My Weekly Report (Senior Moderator) || 11th January, 2024 ||

in Incredible India8 months ago
IMG_20240111_012101.png

"Edited by canva"

Hello,

Everyone,

কেমন আছেন আপনারা সকলে? আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং সকলেরই আজকের দিনটি অনেক ভালো কেটেছে।

দেখতে দেখতে একটা সপ্তাহ হয়ে গেলো আমি আপনাদের সাথে গত সপ্তাহের মডারেটর রিপোর্ট শেয়ার করেছিলাম। আজ পুনরায় এই সপ্তাহে কমিউনিটিতে আমার করা সকল কার্যাবলী সম্পর্কিত সাপ্তাহিক মডারেটর রিপোর্টটি উপস্থাপন করতে চলেছি। আশা করছি আপনারা সকলে রিপোর্টটি মনোযোগ সহকারে পড়বেন। চলুন শুরু করি, -

1672344690977_010726.jpg

"বুমিং সংক্রান্ত কার্যাবলী"

IMG_20240111_010503.jpg

বুমিং সংক্রান্ত কার্যাবলী দেখার দায়িত্ব যেহেতু আমি পালন করি, তাই বেশ কিছু বিষয়কে আলাদাভাবে চেক করার প্রয়োজন পড়ে। আর সেই কাজটি করতে গিয়ে দেখলাম আমাদের বেশ কয়েকজন ইউজারের পোস্টের সংখ্যা দিন দিন কমতে শুরু করেছে। যেটা একজন অ্যাক্টিভ ইউজারের কাছ থেকে কখনোই কাম্য নয়।

প্রতিদিন বুমিং এর জন্য যে সকল পোস্টগুলো সিলেক্ট করা হয়, সেই পোস্টগুলিকে যাচাইকরন করার পর আমার সহকর্মী প্রিয়া দিদি রিচেক করেন এবং সবশেষে সেই সকল পোস্ট গুলি আমি মেইল করে অ্যাডমিন ম্যামকে পাঠাই।

সপ্তাহ শেষে সেই সমস্ত ডিটেইলস লিখে রাখা পৃষ্ঠার ছবিও ম্যামকে পাঠাতে হয়, কারণ আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন বুমিং কিউরেশনের যে রিপোর্টটি অ্যাডমিন ম্যাম প্রতি সপ্তাহে শেয়ার করেন, সেখানে তিনি সেই ছবিটি ব্যবহার করে থাকেন, যেখানে আমি প্রতিদিন প্রত্যেকের নাম তারিখ অনুযায়ী লিখে রাখি।

এই সপ্তাহের বুমিং কিউরেশনের রিপোর্টের লিংকটি নিচে দিলাম, যারা এখনো পর্যন্ত পড়েনি, অনুরোধ করবো অবশ্যই পড়ে নেবেন এবং নিজেদের অ্যাক্টিভিটি বৃদ্ধি করবেন।

সাপ্তাহিক বুমিং কিউরেশন রিপোর্ট

1672344690977_010726.jpg

"সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট"

IMG_20240111_011334.jpg

আপনারা প্রত্যেকেই জানেন, টুর্নামেন্ট চলাকালীন টুর্নামেন্টের রেজাল্ট অ্যাডমিন ম্যাম নিজেই পাবলিশ করতেন। কিন্তু যেহেতু ইতিমধ্যে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে, তাই গত সপ্তাহ থেকে পুনরায় এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপন করার দায়িত্ব আমার উপরে ছিলো ঠিক যেমনটা আমি আগেও করতাম।

গত সপ্তাহেও এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপন করতে গিয়ে বেশ কিছু ইউজারের অ্যাক্টিভিটি আমার কাছে দুঃখজনক মনে হয়েছে। একাধারে যেমন তাদের পোস্টের সংখ্যা কম, তেমনি কমেন্টের সংখ্যাও প্রায় নেই বললেই চলে। আবার অনেকেই রয়েছেন যাদের পোস্টের সংখ্যা সঠিক থাকলেও কমেন্টের সংখ্যা একদমই কম।

যদিও এই বিষয়ে ইতিমধ্যে আপনাদের সকলকে অবগত করা হয়েছে। আশাকরছি বিষয়টিকে সকলেই গুরুত্ব সহকারে দেখবেন এবং নিজেদের কার্যক্রম এতটাই বৃদ্ধি করবেন, যাতে পরবর্তী এনগেজমেন্ট রিপোর্টে আপনারা নিজেদের নামটি নথিভুক্ত করতে পারেন।

