মুভি রিভিউ: Dasara

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি মুভি রিভিউ শেয়ার করবো। এই মুভিটির নাম হলো "দসেরা"( Dasara )। এই মুভিটির কাহিনী সাধারণত একটি গ্রামকে কেন্দ্র করে। এখন দেখবো কাহিনীটা কিভাবে কি শুরু হয়।


স্ক্রিনশর্ট: ইউটিউব


✠কিছু গুরুত্বপূর্ণ তথ্য:✠

মুভির নাম
"দসেরা"( Dasara )
প্লাটফর্ম
নেটফ্লিক্স
পরিচালকের নাম
শ্রীকান্ত ওডেলা
লেখক
শ্রীকান্ত ওডেলা
অভিনয়
সমীর হারহাশ, ননী, কীর্তি সুরেশ, শাইন টম চাকো, ধিকশীথ শেঠি, সামুথিরাকানি ইত্যাদি
মুক্তির তারিখ
৩১ মার্চ ২০২৩
সময়
২ ঘন্টা ৩২ মিনিট
ভাষা
হিন্দি
কান্ট্রি অফ অরিজিন
ইন্ডিয়া
বক্স অফিস
₹৬৫ কোটি
গ্রোস ওয়ার্ল্ডওয়াইড
₹১১৭.১৫ কোটি


☬মূল কাহিনী:☬


স্ক্রিনশর্ট: NETFLIX

Dasara মুভিটি সাধারণত ভীরলাপল্লী নামক একটি গ্রামের কাহিনী দিয়ে শুরু হয়। এই গ্রামটিতে বেশিরভাগ লোকজনই পড়াশুনো জানে না, কোনটা ভালো আর খারাপ সেই বোধটুকু প্রায় লোকজনেরই মধ্যে ছিল না। আর গ্রামে একটা 'বার' ছিল যেখানে প্রত্যেকেই সারাদিন নেশা করতো অর্থাৎ মদ খেয়ে পড়ে থাকতো। এক কোথায় বলা যায় ২৪ ঘন্টা সাথে মদই থাকতো তাদের। আর নেশা করে সংসারে চলতো তাদের অশান্তি। এইবার এই কাহিনীতে প্রধান ভূমিকায় যারা ছিল ধরণী, সিদ্ধাম নামক এইরকম আরো কয়েকজন যারা ছোট বেলার থেকে এই এলকোহল এর প্রতি আসক্ত হয়ে পড়ে। আর এইভাবেই গ্রামের লোকজনদের দিন চলতে থাকে। সাধারণত এই গ্রামের যে 'বারটি' ছিল সেটি চলতো যে সেখানকার ইলেকশন-এ জিততো তাকেই সেইটার মালিক করে দেওয়া হতো। আর এটাও ছিল তাদের ব্যবসার একটা মুখ্য উদ্দেশ্য। যাইহোক, এরপর এইভাবে চলতে চলতে ধরণী, সিদ্ধাম এরা সবাই বড়োও হয়ে যায় আর এরা দুইজন খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল অর্থাৎ একজন আরেকজনের জীবন বলা যায়। তবে এরা দুইজন ছোট বেলা থেকে কয়লা চোর ছিল, ট্রেন থেকে কয়লা বস্তা বস্তা চুরি করে গ্রামে নিয়ে আসতো, কারণ ভীরলাপল্লী গ্রামে সবারই কয়লার উপর নির্ভর করতে হতো চুলা জ্বালানোর ক্ষেত্রে।


