আত্মবিশ্বাসকে একত্রিত করা খুব জরুরী। ১০% carepoint70.

in Help4Help2 years ago
আসসালামু আলাইকুম আমার প্রিয় কমিউনিটিবাসী। আশাকরি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আর সাপোর্ট পেয়ে আমিও ভালো আছি।

প্রিয় পাঠক সমাজ, আপনাদের জন্য আমার আজকের একটি ব্যক্তিগত অভিজ্ঞতা মিশ্রিত বিষয় নিয়ে আলাপ করতে চলে এলাম। নিশ্চয় সবাই সুন্দর দিন কাটাচ্ছেন।
এছাড়া বর্তমান সময়টা খুবই জটিল চতুর্দিকে খুবই অস্বস্তিকর পরিবেশ গড়ে উঠেছে এর মধ্যে নিজেকে তৈরি করতে হবে,পরিস্থিতি সামাল দেওয়ার জন্য।

আজ আমি কথা বলতে চাচ্ছি নিজের আত্মবিশ্বাস নিয়ে।
এটা খুবই কমন একটি শব্দ "আত্মবিশ্বাস"। সত্যি বলতে এই বিশ্বাস নিজের উপর একবার প্রতিস্থাপন করতে পারলে সাফল্যের দোয়ার খুব সহজে খুলে যায়। এটাই নিয়ম।

আমরা সাধারণত বেশিরভাগ কাজের জন্য নিজের আশপাশের মানুষ গুলারে অনুসরণ করি। আবার অনেকে নিজস্ব স্বকীয়তা বজায় রাখতেও প্রছন্দ করি। সত্যি বলতে আমরা এমন এক জাতী বাঙালী যদি কেউ একবার বলে যে,নাহ এটা কোনভাবেই করা সম্ভব না,তাহলে আমাদের যে একটা নিজস্ব বুদ্ধিমত্তা আল্লাহ দান করেছে,সেটার ১০% ও আমরা খরচ করতে পারি না।

আর এতে লেগে যায় বিপত্তি। কারণ আমরা নিজেদের শক্তিমত্তা, বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার চেয়ে নিজের অজ্ঞতাকে বেশি প্রকাশ্যে নিয়ে আসি।

এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তবেই নিজস্ব একটা সাফল্যের গল্প রচিত হবে।
আমরা নিজের সাফল্যের চেয়ে অন্যের কূটনৈতিক বিষয়ে বেশি মমনযোগী,এতে করে আমাদের সবার ব্যর্থতার গল্প লিখি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ।

stone-2127669_1280.png

copyright free image source:pixabay

আত্মবিশ্বাস
আমাদের প্রত্যেকের আত্মবিশ্বাস সর্বোচ্চ থাকার পরও কোন একটা নির্দিষ্ট কাজের জন্য মনস্থির করলে আমরা চিন্তা কর আগেকার এই কাজের কাজীরা কতদুর সফল কিন্তু সেটা কোনভাবেই বিবেচ্য নই।

self-confidence-2121159_1920.jpg

copyright free image source: pixabay

ভরসা রাখুন
এমন একটা সময় আসবে আপনার সব পরিশ্রম আপনাকে সসম্মানে পারিশ্রমিক দিতে মুখিয়ে থাকবে। তাও যদি নিজের উজ্জ্বল ভবিষ্যৎ অন্যের তরে বিলিয়েও দেন, তবু মহান রাব্বুল আ'লামিন আপনাকে বৃথা যেতে দিবে না।

plant-pot-2756428_1920.jpg

copyright free image source: pixabay

Sort:  

মা'শা'আল্লাহ্ এগিয়ে যাক কমিউনিটি

Coin Marketplace

STEEM 0.32
TRX 0.24
JST 0.040
BTC 93472.35
ETH 3317.06
USDT 1.00
SBD 9.41