মজাদার ফ্লাওয়ার পিঠা

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটি ফুলের পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুব কম উপকরণে সহজেই ঘরে বানিয়ে ফেলা সম্ভব। যার প্রধান উপকরণ হচ্ছে ময়দা, গুঁড়া দুধ আর একটি ডিম যা আমাদের সকলের ঘরে সব সময় থাকে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।ভাল লাগলে আপনারাও ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটি।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

6F49C29E-4893-45AC-8337-AD43DDC90843.jpeg

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
ডিম১ টি
ময়দা১ কাপ
চিনি২ টেবিল চামচ (এবং সিরার জন্য ১ কাপ)
গুঁড়া দুধ২ টেবিল চামচ
এলাচ গুড়াঁ১ চা চামচ
লবনহাফ চা চামচ
তেলদুই টেবিল চামচ (এবং ভাঁজার জন্য পরিমান মত)
পানি১ কাপ
কার্যপদ্ধতিঃ
B17D35A5-B6D5-42B8-81C5-254669B25477.jpeg1368D936-B88C-4C02-8934-2049CA27B190.jpeg

প্রথমেই ডিম ফেটি নিয়েছি।

C5758A6F-C4E8-474D-A676-2E977C253C17.jpeg2E5F01C4-1153-4628-8303-C7ED73AFAF62.jpeg

এরপর তেল বাদে সমস্ত উপকরণ একসাথে ভালো ভাবে মিশিয়ে নিয়েছে।

D8F6E0E9-10DE-4496-8E29-9CE1B7970D61.jpeg9B060F8B-5757-4DAF-9BC9-CEE56BE83754.jpeg

এরপর ২ টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি।এরপর ময়দা দিয়ে দিয়েছি।

382FEC61-2BDE-4F5F-A631-365A8F0380C4.jpegCC43511F-F71C-4F2F-B1DD-F9C7FB7A4ECC.jpeg

এরপর ভালোভাবে মাখিয়ে একটি ডো বানিয়ে নিয়েছি।

039C4617-5CE7-47FA-8D86-508063AA4787.jpeg0C688409-9FD3-4FA0-A3F8-D2AAA1054530.jpeg

এরপর বড় একটি রুটির মত বানিয়ে কুকি কাটার দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি।

2AFA0FD0-C4A7-4A9B-AE80-CC894D41BB17.jpeg8C036EB3-1F82-4A4F-B4FA-3F6CF884C222.jpeg

এরপর তিনটি রুটি একটির উপর একটি রেখেছি। আর একটি রুটির মাঝ বরাবর কেটে নিয়েছি। এরপর কাটা রুটির একাংশ এভাবে প্যাঁচিয়ে ফুলের কুঁড়ির মত করে বানিয়ে নিয়েছি।

62D14DEA-76AA-4A64-8785-F5C013A1A70F.jpegF9EC9FD3-7E90-4273-9FB8-F472AD57A3A2.jpeg

এরপর রুটি তিনটি চাকুর সাহায্যে এভাবে তিনটি দাগে কেটে নিয়েছি।এরপর মাঝ বরাবর একটু চেপে নিয়ে ওই কুঁড়িটি বসিয়ে দিয়েছি।

69620845-82F5-4D46-BDCA-C29628F28A91.jpegB9FA0929-E415-4961-9554-B4227700F66E.jpeg

এরপর কাটা অংশগুলো একে একে ওই কুঁড়িটিকে প্যাঁচিয়ে এভাবে ফুলের মত কর বানিয়ে নিয়েছি। এভাবে এক এক করে সবগুলো ফুল বানিয়ে নিয়েছি

2D584614-6CA0-45B1-B321-7E26A3CE6755.jpeg392ABF57-C364-46FE-96A2-5ECC816EDEEF.jpeg

এরপর একটি কড়াইতে তেল গরম করে ফুলগুলো তেলে দুই পিঠ ভালোভাবে ভেজে বাদামী বর্ণের করে নিয়েছি।

E979C521-3855-4C7C-9DB9-5B344ACDA3BD.jpeg0B6D686E-84BC-45DA-8FCD-7A2B3BD9E354.jpeg

এরপর ফুলগুলো তেল থেকে উঠিয়ে নিয়েছি। এরপর অন্য একটি হাড়িতে এক কাপ পানি 1 কাপ চিনি দিয়ে কয়েক মিনিট জাল দিয়ে সিরা বানিয়ে নিয়েছি। সিরার মধ্যে একটি দারচিনি দিয়ে দিয়েছি।

3FEF206E-FFFF-4ED6-93F0-1CF8F920935E.jpeg

এরপর শিরার মধ্যে ফুলগুলো 2/1 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে উঠিয়ে নিয়েছি। এক্ষেত্রে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে না ।হয়ে গেল আমার মজাদার ফুলের পিঠা।

