ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ১৮ (০৭-০৯-২৩ থেকে ১৩-০৯-২৩)
বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ১৮ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @tuhin002
পুরস্কার : $২৫ এর দুটি আপভোট
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার
SERIAL | AUTHOR | UPVOTE | POST LINK |
---|---|---|---|
01 | @tuhin002 | $25 UPVOTE | প্রতিযোগিতা - ৪৪ ।। এক্রেলিক কালার দিয়ে নদীর পাড়ের সূর্য অস্তের প্রাকৃতিক দৃশ্য অংকন। |
02 | @tuhin002 | $25 UPVOTE | রেসিপি পোস্ট:- ডিম দিয়ে পাস্তার রেসিপি তৈরি। |
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
পুরো নাম - আবুল বাশার খায়রুল আলম তুহিন। বর্তমান অবস্থান - মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। বৈবাহিক অবস্থা - বিবাহিত। শিক্ষাগত যোগ্যতা - গ্রাজুয়েশন শেষ করেছেন রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে।পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম ছবি আঁকা,গান গাওয়া,কবিতা লেখা সহ ইত্যাদি। এছাড়াও বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করেন। স্টিমেটে জয়েন করেছেন ২৭- ০৬-২০২২ তে এবং স্টিমিট জার্নির বয়স ১ বছর ৫ মাস।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
তাঁর ব্লগ সম্পর্কে আমার অনুভূতি :
জেনারেল রাইটিং:- মাদকাসক্ত যুব সমাজ..by @tuhin002 • 07/09/2023
এই পোস্টটি পড়ে আমার খানিকটা আফসোস ই হয়েছে।কারণ সত্যি কথা বলতে আমাদের যুব সমাজ দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে, শুধুমাত্র এই মাদকাসক্ত হয়ে।মাদকের থাবা কি তা কোনো পরিবারে পরলে সে পরিবারের মানুষ খুব ভালো করেই জানে এই ব্যাপারটা কেমন। কারণ একটা সুন্দর সুস্থ জীবনকে তিলে তিলে ধ্বংস করে দিতে পারে এই মাদক। আর তা থেকে ফিরিয়ে আনাও খুব কঠিন কাজ।তবে মাত্র ফাইভ পাস করা ছেলে মেয়ের হাতে সিগারেট ব্যাপারটা হজম করতে পারলাম না! কারণ এই বয়সে আমরা বাবা-মায়ের ডাকের ভেতর থেকে কোনোদিন বেরই হতে পারিনি। বাবার কড়া শাসনের মধ্যে থেকে আমাদের মানুষ হতে হয়েছে।আর সেখানে এরা জীবন নিয়েই ছিনিমিনি করছে তাও এই বয়সেই । লেখাটা যুব সমাজের জন্যে খুবই প্রয়োজনীয়।
ছবিটি তুহিনের ব্লগ থেকে নেওয়া হয়েছে
রেসিপি পোষ্ট:- চকলেট ও আইসক্রিম দিয়ে কোল্ড কফি তৈরি...... by @tuhin002 • 10/09/2023
আমি পুরোদস্তুর একজন কফি প্রেমী মানুষ।চা আগে একেবারেই খেতাম না।তবে এখন কালেভাদ্রে খাই বলা চলে।তবে কফির মধ্যে ব্ল্যাক কফিটাই সচরাচর আমার বেশি খাওয়া হয়।আর কোল্ড কফি খাওয়া হয় খুব ই কম।তবে এই কোল্ড কফি যে খারাপ লাগে তা কিন্তু নয়,খেতে আমার ভালোই লাগে।গরমকালে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি শরীরটা একেবারে ঠান্ডা করে দিতে পারে।আর এই রেসিপিটি করতেও অনেক সময় এর দরকার হয়না। ইন্সটেন্ট কফির মতো করেই বানিয়ে ফেলেছেন।পোস্টে রেসিপি পোস্টের প্রসেসিং গুলো এতোই ডিটেইলস ই দেওয়া হয়েছে যে,যে কেও ই খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারবেন অল্প উপকরণ এ।খেতেও হবে সুস্বাদু।