গত সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্টের লিঙ্ক নিচে দেয়া হলো, যারা এখনো পর্যন্ত পড়েননি অবশ্যই পড়বেন, -

সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট

1672344690977_010726.jpg

"পোস্ট ভেরিফিকেশন"

IMG_20240111_010822.jpg

প্রত্যেকটি মডারেটরের জন্য পোস্ট ভেরিফিকেশন অনেক বড় দায়িত্বের কাজ। যেখানে প্রতিটি ক্রাইটেরিয়া সঠিকভাবে যাচাই করে তবেই পোস্ট ভেরিফাই করা হয়ে থাকে। আর এই কাজটা অনেক সতর্কতার সাথে করতে হয়, যাতে ইউজারের পাশাপাশি এই কমিউনিটির দিকে কেউ প্রশ্ন তুলতে না পারে।

সুতরাং বুঝতেই পারছেন যে, এই দায়িত্বটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমিও চেষ্টা করি কমিউনিটির সমস্ত কাজ সামলে এই দায়িত্বটি পালন করার। গত সপ্তাহে আমি কবে, কতগুলো পোস্ট ভেরিফাই করেছিলাম, তার ডিটেলসটা নিচে আপনাদের সাথে শেয়ার করলাম, -

"গত সপ্তাহে আমার পোস্ট ভেরিফিকেশনের তালিকা"

DatePost Count
◾️04-01-202408
◾️05-01-202408
◾️06-01-202409
◾️07-01-202402
◾️08-01-202410
◾️09-01-202406
◾️10-01-202406

1672344690977_010726.jpg

"ইউজার হিসাবে আমার কার্যক্রম"

এই কমিউনিটির মডারেটর হওয়ার আগে আমি এই কমিউনিটির একজন ইউজার। তাই ইউজার হিসেবে আমার দায়িত্ব এই কমিউনিটিতে প্রতিদিন নিজের লেখা পোস্ট শেয়ার করা এবং আমি চেষ্টা করি সেই কাজটি সঠিকভাবে পালন করার।

গত সপ্তাহে প্রতিদিনই আমি কমিউনিটিতে পোস্ট শেয়ার করেছিলাম। কবে কি পোস্ট শেয়ার করেছি সেই ডিটেলস আপনাদের সাথে নিচে শেয়ার করছি, -

No.DateTitleThumbnail
01.04-01-2024My Weekly Report-Senior Moderator-4th January, 2024JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yeVdA2FEAi8aHzfVGtZaHhZ7i75AUBEuRhQQsrQeQABwbhnFSuPZzBvAkg4tn7f27TuL8CtRvrU88c5Wcj92pLbikzwev.png
No.DateTitleThumbnail
02.05-01-2024"INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT"JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7zAYhDrw4U7zTiejx6bUgug3oJ2PvFWXhscQEX6de2NhJQ6o6U86dDykQJngkQNACVEVNprh7tA4F6kSopHDmDErPrvwJW.png
No.DateTitleThumbnail
03.06-01-2024Better life with steem-The Diary Game-5th January, 2024JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xzRykrZJPmsb5AfuPQznyK98NcS7umJjQBbqWA8kxUX3gCXNLymdFhMFkFCCWym7gwW6B9wjVyZvW2oeTAh9uGE4HcByx.jpeg
No.DateTitleThumbnail
04.07-01-2024Better life with steem-The Diary Game-6th January, 2024JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7y7AVUsCArztszNAcSKppT1kmx8yNDdah9fdeGcyK4Cn8qm43LTLJ27RxB1shexaRKDtfFVE9t4k3PyE76pZfJ2GUE9n4v.jpeg
No.DateTitleThumbnail
05.08-01-2024Better life with steemThe Diary Game-7th January, 2024JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81KdMJ7VrTKdcccH7yLpTJdyQC4x8khY3bsgRnzHTdcGtshctMgPaK42s8tRWzdziVm7yve3anGaMDiLrQTa5DC9eb6nM4.jpeg
No.DateTitleThumbnail
06.09-01-2024Better life with steem-The Diary Game-8th January, 2024JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7zApG59kEHyNKRWd9qW1HqEJNxP4ki2rnwDEaNBQsaohkTgyUGZHpbr7hbQ2D1xemibz1EH65vKChUoReAs7Yezhk3KjAe.jpeg
No.DateTitleThumbnail
07.10-01-2024Better life with steem-The Diary Game-9th January, 2024JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbH9uUpgidiJ9UZU2zCB2wrSc7J1fpBNChM9XXewkpxXds4wihC3dhmMYNtTZ2CpcKYpheXzFsbVVuPwqWwR6HMHK385L.jpeg

