ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ২৯ (২৩-১১-২৩ থেকে ২৯-১১-২৩)

in আমার বাংলা ব্লগ9 months ago


বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ২৯ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @mostafezur001


পুরস্কার : $২৫ এর দুটি আপভোট


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার


SERIALAUTHORUPVOTEPOST LINK
01@mostafezur001$25 UPVOTEলাইফস্টাইলঃ বাবার কাজে সাহায্য করা
02@mostafezur001$25 UPVOTE"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৯ ।। আমার তৈরি করা শীতের পিঠার রেসিপি

অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

পুরো নাম - মোঃ মোস্তাফিজুর রহমান। বাসস্থান - বাংলাদেশের খুলনা বিভাগের মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করেন। বর্তমানে তিনি গ্রীন লাইন ল্যাবরেটরি স্কুলের শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তিনি ফটোগ্রাফি করতে পছন্দ করেন। সে সাথে সৃজনশীলতার মাধ্যমে বিভিন্ন জিনিস তৈরি করাও ওনার অন্যতম ভালো লাগার অংশবিশেষ। তিনি স্টিমিট পারফর্মে যুক্ত হয়েছেন ২০১৭ সালে এবং বর্তমানে স্টিমিট জার্নির বয়স ৭ বছর চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_2023-12-05-19-55-18-664-edit_com.android.chrome.jpg

তাঁর ব্লগ সম্পর্কে আমার অনুভূতি :


vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9WoMv8gD6CzJiUAk7c4EKPw4gykVzwgR3q8XpjiDVvKPwZ2NadX8Am32b6zDeGdmQNZ79VLZqZiLkDCwGFFfPAuodtz.jpeg

লাইফস্টাইলঃ শীতবস্ত্রের দাম যেন দ্বিগুণ হয়ে গিয়েছে...... by @mostafezur001 • 25/11/2023

আজকে ছুটির দিন থাকার কারণে গিয়েছিলাম একটু বাজার করার জন্য সেখানে দেখতে পেলাম শীতবস্ত্র খুব ভালোভাবে বিক্রয় শুরু হয়ে গিয়েছে। কিন্তু একটা জিনিস দেখে খুবই খারাপ লাগলো সেটা হচ্ছে অন্যান্য বছরের তুলনায় এবার সব কিছুর দাম অনেক বেশি। দাম বেশি হবার কারণে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের জন্য একটু কষ্ট হয়ে যাবে এই ধরনের শীতবস্ত্র ক্রয় করার জন্য।…

উনার এই পোস্টটি পড়ে আমার একটু খারাপ ই লেগেছে। কারণ শীতকালে আমাদের মত সাধারন মানুষ অর্থাৎ আমরা সাধারণত খুব একটা কষ্ট পাই না। কিন্তু যাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। তারা শীতবস্ত্রের জন্য খুব বেশি কষ্ট পায় এবং শীতকাল আসলেই একদল ব্যবসায়ী শীতবস্ত্রের দাম একেবারে আকাশ ছোঁয়া করে ফেলে। যা আমি একেবারেই সমর্থন করি না। কারণ আমি মনে করি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো অবশ্যই প্রতিটি মানুষের সাধ্যের নাগালে থাকা উচিত। কিন্তু কি আর করা। এখানেও ঠিক তাই ই হয় , যখন যে জিনিসের খুব বেশি দরকার থাকে। তখ সে জিনিসটার দাম অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়। আর এটাও একটা সত্যি কথা যে বাংলাদেশী দামের সাথে ডলারের মুদ্রার অনেক বেশি তফাৎ হয়ে গিয়েছে। কারণ বাংলাদেশের মুদ্রার মান দিন কে দিন কমেই যাচ্ছে। আর সে সাথে ডলার রিজার্ভ কমে যাচ্ছে, এটা সত্যিই ভয়ংকর একটি ব্যাপার বাংলাদেশের জন্য।

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9WoMv8gD6CzJiUAk7c4EKPw4gykVzwgR3q8XpjiDVvKPwZ2NadX8Am32b6zDeGdmQNZ79VLZqZiLkDCwGFFfPAuodtz.jpeg

ছবিটি @mostafezur001 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovbZH3vRgfYdDKbSHgQEGFbCmS3mRr2ZjQBKH6eSTNHhWn1SrLrwpc8d2BGhb849mYqZu8ixHwsdeFfXNRMRPwVH8.jpeg

ফটোগ্রাফি: শখের ফটোগ্রাফির অ্যালবাম...... by @mostafezur001 • 26/11/2023

ফটোগ্রাফি ধারণ করতে আমার খুবই ভালো লাগে এজন্য যখনই চোখের সামনে কোন সুন্দর কিছু দেখি সেটাকে এই ক্যামেরা বন্দি করে রেখে দেই। যেহেতু প্রতিনিয়ত ফটোগ্রাফি করা হয় তাই প্রত্যেক সপ্তাহের চেষ্টা করি আপনাদের মাঝে অন্তত একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে। …