ছবিটি তুহিনের ব্লগ থেকে নেওয়া হয়েছে
স্বরচিত কবিতা আবৃতি :- সাহিত্যের রঙিন দিনগুলো...... by @tuhin002 • 11/09/2023
এই কবিতাটি একেবারেই মন ছুঁয়ে গিয়েছে।অনেক পুরোনো স্মৃতি এই কবিতাটি আমায় মনে করিয়েছে।কতো ছোট বেলায় কাজলা দিদির কবিতা পড়েছি,কতো ছোট বেলায় আম আঁটির ভেপু গল্প পড়েছি।সেসব স্মৃতি যেনো রঙ্গীন হয়ে উঠেছে এক পলকেই চোখের সামনে।সত্যিই সাহিত্য থেকে কতো দূরে সরে গিয়েছে এই কাজ আর কাজের চাপে।যদিও আমি বই প্রেমী একজন মানুষ।কিন্তু আজকাল আর আগের মতো বই পড়া হয়না সময়ের জন্যে ।কিন্তু বই জমানোটা ছাড়িনি।এই স্বরচিত কবিতাটি এক কথায় অসম্ভব দারুণ হয়েছে।পড়েই মন ছুঁয়ে গিয়েছে লেখাটি।
ছবিটি তুহিনের ব্লগ থেকে নেওয়া হয়েছে
অরিগ্যামি পোস্ট :- রঙিন কাগজ দিয়ে প্রজাপতির থ্রীডি অরিগ্যামি তৈরী...... by @tuhin002 • 12/09/2023
অরিগামি পোস্ট এ যে কতোটা সময় লাগে তা এই অরিগামী গুলো একবার বানাতে বসলেই হাড়ে হাড়ে টের পাওয়া যায়।আর এই অরিগামিটার ফিনিশিং দেখেই বুঝা যাচ্ছে এটাতে প্রচুর সময় লেগেছে বানাতে।কারণ প্রথমে ছোট ছোট পাজেল বানাতে হয়েছে অনেকগুলো,যা বেশ সময়সাপেক্ষ ব্যাপার।তার পর আবার পাজেল গুলোকে একসাথে করা।পোস্টটির ধাপগুলো দেখে ভাবছিলাম কতোটা সময় লেগেছে!তবে ফাইনাল লুকটি দেখে সময় লাগিয়ে কাজটা করাটা একেবারেই সার্থক মনে হয়েছে আমার কাছে।কারণ আজকাল এতোটা সময় দিয়ে অরিগামী করতে খুব কম ই দেখা যায়।থ্রিডি প্রজাপতিটি খুব সুন্দর হয়েছে।
ছবিটি তুহিনের ব্লগ থেকে নেওয়া হয়েছে
অরিগ্যামি পোষ্ট:- পেপার দিয়ে পুতুলের অরিগ্যামি তৈরী...... by @tuhin002 • 17/09/2023
এই অরিগামীটি নিয়ে না লিখলেই নয়।তবে একটা ব্যাপার আমি খেয়াল করেছি।তা হলো উনার ডাই পোস্ট গুলো বেশ আলাদা।কারণ প্রতিটি ডাই পোস্ট ই অনেক বেশি সময় দিয়ে করা আর বড় বড় প্রজেক্ট।এটা দেখে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে।কারণ আমার বাংলা ব্লগের একজন ইউজার এই কমিউনিটিকে এতো সুন্দর সুন্দর ডাই প্রজেক্ট উপহার দিচ্ছে তা আমার জন্যে খুবই আবেগের এবং ভালোলাগার বিষয়।এই অরিগামীর সাব্জেক্টটি অনেকটা এথনিক মডেলগুলোর মতোই দেখতে।সব মিলিয়ে এই প্রজেক্টটি দেখতেই একেবারে প্রাণবন্ত লেগেছে আমার কাছে ।
ছবিটি তুহিনের ব্লগ থেকে নেওয়া হয়েছে
সে সাথে আমি @tuhin002 কে ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে এতো সুন্দর সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্যে।পোস্টের মার্কডাউন,ছবির কোয়ালিটি,ডাই প্রজেক্ট এর সাব্জেক্ট সবকিছুই ছিলো দারুণ।
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)
তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৩
টাস্ক ৩৯১ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : ca13dc8df4215d54afdfd6cef63fa05e7a006fc039d838b5fcd657844863d942
টাস্ক ৩৯১ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR


