Incredible India monthly contest of July#2|Necessary resources for the development.
|
---|
Hello,
Everyone,
আশাকরছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের প্রত্যেকেরই আজকের দিনটি অনেক ভালো কেটেছে।
আজ আমি অংশগ্রহণ করতে চলেছি আমাদের কমিউনিটি কর্তৃক আয়োজিত জুলাই মাসের দ্বিতীয় কনটেস্টে, যার বিষয়বস্তু হিসেবে অ্যাডমিন বেছে নিয়েছেন, দেশের উন্নয়নকে।
এই উন্নয়নের বিষয়ে নিজস্ব মতামত উপস্থাপনের জন্য বেশ কয়েকটি প্রশ্ন তিনি রেখেছেন, আজ সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার মাধ্যমে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছি।
আশা করছি সকলে নিজস্ব মতামত এই কনটেস্টে অংশগ্রহণের মাধ্যমে শেয়ার করবেন। নিজস্ব মতবাদ শেয়ার করার আগে কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আমি আমার তিনজন বন্ধু @whizzbro4eva, @wilmer1988 ও @mahmud552 কে আমন্ত্রণ জানাই।
|
---|
source |
---|
"উন্নয়ন" কথাটা ছোটো হলেও এর মধ্যে অনেক বড় অর্থ লুকিয়ে থাকে। একটি দেশকে যদি প্রকৃত অর্থে উন্নত করতে হয়, তাহলে সেই দেশের সার্বিক উন্নয়ন প্রয়োজন অর্থাৎ, একটা দেশকে সঠিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে বিভিন্ন দিকের সমন্বিত উন্নয়ন প্রয়োজন। কোনো একটি দিককে উন্নত করলে দেশের সার্বিক উন্নয়ন কোনো ভাবেই সম্ভব নয়।
ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, উন্নয়ন মানে শুধুমাত্র দেশের উন্নতির কথা ভেবে যে কোনো সিদ্ধান্ত নেওয়া সঠিক নয়। কারণ সেই সিদ্ধান্ত গুলো নেওয়ার আগে অবশ্যই জনসাধারণের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে, সেই দিকটাতেও নজর রাখা অবশ্যই গুরুত্বপূর্ণ।
কারণ দেশ চালানোর ক্ষেত্রে উন্নয়ন যেমন জরুরী, ঠিক তেমনি দেশের জনগণ যদি না থাকে তাহলে, সেক্ষেত্রে দেশ উন্নয়ন করা কোনোভাবেই সম্ভব নয়। কারণ হিসেব করলে দেখা যায় দেশে বসবাসকারী সকল নাগরিকের অংশগ্রহণও দেশের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাই ব্যাক্তিগত ভাবে আমি মনে করি, উন্নয়নের কথা ভাবতে গেলে, সেটা দেশের এবং দেশের জনগণের কথা মাথায় রেখেই ভাবা উচিত। যাতে দেশের সাথে সাথে জনগণের জীবনও যেন উন্নতির দিকে অগ্রসহ হয়। তবেই বোধহয় প্রকৃত অর্থে দেশের উন্নয়ন সম্ভব।
|
---|
যেমনটা আমি আগেই বললাম, দেশের উন্নয়নের ক্ষেত্রে কোনো একটি দিক নয়, সমন্বিতভাবে বেশ কিছু দিক উন্নয়নের কথা ভাবলে, কেবলমাত্র তখনই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। একটা দেশকে সঠিকভাবে চালনা করার ক্ষেত্রে শিক্ষার উন্নয়ন, কর্মসংস্থানের উন্নয়ন, আর্থিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, সামরিক উন্নয়ন, ইত্যাদি আরও অনেক দিকে উন্নয়নের প্রয়োজন।
এর মধ্যে থেকে যদি কোনো একটি ক্ষেত্রে উন্নয়ন করা হয় এবং বাকি ক্ষেত্রগুলি উপেক্ষা করা হয়, তাহলে কখনোই একটি দেশের সার্বিক উন্নয়ন হতে পারে না। এই সমস্ত কিছুর মিলিত উন্নয়নেই, একটি দেশকে সঠিকভাবে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
|
---|
source |
---|
খুব সত্যি কথা বলতে, সার্বিকভাবে দেশের উন্নয়ন করতে গেলে আদেও কোন কোন দিক নজর রাখা প্রয়োজন বা কোন ক্ষেত্রটির উন্নয়ন সবথেকে বেশি প্রয়োজন, এই বিষয়টি সম্পর্কে কখনোই সেভাবে ভাবা হয়নি। আজ এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিষয়টি নিয়ে একটু গভীরভাবেই ভাবলাম। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাই উন্নয়ন সম্পর্কে আমি আমার নিজস্ব অভিমতে ব্যক্ত করব। আর এই কারণেই আমি বেছে নেবো শিক্ষাকে।