উনার এই ফটোগ্রাফি পোস্টটি দেখে বেশ ভালো লেগেছে। কারণ এই ফটোগ্রাফি পোস্টটিতে মোটামুটি অনেক গুলো ফুলের ছবি দেখতে পেয়েছি এবং একটা পোষ্টের মধ্যে অনেকগুলো ফুল দেখা হয়ে গেলো। উনি এই পোস্টে যতোগুলো ফুলের ছবি শেয়ার করেছেন। তার মধ্যে আমার সবচেয়ে পছন্দের ফুল হলো সরিষা ফুল। আর সরিষা ক্ষেতে গেলেই সরিষা ফুল গুলোর অপরূপ দৃশ্য দেখা যায়। আর সরিষা ক্ষেতে ফটোগ্রাফি করলেও অনেক বেশি সুন্দর আসে। কারণ যেদিকেই তাকানো হয় সেদিকেই মনে হয় যেনো একেবারে হলুদ রঙে ছেয়ে আছে পরিবেশটা।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovbZH3vRgfYdDKbSHgQEGFbCmS3mRr2ZjQBKH6eSTNHhWn1SrLrwpc8d2BGhb849mYqZu8ixHwsdeFfXNRMRPwVH8.jpeg

ছবিটি @mostafezur001 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9b6UwayhEmKaT3mwu16VHv6BfAtFC6fbjEREgY7GbaabHQxxdf19qd8KmtQYgoSnz2wAfzur18XPJMfLa2t7rYYuMuY.jpeg

হঠাৎ শিক্ষকদের সাথে করে হালকা খাওয়া-দাওয়া...... by @mostafezur001 • 29/11/2023

যেহেতু আর একমাত্র একটা দিন পরেই আমাদের স্কুলের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আজকেই শেষ ক্লাস অনুষ্ঠিত হলো। যেহেতু শেষ ক্লাস তাই আজকে একটু আগেই ছাত্র-ছাত্রীদেরকে ছুটি দেয়া হয়ে গিয়েছিল। কারণ তাদের পরীক্ষার জন্য রুম তৈরি করতে হবে এবং তাদের বসার জন্য সিট প্লান করতে হবে।…

মুড়ি আমারও বেশ প্রিয় একটি খাবারের মধ্যে পরে। আর মুড়ি দিয়ে ঝালমুড়ি মাখা হলে সেটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আর সরিষার তেল, কাঁচামরিচ, পেঁয়াজ এসব দিয়ে মুড়ি মাখলে খেতেও ভালো লাগে। সে সাথে ঠান্ডার জন্য বেশ ভালোই কাজ করে কারণ সরিষার তেল খুব ঝাঁঝালো হয়,এই কারণে। তবে এটা মোটেও ঠিক কাজ হয়নি যে মুড়ি মাখাটা মজা হয়নি। কারণ আমি মনে করি এই ধরনের খাবারগুলো খেতে ইচ্ছে করলে অবশ্যই একটু মজা করে বানানো উচিত। কারণ সচরাচর সব সময় তো এই খাবারগুলো খুব একটা খাওয়া হয় না,তাই। তবে খাদকদের নিয়ে কোনো কথা বলার নেই। কারণ ওদের যা দেওয়া হয় তা ই আসলে সোনা মুখ করে একেবারে শেষ করে দিতে পারে। এই ব্যাপারটি বেশ মজা লেগেছে।

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9b6UwayhEmKaT3mwu16VHv6BfAtFC6fbjEREgY7GbaabHQxxdf19qd8KmtQYgoSnz2wAfzur18XPJMfLa2t7rYYuMuY.jpeg

ছবিটি @mostafezur001 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81UFeekbsuARmWwtwhMBrDndTikiHQsUFbNkzHasXPjXfR6TtqNa61PsENNJQ9CgrFLGYbRZDP8Tk3kemzpTjkbQcdxMvW.jpeg

"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৯ || আমার তৈরি করা শীতের পিঠার রেসিপি...... by @mostafezur001 • 01

শীতকাল আসলেই চারিদিকে পিঠা তৈরির উৎসব লেগে যায়। যদিও আমাদের এলাকাতে এখনো তেমন শীত পড়তে শুরু করেনি তাই শীতকালীন জিনিসগুলো এখন তেমন একটা চোখে পড়ছে না। আর যেহেতু এখন কৃষকেরা ধান কাটাই ব্যস্ত সময় পার করছে তাই এই ধরনের জিনিস গুলো আরো বেশি পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে না। যেহেতু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আর আজকে শুক্রবার ছুটির দিন ছিল তাই তৈরি করে ফেললাম মজাদার একটা শীতকালীন। …

