"The weekly job I concluded being a Co-Admin"

in Incredible India10 days ago
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...cqadWJv2QEu9yxReXmsZXFuGNmThSyGwXVMQ8zznXk7CxvPKGyv938AYsWCGP89offJWmMxocrfpEs1tvJeFPpmEdkdcfiUVe3VN8TzASjyGj5ds8gedoWza8v.png
"Edited by canva"

Hello,

Everyone,

আশাকরছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ইতিমধ্যে আরও একটা সপ্তাহ অতিক্রম হয়েছে ঠিকই, তবে আমাদের কমিউনিটির বেশিরভাগ সদস্যদের বর্তমান অবস্থা এখনও বেশ সংকটজনক।

তার কারণটা আশা করছি সকলেই কমবেশি জানেন। বাংলাদেশের বর্তমান অবস্থা খুব বেশি ভালো নয়। ফলতো কমিউনিটিতে সকলের উপস্থিতি পূর্বের মতো আজও হয়ে ওঠেনি।

তবুও সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই নেটওয়ার্কের সাথে রীতিমতো লড়াই করে, তারা কমিউনিটির প্রতি নিজেদের দায়িত্ব পালনের চেষ্টা করে চলেছেন। তাদের অনেকের পোস্ট পড়ে রীতিমত স্তম্ভিত হয়ে যেতে হয়।

এতদিন পর্যন্ত যে অবস্থাগুলো সিনেমা বা সিরিয়ালে দেখেছি, খবরের কাগজে বা বিভিন্ন গল্পের বইয়ে পড়েছি, সেগুলোই আজ বাস্তবতা হয়ে সকলের সামনে এসেছে। আর প্রত্যেকের নিজস্ব অভিজ্ঞতা যখন পোস্টের মাধ্যমে শেয়ার করেন, সত্যিই মনটা ভারাক্রান্ত হয়ে যায়।

খুব দ্রুত এই অবস্থার পরিবর্তন হোক, এই প্রার্থনা করে আজকের পোস্ট লেখা শুরু করছি। যেমনটা আপনারা জানেন সাপ্তাহিক কার্যাবলীর সংক্রান্ত সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপনের দিন আজকে, তাই গত সপ্তাহের বিভিন্ন কার্যাবলী গুলোই এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো। চলুন তাহলে শুরু করি, -

1672344690977_010726.jpg

"সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস ও হ্যাংআউট"

ভেবেছিলাম মাঝখানের একটা সপ্তাহে অবস্থার বেশ কিছুটা পরিবর্তন হবে, ফলতো একদিন পরিবারের সকলের সাথে কথা বলে বেশ কিছুটা সময় অতিবাহিত করে, তাদের প্রত্যেকের কথা শুনবো। কিন্তু দুর্ভাগ্যবশত মাঝের দুটো দিন অবস্থা কিছুটা শিথিল হলেও, পুনরায় আবার বেশ সমস্যা দেখা দিয়েছে।

সুতরাং গত সপ্তাহেও সকলের সাথে কথা বলা সম্ভব হয়ে ওঠেনি। তবুও ডিসকর্ডে তাদের সাথে মেসেজের মাধ্যমে কম বেশি কথা বলা হয়েছে, এটাই অনেকখানি শান্তি। সত্যি বলতে এই অবস্থা গুলি পরিবর্তন করার ক্ষমতা আমাদের হাতে নেই, তবে দূর থেকে প্রার্থনা করি, যাতে পূর্বের মতো সকলে সুস্থ জীবন যাপন করতে পারেন, দেশের পরিস্থিতি যাতে খুব শীঘ্রই পরিবর্তন হয়।

1672344690977_010726.jpg

"কমিউনিটিতে চলমান কনটেস্ট"

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzpMRq5dVSnjMH954tBp7Z37Yp5YVzfWzdTvqBs1tcJLZuLTc6TjmoATU3viRJBxYSj1WFjVEFwZB6MPjU.png

আজ নতুন মাসের অর্থাৎ আগস্ট মাসের প্রথম দিন, তবে ইতিমধ্যে অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত অগাস্ট মাসের প্রথম কনটেস্ট অ্যানাউন্স করা হয়েছে। যার বিষয়বস্তু বরাবরের মতো খুবই আকর্ষণীয়। তাই আগাম সবার কাছে অনুরোধ রইলো, প্রত্যেকেই চেষ্টা করবেন এই কনটেস্টে অংশগ্রহণ করার।

কমিউনিটিতে চলমান কনটেস্ট

1672344690977_010726.jpg

" কমিউনিটি কর্তৃক আয়োজিত কনটেস্ট সংক্রান্ত কার্যাবলী"

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzrZfLbipMiTHKjrQutSPN2jregiURWH4YtGo794JNZxNhaafmtBNFPfPaBLWP5fbJFnqZKoe3hVFZvHAN.png