A036FD8D-1DD0-4E90-9E0E-3ABE3A071ED3.jpeg

পরিবেশনের জন্য এনেছি।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 last year 
এই ধরনের ফুল পিঠা বিয়ে বাড়িতে সকালের নাশতা হিসেবে খেয়েছি আমি। খুব মজার একটি পিঠা। খাওয়ার সময় সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায়। আপনি খুব সুন্দরভাবে ফুল পিঠা বানিয়ে আমাদের ধাপে ধাপে দেখিয়েছেন। আপনার বর্ণনা গুলো দেখে যে কেউ সহজেই পিঠা বানিয়ে নিতে পারবে। পিঠাগুলো দেখতে একদম গোলাপ ফুলের মত দেখাচ্ছে। ধন্যবাদ আপু।
 last year 

মজাদার ফ্লাওয়ার পিঠা দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আমার কাছে এই রেসিপিটি একদম নতুন মনে হয়েছে। এর আগে আমি এই রেসিপি তৈরি করিনি। তাই আপনার রেসিপি দেখে ভালোভাবে শিখে নিলাম। পরবর্তী তৈরি করবো ইনশাল্লাহ।

 last year 

ফুলের পিঠাগুলি দেখেই লোভ লেগে গেল আপু।খুবই সুন্দর হয়েছে।মনে হচ্ছে অনেকগুলো গোলাপ ফুল সাজিয়ে রেখেছেন।শীতকালে পিঠা খেতে খুবই মজার।ধন্যবাদ আপু।

 last year 

এই পিঠাটি আমার বাবার বাড়ির এলাকায় খুবই প্রচলিত আছে। গায়ে হলুদের অনুষ্ঠানে এই পিঠাটি থাকতেই হবে। আমার গায়ে হলুদেও হয়েছিল। খুবই পছন্দের একটি রেসিপি আপনি শেয়ার করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

দেখতে সুন্দর তো ফ্লাওয়ার পিঠা টা ।আপু খেতে ও নিশ্চয়ই অনেক মজা হবে।একেবারে গোলাপ ফুলের মত মিষ্টি পিঠাটা।গোলাপ ফুল বানানোর ধাপগুলো খুব সুন্দর করে দেখিয়েছেন আপু,খুব সহজে গোলাপ বানানো যাবে আমার মনে হচ্ছে। ধন্যবাদ আপু মজার একটি পিঠার রেসিপি শেয়ার করার জন্য।ধন্যবাদ

 last year 

আপু তো দেখছি দারুন একটি ইউনিক রেসিপি শেয়ার করেছে ৷ নামটি শুনেই অনেক ভালো লাগলো ফ্লাওয়ার পিঠা ৷দেখতে একদম সত্য গোলাপ ফুল ৷
যা হোক অনেক সুন্দর ছিল প্রতিটি ধাপ৷ তবে আজ প্রথম ফ্লাওয়ার পিঠার নাম শুনলাম ৷
অনেক ধন্যবাদ আপু

 last year 

আপু এই গোলাপ ফুল পিঠা খেতে খুব মজা🥰🥰।এই পিঠা সাধারণত গায়ে হলুদের অনুষ্ঠানে কনের সামনে সাজিয়ে রাখা হয়।অনেক মজার রেসিপি আজ শেয়ার করলেন,অনেক ভাল লাগলো। আপনি ধাপে ধাপে পিঠার প্রস্তুত প্রনালী তুলে ধরেছেন, যে কেউ আপনার রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারবে সহজে।অনেক ধন্যবাদ আপু রেসিপিটি শেয়ার করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। 💞💞

 last year 

আপু আমিও না এই পিঠা বানাতে পারি।যেহেতু একটা বানাতেই অনেক সময় লাগে তাই আম্মু আমাকে শিখিয়েছিল।তারপর দুজন মিলে বানাতাম আর সময় কম লাগতো।
অনেক ভালো লাগলো রেসিপিটি দেখে।বেশ অনেক স্মৃতি মনে পরেছে।শুভ কামনা রইলো।

 last year 

ময়দা, ডিম, দুধ দিয়ে পিঠা এর আগে খেয়েছি। কিন্তু এত সুন্দর করে ফুল বানানো হয়নি। আপনি খুব সুন্দর করে ফুলের আকৃতি দিয়েছেন । যার কারণে পিঠাটি দেখতে আরো ভালো লাগছে। চিনির সিরাতে ভিজানোর কারণে মনে হয় খেতে আরো বেশি সুস্বাদু হয়েছিল। দেখতে কিন্তু খুব চমৎকার লাগছে পিঠাটি। ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

আপনি তো দেখছি খুবই মজাদার একটি ফ্লাওয়ার পিঠা তৈরি করেছেন। এই শীতের সময় গরম গরম পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগবে। জিভে জল চলে এসেছে আমার আপনার ফ্লাওয়ার পিঠা তৈরি রেসিপি দেখে। দেখে তো মনে হচ্ছে খুবই মজা করে খেয়েছেন। এরকম পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে। রেসিপি পোস্ট দেখলে লোভ লেগে যায় খুবই। খুবই সুস্বাদু এবং মজাদার ভাবে তৈরি করেছেন।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.033
BTC 64498.18
ETH 3079.08
USDT 1.00
SBD 3.86