স্ক্রিনশর্ট: NETFLIX

আর গ্রামের সবাই এতদিন আসলে যাকে ভালো মানুষ ভেবে ইলেকশনে জিতিয়ে আসছিলো সে আসলে সেইরকম ভালো লোক ছিল না, স্বার্থ ছাড়া গ্রামের কারো ভালো চায়নি। থুরপুগুত্তা নামক একজন লোক যে সবসময় গ্রামেরই ভালো চাইতো, কিন্তু প্রত্যেক বছর তাকে ভোটে হারিয়ে দিতো বুদ্ধি করে। এরপর তার ছেলেও পরে ইলেকশন জিতে ওই বারের মালিক হয়ে যায়। এদিকে ধরণী এবং সিদ্ধাম দুইজনেই ছোট বেলা থেকে ভেনেলা নামক একটা মেয়েকে পছন্দ করতো। সিদ্ধামও তাকে পছন্দ করে আর মেয়েটাও তাকে পছন্দ করে এইটা জানলে ধরণী তার বন্ধুর জন্য নিজেকে সরিয়ে আনে আর তার বন্ধুর জন্য সহযোগিতা করতে থাকে। তাদের বিয়ের বিষয়েও কথা বলে মেয়েটার বাড়িতে কিন্তু সে কয়লা চোর তাই তার সাথে বিয়ে দেবে না। এখন তার একটা ভালো কাজের দরকার, তাই ধরণী ওই বারের ক্যাশিয়ার বানাতে চায়। এইবার ওই গ্রামে প্রতি বছর একটা ক্রিকেট ম্যাচ হয় আর ওই খেলায় যারা জিতবে সেই টিমের থেকেই একজনকে তাদের পছন্দ অনুযায়ী ক্যাশিয়ার করা হয়। সেই হিসেবে তারা জিতে গেলে সিদ্ধামকে ক্যাশিয়ার করে দেয়।


স্ক্রিনশর্ট: NETFLIX

এখন যে ওই বারের মালিক ছিল সে আবার এই মেয়েকে পছন্দ করতো আর সেই হিসেবে সিদ্ধাম এর উপরেও একটা রাগ ছিল খুব। এখন নিয়ম অনুযায়ী-তো তাকে ক্যাশিয়ার করতে হবে। কিন্তু একদিন বারের মধ্যে একটা ঝামেলা হওয়ায় বিপক্ষ পার্টির লোকজনের সাথে মারামারি হয়ে যায় আর তাদের সবাইকে থানায় নিয়ে যায় এবং খুব অত্যাচারও করে তাদের উপরে কিন্তু তাদের মালিক তাদের ছাড়াতে আর আসেনি। শেষে থুরপুগুত্তা নামক লোকটি গিয়ে তাদের ছাড়িয়ে আনে আর এর পরের থেকে তারা সবাই ঠিক করে এইবারের ইলেকশনে তাকেই জিতাবে। এরপরে বেধে যায় লড়াই অর্থাৎ বিপক্ষ দলের কারোই এই বিষয়টা পছন্দ হয়নি। এদিকে তাদের বিয়ে হয়ে যায় এবং ধরণীও যে ভেনেলাকে পছন্দ করতো এই বিষয়টা জেনে যায় এবং তার স্যাক্রিফাইসও সে বুঝে ফেলে। ওই রাতেই ধরণী যখন বার বন্ধ করছিলো তখন তার বন্ধুও তার কাছে যাচ্ছিলো আর তখন বিপক্ষ দলের ভাড়াটে গুন্ডারা তাদের উপর হামলা করে, অনেককেই মেরেও ফেলে। ধরণীতো এতটাই নেশা করে যে সে সোজাভাবে দাঁড়াতেও পারছিলো না ওইসময়। তখন সিদ্ধাম তাকে নিয়ে বাঁচানোর জন্য চারিদিকে ছোটাছুটি করে, কিন্তু কতক্ষন আর পারে, তবে বাঁচিয়ে নিলেও সিদ্ধাম নিজে বাঁচতে পারেনি, কারণ বৃষ্টির মধ্যে একধরণের গ্যাস ছেড়ে দেয় আর চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে যায় আর এতে সামনে বা পিছনে কাউকেই দেখা যাচ্ছে না, আর এই সুযোগেই তার গলা কেটে দেয়। এর পরে যা অবস্থা হওয়ার তাই হয়েছে বাড়ির দিকে আর কি।


