My Weekly Report (Senior Moderator) || 4th January, 2024 ||
"Edited by canva" |
---|
Hello,
Everyone,
আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের প্রত্যেকের আজকের দিনটি অনেক ভালো কেটেছে।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার সাপ্তাহিক মডারেটর রিপোর্ট, যেমনটি প্রতি সপ্তাহে করে থাকি। যার মাধ্যমে একটি সপ্তাহে কমিউনিটিতে করার সমস্ত কার্যাবলীর বিবরণ উপস্থাপন করার চেষ্টা করি। যাতে বিষয়গুলি সম্পর্কে আপনারা সকলে অবগত হতে পারেন।- চলুন এই সপ্তাহের সাপ্তাহিক রিপোর্ট শুরু করি, -
সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস |
---|
গত সপ্তাহের আমাদের কোনো টিউটোরিয়াল ক্লাস অনুষ্ঠিত হয়নি। তবে আজ কিছুক্ষণ আগেই আমাদের সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস ছিলো। সেখানে অ্যাডমিন ম্যাম আমাদের সকলের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা বলার পাশাপাশি, আমাদের কমিউনিটিতে অনুষ্ঠিত প্রথম টুর্নামেন্টের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান। এরপর যথারীতি কারোর কোনো প্রশ্ন আছে কিনা জানতে চাইলেন এবং সকলের প্রশ্নের উত্তর দিয়ে বিষয়গুলো সবাইকে বুঝিয়ে দিলেন।
ঠিক এর মাঝখানে আমাদের টিউটোরিয়াল ক্লাসে উপস্থিত হলেন Steem For Bangladesh কমিউনিটির মডারেটর mostofajaman ভাই এবং তার কাছ থেকে আমরা তার স্টিমিট প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা শুনলাম।
তার পাশাপাশি আমাদের কমিউনিটির কার্যক্রম সম্পর্কেও তিনি নিজস্ব মতামত জানান। তিনি আমাদের কমিউনিটির কার্যক্রম পছন্দ করার কারন গুলো, আমাদের ইউজারদের এনগেজমেন্ট সম্পর্কেও তার ভালো লাগার কথা বলেন, যেগুলো আমাদের জন্যেও অনেক ভালো লাগার ছিলো। সবমিলিয়ে আমরা একটা ভালো সময় কাটিয়েছি টিউটোরিয়াল ক্লাসে।
অ্যাডমিন ম্যাম আয়োজিত টুর্নামেন্টের ফলাফল |
---|
আপনারা প্রত্যেকেই জানেন গত এক মাস ব্যাপী আমাদের কমিউনিটিতে অ্যাডমিন ম্যাম একটি টুর্নামেন্টের আয়োজন করেছিলেন, যেখানে তিনি আমাদের সকল ইউজারদেরকে নিয়ে আলাদা তিনটে টিম তৈরি করেছিলেন এবং তিনজন মডারেটরকে ক্যাপ্টেন নির্বাচন করেছিলেন।
খুবই আনন্দের সহিত জানাচ্ছি যে, আমার টিম এই টুর্নামেন্টের জয়ী হয়েছে। তবে পাশাপাশি অবশ্যই আমি বাকি দুই টিমের ক্যাপ্টেন ও ইউজারদেরকে অনেক শুভেচ্ছা জানাই, কারণ তাদের প্রত্যেকের পারফরমেন্সও অনেক বেশি প্রশংসনীয় ছিলো।
সর্বোপরি কমিউনিটির সদস্য হিসেবে সকলের পরিশ্রম আমার কাছে প্রশংসনীয়। পাশাপাশি অবশ্যই আমার টিমের প্রতিটি মেম্বারকে আমার পক্ষ থেকে অনেক শুভকামনা এবং ধন্যবাদ জানাতে চাই, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আমাদের টিম বিজয়ী হয়েছে।
টুর্নামেন্টে জয়ী হওয়ার জন্য আমার টিমের সকলকে ধন্যবাদ |
---|
আপনারা অনেকেই শুনে থাকবেন, উপহারের মূল্যায়ন কখনোই অর্থের বিনিময় হয় না, যে কথাটা আমিও মনেপ্রাণে বিশ্বাস করি। টুর্নামেন্টে আমার টিম জয়ী হওয়াটা আমার জন্য যথেষ্ট আনন্দের এবং আমি জানি ঠিক কতটা কষ্ট করে আমার টিমের প্রত্যেককে নিজেদের সবটুকু দিয়ে জেতার চেষ্টা করেছেন।
