এক নজরে ফেলে আসা ২০২২ এ আমার চোখে আমার সেরা পোস্টগুলো
আসসালামুআলাইকুম,
“Happy new year” বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই সকলকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা।আমার কিন্তু নতুন বছর আসলে খুব কষ্ট হয়, মনে হয় জীবন থেকে একটি বছর হারিয়ে গেল।কত শীঘ্রই বছরগুলো শেষ হয়ে যায়।অনেকের কাছেই ছিল এ বছরটি আনন্দের, আবার কারও কারও ছিল খুব কষ্টের। আবার কারও কারও ছিল সুখ ও দুঃখে মিলিয়ে।আমারও বছরটি কেটেছে সুখ ও দুঃখ মিলে।তার কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। তাই আজকে আমি ডিসিশন নিয়েছি এই বছরে সেরা কতগুলো পোস্ট দিয়ে একটি অ্যালবাম করে আপনাদের সাথে শেয়ার করে স্মরণীয় করে রাখব। এরই মধ্যে রয়েছে সুখ-দুঃখ ও আনন্দে ভরা কতগুলো মুহূর্ত।আশা করি আপনাদের ভালো লাগবে।চলুন চলে যাই তাহলে মূল পর্বে।
চলুন উপভোগ করা যাক আমার চোখে এ বছরের সেরা পোস্ট গুলোঃ
পোস্ট ১: টক ঝাল মিষ্টি সবুজ আপেলের আচার
আসলে আমি রেসিপি শেয়ার করতে খুবই ভালোবাসি তাই প্রথমেই রেসিপি দিয়ে শুরু করছি। রেসিপিটি ছিল আমার কাছে খুবই স্মরণীয়। কারণ এই পোস্টটি করে আমি দাদার কাছ থেকে বিশেষ পুরস্কার পেয়েছিলাম এবং রেসিপিটি তৈরি করতে যথেষ্ট কষ্ট হয়েছিল। দুইবার এ সাকসেসফুল হয়েছিলাম রেসিপিটি তৈরি করতে। এর স্বাদ এখনো জিভে লেগে রয়েছে।
পোস্ট ২: চিংড়ি শুঁটকির ভর্তা
চিংড়ি শুটকি মাছ দিয়ে এই মজাদার রেসিপিটির কথা কখনোই ভুলবো না।খুবই মজার হয়েছিল এই রেসিপিটি।
পোস্ট ৩ : সিলেটের ঐতিহ্যবাহী আখনি বিরিয়ানি
এই রেসিপিটি আমার অনেক পছন্দের, খুবই মজার হয়েছিল রেসিপিটি।সিলেটের ঐতিহ্যবাহী একটি খাবার।
পোস্ট ৪ : মজাদার প্রন ক্র্যাকার্স
আমার অতি পছন্দের আরো একটি রেসিপি ছিল প্ররন ক্রেকার্স। দেখতে যেমন চমৎকার, খেতেও তেমন দারুন মজার ছিল।
পোস্ট ৫: মজাদার ফ্লাওয়ার পিঠা :
এটি আমার একটি অসাধারণ পোস্ট ছিল, ফ্লাওয়ার পিঠা। রেসিপিটি দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম তাই এই রেসিপিটি ও যোগ করে দিলাম আমার এই অ্যালবামে।
পোস্ট ৬ : মজাদার গজা বা মুরালির রেসিপি
রংবেরঙের কালারফুল মুরালির এই রেসিপিটিও এড করে দিলাম আমার এই অ্যালবামে।কারণ এই রেসিপিটি ও আমার কাছে খুবই চমৎকার লেগেছিল।
পোস্ট ৭ : আমার বাগানের আপডেট
আপনারা অনেকেই জানেন আমার বাগানে অনেক গুলো আপডেট আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তার মধ্যে এই পর্বটি ছিল আমার কাছে সেরা।ফুল, ফল আর শাকসব্জিতে ভরপুর ছিল আমার বাগানটি।
পোস্ট ৮ : সেরা প্রাকৃতিক ফটোগ্রাফিগুলোর রিভিউ
আপনারা জানেন মাঝেমধ্যে নানান ধরনের প্রাকৃতিক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করেছি। এর মধ্যে সেরা প্রাকৃতিক photography'র একটি রিভিউ আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই পোষ্টটি ও এড করে দিলাম।
পোস্ট ৯ : সিলেটের মেঘালয় ও সাদা পাথর অঞ্চলে ভ্রমন
এই বছরে বাংলাদেশ এ গিয়েছিলাম, অনেকগুলো স্থানে ভ্রমণ করেছিলাম যা আপনাদের সাথে শেয়ার করেছিলাম।তার মধ্যে আমার পছন্দের পর্বটি যোগ করে দিলাম।
পোস্ট ১০ : লন্ডনের ঐতিহ্যবাহী স্থানের কিছু ফটোগ্রাফি
আপনারা অনেকেই জানেন লন্ডনের ঐতিহ্যবাহী কিছুই স্থানের অনেকগুলো ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এর মধ্যে সবচেয়ে পছন্দের পোস্টটি অ্যালবামে এড করে দিলাম।
পোস্ট ১১ : পাওয়ার আপ পোস্ট ( ডাবল ডলফিন)
আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে পাওয়ার আপ করি।এই পর্বটি ছিল আমার কাছে সবচেয়ে সেরা কারণ এই দিনে আমি ডাবল ডলফিন হয়েছিলাম।