1672344690977_010726.jpg

"নতুন ইউজারদের সাথে কথোপকথন"

এছাড়াও কমিউনিটিতে নতুন কোনো ইউজার এলে তাদেরকে সঠিক পথে গাইড করাটা আমাদের দায়িত্ব। আর সেই দায়িত্বটি পালন করার জন্য গতকালও আমি আমাদের কমিউনিটিতে যুক্ত হওয়ার নতুন একজন ভাই এর সাথে কথা বলেছিলাম।

তাকে এই কমিউনিটিতে একটিভিটি বাড়ানোর জন্য সাহায্য করার হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কেও তাকে অবগত করা হয়েছে। আশা করছি এখন থেকে কমিউনিটিতে তিনি নিজের একটিভিটি বৃদ্ধি করবেন এবং এই কমিউনিটির হাত ধরে আগামী পথ চলবেন।

1672344690977_010726.jpg

সাপ্তাহিক হ্যাংআউট"

IMG_20240111_010951.jpg

অনেকদিন বাদে আজ আমাদের হ্যাংআউট অনুষ্ঠিত হয়েছে। সত্যি কথা বলতে আজকের হ্যাংআউটটি নতুন বছরের প্রথম হ্যাংআউট ছিলো। যদিও ভেবেছিলাম হ্যাংআউটটি অনেক বেশি আনন্দ সহকারে আমরা কাটাতে পারবো, কিন্তু অ্যাডমিন ম্যামের শরীর খারাপ থাকার কারণে তিনি আজ হ্যাংআউটে উপস্থিত থাকতে পারেননি।

সেই কারণে যতটা মজা হবে ভেবেছিলাম, ততটা না হলেও যারা উপস্থিত ছিলেন তারা মিলে একটু ভালো সময় কাটানোর চেষ্টা করলাম। সকলের শীতকালীন প্রিয় খাবার নিয়ে আজ গল্প করলাম আমরা। তবে আশাকরছি আগামী হ্যাংআউট এ সকলে উপস্থিত থাকতে পারবেন এবং আরো অনেক বেশি মজা করতে পারব।

1672344690977_010726.jpg

"উপসংহার"

যাইহোক এই ছিল আমার এই সপ্তাহের কার্যক্রম, যেটা সম্পর্কে আমি এই রিপোর্টের মাধ্যমে প্রত্যেকটা বিষয় শেয়ার করার চেষ্টা করেছি। আমি বরাবরই আপনাদের বলি যদি আপনাদের মনে হয়, আমার রিপোর্টের কোনো অংশ সম্পর্কে আপনাদের কোনো মতামত আছে, তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করি, ভালো থাকবেন। শুভরাত্রি।

Sort:  
 8 months ago (edited)

দিদি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনার সাপ্তাহিক রিপোর্ট আমাদের কাছে উপস্থাপনা করার জন্য। প্রত্যেক সপ্তাহের মত এ সপ্তাহ প্রতিটি বিষয় খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখছেন।

আমাদের এ্যাডমিন ম্যাডাম অসুস্থ থাকার কারণে তিনি আমাদের মাঝে উপস্থিত হতে পারেন নাই। আমি তার জন্য দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে । কালকের সাপ্তাহিক হ্যাংআউটা অনেক মজার ছিল আপনি একেক জনের কাছে জিজ্ঞাসা করেছিলেন আপনার শীতের সময় দুইটা পছন্দের খাবারের নাম বলুন একটা মিষ্টি আরেকটা ঝাল।

আর এই প্রশ্নের উত্তরে একেকজনের অভিমত ভিন্ন রকম ছিল যারা যে খাবারগুলো পছন্দ করে তাদের বলার স্টাইল টা অনেক লোভনীয় ছিল। 🤤🤤 আমরা যারা শুনছিলাম মনে মনে ভাবছিলাম যে এই খাবারগুলো যদি পাইতাম তখনই তাহলে কতই না ভালো হতো।

