"The weekly job I concluded being a Co-Admin"

in Incredible India2 months ago
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...xkzbSmMZop4uhwwDE7FcPLNtoxVmrQpeFTvA5JghDXuGyEDEGQUYCQ3GUyy3fUS43t6MRidaYVAkqbqPBW15EaeEDZj8iagGvqreTFKwzh3kivt7C6sG6SD7QA.png
"Edited by canva"

Hello,

Everyone,

আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের দিনটি বেশ ভালো কেটেছে।

গতকাল থেকে এখনও পর্যন্ত আমাদের কমিউনিটির প্রায় বেশিরভাগ মানুষের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি, যেটা মানসিক দিক থেকে অনেকখানি শান্তি দিয়েছে। তবে কিছু মানুষের খবর এখনও পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি, আশা করছি খুব তাড়াতাড়ি তাদের সাথেও যোগাযোগ করতে পারবো।

গতকাল থেকে পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে ঠিকই, তবে নেটওয়ার্ক এখনও পর্যন্ত স্থায়ী হয়নি। তবে আশা করছি আর দু একদিনের মধ্যে সকলেই পূর্বের মতো কাজ শুরু করতে পারবেন।

আসলে মাঝখানের কয়েক দিন যেভাবে অতিবাহিত হয়েছে, তাতে বাংলাদেশে বসবাসকারী প্রতিটি মানুষের স্বাভাবিক জীবন যাপন ব্যহত হয়েছে। তেমনি আমাদের কমিউনিটির বেশ কিছু কাজও নিয়মমাফিক করা হয়ে ওঠেনি। তবুও যেহেতু আজ সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপনের দিন, তাই ভাবলাম যেটুকু কাজ গত সপ্তাহে করা হয়েছে, সেটুকু দিয়েই আজকের সাপ্তাহিক রিপোর্ট আপনাদের সাথে শেয়ার করি।

1672344690977_010726.jpg

"কমিনিটিতে আয়োজিত সাপ্তাহিক কার্যক্রম"

সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস/আর্ট ক্লাস/হ্যাং আউট কোনোটাই করা সম্ভব হয়নি গত সপ্তাহে। কারণটা আপনারা প্রত্যেকেই জানেন। যাদেরকে নিয়ে প্রতি সপ্তাহে আমাদের এই সাপ্তাহিক আয়োজন করা হয়, তাদের মধ্যে থেকে কারোর সাথেই যোগাযোগ করা সম্ভব হয়নি। সুতরাং দু একজনের উপস্থিতিতে টিউটোরিয়াল ক্লাস করার থেকে ক্লাসটি একটা সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়াই শ্রেয় বলে মনে হয়েছে। তবে আশা করছি এই সপ্তাহে একটা দিন আমরা অবশ্যই টিউটোরিয়াল ক্লাসের আয়োজন করতে পারবো।

1672344690977_010726.jpg

"কমিউনিটিতে চলমান কনটেস্ট"

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo14DXKfpuFeCYDmDZsZKGb3vX1Cafda3XwhZLR959FJKZ6WrC7ZFR1YXfZcotvCpn6CJVdvQqCyCehvChc.png

এই মুহূর্তে কমিউনিটিতে, আমাদের কমিউনিটি কর্তৃক আয়োজিত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের কনটেস্ট চলছে এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের সকলের যে অভিজ্ঞতা হয়েছে, সেই বিষয়টিকে মাথায় রেখে অ্যাডমিন ম্যাম এই সপ্তাহের কনটেস্টের বিষয়বস্তু হিসেবে একটি গুরুত্বপূর্ণ টপিক নির্বাচন করেছেন।

এই টপিকের বিষয়ে আপনাদের প্রত্যেকের মতামত আশা করছি পোস্টের মাধ্যমে পড়ার সুযোগ হবে। কারণ স্বাধীন দেশের একজন নাগরিক হিসেবে, আপনাদের প্রত্যেকের মতামতের উপরেই দেশের ভবিষ্যৎ নির্ভর করে। তাই আপনি বা আপনারা কি ভাবছেন, সেই বিষয়টিকে পোস্টের মাধ্যমে আমাদের সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইলো।

কমিউনিটি কনটেস্ট

1672344690977_010726.jpg

"অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত কনটেস্ট সংক্রান্ত কার্যাবলী"

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzhhtauWAwZ9Ji4ygSktfory3qRs9dwnZ4p7jwVsygxNnDx2fn4HrvTLRbuNVPYQBbHBJC8HmMAcdyjMkA.png

অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের কনটেস্ট ইতিমধ্যেই শেষ হয়েছে। যদিও খুব কম সংখ্যক মানুষ কনটেস্টে অংশগ্রহণ করতে পেরেছিল। কারণ কনটেস্ট চলার ঠিক মাঝামাঝি সময় থেকেই, নেটওয়ার্কের এই সমস্যা দেখা দিয়েছিলো। ফলত অনেকেই সময় থাকলেও নেটওয়ার্কের কারণে নিজেদের প্রতিভা, পোস্টের মাধ্যমে তুলে ধরার সুযোগ পাননি।

তবে পরবর্তীতে নিশ্চয়ই কোনো না কোনো ভাবে তাদের প্রতিভা সম্পর্কে জানার সুযোগ হবে। তবে যে কয়েকজন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে থেকে সেরা পোস্ট নির্বাচন করে, ইতিমধ্যেই অ্যাডমিন ম্যাম কনটেস্টের উইনার অ্যানাউন্স করেছেন। আশা করছি আপনারা অবশ্যই সেই পোস্টটি পড়েছেন।