দাদা সব সময়ই ভালো ইউজার দেখে বেছে নিয়ে ফাউন্ডার অব দা চয়েজ নির্বাচন করে থাকেন। আর এবার ও এমন টিই হয়েছে। একজন ভালো ইউজার ভালো পোস্ট করলে অবশ্যই ভালো সম্মান পাওয়া যায়। ধন্যবাদ দাদা ভালো ভালো ইউজার কে ফাউন্ডার চয়েস করায়।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
চমৎকার একটি ইনিশিয়েটিভ ছিল দাদা আপনার। এর মাধ্যমে আমরা প্রতি সপ্তাহে একজন করে পাউন্ডার চয়েসে ব্লগার দেখতে পাই। যার মাধ্যমে সবাই অনুপ্রাণিত হয়। এবারও আপনি তুহিন ভাইয়াকে ফাউন্ডার চয়েসে ব্লগার অফ দা উইক করার জন্য অনেক ভালো লেগেছিল। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের কাছে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি ভাই আপ্রাণ ভাবে, ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আমার প্রত্যেকটা ডাই প্রজেক্ট গুলো তৈরি করতে অনেক সময় লেগেছে। আমি চেষ্টা করি এগুলো সর্বোত্তমভাবে তৈরি করার জন্য। আমার ডাইপ্রজেক্ট গুলো আপনার ভালো লেগেছে এটা যেন ভীষণ ভালো লাগলো দাদা। আর ধন্যবাদ জানাই আপনাকে ফাউন্ডার চয়েজে রাখার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।
নিঃসন্দেহে আপনার এই চমৎকার উদ্যোগের জন্য প্রতিটি ইউজার দারুণভাবে অনুপ্রাণিত হচ্ছে। প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও আপনার চয়েসে একজনকে এই সপ্তাহের বেস্ট ব্লগার নির্বাচিত করেছেন। প্রতিটি পোস্ট খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করেছেন। যা দেখে সত্যিই খুব ভালো লাগলো। যাইহোক এভাবে পুরষ্কৃত করার জন্য এবং এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
দাদা প্রতি সপ্তাহে একজন ব্লগার অফ দি ফাইন্ডার চয়েস নির্বাচিত হয়,যা ভাল একটি উদ্যোগ। এতে ইউজাররা অনুপ্রানিত হয়। এবং কোয়ালিটি সম্পন্ন পোস্ট করতে চেস্টা করে। আপনি প্রতিবার ব্লগার অফ দি ফাইন্ডার চয়েস এর প্রতিটি পোস্ট সুন্দরভাবে রিভিউ করেন ।যা ইউজারকে অনুপ্রানিত করে ।সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।
Upvoted! Thank you for supporting witness @jswit.
অভিনন্দন @tuhin002 🥳🎉👏
আপনার চমৎকার কাজগুলো আজকের এই সম্মাননা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আপনার পোস্টগুলো বেশ গুনগত মান সম্পন্ন হয়ে থাকে এবং নিয়মিত আপনার পোস্টগুলো দেখার চেষ্টা করছি। আপনি লেগে থাকুন ইনশাআল্লাহ ভালো কিছু হবে 👌
ধন্যবাদ দাদা সদস্যদের এই বিশেষ সম্মাননা দিয়ে অনুপ্রাণিত করার জন্য। ❤️
আমি চেষ্টা করেছি, আর আপনি আমাকে উৎসাহিত করেছেন। আল্লাহ সুবহানাতায়ালা আমাকে ভালো কাজ করার সেই তৌফিক দান করেছেন। সবমিলে একটা ভালো কিছু করতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। পাশাপাশি দাদাকেও ধন্যবাদ আমাকে এই সম্মানে ভূষিত করার জন্য।
https://steemit.com/h4lab/@h4lab.event/h4lab-event
Happy Thanksgivingday Event🤩
ফাউন্ডার অব দ্য চয়েজ এই উদ্যোগটির জন্য ইউজারদের কাজের প্রতি আগ্রহ আরো বেড়ে যাচ্ছে। এবং এর মাধ্যমে সবাই অনুপ্রাণিত হয়। এবার তুহিন ভাইকে ফাউন্ডার চয়েজে ব্লগার অব দা উইক করায় অনেক ভালো লেগেছে এবং ভাইয়ার পোস্টগুলো অনেক কোয়ালিটি সম্পূর্ণ ছিল। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।