 8 months ago 

গতকাল হ্যাংআউটের সবথেকে ভালো লেগেছে আপনার আজ জাকারিয়া ভাইয়ের কথা। আপনাদের সবকিছু খেতেই ভালো লাগে, তাই আলাদা করে দুটো জিনিস নির্বাচন করাটাই আপনাদের জন্য চ্যালেঞ্জের ছিলো। সত্যিই ভালো লেগেছে একটা নতুন টপিক নিয়ে সকলের মতামত জানতে পেরেছি। সবকিছু মিলিয়ে অ্যাডমিন ম্যামকে মিস করেছি ঠিকই, তারপরেও সকলে আনন্দ করেছি। ধন্যবাদ আপনাকে ভাই আমার রিপোর্ট পড়ে আপনার মতামত প্রকাশ করার জন্য। ভালো থাকবেন।

Loading...
 8 months ago 

আপনি খুব সুন্দর করে প্রতি সপ্তাহের মত এ সপ্তাহের সাপ্তাহিক রিপোর্টটি খুব সুন্দর করে আমাদের মাঝে প্রকাশ করেছেন। এবং আপনার রিপোর্টটি পড়ে বুঝতে পারলাম আপনি শত ব্যস্ততার মাঝেও দায়িত্ব নিয়ে খুব সুন্দর করে সকল কাজ করে থাকেন। আসলে দায়িত্ব জিনিসটা খুবই বড়। দেখা যায় দায়িত্ব যার উপর থাকে তার কাজের চাপ ও বেশি থাকে। তাই আপনি সকল দায়িত্ব দিয়ে খুব সুন্দর ভাবে সাপ্তাহিক একটি রিপোর্টটি বর্ণনা করেছেন। আসলে ঠিক বলেছেন যে কোন ইউজারের তার পোস্টের পাশাপাশি কমেন্ট এবং কাজের সকল একটিভিটি দিকে খেয়াল রাখা উচিত। কারণ ইউজারের যদি এক্টিভিটি ভালো হয়, তাহলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব। তাই ইনশাল্লাহ চেষ্টা করব নিজের এক্টিভিটি ঠিক রাখা এবং আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম আমাদের এডমিন দিদি অসুস্থ। তাই সে সাপ্তাহিক হ্যাংআউট এ থাকতে পারেনি তাই এডমিন দিদির জন্য রইল দোয়া এডমিন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে।ভালো থাকবেন।

 8 months ago 

আসলেই তাই, একজন ইউজারের এনগেজমেন্ট তার কাজকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং এই কথাটা আমাদের অ্যাডমিন ম্যাম বারংবার সকলকে বলে থাকেন। চেষ্টা করবেন নিজে প্রতিদিন পোস্ট শেয়ার করার পাশাপাশি, অন্য সকলের পোস্ট পড়ে বিষয়ভিত্তিক মন্তব্য করার জন্য। আমরা সকলেই প্রার্থনা করি অ্যাডমিন ম্যাম যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এবং পরবর্তী হ্যাংআউটে তিনি যেন আমাদের সঙ্গে যুক্ত থাকেন। এমনকি আপনি নিজেও চেষ্টা করবেন প্রতিটি হ্যাংআউট ও টিউটোরিয়াল ক্লাসে যুক্ত থাকার। কারণ কমিউনিটির একজন ইউজার হিসেবে এটিও কিন্তু আপনার দায়িত্ব। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

 8 months ago 

আরো একটি সাপ্তাহিক রিপোর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য প্রথমেই ধন্যবাদ জানাই। বুমিং সংক্রান্ত দায়িত্ব পালনের পাশাপাশি পোস্ট ভেরিফিকেশনের মত গুরুদায়িত্ব পালন করছেন সঠিক ভাবে, পাশাপাশি ডিস্কোডে আমরা ডাকলেই আপনাকে পাই।

নতুন ইউজার দের সাথে কথোপকথন, নিজের নিয়মিত পোস্ট, সব মিলিয়ে সারা সপ্তাহ ব্যস্ততার মধ্য দিয়ে কাটান। এর পরেও হ্যাংআউটে আপনার সাথে কথা বলে মনেই হয় না কোন ক্লান্তি আছে৷

ধন্যবাদ দিদি,আপনার জন্য সব সময় শুভকামনা।

 8 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার রিপোর্ট পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য। আসলে আপনাদের এই মন্তব্য গুলোই ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায়। ভেরিফিকেশনটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ। পাশাপাশি বাকি দায়িত্ব গুলো পালন করার চেষ্টা করি। আর হ্যাংআউট সব সময় আমি অনেক বেশি উপভোগ করি। আর যেহেতু কালকে ম্যাম উপস্থিত থাকতে পারেননি, তাই আমাকেই আপনাদের সকলের সাথে এগিয়ে এসে কথা বলতে হয়েছে। তবে যাই বলুন না কেন আমরা কিন্তু অনেক আনন্দ করেছি। আশা করছি পরবর্তী হ্যাংআউটে এডমিন ম্যামকে সাথে নিয়েই আরো অনেক বেশি আনন্দ করবো আমরা। ভালো থাকবেন।