আমার বাংলা ব্লগে বর্তমান যে কনটেস্ট চলমান রয়েছে। সেটা সম্পর্কে সকলেই অবগত রয়েছেন। অর্থাৎ শীতের পিঠার রেসিপি। আর এই রেসিপি কনটেস্ট আমার বরাবরই অনেক পছন্দের। কারণ বেশ ইউনিক ইউনিক রেসিপি কনটেস্ট আমরা দেখতে পারি এই প্রতিযোগিতার মাধ্যমগুলোতে । উনার এই রেসিপিটি দেখতে সুস্বাদু মনে হচ্ছে। যদিও আমি একেবারেই মিষ্টি প্রেমী নই। আর বিশেষ করে পিঠে-পুলি এসব খুব একটা খাই না। তবে যখন শীতের সময় বানানো হয়। তখন বেশ মজা করেই খাই। কারণ বছরের এই সময়গুলোতে পিঠা খেতে বেশ ভালোই লাগে।আরেকটা কথা না বললেই নয়, উনার পিঠাগুলোর রং বেশ সুন্দর হয়েছে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81UFeekbsuARmWwtwhMBrDndTikiHQsUFbNkzHasXPjXfR6TtqNa61PsENNJQ9CgrFLGYbRZDP8Tk3kemzpTjkbQcdxMvW.jpeg

ছবিটি @mostafezur001 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9Wjm1GmTW3kwD4wKwFR5zY8DuqZ4kab93P2Yn2oUJtskT9fo6r7eXLNUrnEXqxMnGP1VoxTWy2SXWBsLZPJ9DbaotyC.jpeg

লাইফস্টাইলঃ বাবার কাজে সাহায্য করা...... by @mostafezur001 • 03/12/2023

যেহেতু আমি গ্রাম অঞ্চলে বসবাস করি তাই আমাদেরও কিছু ধান রয়েছে যা ইতিমধ্যেই পেকে গিয়েছে। আর এখন যদি এই পাকা ধানগুলোকে ঘরে তোলা না হয় তাহলে বৃষ্টিতে তা নষ্ট হয়ে যেতে পারে। তাই শনিবার ছুটির দিন হিসাবে আমরা চিন্তা করেছিলাম এই দিনেই আমাদের ধানগুলো বাড়িতে নিয়ে আসব। সপ্তাহের অন্যান্য দিনে ছুটি না পাওয়ার কারণে শনিবার টাকে নির্ধারণ করা হয়েছিল।…

উনার এই পোস্টটি একেবারেই আমার মন ছুঁয়ে গিয়েছে। কারণ একটা বয়সের পর আসলে আমরা কেউই বাবা মাকে কাজে সাহায্য করতে পারি না। কারণ নিজেদেরই এতো বেশি ব্যস্ততা থাকে, যে অন্য কারো দিকে খেয়াল দেওয়ার কথা আমরা ভাবতেই পারিনা কিংবা হয়তো ভাবিও না। কিন্তু গ্রামে থাকার এই একটা সুবিধা। আর উনার এই ব্যাপারটাও আমার বেশ ভালো লেগেছে যে উনারা উনাদের ফসলের সম্পূর্ণ কাজটাই নিজেরা করেন। এ ক্ষেত্রে কিন্তু বেশ অনেকটা খরচ বেঁচে যায় এবং ঠিক তেমনটাই নিজেদের মধ্যেও সম্পর্ক খুব ভালো হয়। আর ঠিক তেমনটাই এই ধরনের কায়িক শ্রম হওয়ার ফলে শরীরটা অনেক বেশি ভালো থাকে। সে সাথে মন মেজাজ ও ভালো থাকে। কারণ মানুষ যতো কাজে ব্যস্ত থাকে, মানসিক ও শারীরিক স্বাস্থ্য ঠিক ততোটাই ভালো থাকে। সেই সাথে গ্রামীণ পরিবেশে এসব কাজ করা আমার কাছে মনে হয় সৌভাগ্যের ব্যাপার।

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9Wjm1GmTW3kwD4wKwFR5zY8DuqZ4kab93P2Yn2oUJtskT9fo6r7eXLNUrnEXqxMnGP1VoxTWy2SXWBsLZPJ9DbaotyC.jpeg

ছবিটি @mostafezur001 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

সবমিলিয়ে @mostafezur001 কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ কে এতো সুন্দর সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য। সে সাথে পোস্টের মার্কডাউন, বানান, পোস্টের লেখার পরিমান সবকিছুই মোটামুটি ঠিকঠাক ছিলো।আশা করছি ভবিষ্যতেও তিনি আমাদের এতো সুন্দর সুন্দর পোস্ট উপহার দেবেন।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৩

