বন্ধুর গায়ে হলুদ অনুষ্ঠান এবং বিয়েতে কাটানো কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগ11 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

Photo by @winkles

আজকে আপনাদের সাথে আমার বন্ধু 'ব্ল্যাকস' এর বিয়েতে কাটানো কিছু মুহূর্তের আলোকচিত্র শেয়ার করবো। গত ১৮ তারিখ আমার বন্ধুর শুভ বিবাহের দিন ছিল। তার আগে রীতি অনুযায়ী গায়ে হলুদের অনুষ্ঠান পর্ব ছিল। মোটামুটি গায়ে হলুদের অনুষ্ঠান পর্ব সকাল সাড়ে ১০ টার দিকে অনুষ্ঠিত হয়েছিল, তবে আমি সাড়ে ৮ টার মধ্যে সেখানে চলে গিয়েছিলাম এবং ঠাকুর মশাইয়ের সব নির্দেশ অনুযায়ী বৌদির সাথে হাত মিলিয়ে সব পুজোর জিনিসপত্র ঠাকুরমশায়ের কাছে এগিয়ে দিয়েছিলাম। এরপর ঠাকুর মশাই সেই হিসেবে সবকিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছিল। এরপর সময় মতো আমার বন্ধুকে ডাকা হলে সে রেডি হয়ে ছাদের উপরে চলে আসে যেখানে গায়ে হলুদের সমস্ত অনুষ্ঠান কার্য সম্পন্ন করা হবে।

Photo by @winkles

Photo by @winkles

প্রথমে পুজোর কাজ সম্পন্ন করা হয় ঠাকুরমশায়ের হাত দিয়ে এবং তার মধ্যে বৌদি হলুদ শিলপাটায় বেটে নিয়েছিল। এরপর গায়ে হলুদের পর্বের অনুষ্ঠান শুরু হয়। গায়ে হলুদ মাখানোর সাথে সাথে অন্যান্যরাও একটু হলুদ মাখা খেলে নিলো এবং পরে স্নান করানো হয়। পরে এই হলুদ আবার মেয়ের বাড়িতে পাঠানো হয়ে থাকে। এরপর আমরা কয়েকজন বন্ধুর সাথে ছবি তুলে নিলাম এবং পরে যেসব বাকি কাজকর্ম ছিল সেইগুলো সব সম্পন্ন করে বাড়ির দিকে চলে এসেছিলাম, কারণ আবার বরযাত্রী যেতে হবে, তাই একটু বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। এরপর আবার মোটামুটি ৬ টার দিকে বরযাত্রী হিসেবে সবাই রওনা দিয়েছিলাম তত্ব নিয়ে।

Photo by @winkles

বরযাত্রী হিসেবে আমাদের তরফ থেকে প্রায় অনেকজনেই গিয়েছিলাম, ১০ টা গাড়ি ভাড়া করা হয়েছিল সেই হিসেবে। যাইহোক, আমরা সবাই যার যার মতো গাড়িতে বসে চলে গিয়েছিলাম এবং প্রায় ঘন্টাখানিকের মধ্যে জায়গায় পৌঁছিয়ে গিয়েছিলাম, তবে সাধারণত এতো সময় লাগে না, ঠিক করে ওইদিনই রাস্তায় জ্যাম ছিল অতিরিক্ত। যাইহোক, এরপর আমরা তত্ব নিয়ে বিয়ে বাড়িতে রেখে দিলাম এবং সবাই ফটোশ্যুট করে দিয়েছিলাম। আসলে বন্ধুর বিয়ে মানে একটা অন্যরকম আনন্দ,অনুভূতি। এই ফিলটা এই একটি মাত্র সময়ে অনুভব করা যায়।

Photo by @winkles

Photo by @winkles

আমরা গিয়ে মোটামুটি ফটো তোলা আর খাওয়াদাওয়া শুরু করে দিয়েছিলাম ইচ্ছামতো ( ড্রিংক, কাবাব )। এই করতে করতে মোটামুটি অনেক্ষন কেটে গেলো এবং এরপর বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায় আর সবকিছু ভালোভাবেই সম্পন্ন হতে থাকে । এরপর আমরা উপরের তলায় খেতে চলে গিয়েছিলাম, যেহেতু বুফে সিস্টেম তাই বেশিরভাগ ক্ষেত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে। বুফে সিস্টেমে দাঁড়িয়ে খেতে একটা আলাদা মজার ব্যাপার আছে, কিন্তু এটা অনেকে পারে না, কারণ অনেক্ষন ধরে থালা হাতে নিয়ে খেতে গেলে কষ্ট হয়ে যায়। যাইহোক, খাওয়াদাওয়া করতে করতে প্রায় রাত ১২ টা বেজে গিয়েছিলো এবং পরে আমরা গাড়ি করে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 11 months ago 

