অরিগ্যামি পোস্ট :- রঙিন কাগজ দিয়ে প্রজাপতির থ্রীডি অরিগ্যামি তৈরী।

in আমার বাংলা ব্লগ11 months ago (edited)

" আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু "

আমি @tuhin002
বাংলাদেশ থেকে।
২৬ সফর ১৪৪৪। ২৮ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ।

১২ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ।


ষড়ঋতুর ভাদ্র মাস।

আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। যাইহোক সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...


রঙিন কাগজ দিয়ে প্রজাপতির থ্রীডি অরিগ্যামি তৈরী।


IMG_20230912_115154.jpg


আমি আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদের সাথে শেয়ার করবো রঙিন কাগজ দিয়ে প্রজাপতির থ্রীডি অরিগ্যামি তৈরী।।এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে নিজের কাজ গুলো ঠিক মতো করতেই পারছিনা। যেকোনো অরিগ্যামি তৈরি করতে গেলে একটু সময় লাগে। আমি আজ রঙিন কাগজ দিয়ে অরিগ্যামি পোস্ট তৈরি করেছি, জানিনা কতটুকু ভালো করে তৈরী করতে পেরেছি। আজ তৈরি করা অরিগ্যামি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।


উপকরণ সমূহ।

IMG_20230912_190243.jpg

ক্রমিক নম্বরউপাদান
রঙিন কাগজ।
স্কেল।
কেঁচি।


প্রস্তুত প্রণালী।

তৈরি চলছে।

IMG-20230912-WA0001.jpgIMG_20230912_115557.jpgIMG-20230912-WA0004.jpg
প্রথমে আমি তিনটি রঙের কাগজ কেটে নিয়েছি। এর মধ্যে লাল রঙের আটচল্লিশটি, হলুদ রঙের ষোলটি এবং সাদা রঙের আটষট্টিটি। প্রতিটা কাগজের মাপ (৫.৫×৩.৫)করে নেওয়া হয়েছে।

তৈরি চলছে।

IMG_20230912_120200.jpgIMG_20230912_120101.jpgIMG_20230912_120134.jpg

এখানে প্রতিটা কাগজ ভাজ করে থ্রিডি পাজেল বানিয়ে নিয়েছি।

তৈরি চলছে।

IMG-20230912-WA0009.jpgIMG-20230912-WA0010.jpgIMG-20230912-WA0011.jpg

উপরে যেভাবে আমি পাজেল তৈরি করেছি ঠিক ঔ একই ভাবে সব কাগজ গুলোকে পাজেল তৈরি করে নিয়েছি।

তৈরি চলছে।

IMG-20230912-WA0012.jpgIMG-20230912-WA0016.jpgIMG-20230912-WA0015.jpg

হলুদ পাজেল গুলো একটা একটা করে নিয়ে প্রজাপতির বডি তৈরি করেছি।

তৈরি চলছে।

IMG-20230912-WA0020.jpgIMG-20230912-WA0022.jpg

সাদা পাজেল ও লাল পাজেল দিয়ে প্রজাপতির ডানা তৈরি করেছি।

তৈরি চলছে।

IMG-20230912-WA0017.jpgIMG-20230912-WA0024.jpg

এখানে প্রজাপতির বডি ও ডানার পাজেল তৈরি হওয়ার পরে, দুই টা একত্রে করার জন্য রেখে দিয়েছি।

তৈরি চলছে।

IMG-20230912-WA0033.jpgIMG_20230912_122136.jpgIMG_20230912_122203.jpg

এখন আমি একে একে করে প্রজাপতির বডির সাথে তৈরি করা প্রজাপতির ডানা লাগিয়ে দিয়েছি।

তৈরি সম্পূর্ণ ।

IMG_20230912_115154.jpg

ব্যাস তৈরি হয়ে গেলো রঙিন কাগজ দিয়ে প্রজাপতির থ্রীডি অরিগ্যামি।

IMG_20230912_115024.jpg

IMG_20230912_115154.jpg


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।
ডিভাইস poco M2
লোকেশন মেহেরপুর
ফটোগ্রাফি রঙিন কাগজ দিয়ে প্রজাপতির থ্রীডি অরিগ্যামি তৈরী।