তাই উইনার হিসেবে আমার টিম থেকে অনেকেই হয়তো অনেক উপহার পেয়েছেন। কিন্তু ক্যাপ্টেন হিসেবে তাদের সকলকে আমি আমার তরফ থেকে ছোট্ট উপহার দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি তারা প্রত্যেকেই আমার চেষ্টাটাকে অর্থের নিরিখে নয়, ভালোলাগার নিরিখে দেখবেন।আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, নিজেদের প্রচেষ্টা দিয়ে আমার টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
বুমিং সংক্রান্ত কার্যক্রম |
---|
আপনারা অনেকেই হয়তো জানেন, আগের সপ্তাহের রিপোর্টেও আমি আপনাদেরকে জানিয়েছি এখন থেকে আমি কমিউনিটির বুমিং সংক্রান্ত কার্যাবলীর দায়িত্ব অ্যাডমিন ম্যাম আমার উপরে দিয়েছেন। অবশ্যই এই কাজে আমাকে আমার সহকর্মী প্রিয়া দিদি সাহায্য করেন। তবে সাপ্তাহিক একটা কার্যক্রমের মধ্যে এটিও অনেকটাই গুরুত্বপূর্ণ। এটি এমন একটি কার্যক্রম, যেটি অনেকটা সচেতনতার সাথে সম্পন্ন করতে হয়।
কমিউনিটি কনটেস্টের ডিটেইলস |
---|
আপনারা প্রত্যেকেই জানেন, আমাদের কমিউনিটিতে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের একটি কনটেস্ট চলছিলো যেটি ডিসেম্বর মাসের ২৮ তারিখে শেষ হয়েছে এবং যার ফলাফল ইতিমধ্যে অ্যাডমিন ম্যাম প্রকাশ করেছেন।
যদিও কনটেস্টের বিষয়বস্তু অনেক বেশি আকর্ষণীয় ছিলো, তবে খুব কম সংখ্যক ইউজার এই কনটেস্টে অংশগ্রহণ করেছেন। তবে সেই সকল অংশগ্রহণকারী ইউজারদের ডিটেলস এডমিন ম্যামকে মেইল করে পাঠানোটা আমার দায়িত্ব। যে দায়িত্বটি আমি পালন করেছি। তবে উইনার নির্বাচনের ক্ষেত্রে অ্যাডমিন ম্যামের সিদ্ধান্তই চূড়ান্ত, একথা আগেও আমি বহুবার বলেছি।
পোস্ট ভেরিফিকেশন |
---|
পোস্ট ভেরিফিকেশনের কথা প্রত্যেকটি রিপোর্টেই আপনাদের সাথে শেয়ার করা হয়। পোস্ট ভেরিফাই করার সময় ঠিক কতটা সচেতনতা আমাদেরকে অবলম্বন করতে হয়, সে বিষয়ে আমি এর আগেও আপনাদের সঙ্গে আলোচনা করেছি।
তবে আজ থেকে আমিও আমার সপ্তাহিক রিপোর্টে আপনাদের সাথে শেয়ার করবো, প্রতিদিন ঠিক কতগুলো পোস্ট আমি ভেরিফাই করে থাকি। যেহেতু নতুন বছর শুরু হয়েছে, তাই নতুন বছর থেকে আমি আমার রিপোর্টের মধ্যে এই পরিবর্তনটি আনতে চলেছি। চলুন দেখি নতুন বছর শুরুর দিন থেকে আজ পর্যন্ত কতগুলো পোস্ট আমি ভেরিফাই করেছি, -
|
---|
Date | Post Count |
---|---|
◾️31-12-2023 | 06 |
◾️01-01-2024 | 06 |
◾️02-01-2024 | 05 |
◾️03-01-2024 | 04 |
সাপ্তাহিক হ্যাংআউট |
---|
এই সপ্তাহের হ্যাংআউট এখনো পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। আপনারা জানেন, আগের হ্যাংআউট আমরা ২৫ ডিসেম্বর করেছিলাম। আশা করছি এই সপ্তাহের হ্যাংআউটে খুব তাড়াতাড়ি আমরা আবার একত্রিত হবো। হ্যাংআউটের সময় নিজেদের মধ্যে, আমরা একটু ভালো সময় কাটাবো, নতুন বছরে নতুন করে আনন্দ শেয়ার করবো। সকলের সাথে গল্প, গান, আড্ডায় জমে উঠবে নতুন বছরের প্রথম হ্যাংআউট।অন্য সকলের মতন এই হ্যাংআউটের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা একটা ভালো সময় কাটাতে পারবো।
কমিউনিটির ইউজার হিসাবে আমার কার্যক্রম |
---|
এই কমিউনিটির মডারেটর হওয়ার পাশাপাশি, কমিউনিটির একজন ইউজার হিসেবে প্রতিদিন কমিউনিটিতে পোস্ট শেয়ার করাটা আমার দায়িত্ব। এই দায়িত্বটি পালনের চেষ্টা আমি সবসময়ই করার চেষ্টা করি। গত এক সপ্তাহে আমি কি কি পোস্ট আপনাদের সাথে শেয়ার করেছি, চলুন একবার দেখে নেয়া যাক, -