স্ক্রিনশর্ট: NETFLIX

এখন তার বন্ধুর প্রতিশোধ নেওয়ার জন্য একপ্রকার পাগল হয়ে যায় ধরণী, বাড়িতেও গিয়ে ভাংচুর করে। এরপরে ভেনেলাকে বাঁচানোর জন্য তাকে আবার বিয়ে করে নিয়ে যায়। এরপর ধরণীকেও মেরে ফেলার প্ল্যান করে অর্থাৎ দশেরার দিন যেখানে প্রতি বছর এর মতো রাবন বধের অনুষ্ঠান হয়। সেখানে হাজার হাজার গুন্ডা ভাড়া করে রাখে তাকে মারার জন্য। ধরণী সেখানে যাওয়ার পরে ভিড়ের মধ্যে হামলাও করে আর সে আগে থেকেই বুঝতে পেরেছিলো যে তাকে মারার কোনো প্ল্যান করে রেখেছে। এরপর সবাই তার উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু সেও একাই সবাইকে মারতে থাকে বেধর। তবে তার সাথে পরে তার বন্ধুরাও যুক্ত হয়ে যায়। এইভাবে সবাইকে মেরে ফেলে, তবে যে তার বন্ধুকে মেরেছিলো তাকে তো সে কোনোমতেই ছেড়ে দেবে না, পুলিশ এসে ধরণীকে গ্রেফতার করলেও সে পরে যেখানে তার অস্ত্র লুকিয়ে রেখেছিলো সেখান থেকে দৌড়িয়ে গিয়ে এনে তারও গলা কেটে দেয়। এরপরে তাকে কয়েক বছরের জন্য সাজা হয়।


☬ব্যক্তিগত মতামত:☬

মুভিটার কাহিনী শেষের দিকে খুবই আকর্ষনীয় ছিল। এই মুভিটাতে কিন্তু একটা বিষয় বেশ ভালোভাবে তুলে ধরেছে সবার সামনে যে একজন বন্ধু আরেকজন বন্ধুর জন্য কতটা স্যাক্রিফাইস করতে পারে। এখানে ধরণী সেইটা বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছে দেখলাম শেষ মুহূর্তে। এইটা এখন তো আসলে দেখা যায় না, বর্তমানে বন্ধুর পিছনে ছুরি বসাতেও দ্বিধাবোধ করে না স্বার্থ ফুরিয়ে গেলে । সবাই আজকের দুনিয়াতে স্বার্থ নিয়ে চলে। তবে এখানে মুভির কাহিনীর মাধ্যমে এইটা প্রমাণিত করেছে যে একজন বন্ধু তার বাঁচানোর জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিলো, অন্যজন সেইটার প্রতিশোধও নিলো। এই মুভিটার কাহিনী পড়ে বেশি বোঝা যাবেনা যদি শেষ অব্দি না দেখা হয়, কারণ প্রথম দিকে একটু বোরিং মতো লাগবে, কিন্তু শেষ পর্যন্ত দেখলে গল্পের কাহিনীটা ভালোভাবে বোঝা যাবে। এইটার শেষ পর্যন্ত দেখে আমার কাছেও বেশ ভালো লেগেছে।


☬ব্যক্তিগত রেটিং:☬
৮.৫/১০


☬ট্রেইলার লিঙ্ক:☬


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

দাদা আপনি আজকেও আমাদের মাঝে অনেক সুন্দর একটা মুভির রিভিউ পোস্ট নিয়ে হাজির হয়েছেন। আপনার এই রিভিউ পোস্টটি পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে একজন বন্ধুর জন্য আরেকজন বন্ধুর এরকম কিছু সেক্রিফাইস করাটা এখন খুবই কম দেখা যায়। বেশিরভাগ মুভির মধ্যে তো দেখা যায় কাছের বন্ধু গুলো ও কাছের বন্ধুর পিঠে ছুরি মারে। আর এটি করতেও তাদের দ্বিধাবোধ লাগে না। এই মুভিটির মধ্যে যে বিষয়টা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এটি আমার খুবই ভালো লেগেছে। আসলে দাদা মুভি যদিও আমার খুব একটা দেখা হয় না, তবে আপনার রিভিউ পোস্টের মাধ্যমে দেখে মুভিগুলোর সম্পর্কে অনেক কিছুই জানতে পারি। আর যেহেতু আমি মুভি কম দেখি, বিশেষ করে হিন্দি মুভি তো আমার একেবারেই দেখা হয় না, তাই এই মুভিটাও দেখা হয়নি। কিন্তু মুভিটার সম্পর্কে এবং মুভিটার কাহিনী আপনার রিভিউটার মাধ্যমে জানতে পেরে ভালো লেগেছে। মুভিটার শেষের পর্যায়ের বিষয়টা একটু বেশি ভালো লেগেছে পড়তে। ধরনীর বন্ধুকে যে মেরেছিল সবশেষে কিন্তু ধরণী তার গলা কেটে দিয়েছিল। সে সবকিছু শেষে তাহলে প্রতিশোধ নিতে পেরেছিল। দাদা আমি তো অবশ্যই চেষ্টা করব এই মুভিটা দেখার।

