My weekly report (Moderator & Discord in Charge)|| 12th November-2023||

in Incredible India7 months ago

Hello Friends,
প্রথমেই সকলের জন্য রইলো দীপাবলির শুভেচ্ছা। বিগত সপ্তাহের প্রতিটি দিন ছিল আমার জন্য একটু অন্যরকম। আপনারা কেমন আছেন সকলে। আশাকরি, সকলেই ঈশ্বরের ইচ্ছাতে ভালো আছেন।

বিগত একটি সপ্তাহ অতিবাহিত করার পর আবার আমি আজ আপনাদের সাথে ভাগ করে নিতে চলে এসেছি আমার সকল সক্রিয়তা। আশাকরি ,আমার আজকের সাপ্তাহিক প্রতিবেদনটি আপনাদের জন্য তথ্যবহুল হবে।

Tutorial class:-

IMG_20231113_114437.jpg

ইং, 07-11-2023 মঙ্গলবার আমাদের কমিউনিটির সকল সক্রিয় স্টিমিয়ানদের সাথে একটি তথ্যবহুল ক্লাস অনুষ্ঠিত হয়েছিল। ক্লাসের শুরু থেকেই ১৬জন সক্রিয় স্টিমিয়ান উপস্থিত ছিলেন। তবে পরবর্তীতে আরো কিছু সক্রিয় স্টিমিয়ান ক্লাসে যোগ দিয়েছিলেন।

IMG_20231113_110754.jpg screenshot

টিউটোরিয়াল ক্লাসের আলোচ্য বিষয়ঃ

Steemit Update [ November 7th, 2023 ] : The Steemit Awards 2023

➡️এই প্রতিযোগিতা সম্পর্কে আমার তেমন কোনো ধারণাই ছিল না। শুধু মাত্র আমি না, বরং অনেকেরই ছিল না। কারণ কেউ কেউ সবে হলো এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন। শ্রদ্ধেয়া, @sduttaskitchen ম্যামকে অসংখ্য ধন্যবাদ টিউটোরিয়াল ক্লাসে সকলের সম্মুখে বিষয়টি সহজভাবে উপস্থাপন করার জন্য।

✅শ্রদ্ধেয়া, @sduttaskitchen ম্যাম trx সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছিলেন। এই মুহূর্তে pause করে আছে। কি কারণে রাখা আছে সেই বিষয়টি ও উপস্থাপন করেছিলেন।

✅ Crypto coin/token price ups and downs এর বিষয়ে কথা বলেছিলেন। আমাদের কমিউনিটির সকল স্টিমিয়ানদের power increase এ উৎসাহিত করেছিলেন। এই প্ল্যাটফর্মে wallet power অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ।

✅ ম্যাম, আরো একবার বিগত ক্লাসে বলেছিলেন যে vote granted না। Vote discussion one kind of spamming.

✅ম্যাম, পোস্টের বিষয়ে কথা বলেছিলেন। আমাদের সকলের পোস্ট যেন শিক্ষামূলক বার্তা বা কোনো না কোনো তথ্য বহন করে, এরকমটাই বলেছিলেন।

Hangout::-

IMG_20231113_114629.jpg

আপনারা সকলেই অবগত যে আমাদের কমিউনিটিতে প্রতি সপ্তাহে একটি টিউটোরিয়াল ক্লাসের পাশাপাশি হ্যাংআউটের আয়োজন করা হয়। বিগত সপ্তাহেও সেইটার ব্যতিক্রম হয়নি।

তবে আমাদের কমিউনিটিতে অনুষ্ঠিত বিগত সপ্তাহের হ্যাংআউটে বিনোদনের পরিবর্তে কাজের কথা হয়েছিল। কারণ এটা আমরা সকলেই জানি যে এখানে আমাদের সকলের উদ্দেশ্য এটাই যে নিজেকে উপস্থাপন করা এবং নিজের কাজের মূল্যায়ণ পাওয়া।

যেদিন আমাদের হ্যাংআউট ছিল ঐ দিন থেকেই সকলের প্রত্যাশিত সেই SBD ৭০% ছাপানো শুরু হয়েছিল। ম্যাম আমাদেরকে সেই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন। সকলকে সতর্ক করেছিলেন যে আমরা যেন কেউ লোভের বশবর্তী হয়ে অনৈতিক কাজ না করি। কারণ এই প্ল্যাটফর্মে অসৎ মানুষের কোনো স্থান নেই।

কমিউনিটির উন্নতির স্বার্থে মডারেটর এবং ডিসকোর্ড ইন চার্জ হিসেবে আমার করণীয় কাজ।"

PhotoCollage_1699856238358.jpg

পোস্ট যাচাইকরণের সময় মাঝেমধ্যেই কিছু বিরক্তিকর বিষয় সামনে চলে আসে। যেমন বিগত সপ্তাহে একজন reputed steemian এর কোনো club maintain ছিল না। কিন্তু কি আর করা আমাদের কমিউনিটিতে প্ল্যাটফর্ম নিয়মবহির্ভূত কোনো কাজ গ্রহণ করা হয় না। তাই স্ক্রিনশটের মাধ্যমে উপস্থাপন করেছিলাম। এবং ঐ স্টিমিয়ানকে power up করতে বলেছিলাম।

