Food Review (10% for carepoint70)

in Help4Help2 years ago

InShot_20220908_203554679.jpg

আজ আমি আমার মনটি খারাপ ছিলো। তাই বাহিরে ঘুরতে যাই মন ভালো করতে সাথে খাবার খেতে। বাহিরে ঘুরে ও খাবার খেয়ে মনটা নিমিষে ভালো হয়ে গেলো।

আপনার একদম প্রেমে পড়ার মতো একটা জিনিস এই ওয়াফেল। সেটি হোক ডেট বা কোনো মিষ্টিমুখ, মিষ্টির পরিবর্তে এই ওয়াফেল ট্রাই করা যায় সাথে আরও ইউনিক বেশ কিছু ডিশ ছিলো। কিন্তু সব খাবারের মধ্যে আমার ওয়াফেলটাই যেনো পুরো মাস্টারমাইন্ড ছিলো।

InShot_20220908_203752240.jpg

আমরা যা যা নিয়েছিলাম - চিকেন নাচোস সেটির দাম ছিলো ৩৩০ টাকা, ক্লাসিক চিকেন বার্গার সেটির দাম ছিলো ৩১০ টাকা, লেমন বাটার ফিশ সেটির দাম ছিলো ৪৭৫ টাকা, চিজি বাফেলো চিকেন সেটির দাম ছিলো ৪৭৫ টাকা, কুকিস এন্ড ক্রিম চিজব ওয়াফেলস সেটির দাম ছিলো ৪২৫ টাকা, স্ট্রবেরি লেমোমেড সেটির দাম ছিলো ২৫০ টাকা, রেড ভেলভেট চিজ কেক ইন জার সেটির দাম ছিলো ২৫০ টাকা।

তাদের সবগুলো খাবার অনেক বেশি মজা ছিলো এবং তাদের ব্যবহার খুব ভালো ছিলো।

Location - Level 12, Green Rowshanara Tower, 755, Satmasjid Road, Dhanmondi,opposite of Abahani field.

InShot_20220908_203707754.jpg

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.39
JST 0.061
BTC 95865.71
ETH 3665.83
SBD 4.05