গত সপ্তাহে কমিউনিটি কর্তৃক আয়োজিত জুলাই মাসের দ্বিতীয় কনটেস্ট শেষ হয়েছিল। সেই কনটেস্টের বিষয়বস্তু ছিল আমাদের দেশের উন্নয়নের পরিপ্রেক্ষিতে আমাদের নিজস্ব মতামত। তবে যেমনটা বললাম অবস্থার অবনতির কারণে এবং নেটওয়ার্ক সঠিকভাবে না পাওয়ার কারণে অনেকেই এই কনটেস্টে অংশগ্রহণ করতে পারেননি।

তবুও সময় অতিক্রান্ত হওয়ার পর প্রত্যেক বারের মতন এই কনটেস্টের সকল ডিটেলস অ্যাডমিন ম্যামকে পাঠানোর দায়িত্ব আমি গত সপ্তাহেও পালন করেছি। ইতিমধ্যে তিনি এই কনটেস্টের উইনার অ্যানাউন্সমেন্টও করেছেন। যারা এখনও পর্যন্ত পোস্টটি দেখেননি, তাদের জন্য লিংকটি নিচে দেওয়া হল

Winners announcement Post

1672344690977_010726.jpg

"সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট"

কমিউনিটিতে উপস্থিত সদস্যরা নেটওয়ার্কের সমস্যার কারণে প্রতিদিন সঠিকভাবে পোস্ট করতে পারছেন না, তাই সেখানে তাদের কমেন্টের সংখ্যাও খুব বেশি হচ্ছে না বলে, গত দুই সপ্তাহ যাবত কমিউনিটির সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপন করা হয়নি।

তবে যেহেতু নতুন মাস শুরু হয়েছে এবং সকলে এখন সংখ্যায় কম হলেও পোস্ট করতে পারছেন, তাই সকলকে অনুরোধ করবো চেষ্টা করবেন কিছু কমেন্টের সংখ্যা বৃদ্ধি করার, তাহলে আগামী সপ্তাহ থেকে এই সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপন করা সম্ভব হবে।

1672344690977_010726.jpg

"বুমিং সংক্রান্ত কার্যাবলী"

IMG_20240729_100948.jpg

বুমিং সংক্রান্ত কার্যাবলী গুলো সঠিকভাবে পালন করার দায়িত্ব প্রতি সপ্তাহের মতন গত সপ্তাহেও আমি করেছি। বুমিং সাপোর্ট পাওয়ার জন্য পোস্ট নির্বাচন করে, সেগুলো পুনরায় যাচাইকরণ করে মেলের মাধ্যমে অ্যাডমিন ম্যামকে প্রতিদিন পাঠিয়ে থাকি।

আশাকরি আপনারা সকলেই জানেন যে, কি নিয়মাবলী অবলম্বন করলে বুমিং সাপোর্টের ক্ষেত্রে আপনাদের পোস্ট সিলেক্ট করা সম্ভব, আর কোন নিয়ম পালিত না হলে সেক্ষেত্রে বুমিং সাপোর্ট পাওয়া সম্ভব নয়।

1672344690977_010726.jpg

"পোস্ট ভেরিফিকেশন"

IMG_20240802_003623.jpg

যদিও বর্তমানে কমিউনিটিতে উপস্থিত সকল মডারেটররা নিজের নির্ধারিত সময় অনুযায়ী কমিউনিটির সকল পোস্ট ভেরিফাই করে থাকেন। তথাপি কখনো কখনো কিছু কিছু পোস্ট ভেরিফিকেশন আমিও করে থাকি। আসলে পোস্ট ভেরিফাই করতে আমার বরাবরই ভালো লাগে। আর গত সপ্তাহে কিছু পোস্ট ভেরিফিকেশনের মাধ্যমে এমন অনেক পোস্ট পড়ার সুযোগ হয়েছে, যেগুলো মনকে অনেক বেশি ভারাক্রান্ত করেছে।

"কমিউনিটির সদস্য হিসেবে পালিত আমার কার্যাবলী"

এই কমিউনিটির সদস্য হিসেবে প্রত্যেকের কমিউনিটির প্রতি কিছু না কিছু দায়িত্ব রয়েছে এবং প্রত্যেকেই যে সেই দায়িত্বটি সঠিকভাবে পালন করার চেষ্টা করেন, তার জন্য সকলের কাছে আমরা কৃতজ্ঞ। আমি নিজেও একজন ইউজার হিসেবে কমিউনিটিতে নিয়মিত নিজের লেখা পোস্ট শেয়ার করার চেষ্টা করি এবং আগামীতেও তা অব্যাহত থাকবে। চলুন গত সপ্তাহে আমি কি কি পোস্ট শেয়ার করেছিলাম, আরও একবার দেখে নেওয়া যাক, -