আমি বিশ্বাস করি, একটি দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে দেশের প্রতিটি মানুষের সবার প্রথমে সঠিক শিক্ষার প্রয়োজন। সঠিক শিক্ষা এ কারণেই বললাম কারন আজকালকার দিনের শিক্ষাব্যবস্থা এতটাই নিম্নগামী যে, এই শিক্ষা ব্যবস্থা থেকে ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস উঠে গেছে।
তাই শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় শিক্ষিত করলে কোনো ছাত্র বা ছাত্রী যে দেশের কল্যাণের বা উন্নয়নের জন্য ভাবে, এ কথা আজ আমি বিশ্বাস করি না। বর্তমানে দিনে শিক্ষা ব্যবস্থা এতটাই অনুন্নত যে, সেখানে শিক্ষক বা শিক্ষিকা হিসেবে নিয়োজিত মানুষেরা নিজেরাই সঠিকভাবে শিক্ষিত নয়। এমন উদাহরণের সত্যিই আজ অভাব নেই। তাই তাদের দ্বারা কখনোই ছাত্র-ছাত্রীদের মানুষের মত মানুষ হিসেবে গড়ে তোলার সম্ভব নয়।
source |
---|
শিক্ষক-শিক্ষিকা হিসেবে যে মৌলিক দায়িত্ববোধ তাদের মধ্যে থাকা উচিত, সেই জায়গাতেই তারা সব থেকে বেশি পিছিয়ে। আজকালকার দিনে এই দায়িত্বকে তারা শুধুমাত্র নিজেদের চাকরি মনে করে এবং মাসিক মাইনের বিনিময়ে কয়েক ঘন্টা স্কুলে সময় কাটিয়ে যায়। তবে কতখানি সঠিকভাবে ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তুলতে পারে সে বিষয়ে আমি সন্দিহান।
তবে আজও এই ধরনের অসংখ্য শিক্ষক শিক্ষিকাদের ভিড়ে, প্রকৃত শিক্ষক শিক্ষিকা লুকিয়ে থাকেন যারা সত্যিকারের অর্থে বিদ্যার্থীদের সঠিক শিক্ষা দিয়ে থাকেন। দেশ ও দশের উন্নয়নের ক্ষেত্রে তাদের ভূমিকার কথা শিখিয়ে থাকেন, সামাজিক মূল্যবোধ জাগিয়ে তুলতে সাহায্য করেন।
পুরনো দিনের শিক্ষক-শিক্ষিকাদের সাথে ছাত্রছাত্রীদের সম্পর্ক ছিল অভিভাবকের মতো। আজও যখন প্রাইমারি স্কুলের শিক্ষকদের সাথে রাস্তায় দেখা হয়, শ্রদ্ধা মাথা নত হয়ে যায় আমাদের।।
কিন্তু বর্তমানে শিক্ষক-শিক্ষিকাদের সাথে বিদ্যার্থীদের সম্পর্ক একদমই ভিন্ন। ছোটবেলা থেকেই জেনে এসেছি বাবা-মায়ের পরে আমাদের জীবনে শিক্ষক-শিক্ষিকাদের স্থান। তবে বর্তমানে বেশিরভাগ শিক্ষক-শিক্ষিকার সেই সম্মানের জায়গাটা ধরে রাখতে পারেন না। এই কারণেই ধীরে ধীরে শিক্ষা ব্যবস্থার মান এতটাই নিম্নগামী। যা দেশের সার্বিক উন্নয়নে অনেকটাই বাধা সৃষ্টি করে।
source |
---|
এছাড়াও শিক্ষাক্ষেত্রে পরিকাঠামোও আরও বেশি উন্নত হওয়া উচিত। কারণ এই সমস্ত শিক্ষা ব্যবস্থার মাঝেও অনেক মেধাবী ছাত্র-ছাত্রী রয়েছে, তারা দেশে সঠিক পরিকাঠামো না থাকার অভাবে দেশের বাইরে গিয়ে পড়তে পছন্দ করে, আর তারপর কর্মসূত্র তারা দেশের বাইরেই থেকে যায়।
তাই দেশে শিক্ষার পরিকাঠামো সঠিক হলে এবং কর্ম সংস্থানের সুযোগ থাকলে, তারাই কিন্তু দেশের উন্নয়ন অনেকখানি এগিয়ে নিয়ে যেতে পারবে বলেই আমার বিশ্বাস।
|
---|
উন্নয়ন সম্পর্কে এই ছিল আমার নিজস্ব মতামত। যদিও আমি প্রথমেই বলেছি, এই বিষয়ে আগে কখনোই তেমন গভীরভাবে চিন্তাভাবনা করা হয়নি, তবে যতটুকু বুঝতে পারি সেই বোঝার ভিত্তিতেই আজ উপরোক্ত কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর অপেক্ষায় রইলাম আপনাদের সকলের মতামত জানার। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।