প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহেও এই কনটেস্টে অংশগ্রহণকারী প্রতিটি ইউজারের ডিটেলস আমি বের করেছিলাম। আর অ্যাডমিন ম্যামের কাছে মেলের মাধ্যমে সেগুলো পাঠিয়েছিলাম।

Winners announcement Post

1672344690977_010726.jpg

"সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট"

এনগেজমেন্ট রিপোর্টের মাধ্যমে আমি কমিউনিটিতে কর্মরত অ্যাক্টিভ ইউজারদের পোস্ট ও কমেন্টের সংখ্যা আপনাদের সাথে শেয়ার করি। তবে আপনারা প্রত্যেকেই জানেন এই সপ্তাহে পোস্টের সংখ্যা ও কমেন্টের সংখ্যা কারোর ব্যক্তিগত সমস্যার কারণে নয়, বরং বাংলাদেশ ব্যাপী নেটের সমস্যার কারণে বৃদ্ধি করা সম্ভব হয়নি।

তাই সেই কারণটিকে মাথায় রেখে আমি এই সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপন করিনি। তবে আশা করছি খুব দ্রুত সমস্ত কিছু স্বাভাবিক হবে এবং সকলেই নিজেদের মতন করে আগের মতন এনগেজমেন্ট বৃদ্ধি করা শুরু করবেন। আর আমিও এই সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপন করতে পারবো।

1672344690977_010726.jpg

"বুমিং সংক্রান্ত কার্যাবলী"

IMG_20240722_102447.jpg

বুমিং সংক্রান্ত কাজের দায়িত্বটি অন্যান্য সপ্তাহের মতন আমাকে গত সপ্তাহেও পালন করতে হয়েছে। যেখানে পোস্ট নির্বাচন করতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছিলো। কারণটা অবশ্য আপনারা প্রত্যেকেই জানেন। তবে এখনও পর্যন্ত সঠিক ভাবে বুমিং এর কাজটি করতে পেরেছি এবং আগামীতেও চেষ্টা করবো, যাতে সঠিকভাবেই কাজটি করে যেতে পারি।

1672344690977_010726.jpg

"কমিউনিটিতে শেয়ার করা আমার সাপ্তাহিক পোস্ট"

No.DateTitleThumbnail
01.19-07-2024"The weekly job I concluded being a Co-Admin"3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...rw4MDCGnqKJXKuohKmhUwac9xA1JxUfnvbvwV3Fso6JpsPqwvYZWmsSotMW3kx2Wc3vktvHuLiwp5yLuZ4dVHPfaY4wv9LBvuhTHUmTVUXY2gXVynDdc4RojUJ.png
No.DateTitleThumbnail
02.20-07-2024"বাঙালির আবেগ- রবীন্দ্র সঙ্গীত "JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yPHjUYZV8wqD527t3V1TQbUUxHW8tJuKgF24FCAdnDCfoePjqAbWZkyZ5ggD9B1jiDWgcdoQTc6f3AC1ku3QHKtAT6iDc.jpeg
No.DateTitleThumbnail
03.21-07-2024Better life with steem-The Diary G20th July, 2024JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81b6SDSAmDdqj3uSB8gmsWVtstryGr6L9W4bf2puuDrzXDSDn79oDotfy1h7sZRKCWZV5p36orTdLGeuPS31yc6Vj5wHCz.jpeg
No.DateTitleThumbnail
04.22-07-2024Contest of July #2 by @sduttaskitchen-My talent, my pride!JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81bMwaygXadNe219P5tTvzGrau78ukwWoVcnA9V2hbF1yn2cLwvqz4rjKNcRrCS1yt9LwrrGKP14Bc1iti8hq4kznPhvBp.jpeg
No.DateTitleThumbnail
05.24-07-2024"মানসিকভাবে বড্ড কান্ত বোধ করছি আজকাল"JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ymA2EX9NJY1JJMRGLzLmg51qkmodM2a1fSFqwEYByZyZkMN9MzqbeA32ZvfLfqk6mN8vbBnxGzifLLF4YrUuK55jymDqx.jpeg

1672344690977_010726.jpg

"উপসংহার"

গত সপ্তাহের সাপ্তাহিক রিপোর্টটি উপস্থাপন করতে একদিন দেরি হয়ে গিয়েছিলো। তবে এই সপ্তাহে আবার সঠিক দিনেই করলাম। আশাকরছি গত সপ্তাহে সাপ্তাহিক যে কার্যক্রম গুলো নেটওয়ার্কের সমস্যার কারণে করা সম্ভব হয়নি, সেগুলো নেটওয়ার্ক স্থায়ী হলে অবশ্যই করা সম্ভব হবে।

সব থেকে বেশি যে জিনিসটির জন্য অপেক্ষা করছি, সেটি হল পরিবারের সকল সদস্যদের সাথে কথা বলা। এই মুহূর্তে নেটওয়ার্ক এতটাই দুর্বল যে, কারোর সঙ্গে কথা বলা সম্ভব নয়। এই কারণেই আরো দুই-একদিনের অপেক্ষা।

আশাকরি তারপর পুনরায় পূর্বের মতন আমাদের কথোপকথন শুরু হবে। সেই দিনের অপেক্ষায় রইলাম।আজকের সাপ্তাহিক পোস্ট এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।

Sort:  
Loading...
 2 months ago 

Congratulations for your support to the community

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60045.81
ETH 2420.35
USDT 1.00
SBD 2.43