 last year 

দাদা এই ধরনের মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি। আর বেশিরভাগ সময়ই অবসর সময় পেলে আমি এই ধরনের মুভি গুলো দেখার চেষ্টা করি। যদিও হিন্দি মুভি এমনিতে কম দেখা হয়, তবে হিন্দি মুভি বাংলা ডাবিং গুলো একটু বেশি দেখা হয়। এই মুভিটির কিছু অ্যাড আমি দেখেছিলাম ফেসবুকের মধ্যে, তখন ভেবেছিলাম এই মুভিটা দেখব। কিন্তু সময়ের কারণে দেখা হয়নি। তবে আজকে এই মুভিটার কাহিনী আপনার রিভিউর মাধ্যমে অনেকটাই জানতে পেরেছি। যার কারণে আমার তো এই মুভিটা দেখার আগ্রহ আরো বেশি বেড়ে গিয়েছে। আমি তো ভাবছি আজকে রাতেই এই মুভিটা দেখব। বন্ধুর প্রতি বন্ধুর এরকম সেক্রিফাইস সত্যি খুবই কম দেখা যায়। আসলে প্রিয় বন্ধুগুলো যদি হারিয়ে যায়, তখন সেই প্রতিশোধ নেওয়ার জন্য এরকম বন্ধুত্ব উঠে পড়ে লাগবেই। তাইতো সবশেষে বন্ধুর খুনিকে গলা কেটে মেরে ফেলেছে পুলিশ গ্রেফতার করার পরেও। এরকম মুভি গুলোর শেষের দিকটা কিন্তু এমনিতেই খুব সুন্দর হয়। আর শেষটা দেখতে আমার খুব ভালো লাগে। আমি তো এরকম মুভি গুলো দেখার সময় শেষের দিকটা বারবার দেখে থাকি।

 last year 

আপনার মুভি রিভিউ পোস্টটি অনেক ভালো লেগেছে দাদা।আপনি খুব সুন্দর করে রিভিউ সাজিয়েছেন।এটা দেখে যে কোনো মুভি দেখার আগ্রহ এমনিতেই অনেকটা বেড়ে যাবে সবার।ধন্যবাদ আপনাকে সুন্দর রিভিউ পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

অন্যসব রিভিউর মত আজকেও অনেক সুন্দর একটা মুভি রিভিউ পোস্ট ছিল দাদা। তবে যাই বলুন না কেন আপনার রিভিউ পোস্ট এর মাধ্যমে এরকম সুন্দর সুন্দর মুভি গুলোর রিভিউ পড়তে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। যে মুভি গুলো দেখা হয়নি সেগুলো আপনার রিভিউ এর মাধ্যমে দেখতে পারি। আর দেখারও আগ্রহ হয়। আসলে আমার কাছে এরকম মুভি গুলোর প্রথম দিকে বোরিং লাগে তবে শেষে দেখতে খুব বেশি ভালো লাগে। যেমন আজকের এই মুভিটার মধ্যে প্রথম দিকটা পড়তে ভালো লাগেনি, তবে শেষের দিকে পড়তে অনেক বেশি ভালো লেগেছে। আর আমার তো এই মুভিটা দেখার জন্য এখন অনেক বেশি আগ্রহ জেগেছে। আমি তো সময় পেলে এখন দেখে নেওয়ার চেষ্টা করব এই মুভিটা। শেষে যখন ধরণী তার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিয়েছে এই বিষয়টা ভালো লেগেছে। আসলে এরকম বন্ধু এখন খুব কম থাকে যারা বন্ধুর জন্য সেক্রিফাইস করে। অনেক সুন্দর ছিল দাদা আপনার আজকের রিভিউটাও।