No.DateTitleThumbnail
01.26-07-2024"The weekly job I concluded being a Co-Admin"3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...cqadWJv2QEu9yxReXmsZXFuGNmThSyGwXVMQ8zznXk7CxvPKGyv938AYsWCGP89offJWmMxocrfpEs1tvJeFPpmEdkdcfiUVe3VN8TzASjyGj5ds8gedoWza8v.png
No.DateTitleThumbnail
02.27-07-2024Better life with steem-The Diary Game-26th July, 2024JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH815xi4EFRSxioKhzaR2QMkGmrNX7JGbZ9GQsVBCvjhZxGcggzoHARwK7Kg2xEhijwrWhx5MrxLTeUBoYHonkYkjirtkBvv.jpeg
No.DateTitleThumbnail
03.28-07-2024Better life with steem-The Diary Game-27th July, 2024JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7y6WNhaNrCdWewh2sgF6iq4L1A75b2LXvcD9PH4Ta5gxjpJuefYMLcSL1fDmHcnjdu8WAspocBrwfarv3Et37kS6JCCnQN.jpeg
No.DateTitleThumbnail
04.29-07-2024Incredible India monthly contest of July#2-Necessary resources for the development.5JTYhfHc4YoBkf1Ez8mb7Fr86MreCTSXSgftXfXDQXTG1vQaiE8aokhe8DUW8jFD8Nfp7PRYzZoZz13iEnBnYcssnGKcJAoJcXkrDcpNLyLA7R86xrNGqYBihQbdGMvVFceiyoLM93KCEuyxoAfjPnYyBbV4f2GCsaHfWGrYdP6qMresPApPj8915ukXEiV8D4Ap4EfMJ5RAaTRQ.png
No.DateTitleThumbnail
05.30-07-2024"মায়ের স্মৃতি বিজড়িত একটি মন খারাপের দিন"JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81DRxXV8AfUJRc7iEH84LKihwhZwFsKraFwEc4e8tcqi3T6QcheK8aqCb2wRsZnNP1RJzyKy43R33SKewqNgPnPCBUMQQe.jpeg
No.DateTitleThumbnail
06.31-07-2024স্মৃতির পাতায় মালদায় কাটানো কিছু সুন্দর মুহুর্তJvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81iStYwycxRAxw3QKrURy2GoswZcKmuWBHRpnnn24FVgkSULgRCfE1THaLnteJgSCAnGzTdgbCVGiERGa3X31vb5nk92dC.jpeg
No.DateTitleThumbnail
07.01-08-2024"ফালুদা- একটি ‌স্বাস্থ্যকর‌ রেসিপি"JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yFQEnkkSAL83QxCcC4zqkFQqbL334cfKQwkEwAQXXJd8BTtpDAVc1NUuFcUQFsVNfx4FHK2zjEbAorQbPt9cPftYcPTm8.jpeg

1672344690977_010726.jpg

"উপসংহার"

এই ছিলো গত সপ্তাহের সাপ্তাহিক কার্যক্রম। যদিও সপ্তাহটি যেমন ভেবেছিলাম, তেমন কাটেনি। তবে আশাকরি খুব তাড়াতাড়ি সমস্ত কিছু পূর্বের মতো স্বাভাবিক হয়ে যাবে, আর কমিউনিটির কার্যক্রমও পূর্বের মতো ধারাবাহিক ভাবে চলতে থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।

Sort:  
Loading...
 9 days ago 

দিদি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনার একটি সপ্তাহের সমস্ত কার্যক্রম খুব ভালোভাবেই আমাদের কাছে উপস্থাপনা করার জন্য।

আপনি একদম ঠিক বলছেন বাংলাদেশের পরিস্থিতি আমরা চাইলেও পরিবর্তন করতে পারবো না, অবশ্যই দূর থেকে দোয়া করা ছাড়া আমাদের আর করণীয় কোন কিছু নাই আপনার মত আমিও চাই আবার আগের মত শান্তি ফিরে আসুক।

যেহেতু আমরা অধিকাংশ মানুষ বাংলাদেশ থেকে এখানে কাজ করি তাই বাংলাদেশের ইন্টারনেট সংযোগ খুব ভালো না হওয়ায় গত সপ্তাহে হ্যাংআউট ও টিউটোরিয়াল কোনটাই করা সম্ভব হয় নাই। তবে ইনশাল্লাহ আমরা এই সপ্তাহে সবার সাথে কথা বলতে পারব আশা করা যায়।

TEAM 1

Congratulations!

Your post has been supported by THE QUEST TEAM. We support quality posts, good comments anywhere, and any tags


post.PNG

Curated by : @stef1

 9 days ago 

Thank you @stef1 ma'am for your support. 🙏

 8 days ago 

আপনি প্রত্যেক সপ্তাহে আপনার সাপ্তাহিক কাজ গুলো আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে সাজিয়ে উপস্থাপনা করেন যা দেখে আমি অনেক আনন্দিত পায়। এবং আপনি এতটা ব্যস্ততা থাকেন যে তার মধ্য থেকে কমিউনিটির জন্য আপনি অনেক সময় দিয়ে থাকেন যা দেখে আরো বেশি ভালো লাগে।

এবং বাংলাদেশের অবস্থা অনেকটা খারাপ থাকার জন্য টিউটোরিয়াল ক্লাস ও হ্যাংআউট অনুষ্ঠিত হতে পারছে না যা আমরা সবাই জানি এবং আমরা অনেক মিস করছি এক সাথে অনেক দিন হলো কারো সাথে কথা হয় না।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61110.96
ETH 2649.39
USDT 1.00
SBD 2.58