ইস, আমাদের সৌভাগ্য হলো না বিয়ে খাওয়ার।
যাইহোক অন্তর থেকে দোয়া রইল নতুন দম্পতির জন্য, তারা সুখে শান্তিতে সংসার করুক। আপনি বেশ বিস্তারিত আলোচনা করেছেন বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে। ধন্যবাদ দাদা চমৎকার পোস্টটি উপহার দেয়ার জন্য।

দোয়া রইল পুরো পরিবারের জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আসলেই দাদা বন্ধু বান্ধবের বিয়েতে অনেক মজা করা যায়। বিশেষ করে গায়ে হলুদের অনুষ্ঠানে সবচেয়ে বেশি মজা হয়। ব্ল্যাকস দাদার বাড়ি থেকে তো স্বাগতা দিদির বাড়ি মোটামুটি কাছাকাছি বলা যায়। তবে বর এবং কনের ছবি দেখতে পারলে আরো বেশি ভালো লাগতো দাদা। ব্যুফে সিস্টেমে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, এটা খুব ভালো লেগেছে। দাদা কাবাব এবং ড্রিংকস তো ইচ্ছেমতো খেয়েছেন তাহলে। আপনার বন্ধুর বিয়ের দাওয়াত খেয়ে তো শরীরে ক্যালরি বেড়ে গিয়েছে মনে হয়। জিমে গিয়ে ব্যায়াম করে ক্যালরি বার্ন করতে হবে। সবমিলিয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন দাদা। যাইহোক নবদম্পতির জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। তাদের ভালোবাসার বন্ধন অটুট থাকুক সারাজীবন সেই কামনা করছি। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ব্ল্যাকস দাদা এবং স্বাগতা দিদির বিয়েতে অনেক আনন্দ করেছেন বুঝতেই পারছি দাদা। তবে আপনার বিয়েটা আমরা সবাই কবে দেখতে পাব সেটা আগে বলেন😅। বন্ধু তো বিয়ে করে নিল। এবার আপনার পালা। আর বিয়ে বাড়িতে যদি কাউকে পছন্দ করে নিতেন তাহলে আরো ভালো হতো🤭। তবে যাই বলুন না কেন দাদা বিয়ে বাড়িতে বন্ধুরাই সবচেয়ে বেশি আনন্দ করে। আর কাজের দিক থেকেও তারাই সবচেয়ে বেশি কাজ করে। সবকিছু দারুণভাবে আয়োজন করে। সত্যি দাদা এরকম সুন্দর মুহূর্তের অনুভূতি হয়তো ভাষায় প্রকাশ করা যায় না। তবে বুঝতে পারছি আপনি অনেক ভালো সময় কাটিয়েছেন। আর প্রিয় বন্ধুর বিয়ে বলে কথা। সব মিলিয়ে বেশ দারুন সময় কেটেছে বুঝতে পারছি। ব্যুফে সিস্টেমে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছে জেনে ভালো লাগলো। তাহলে তো খাওয়া-দাওয়া বেশ ভালোই হয়েছে দাদা। আপনার এই পোস্ট দেখে অনেক ভালো লাগলো দাদা। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য এবং নতুন দম্পতির জন্য।

 11 months ago 

তবে আপনার বিয়েটা আমরা সবাই কবে দেখতে পাব সেটা আগে বলেন😅। বন্ধু তো বিয়ে করে নিল। এবার আপনার পালা

ঠিক, এইবার আমার পালা। দ্রুত আসতে যাচ্ছে আবার এইরকম একটা মুহূর্ত।

 11 months ago 

অবশ্যই দাওয়াত চাই দাদা। কতদিন থেকে অপেক্ষায় আছি আমাদের বৌদিকে দেখার। আপনার জীবনে একজন ভালো জীবনসঙ্গিনী আসুক এই প্রার্থনাই করি দাদা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

দাদা আপনি তো দেখছি বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠান এবং বিয়েতে গিয়ে অনেক ভালো সময় অতিবাহিত করেছিলেন। ব্ল্যাকস দাদার বিয়ের আয়োজনটা বেশি ভালোই করা হয়েছিল দেখছি। সবাই মিলে নিশ্চয়ই অনেক আনন্দঘন মুহূর্ত পার করেছিলেন। বরযাত্রী হিসেবে তাহলে অনেক মানুষ গিয়েছিল যেহেতু দশটা গাড়ি ভাড়া করা হয়েছিল। বন্ধুর বিয়েতে মজা করবেন না এটা কিভাবে হয়। তাইতো অনেক ভালো সময়ই পার করেছিলেন সবাই একসাথে এবং অনেক আনন্দ করেছিলেন। এটা ঠিক কথা বন্ধুর বিয়ে মানেই হচ্ছে অন্যরকম, আনন্দ অনুভূতি মনের ভেতর কাজ করে তখন। ফটোশুট ও বেশ ভালোই করেছিলেন বুঝতে পারছি। যেহেতু কিছুক্ষণ পর পর শুধু বলছিলেন, ছবি তুলেছিলেন। অনেক রাত হয়ে গিয়েছিল দেখছি, খাওয়া দাওয়া করতে করতে। যাইহোক সবকিছুই সম্পন্ন করে বাড়ির দিকে রওনা দিয়েছিলেন। নিশ্চয়ই প্রত্যেকটা মুহূর্ত আনন্দের ছিল যেহেতু বন্ধুর বিয়ে। ব্লাকস দাদা এবং স্বাগতা দিদির জন্য ও দোয়া করি, যেন ওনারা ওনাদের দাম্পত্য জীবনের সুখী হয়। ধন্যবাদ দাদা আপনার কাটানো মুহূর্তটা আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য।