 8 months ago 

প্রতি সপ্তাহের মত আপনি এই সপ্তাহের সাপ্তাহিক রিপোর্ট প্রকাশ করেছেন। আপনার এই পোস্ট পড়ে বুঝতে পারলাম যে, আপু আপনি কতো কর্ম ব্যস্ততম সপ্তাহ অতিবাহিত করেছেন। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমদের সাথে শেয়ার করার জন্য।

 8 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার রিপোর্ট পড়ার জন্য। ব্যস্ততা আসলে প্রতিটি সপ্তাহেই থাকে। কারণ সংসারের পাশাপাশি কমিউনিটির দায়িত্ব গুলো পালন করতে গেলে ব্যস্ততা এসেই পড়ে। ভালো থাকবেন।

 8 months ago 

যে কোনো কাজে পদ যত বড় হয় তার দায়িত্বও ঠিক ততটাই বেশি হয়। আমরা অনেক সময় মনে করি যারা উচ্চ পদস্থ থাকেন তাদের কাজের কোনো চাপ থাকে না,অনেক সহজ হয় তাদের দিন,কিন্তু এই ধারণা গুলো সম্পূর্ণ ভুল।

সত্যি কথা বলতে এই প্লাটফর্ম এ যুক্ত হওয়ার পরে নতুন অবস্থায় আমি তেমন কিছুই বুঝতাম না,তখন মনে হতো যারা মডারেটর তাদের মনে হয় অনেল আরাম। কিন্তু আমি যখন থেকে সম্মানিত মডারেটরগণের সপ্তাহির কাজের রিপোর্ট পড়া শুরু করলাম তখন থেকে বুঝতে পারি যে, আমাদের ইউজারদের থেকে হাজার গুন সময় বেশি দিতে হয় একজন মডারেটরকে এবং একদম সূক্ষ্ম ভাবে তাদের সকল কাজ করতে হয়।

আপনার সাপ্তাহিক রিপোর্ট পড়ে আপনার এই সপ্তাহের সকল কার্যক্রম সম্পর্কে অনেক ভালো ভাবে জানতে পারলাম।
অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে একটি রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 8 months ago 

সত্যি কথা বলতে, আপনার মতন আমিও শুরুতে যখন কাজ শুরু করেছিলাম, তখন আমারও আপনার মতন মনে হতো। তবে যখন আমি নিজেই এই কাজের সঙ্গে যুক্ত হলাম, অল্প অল্প দায়িত্ব নিতে শুরু করলাম, তখন বুঝতে পারলাম যে, আদেও কিন্তু এই কাজগুলি ততটা সহজ নয় যতটা আমাদের মনে হয়। তবে আপনাদের প্রত্যেকের সহযোগিতায় এখনো পর্যন্ত আমরা আমাদের দায়িত্ব গুলো পালন করতে পারছি। ধন্যবাদ আপনাকে আমার রিপোর্ট পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য। যেটা আমাকে অনুপ্রাণিত করল। ভালো থাকবেন।

 8 months ago 

আপনি আমাদের মাঝে এই সপ্তাহের সাপ্তাহিক রিপোর্ট উপাস্থাপন করেছেন জেনে খুবই ভালো লাগলো ৷ আসলে একটি সাপ্তাহিক রিপোর্ট অনেক গুরুত্বপূর্ণ বিষয় গুলি তুলে ধরা হয়ে থাকে যেগুলোর প্রতি আমাদের খুবই গুরুত্ব দেওয়া উচিত ৷ তাছাড়াও বুমিং সাপোর্টের সকল কার্যক্রম গুলো আমাদের মেনে চলতে হবে ৷

কিন্তু দুঃখের বিষয় কাল আমি হ্যাংআউটে উপস্থিত থাকতে পারি নি একটু ব্যস্ততার কারনে ৷ পরবর্তী সময়ে হ্যাংআউটে থাকার চেষ্টা করবো ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে এই সপ্তাহের সাপ্তাহিক রিপোর্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ 🙏