পোস্ট ১২ : শনিবারে ঘটে যাওয়া আমার সেই দুর্ঘটনাটি
আপনারা অনেকেই জানেন আমি একদিন সেন্সলেস হয়ে বাথরুমে পড়ে গিয়েছিলাম। এরপর আমার মেয়েরা আমাকে টেনে তুলেছিল। তখন আমার হাজব্যান্ড বাংলাদেশে ছিল, খুবই ভয়ঙ্কর ছিল সেই দিনটি আমার কাছে।
পোস্ট ১৪ : সেরা আর্টগুলোর রিভিউ
আপনারা জানেন আমি আর্ট করতে অনেক ভালোবাসি। মাঝে মধ্যে অনেক সুন্দর সুন্দর আর্ট আপনাদের সাথে শেয়ার করি। এর মধ্যে একটি পোষ্ট করেছিলাম আমার সেরা আর্ট গুলোর একটি রিভিউ। এ পর্যন্ত যতগুলো আর্ট করেছিলাম এই আর্টগুলো ছিল আমার চোখে সবচেয়ে সেরা।
পোস্ট ১৪ : আমার কবিতা “হৃদয়ে টিনটিন”
আপনারা জানেন আমি মাঝেমধ্যে কবিতা লিখি, তবে অনেকদিন কবিতা লেখা হচ্ছেনা।এই কবিতাটি আমার কাছে খুবই পছন্দের ছিল এবং এই পোস্টটি করে আমি আমার জীবনে সর্বোচ্চ ভোট পেয়ে ছিলাম,প্রায় 100 ডলারের মত।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 13 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
সবমিলিয়ে ভালো একটি বছর অতিবাহিত হয়েছে আপু। সিলেটের ঐতিহ্যবাহী আখনি বিরিয়ানীর কথা লোক মুখে শুনেছি! ভীষণ মজার খেতে! তবে এ বছরে আমি বলবো আপনার সেরা অর্জন ডাবল ডলফিন ক্যাটাগরিতে যাওয়া! আর আপনার অসুস্থতার খবরটা আমাদেরও খুব খারাপ লেগেছিল। যাক,নতুন বছর নতুনভাবে যেন শুরু করতে পারেন সেই কামনা করছি 🌼
বছরের সেরা ১৪ টি পোস্ট তুলে ধরেছেন।যদি রেসিপি পোষ্টের কথা বলি তাহলে সিলেটের ঐতিহ্যবাহী আখনি বিরিয়ানি সব চেয়ে লোভনীয় ছিল। বছরের শেষ দিনে বিরিয়ানী খেয়েছি তাই বিরিয়ানী বেশি লোভনীয় লাগছে।
আপু আপনাকেও জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন ৷ ঠিক বলেছেন যে বিগত দিনগুলো সুখ,দুঃখ সব মিলিয়ে কেটেছে ৷ আর এই নতুন বছরে প্রার্থনা করি সবকিছু নতুন করে শুরু হোক ৷ জীবন হোক সুন্দর ৷
যা হোক আপু আপনি পোষ্ট গুলোকে স্বরন করে রাখার জন্য ৷ আপনার পোষ্ট গুলোকে এতো সুন্দর করে উপস্থাপনা করেছেন ৷
এখানের দুই তিনটি পোস্ট ছাড়া সবগুলো পোষ্ট আমার পড়া হয়েছে। সেই শনিবারের দুর্ঘটনা, লন্ডনের ঐতিহ্যবাহী স্থানে ঘুরতে যাওয়া, বাগানের আপডেট, প্রন ক্র্যাকার্স, মুরালির রেসিপি এগুলো সবগুলোই আমার পড়া হয়েছিল। টিং টিং বাবুর জন্য লেখা কবিতাটি পড়া হয়নি। বেশ ভালই ডলার পেয়েছেন। আপনার অনেকগুলো পোস্ট একসাথে দেখে বেশ ভালো লাগছে আপু।
প্রথমে আপনাকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আমার মনে হয় এই বছরে আপনার প্রত্যেকটি পোস্টগুলো ছিল সেরার মধ্যে সেরা।আপনার রেসিপি পোস্টগুলো আমার কাছে খুবই দারুণ লেগেছে এছাড়াও ম্যান্ডেলা পোস্টগুলো, টিনটিনের জন্মদিন, এ বছরে আপনি ডাবল ডলফিন পোস্টগুলো, এক কথায় প্রত্যেকটা পোস্ট ছিল অসাধারণ সুন্দর। চলতি বছরের আপনার জীবন আরো সুন্দর এবং সুখী ময় হয়ে উঠুক এ দোয়া কামনা করি।
বছরের শেষে এতগুলো পোস্ট একসাথে দেখে খুব ভাল লাগলো। এর মধ্যে দুই একটা ছাড়া প্রায় সবগুলোই আমার পড়া হয়েছে।এ বছরে আপনার বড় প্রাপ্তি ডাবল ডলফিনের ক্যাটাগরিতে যাওয়া।নতুন বছরে নতুন উদ্যমে এগিয়ে যাবেন এমনটাই কামনা করি।অনেক ধন্যবাদ আপু। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
দেখতে দেখতে আরেকটি বছর কেটে গেল। আপু আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। আপনার প্রতিটি ব্লগ খুব সুন্দর এবং প্রেজেন্টেবল হয়। আপনার গত বছরের ব্লগগুলো সত্যিই দারুন ছিল। আপনার পোস্ট পড়ে অনেক ভাল লেগেছে। ধন্যবাদ আপু ।