|
---|
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
01. | 28-12-2023 | My Weekly ReportSenior Moderator-28th December |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
02. | 29-12-2023 | Better life with steem-The Diary Game-26 th December-Visiting Happy Valley Park Part -1 |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
03. | 30-12-2023 | Better life with steem-The Diary Game-26 th December-Visiting Happy Valley Park -Last Part |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
04. | 31-12-2023 | Better life with steem-The Diary Game-30 th December |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
05. | 01-01-2024 | Better life with steem-The Diary Game-31st December |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
06. | 02-01-2024 | Better life with steem-The Diary Game-1st January, 2024 |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
07. | 03-01-2024 | Better life with steem-The Diary Game-2nd January, 2024 |
উপসংহার |
---|
এই ছিল কমিউনিটিতে গত সপ্তাহে আমার কার্যাবলী। আশা করছি এই রিপোর্টের মাধ্যমে আপনারা সমস্তটাই ভালোভাবে বুঝতে পারবেন। এই কমিউনিটির মডারেটর হিসেবে নয়, একজন ইউজার এবং এই পরিবারের একজন সদস্য হিসেবে, আপনাদের সকলকে অনুরোধ করবো কমিউনিটির পাশে থাকার জন্য।
কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আপনাদের ছোট ছোট অবদান আমাদের প্রত্যেকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর আপনাদের জীবনে অনেক আনন্দ বয়ে আনুক, এই প্রার্থনা করে আজকের রিপোর্ট এখানেই শেষ করছি। ভালো থাকবেন। শুভ রাত্রি।
প্রতি সপ্তাহের মতোই আবারও আপনি সাপ্তাহিক রিপোর্ট প্রকাশ করেছেন।আপনি শত ব্যাস্ততার মাঝেও আপানার উপর অর্পিত দায়িত্ব চমৎকার ভাবে পালন করেছেন।
টুর্নামেন্টে বিজয়ী হওয়ার জন্য আবারও আপনাকে ও আপনার পুরো টিমকে অভিনন্দন জানাচ্ছি।
এ সপ্তাহে টিউটোরিয়াল ক্লাস আছে এটার নোটিফিকেশন কোন কারনে পাইনি আমি তারপরও আমি উপস্থিত হয়েছিলাম সামান্য লেট হলেও।তবে গতকালকের টিউটোরিয়াল ক্লাসে অন্য রকম একটা ভালো লাগা কাজ করেছে।কারন আমি এর আগে আমাদের মাঝে কোন গেস্টকে উপস্থিত হতে দেখি নাই।
তিমি তার অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করেছেন, যাতে আমরা উপকৃত হতে পারি।
সেই সাথে বছরের প্রথম টিউটোরিয়াল ক্লাসটা আমরা কিছুটা হ্যাংআউট এর মতো করেও কাটিয়েছি।
এত চমৎকার করে সাপ্তাহিক রিপোর্ট আমাদের মাঝে প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।
এই সপ্তাহের টিউটোরিয়াল ক্লাসে একজন অতিথির উপস্থিতি আরো বেশি আকর্ষণীয় ছিলো। তার অভিজ্ঞতা আশা করছি আগামীদিনে পথ চলার ক্ষেত্রে আমাদের অনেক কাজে আসবে। ধন্যবাদ আপনাকে আমার রিপোর্ট পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
That's how it should be! Great job done. 👍
Thank you so much ma'am.
