চিংড়ি শুঁটকির ভর্তা, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মজাদার একটি রেসিপি নিয়ে ।রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছের শুটকি দিয়ে ভর্তা । চিংড়ি মাছ এমনিতেই আমার অনেক পছন্দের আর এই মাছ যে কোন তরকারি দিয়ে রান্না করলেই অনেক মজা হয়। ঠিক তেমনি চিংড়ি মাছের শুটকিও আমার অনেক পছন্দের। বাংলাদেশ থেকে চিংড়ি মাছের শুটকি এনেছি, চিংড়ির সাথে আরো নানান রকমের শুটকিও রয়েছে। মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করব। তবে আমি যে রেসিপিটি করেছি তা করা সহজ একটি কাজ ছিল না , অনেক সময় লেগেছিল এবং অনেক কষ্টসাধ্য ছিল, কারন আমি শিলপাটায় বেটে নিয়েছিলাম। শিলপাটায় বাটলে বেশি মজা হয়, যদিও ব্লেন্ডারে করা যায় কিন্তু ব্লেন্ডারে করলে অতটা স্বাদ হয় না। চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে।

C3FD4FC1-9CF2-4F5C-9EC1-7CBBDB3161E4.jpeg

চলুন দেখে নেয়া যাক রেসিপিটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবে।

উপকরণপরিমাণ
চিংড়ি মাছ৩০০ গ্রাম
পেঁয়াজ কুচিএক কাপ
রসুন কুচিএক কাপ
লবনস্বাদ মত
শুকনা মরিচ৪/৫ টি
সয়াবিন তেলপরিমান মত
সরিষার তেলপরিমান মত
ধনে পাতা কুচিহাফ কাপ

28D75491-A934-428C-B582-4D0C827DD073.jpeg

প্রয়োজনীয় উপকরণ

কার্যপ্রণালী:

C155C36E-2505-426B-A2CD-678E472D250F.jpeg

2387F06E-FC12-42F8-BF63-2F006F7C7BB4.jpeg

ধাপ : ১

প্রথমেই শুটকি মাছ গুলো গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখেছি, আমি এখানে বলক দেওয়া পানি ব্যবহার করেছি, কারণ যেকোন শুটকি মাছে অনেক ময়লা থাকে, এর জন্য 10 মিনিট ভিজিয়ে রেখেছি।

ECB4AC6A-BB6D-48A6-A628-80B83C957464.jpeg

E6688A03-D964-439E-B514-0618BBCFF45D.jpeg

304E4CFB-E441-49E6-98FF-2374F47CE32F.jpeg

ধাপ ২ঃ

এরপর পেঁয়াজ, ধনেপাতা ও রসুন কুচি কর কেটে নিয়েছি।

EC3C4143-9242-4BEB-80B2-54178EA51F0F.jpeg

ধাপ ৩ঃ

এবার শুটকি গুলো ভালোভাবে বেছে পরিষ্কার করে পাঁচ-ছয়বার ভালো করে ধুয়ে নিয়েছি।

30E0B62A-CD5F-47C7-9497-9B3D6C9B36BD.jpeg

DC86E99F-974F-420A-8E58-301AD68C39CA.jpeg

ধাপঃ ৪

এরপর একটি ফ্রাই প্যানে সামান্য একটু সয়াবিন তেল নিয়ে মরিচগুলো ভেজে ভালোভাবে ব্রাউন করে নিয়েছি।

E6862C9F-B863-41E5-90E3-9E7915A8190F.jpeg

ধাপঃ ৫

এবার ওই একই ফ্রাই প্যানে সামান্য আরেকটু তেল যোগ করে চিংড়ি মাছ গুলো ৫/৬ মিনিট ভেঁজে নিয়েছি।

D99BA94B-A4EC-4828-B797-338D1EB4563F.jpeg

90B52BA0-8189-4343-8334-DF9BDF7DC416.jpeg

ধাপঃ ৬

এরপর আবারো ঐ একই প্যান এ সামান্য একটু তেল যোগ করে পেঁয়াজ ও রসুন ৪/৫ মিনিট ভেজে নিয়েছি। সাথে একটু লবণ ও হলুদ যোগ করেছিলাম কালারটি সুন্দর হওয়ার জন্য।

6351FC99-8DBF-4713-98B9-EDD6EA24AD0C.jpeg

F0B26FE4-E375-4C69-AD82-D783F4481398.jpeg

A3CE5744-636F-4415-8B38-1E57322ED997.jpeg

ধাপ ৭ঃ

এবার শিলপাটায় একে একে চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন এবং মরিচ গুলো বেটে নিয়েছি। খুবই কষ্টের কাজ।

607FCB5E-F778-4022-B178-FF483A510354.jpeg

EFB1A794-D80B-4338-B566-9E4E8F0DD111.jpeg

ধাপঃ ৮

এবার বাটা সবগুলো উপকরণের সাথে ধনেপাতা এবং সরিষার তেল যোগ করে ভালোভাবে মাখিয়ে ভর্তা বানিয়েছি