 last year 

দাদা আপনি কিন্তু আমার অনেক বেশি পছন্দের নায়কের একটা মুভির রিভিউ করেছেন। সমীর হারহাশ এর বেশিরভাগ মুভি আমার দেখা রয়েছে। তবে কেন জানিনা এই মুভিটা আমার এখনো পর্যন্ত দেখা হয়নি। আসলে বিয়ের আগে প্রচুর পরিমাণে মুভি দেখতাম আমি বেশিরভাগ সময়। আর বিয়ের পরে এখন খুব একটা মুভি দেখা হয় না ব্যস্ততার কারণে। এদিক সেদিক কাজ করতে করতে সময় কোথা দিয়ে যে চলে যায় বুঝতেই পারিনা। অনেকদিন পরে তার মুভি দেখলাম তাও আপনার রিভিউর মাধ্যমে। অনেক বেশি ইন্টারেস্টিং হয় এরকম মুভিগুলো দেখতে বেশি ভালো লাগে। যখন ধরণী তার বন্ধুর প্রতিশোধের জন্য তার বন্ধুর খুনির গলা কেটে দিয়েছিল, সেই দৃশ্যটা দেখতে নিশ্চয়ই অনেক বেশি ভালো লেগেছিল। আমিতো আজকের মধ্যে এই মুভিটা দেখার চেষ্টা করব। প্রিয় নায়কের মুভি বলে কথা হাত ছাড়া তো করা যাবেই না একেবারে।

 last year 

"দসেরা" নামক মুভি রিভিউটি পড়ে অনেক ভালো লাগলো দাদা। যদিও এই মুভিটি দেখা হয়নি। তবে নতুন একটি মুভি রিভিউ শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। একটি গ্রামের বিভিন্ন দিক এই মুভিটিতে তুলে ধরা হয়েছে। গ্রামের লোকজন একসময় নেশায় ডুবে থাকতো। তাদের মাঝে ভালো-মন্দ হিতাহিত জ্ঞান ছিল না। মুভিটির প্রথমে যেরকম ছিল শেষের দিকে কিন্তু একেবারে আলাদা চিত্র দেখতে পেলাম। দুই বন্ধুর মাঝের ভালোবাসা দেখে সত্যিই ভালো লাগলো। দুই বন্ধুর মাঝের সম্পর্ক প্রথমে খুব ভালোভাবে বুঝতে পারিনি। এরপর ধীরে ধীরে বুঝতে পারলাম। আসলে একজন বন্ধুকে কতটা ভালবাসলে এতটা সেক্রিফাইস করা যায় এটাই ভাবার বিষয়। মুভিটির শেষের দিকে এসে বন্ধুত্বের দারুন সম্পর্ক ফুটিয়ে তোলা হয়েছে। সব মিলিয়ে মুভি রিভিউ অনেক ভালো লেগেছে দাদা। সময় পেলে অবশ্যই এই মুভিটি দেখার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে দাদা।

 last year 

দাদা যদিও আমি মুভিটা দেখি নাই তবে আপনার রিভিউ পড়ে কিছুটা বুঝতে পেরেছি। হিন্দিতে একটি মুভি দেখেছিলাম নাম হলে কয়লা। এই মুভিটা কিছুটা ঐ মুভির মত হয়েছে। তবে শেষের দিকে গিয়ে মিল নেই। Dasara মুভির শেষের কাহিনীটা দারুন। এক বন্ধুর জন্য আরেক বন্ধুর ভালবাসা প্রকাশ পেয়েছে। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66914.48
ETH 3341.32
USDT 1.00
SBD 2.72