আপনি খুব সুন্দরভাবে একজন সিনিয়র মডারেটর হিসেবে আপনার সাপ্তাহিক রিপোর্ট প্রকাশ করেছেন। এই রিপোর্ট থেকেই প্রমাণ পাওয়া যায় যে প্রতিদিন আপনাকে কতটা সময় ব্যয় করতে হয় আমাদের কমিউনিটি ইনক্রেডিবল ইন্ডিয়ার জন্য। একসাথে অনেকগুলো কাজ আপনাকে সামলাতে হয়। তার সাথে প্রতিদিন নিয়মিত পোস্ট করা তো আছেই।
দায়িত্ব নিলে তা পালন করতেই হয়, তাই চেষ্টা করি কমিউনিটির সকল দায়িত্ব পালন করার। ইউজার হিসেবে প্রতিদিন পোস্ট করাটা আমার দায়িত্ব, তাই মডারেটর হিসেবে দায়িত্ব গুলো পালন করতে গিয়ে কখনোই, ইউজার হিসেবে থাকা দায়িত্ব গুলোর অবহেলা করলে চলবে না, তাই দুদিন ব্যালেন্স করার চেষ্টা করছি। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
পুরো সপ্তাহের কার্যক্রম আপনি আপনার পোষ্টের মাধ্যমে উল্লেখ করেছেন। ব্যস্ততার মাঝেও আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্ব খুব সুন্দর ভাবেই পালন করেন। এ ব্যাপারটি খুবই অনুপ্রেরণাদায়ক।
আমি গত হ্যাংআউটে উপস্থিত থাকতে পারলেও গতদিনের টিউটোরিয়ালে উপস্থিত থাকতে পারেনি। প্রথমত এর ব্যাপারে আগে জানতাম না। এছাড়া বেশ কিছু দিন ধরে আমি পারিবারিক সমস্যায় জর্জরিত আছি। মানসিক অবস্থা ও আমার খুব একটা ভালো নয়। কিন্তু আপনাদের কর্মস্ফূর্তি দেখলে দেখে আবার
ফেরত আসি।
অনেক ধন্যবাদ আপনাকে দিদি পুরো সপ্তাহের রিপোর্টটি এত সুন্দর ভাবে প্রকাশ করার জন্য।
মানসিক লড়াই আমাদের প্রত্যেকের জীবনেই আছে, আর এই লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। আপনার মানসিক লড়াইয়ের কিছুটা হয়তো আমরা জানি, তবে সম্পূর্ণ জানাটা আসলে কারোর পক্ষে সম্ভব নয়। তবুও আপনি চেষ্টা করছেন নিজেকে আমাদের কমিউনিটিতে যুক্ত রাখতে, এটাই অনেক। আশা করছি ধীরে ধীরে আপনি মানসিক লড়াই কাটিয়ে উঠবেন। আপনার জন্য শুভকামনা রইলো। আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।ভালো থাকবেন।
সিনিয়র মডারেটর হিসেবে আপনাকে আগে থেকেই অনেকগুলো কাজ করে আসছিলেন, এর মধ্যে নতুন দায়িত্ব বুমিং এর কাজ পালন করতে হচ্ছে। সারা সপ্তাহ জুড়ে ভেরিফিকেশন, ডিস্কোর্ড, পোস্ট কমেন্ট করা, সব মিলিয়ে কতটা ব্যস্ততার মধ্যে কাটে তা আপনার পোস্ট পড়েই অনুধাবন করতে পারি।
ধন্যবাদ সারা সপ্তাহের রিপোর্ট আমাদের কাছে উপস্থাপন করার জন্য। আগামীর দিনগুলোর জন্যে শুভকামনা সবসময়