 11 months ago 

দাদা খালি বন্ধুদের বিয়ে খেয়েই যাবেন আপনারটা আমরা কবে খাবো😜😜।আমরা কবে হবু বৌদির বাসায় তত্ত্ব দিয়ে যাবো,আপনি কিন্তু বিয়েতে দাওয়াত দিয়েন।হা হা।যাই হোক ভালো লাগলো ছবি এবং লেখা পড়ে।ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 11 months ago 

দাদা খালি বন্ধুদের বিয়ে খেয়েই যাবেন আপনারটা আমরা কবে খাবো😜😜।

খুব শীঘ্রই হতে চলেছে ।

 11 months ago 

বর ও কনের ফটো দেখার ইচ্ছে ছিলো। বিয়ের সাঁঝের কেমন লেগেছে দুজনকে দেখতে ইচ্ছে করছে। যাইহোক বেশ ভালো সময় অতিক্রম করেছেন। বিয়েতে যাওয়ারো খুব ইচ্ছে ছিল সেই আশা ও পূরণ হয়নি।

 11 months ago 

দাদা বুঝতেই পারছি বন্ধুর বিয়েতে আলাদা অনুভূতি কাজ করেছিল এবং অনেক আনন্দ করেছিলেন। তবে একটাই আফসোস দাদা এবং বৌদির বিয়ের ফটোটাই দেখতে পেলাম না। তবে এটা বলাই লাগে আয়োজনটা অনেক বড় ভাবে করা হয়েছে। আর গায়ে হলুদের অনুষ্ঠানটা দেখছি ছাদের উপরে করা হয়েছিল এবং সেখানেই সম্পূর্ণ করেছিলেন। যদি আমরাও উপস্থিত থাকতাম তাহলে হয়তো বরপক্ষ থেকে একটু বেশি গাড়ি ভাড়া করা লাগতো এবং একটু বেশি মানুষ হয়ে যেত। যেহেতু অতিরিক্ত জ্যাম ছিল তাই ঘন্টাখানেক সময় লেগেছিল বুঝতে পারছি দাদা। নিশ্চয়ই আপনারা সবাই একসাথে কব্জি ডুবিয়ে খেয়েছিলেন। ফটো তোলার পর খাওয়া-দাওয়া ইচ্ছে মতো করেছিলেন তাহলে। গায়ে হলুদ অনুষ্ঠানে এবং বিয়ের অনুষ্ঠানে খুব ভালই মজা করেছিলেন নিশ্চয়ই? এবার তাহলে আপনার বিয়ের সংবাদ শোনার সময় হয়ে গিয়েছে দাদা। আশা করছি কয়েকদিন পরে এই সংবাদটাও পেয়ে যাব।

 11 months ago 

আপনার বন্ধু, আমাদের ব্ল্যাকস দাদার গায়ে হলুদ ও বিয়ের দারুণ একটি পোস্ট শেয়ার করেছেন দাদা আপনি। এজন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার পোস্টের মাধ্যমে গায়ে হলুদ ও বিয়ের বিস্তারিত জানতে পারলাম। সেই সাথে জমিয়ে খাওয়া দাওয়া আর ফটোগ্রাফি করেছেন। বন্ধুর বিয়ে মানেই আনন্দ আর আনন্দ।আপনার মাধ্যমে নবদম্পতির জন্য অনেক অনেক শুভ কামনা। আপনার জন্যও শুভ কামনা।

 11 months ago 

আমরা যারা বিয়েতে যেতে পারি নি, তাদের নিশ্চিয়ই এই পোস্ট দেখে আমার মতোই ভালো লাগছে। গায়ে হলুদের জায়গাটা বেশ সুন্দর ব্যবস্থা করা হয়েছিলো দেখলাম। তবে দাদা, এত অল্প ছবি দেখে মন তো ভরলো না... আরো আরো ছবি দেখতে ইচ্ছে করছে। মানে ছবি দেখেই না হয় সাক্ষী হয়ে থাকলাম আমরা বাকিরা।

Posted using SteemPro Mobile

 11 months ago 

তবে দাদা, এত অল্প ছবি দেখে মন তো ভরলো না... আরো আরো ছবি দেখতে ইচ্ছে করছে। মানে ছবি দেখেই না হয় সাক্ষী হয়ে থাকলাম আমরা বাকিরা।

আস্তে আস্তে সবকিছুই শেয়ার করা হবে। দাদার পোস্টে দেখতে পারবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 60323.94
ETH 2395.54
USDT 1.00
SBD 2.54