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

রঙিন কাগজ দিয়ে প্রজাপতির থ্রিডি অরিগামিটি চমৎকার হয়েছে ভাইয়া। আপনি খুব সুন্দরভাবে আমাদের মাঝে ধাপে ধাপে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 11 months ago 

ধন্যবাদ আপু আপনার গঠনমূলক মন্তব্য করা জন্য।

 11 months ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি যেকোনো ধরনের ডাই দেখতে ভালো লাগে আমার। আপনার আজকের ডাইটি জাস্ট অসাধারণ হয়েছে।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ধাপগুলো দেখে যে কেউ সহজেই ডাইটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 11 months ago 

বাহ!!!রঙিন কাগজ দিয়ে প্রজাপতির থ্রীডি অরিগ্যামি দারুনভাবে তৈরী করেছেন তো। দেখতে চমৎকার লাগছে।আপনার উপস্থাপনা দারুন ছিল । সুন্দর এই অরিগামি টা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্য করার জন্য।

 11 months ago 

রঙিন কাগজ দিয়ে প্রজাপতির থ্রিডি অরিগ্যামি দেখতে অনেক সুন্দর লাগছে ভাই। খুবই সুন্দর ভাবে এই অরিগ্যামিটি তৈরি পদ্ধতি আমাদের সাথে শেয়ার করেছেন। ভাই আপনার পোষ্টের প্রথমের দিকে একটু ভুল আছে দয়া করে ঠিক করে নেবেন পোস্টটি পড়ে। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 11 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আমার ছোট্ট একটা ভুল ধরে দেয়ার জন্য।

 11 months ago 

কোন কিছু তৈরি করতে আমার কাছে বেশ ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে প্রজাপতির থ্রিডি অরিগ্যামি তৈরি করেছেন। প্রজাপতি দেখতে খুব সুন্দর লাগছে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি প্রজাপতির অরিগ্যাম তৈরি করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 11 months ago 

আপনার মত আমারও আপু যে কোন কিছু তৈরি করতে বেশ ভালো লাগে। একটা সময় কোন কিছু পারতাম না বিরক্ত লাগত কিন্তু এখন মোটামুটি পারি এবং চেষ্টা করে যাচ্ছি। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 11 months ago 

রঙিন কাগজ দিয়ে আপনি দারুন একটি প্রজাপতির অরিগামি বানিয়েছেন দেখতে খুব সুন্দর হয়েছে ।। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করার জন্য ।

Posted using SteemPro Mobile

 11 months ago 

চেষ্টা করেছি ভাই সুন্দর করে তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

বেশ সুন্দর একটি থ্রিডি প্রজাপতির অরিগ্যামি তৈরি করেছেন ।দেখতে বেশ সুন্দর লাগছে। বেশ সময় ও ধৈর্য্য নিয়ে কাজটি করেছেন। তাই দেখতে বেশ সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

 11 months ago 

আসলে বোঝাতেই কাজটা আমি প্রথম করেছি। তাই যথেষ্ট সময় আমার নিতে হয়েছে এই কাজের জন্য। তবে চেষ্টা করেছি ভালো হবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 11 months ago 

রঙিন কাগজ ব্যবহার করে চমৎকার একটি প্রজাপতির থ্রিডি অরিগ্যামি তৈরি করেছেন ভাইয়া।যা দেখতে খুবই সুন্দর হয়েছে।প্রজাপতিটি তৈরির ধাপগুলো আমাদের মাঝে খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছে।সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

Posted using SteemPro Mobile

 11 months ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। কারন রঙিন কাগজে কোন জিনিস দেখতে বেশি ভালো লাগে। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 11 months ago 

অনেক সুন্দর একটি অরিগামি করেছেন। এরকম অরিগামিগুলো করতে এবং দেখতে আমার খুব ভালো লাগে। আপনারটাও খুব ভালো লেগেছে। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 11 months ago 

আমার তৈরি অরিগ্যামি পোস্ট আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59493.68
ETH 2649.33
USDT 1.00
SBD 2.45