টাস্ক ৪৩৪ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 91b0ddb67022161b99ffabdfc35a4c83c61a87d9a8617cd21c2cec25eb6b25c3

টাস্ক ৪৩৪ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Sort:  
 9 months ago 

আমার শেয়ার করা বিগত পোস্টগুলো সম্পর্কে আপনি এত সুন্দর ভাবে মতামত দিয়েছেন এটা দেখে খুবই ভালো লাগলো দাদা। আমি সবসময়ই চেষ্টা করে যাব আপনাদের মাঝে সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করতে। বর্তমান সময়ে এই কমিউনিটি যেন আমার একটা পরিবারের রূপান্তরিত হয়েছে। একটি দিন যদি এই কমিউনিটিতে অনুপস্থিত অথবা সময় কম দেয় তাহলে নিজের কাছেই খারাপ লাগে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 9 months ago 

মোস্তাফিজুর ভাই স্টিমিট প্লাটফর্মের অনেক পুরনো একজন ইউজার। উনার বিগত সপ্তাহের পোস্টগুলো দারুণ হয়েছে। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি পোস্টটি এবং শীতের পিঠা রেসিপিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনি উনাকে ব্লগার অফ দ্যা উইক নির্বাচিত করেছেন, এটা দেখে ভীষণ ভালো লাগলো দাদা। যাইহোক এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 9 months ago 

প্রতি সপ্তাহে দাদা কমিউনিটির একজন ইউজারকে তার পছন্দ মতো ব্লগার অব দ্য উইক নির্বাচিত করে থাকেন। এ সপ্তাহের নির্বাচিত ইউজার ছিলেন আমাদের সবার প্রিয় মুস্তাফিজ ভাই। গত সপ্তাহে তার প্রতিটি পোস্ট ছিল চোখে পড়ার মত। আশা করি মুস্তাফিজ ভাই তার ধারাবাহিকতা ধরে রাখবেন। শুভকামনা রইল মুস্তাফিজ ভাইয়ের প্রতি।

Posted using SteemPro Mobile

 9 months ago 

মোস্তাফিজুর ভাই প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর পোস্ট উপহার দিয়ে থাকেন আমাদের মাঝে।দাদা আপনার চয়েস বেস্ট ছিল গত সপ্তাহে।ইতিমধ্যে ভাইয়ার দুইটি পোস্টে আপভোট পড়েছে।ধন্যবাদ দাদা আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

একজন ভাল ইউজার হিসেবে মুস্তাফিজুর ভাই অনেক ভালো। আমাদের শ্রদ্ধেয় প্রিয় দাদার ফাউন্ডার’স চয়েসে মুস্তাফিজুর ভাইকে ব্লগার করেছেন অনেক ভালো লাগলো দেখে। দাদার প্রতিনিয়ত নেওয়া উদ্যোগ বেশ ভালই লাগে। তাছাড়া মুস্তাফিজুর ভাইয়ের পোস্ট গুলো আমার সব সময় ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্রিয় দাদাকে। প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর উদ্যোগ গুলো নেওয়ার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 months ago 

অভিনন্দন মোস্তাফিজুর ভাইকে ৷ আসলেই দাদা মোস্তাফিজুর ভাই আমাদের মাঝে প্রতিনিয়ত দারুণ সব ব্লগ উপহার দেয় ৷ ওনার ফটোগ্রাফি রেসিপি আর লাই স্টাইল সব পোস্ট ভীষন সুন্দর এবং অনেক কিছু জানার ও শেখার থাকে ৷ এ সপ্তাহে মোস্তাফিজুর ভাইকে ব্লগার অফ দা উইক এর সিলেক্ট করেছেন দেখে ভীষণ ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে..🥀

 9 months ago 

মোস্তাফিজুর ভাই আমার বাংলা ব্লগের একজন ভালো ইউজার। ভাইয়ার পোস্ট গুলো বেশ সুন্দর ছিল। ফাউন্ডার চয়েজে ব্লগার অব দ্য উইকে নির্বাচিত করেছে মোস্তাফিজুর ভাইকে দেখে অনেক ভালো লাগলো। দাদার প্রতিটি উদ্যোগ অসাধারণ ।অসংখ্য ধন্যবাদ দাদা এই পোষ্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

এত ব্যস্ততার ভিতরেও যে আপনি এত বিশদভাবে @mostafezur001 এর পোস্টগুলো বিশ্লেষণ করেছেন এটা দেখে অবাক হয়ে যেতে হয় দাদা। আপনার এই ফাউন্ডার্স চয়েস উদ্যোগ আসলেই দারুন। এতে করে ইউজারেরা আরো ভালো করতে উৎসাহ পাবে। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58091.16
ETH 2357.50
USDT 1.00
SBD 2.44