D6F77176-8FB9-47DB-B29F-781729F114CA.jpeg

শেষ ধাপঃ

এবার গোল গোল করে বল বানিয়ে, মরিচ দিয়ে ডেকোরেশন করে পরিবেশনের জন্য এনেছি। গরম ভাতের সাথে খেয়ে দেখুন খুবই মজা।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন, আশাকরি আপনাদের ভাল লেগেছে। ভাল লাগলে একবার চেষ্টা করে দেখবেন।
ধন্যবাদ,
@tangera

Sort:  
 3 years ago 

হ্যা আপু এই শিলে অনেক কষ্ট।আম্মু যখন আগে কোনোকিছু বাটাবাটি করতো তখন আমি ভাবতাম অনেক সোজা!এরপর একদিন ট্রাই করতে বসেছি,বসে দেখি কোনো কাজ ই হলোনা।🙈এদিক জিনিষ কোনোভাবেই ওদিকে যায়না।আজ পর্যন্ত হয়নি,বহুবার ট্রাই করেছি এরপর ও আমি।😴
এই ভর্তাটা অসাধারণ লাগে আমার কাছে।

 3 years ago 

আসলে আপু খুবই কষ্টকর একটি ব্যাপার, জীবনে দ্বিতীয় বার পাটায় বেটে দেখলাম। নেক্সট টাইম আর পাটায় নয়, ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব।

 3 years ago 

আপু আপনি সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপহার দিয়েছেন। আমার দেখে খুবই ভালো লাগলো৷ আপু আপনি অনেক সুন্দর করে চিংড়ি মাছ গুলো বেটে নিয়ে তার পর ভর্তা তৈরি করছেন এতে আমি মনে করি খাইতেও অনেক স্বাদ হবে। আমি বেশ কয়েক বার এভাবে খেয়েছি আমার অনেক ভালো লেগেছে যেন একটু অন্যরকম স্বাদ লাগে। আপনার জন্য শুভকামনা রইল আপু৷

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

শুটকি মাছ আমার খুব ভাল লাগে । চিংড়ি শুটকি হলে তো কথাই নেই । সুন্দর করে বানালে চিংড়ি ভর্তা গরম ভাতে ডাল এর সাথে খুবই মজাদার হয় । আপনার চিংড়ি ভর্তা দেখে লোভ লেগে গেলো । উপস্থাপনা টি খুব সুন্দর ভাবে ছিল । খুবই মজাদার হয়েছে খেতে মনে হয় । ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

চিংড়ি শুঁটকির ভর্তা দেখে তো খেতে ইচ্ছা করছে আপু অনেক ভালো লাগলো আমিও শিখে নিলাম বাসায় তৈরী করে খাবো। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 3 years ago 

একটু রেখে দিন আপু, আমি খাবো কিন্তু দেখেই জীবে জল চলে আসছে হা হা হা।

 3 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া জিভে জল চলে আসার মত তো এই খাবার, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 
  • চিংড়ি শুঁটকির ভর্তা রেসিপি দেখিয়ে সুস্বাদু মনে হচ্ছে। আমার এই চিংড়ি মাছের ভর্তা রেসিপি খেতে খুবই মজা লাগে। আপনার রেসিপি দেখে তাই খেতে ইচ্ছা করছে। আপনার জন্য রইল শুভকামনা।
 3 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্যর জন্য।

 3 years ago 

শুটকি মানেই বাঙালি রেসিপি । আর বাঙালি রেসিপি রান্না খেতে কার না ভালো লাগে আপু ! চিংড়ি শুটকি ভর্তা আমারও খুবই প্রিয় একটি রেসিপি আপু । খুব সুন্দর করে রেসিপিটি বর্ণনা দিয়েছেন । ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চিংড়ির যত আইটেম আছে সবকিছুই আমার ভীষণ পছন্দের। আপনার চিংড়ি ভর্তা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি আপনার ছবিগুলো সব দুর্দান্ত। আইফোন মানেই যেন আলাদা কিছু। সুন্দর এই রেসিপিটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু মজার একটি রেসিপি দিয়েছেন। ছবি দেখেই লোভ হচ্ছে। আমি কখনো এই রকম চিংড়ি শুঁটকি দিয়ে ভর্তা আমি কখনো খাই নি।তাছাড়া পাটায় বেটে বানানো ভর্তা মজাই আলাদা।ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

খেয়ে দেখবেন অনেক মজা, ধন্যবাদ আপনাকে।

এটি আমার দেখা ইউনিক একটি রেসিপি। দেখতে খুব অসাধারন হয়েছে। বুঝাই যাচ্ছে অনেক কষ্ট করেছেন এই রেসিপিটার জন্য। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58986.04
ETH 2580.24
USDT 1.00
SBD 2.53