IMG_20231113_122357.jpg

বিগত সপ্তাহে একটি তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। এটা ঐ সময় বুঝতে পেরেছিলাম যে আমাদের academic শিক্ষার থেকেও মানবিক বা পারিবারিক শিক্ষা গুরুত্বপূর্ণ। আমরা সততার কথা বলি, কিন্তু স্বার্থে আঘাত পড়লেই, সততা মনে হয় জানালা দিয়ে পালিয়ে যায়।

তাছাড়া বিপদ কেটে গেলে কৃতজ্ঞতা প্রকাশ করার কথা আর মনে থাকে না। যাইহোক, এই প্ল্যাটফর্মের প্রতিটি কমিউনিটি এক একটি পারিবার স্বরূপ, তাই নিজ পরিবারের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত।

IMG_20231113_123832.jpg

ইতিপূর্বে ও আমরা ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে স্টিমিয়ানদের যাচাইকরণ সম্পন্ন করেছি আর এখনো করছি। কারণ প্ল্যাটফর্মে দিন দিন spamming and multiple account holder বৃদ্ধি পাচ্ছে।

PhotoCollage_1699857724194.jpg

আমাদের কমিউনিটিতে চৌর্যবৃত্তি ০% গ্রহণ করা হয়। স্টিমিয়ান হোক নতুন বা পুরাতন, এটা গুরুত্বপূর্ণ না। তবে হ্যাঁ, নতুনদের জন্য আমরা পুনরায় ভয়েসে ডেকে এইটা সম্পর্কে বোঝানোর চেষ্টা করি।

আমার পোস্ট যাচাইকরণের তালিকা:

DatePost Count
👉06-11-202310
👉07-11-202311
👉08-11-202307
👉09-11-202305
👉10-11-202305
👉11-11-202306
👉12-10-202306

✅Here is my tutorial post for various steemians:-
👇👇

By piya3TitleThumbnail
TutorialHow to take and use copyright free photos from Google

বিগত সপ্তাহে আমার পোস্ট:-

No.DateTitleThumbnail
01.06-11-2023weekly report
02.07-11-2023The Diary Game
03.08-11-2023How to take and use copyright free photos from Google
04.09-11-2023How to take & use copyright free photos from free sites. Part-2
05.10-11-2023How to start your first trade in binance.💸
06.11-11-2023Binance Magic Settings 🛠️⚙️
07.12-11-2023The Steemit Awards 2023:- My Nominations

এছাড়াও আমাদের কমিউনিটিতে যে বুমিং সমর্থন আছে, প্রতিদিন সেই পোস্ট চেক করার কিছু কাজ আছে আমার। পাশাপাশি ডিসকর্ডে মাঝেমধ্যেই ভয়েসে কথা বলার প্রয়োজন হয়।

বার্তা:
সর্বদাই আমাদের উচিত নিজের কাজের প্রতি মনোযোগী হওয়া। কারণ ঈশ্বর সৎ ও পরিশ্রমী মানুষের সঙ্গ দিয়ে থাকেন। স্বয়ং ঈশ্বর যার সাথে থাকেন, তাঁর সফলতা কি কেউ ঠেকাতে পারে?!

আমার আজকের প্রতিবেদনটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

END

Sort:  
 7 months ago 

Good job done 👍

 7 months ago 

Thank you so much ma'am.🙏

 7 months ago 

একসাথে কত কাজ করেন আপনি পিয়া দিদি? আমি তো আজকে আপনারই রিপোর্ট পড়ে খুবই আশ্চর্য হলাম যে আপনি একটি সপ্তাহে কত কাজ করেছেন। আবার এ কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে লেখা এতটা সহজ নয়। আপনি যে অত্যন্ত পরিশ্রম করেন এই পোস্টই তার ।প্রমাণ ভালো থাকবেন। আপনার জন্য অনেক প্রার্থনা রইলো।

এতোসব একসাথে করেন কি ভাবে! Salute to YOU.

Loading...
 7 months ago 

সকল প্রতিকূলতা এড়িয়ে এরকম একটি প্রতিবেদন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ দিদি।

 7 months ago (edited)

প্রথমেই বলব আপনি একজন ধৈর্যশীল নারী। আমি আপনার সম্পূর্ণ পোস্টটা পড়ে অনেক অবাক হয়েছি আপনি একটা সপ্তাহে কত কাজ করেছেন এবং প্রতিটা কাজ খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন সত্যি আবাক হওয়ার মত, আমি আপনার জন্য প্রার্থনা করছি সামনের দিনগুলো‌ এভাবে কাজ করে যেতে পারেন।

 7 months ago (edited)

ভালো লাগলো, প্রথম বার আমাকে কেউ একজন ধৈর্য্যশীল বলল। সত্যি বলতে আমি একদমই ধৈর্য্যশীল না, তবে নিজেকে তৈরি করার চেষ্টা করছি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64453.36
ETH 3507.44
USDT 1.00
SBD 2.56