব্রাঞ্চটি আমার অনেক আলাদা মনে হয়েছে। বিশেষ করে তারা ফুড আইটেমে অনেক নিউ নিউ আইটেম যোগ করেছে। যা সত্যি অসাধারণ ছিলো।
তাদের যেসব আইটেম ছিলো সেগুলো হলো আস্ত খাসির লেগ রোস্ট, মাটন রেজালা, চিকেন রোস্ট, বার্বিকিউ কোরাল ফিস, কাচ্চিসহ ছিলো নানা ধরণের প্রিমিয়াম আইটেম। সেসব আইটেমগুলো খুবই মুখরুচক ছিলো।
তাদের ডেজার্ট সেকশনেও ছিলো বেশ প্রিমিয়াম। তাদের এত আইটেমের ডেজার্টস ছিলো আমরা যে কোনটা ছেড়ে কোনটা খাবো কনফিউশনে পড়ে গিয়েছিলাম। ডেজার্ট আইটেমের মধ্যে ছিলো চকলেট মুস, গোলাব জামুন, রেড ভেলভেট, রসমালাই, শাহী টুকরাসহ নানা ধরণের প্রিমিয়াম আইটেম।
তাছাড়া আরো ছিলো পিজ্জা, কাবাব, ক্রেব বার্বিকিউ, মোমো এবং চার ধরণের সুসি আইটেম। তাছাড়া অন্যান্য এপিটাইজার আইটেম তো ছিলো। আরো ছিলো আনলিমিটেড সফট ড্রিংক্স, জুস, পানি এবং চা কফির ব্যবস্তা ছিলো।
তাদের খাবারের মান বেশ ভালো ছিলো। তারা যদি তাদের এই মান ধরে রাখতে পারে তাহলে নিঃসন্দেহে তাদের এটি কম বাজেটের মধ্যে গুলাশানের সেরা ব্যুফে হতে চলেছে। তাদের লাঞ্চে ১০০+ আইটেম থাকে এবং যার দাম ৭৯৯ টাকা এবং ডিনার ১২০+ আইটেম থাকে যার দাম ৯৯৯ টাকা।
Thank you for Reading...