দিনটি আপনার শুভ হোক

 8 months ago 

একজন ইউজার হিসেবে হ্যাংআউট হোক বা টিউটোরিয়াল ক্লাস প্রত্যেকের উপস্থিতিটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ। এই কথাটা আপনাদেরকে বারংবার বলা হয়েছে। তবে আপনি যে গতকাল উপস্থিত থাকতে পারবেন না সেই সম্পর্কে অগ্রিম কোনো তথ্য আমাদেরকে দেননি। চেষ্টা করবেন সব কটি ক্লাস ও হ্যাংআউটের উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ আমার রিপোর্ট পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 8 months ago 

প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও আপনাি আরেকটি সাপ্তাহিক রিপোর্ট প্রকাশ করেছেন।এতে আপনি আপনার উপর অর্পিত দায়িত্ব নিয়ে আলেচনা করেছেন এবং প্রতিটি দায়িত্ব যে আপনি সঠিক ভাবে পালন করেছেন সেটাও তুলে ধরেছেন। আপনি শুধুমাএ একজন মডারেটর হিসেবেই না বরং একজন ইউজার হিসেবেও দায়িত্ব পালম করেন।
নতুন বছর এর প্রথম হ্যাং আউটে দিদিকে মিস করেছি। কিন্তু দিদি অসুস্থতার জন্য উপস্থিত থাকতে না পারলেও চমৎকার ভাবে আপনি পুরো বিষয়টা সামলে নিয়েছেন।
আপনার সাপ্তাহিক রিপোর্ট পড়ে ভালো লাগলো।
ভালো থাকবেন সবসময়।

Posted using SteemPro Mobile

 8 months ago 

চমৎকারভাবে সামলাতে পেরেছে কিনা জানিনা, তবে চেষ্টা করেছি সকলকে নিয়ে একটু ভালো সময় কাটানোর। ম্যামকে অবশ্যই আমরা প্রত্যেকে মিস করেছি, কারণ ম্যামের উপস্থিতি আনন্দকে আরও দ্বিগুণ করে দেয়। আশা করছি পরবর্তী হ্যাংআউটে অবশ্যই আমরা ম্যামকে সাথে নিয়ে আনন্দ করতে পারবো। ভালো লাগল আপনি আমার পোস্ট পড়ে এতো সুন্দর মন্তব্য করেছেন। ভালো থাকবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারো সঠিক সময় মত সাপ্তাহিক রিপোর্ট প্রকাশ করার জন্য। গতকাল হ্যাংআউট এ অ্যাডমিন ম্যাম উপস্থিত ছিলেন না শারীরিক অসুস্থতার কারণে। ওনার দ্রুত সুস্থতা কামনা করি। কালকে হ্যাংআউটে আমরা যথেষ্ট মজা করেছিলাম। আমরা প্রত্যেকে যার যা পছন্দের শীতকালীন ঝাল এবং মিষ্টি খাবারের নাম বলেছিলাম।

 8 months ago 

আপনাকেও ধন্যবাদ আমার রিপোর্টটা মন দিয়ে পড়ার জন্য। আমরা সকলেই ম্যামের দ্রুত সুস্থতা কামনা করছি।কালকে হঠাৎ করে বিষয়টি মাথায় এলো,তাই সকলের পছন্দ জেনে নেওয়ার চেষ্টা করলাম এই আর কি। কারণ গান বা কবিতার ক্ষেত্রে সবাইকে বহুবার অনুরোধ করেও কেউ অংশগ্রহণ করে না,তাই জন্য এরকম একটি টপিক নির্বাচন করলাম। ধন্যবাদ আপনাকে আপনার নিজের পছন্দ জানানোর জন্য। ভালো থাকবেন।

 8 months ago 

আবারো আপনি আপনার একটা সপ্তাহের কার্যক্রম আমাদের সাথে উপস্থাপন করেছেন। একজন সিনিয়র মডারেটর হিসেবে নিজের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে যাচ্ছেন। সেই সাথে বুমিং সমর্থনের বিষয়টাও আপনি দেখাশোনা করে যাচ্ছেন।

তবে দুঃখের বিষয় আমি এবার হ্যাংআউটে উপস্থিত হতে পারিনি। এবং আমার নিজের এনগেজমেন্ট ও অনেক কমে গিয়েছে ইনশাল্লাহ এ সপ্তাহে চেষ্টা করব। নিজের এনগেজমেন্ট এবং হ্যাংআউট টিউটোরিয়াল সব জায়গায় উপস্থিত থাকার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59032.15
ETH 2518.27
USDT 1.00
SBD 2.46