হ্যাঁ আসলে সিনিয়র হলে দায়িত্ব একটু বাড়ে বৈ কি। আগে বেশ কিছু দায়িত্ব ছিল এবং নতুন সিজন থেকে বুমিংটাও আমার দায়িত্বে এসেছে। তাই চেষ্টা করি সেগুলো পালন করার। হয়তো সবকিছু সমানভাবে করে উঠতে পারি না, তবে নিজের দিক থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা সব সময় করে থাকি। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
আবারো একটা সপ্তাহের কার্যক্রম সুন্দরভাবেই আমাদের সাথে উপস্থাপন করেছেন। অবশ্যই গতকাল টিউটোরিয়াল ক্লাসের স্টিম পর বাংলাদেশের মডারেটর, আমাদের এখানে এসেছিলেন। এবং আমাদেরকে উনার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, যেটা আমরা জানতে পারি অনেক বেশি খুশি হয়েছি।
আপনি একটা সপ্তাহে কি কি কাজ করে থাকেন সম্পূর্ণটাই আমাদের সাথে বিশ্লেষণ করেছেন। এবং টুর্নামেন্টে আপনারা বিজয়ী হয়েছেন সেজন্য আপনাকে আবারো অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ আপনাকে, আপনার একসাথে কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।
টুর্নামেন্টে আপনার টিমও অনেক ভালো পারফর্ম করেছে, এমনকি আপনি নিজেও। এই জন্য আপনাকেও শুভেচ্ছা জানাই। গত হ্যাংআউটে সত্যিই একজন নতুন অতিথির আগমন আমাদের সকলের অনেক ভালো লেগেছিল এবং তার কাজের অভিজ্ঞতা সম্পর্কে জেনেও আমরা অনেক কিছু শিখতে পেরেছি। ধন্যবাদ আমার রিপোর্ট পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
প্রথমে আপনাকে ধন্যবাদ জানাবো খুব সুন্দর একটি রিপোর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সত্যিই আমার জেনে ভালো লাগলো, আপনার আমার রিপোর্ট পড়তে ভালো লাগে এবং এই রিপোর্ট পড়ে আপনি কিছু শেখার বা জানার চেষ্টা করেন। আমি শুধুমাত্র আমার সাপ্তাহিক কার্যাবলীর বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করি। আমার বিশ্বাস ভবিষ্যতে আপনিও আমার মতন এই সকল কাজ গুলি করতে পারবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইলো। ভালো থাকবেন।
প্রতি সপ্তাহের মতো আপনি এই সপ্তাহের রিপোর্টে আমাদের মাঝে তুলে ধরেছেন ।এই টুর্নামেন্টে জয়ী হওয়ার জন্য আপনাকে ও আপনার টিমের জন্য রইল অভিনন্দন ।এই সপ্তাহে কমিউনিটির বুমিং সংক্রান্ত রিপোর্টটি আমাদের সাথে সুন্দর ভাবে তুলনা তুলে ধরেছেন ।যা আপনাকে সাহায্য করেছেন মডারেটর @piya3 দিদি। আমাদের লাস্ট হ্যাংআউট হয়েছিল ২৫শে ডিসেম্বর আর নতুন বছরে এখন পর্যন্ত কোন হ্যাংআউট হয়নি ।আশা করি সামনের দিনে আমাদের হ্যাংআউট হবে এবং অনেক আনন্দ হবে । আপনার জন্য রইল শুভকামনা ।