রথের মেলা ২০২৩

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

গতকাল রাতের দিকে রথের মেলায় গিয়েছিলাম। আমাদের এখানে প্রতিবছর বেশ জাকজমকপূর্ণভাবে রথের মেলা অনুষ্ঠিত হয়। আর রথের দিন ছোটদের দেখা যায় ছোট ছোট রথ নিয়ে রাস্তা দিয়ে টানতে, এইগুলো দেখতেও বেশ ভালো লাগে। প্রতিবছর এই রথের সময় এসে বৃষ্টি নামে ফলে ঠিক করে ভিতরে ঘোরা যায় না কাদার জন্য। এমনিতেও এখন প্রতিদিন টুকটাক করে বৃষ্টি হচ্ছে, তবে সন্ধ্যার দিক থেকে হচ্ছে না বলে যাওয়া যাচ্ছে। তবে আমার যাওয়ার ইচ্ছা ছিল লাস্টের দিন, কিন্তু গতকাল যেখানে গিয়েছিলাম একটা কাজে সেখান থেকে ফিরে আসার পথেই মেলাটা পড়লো তাই গিয়েছিলাম। তবে আমাদের এখানে এই বছর রথের মেলার সাথে সাথে একটি নতুন বিষয় যুক্ত হয়েছে সেটি হলো ইসকন জগন্নাথ রথ যাত্রা, আর এখানে ইসকন মন্দিরের বিভিন্ন ভক্তরাও এসেছে। ইসকন রথ যাত্রাটা অনেক জায়গায় চালু হয়েছে, তবে অন্য কোথাও আগে চালু হয়েছে কিনা জানিনা, কিন্তু বারাসাতে এই বছর চালু হয়েছে। আমাদের এদিকে বা অন্য কোথাও রথ যাত্রা যাইহোক না কেন, রথ মানেই হলো পুরি।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

যারা পুরীর রথ দেখেছে বা সেখানে গিয়েছে তারাই একমাত্র বলতে পারবে। পুরীতে জগন্নাথ দেবের বিশাল বড়ো মন্দির আছে আর এখন এই রথের সময় সেখানে অনেক কিছুর আয়োজন করা হয়ে থাকে। কোটি কোটি মানুষের ভিড় জমায়েত হয় সেখানে, আর রথও বিশাল বড়ো তৈরি করে এবং সেটি টানেও অনেক লোক মিলে। সেখানে আসলে দেখতে যাওয়ার ইচ্ছা থাকলেও ঠিকমতো কিছুই দেখা যায় না ভিড়ের জন্য। অনেক আগে একবার গিয়েছিলাম ২০১৩ এর দিকে কিন্তু গিয়ে ভালোভাবে কিছুই দেখতে পারিনি, এতো ভিড় ঠেলে দেখাও মুশকিল। যাইহোক, আমাদের বারাসাতের লাইনেও অনেক জায়গায় রথের মেলা হয়ে থাকে, কোথাও ছোট করে আবার কোথাও বড়ো করে। তবে আমাদের এখানে বড়ো রথের মেলাতে এখনো যাইনি, ওটাতে একদিন যেতে হবে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

আমি যেটাতে গতকাল গিয়েছিলাম ওটা অনেকটা শর্ট জায়গায় করেছে কিন্তু লোকজনের ভিড় তার থেকেও যেন বিশাল। ভিতরে ঢুকলে মনে হবে আগুনের হিলকি হা হা, আর ভিতরে ঢুকে কোথাও ঠিকভাবে দাঁড়ানোর জায়গা নেই, হাঁটতে থাকতে হবে শুধু, দাঁড়ালেই পিছন থেকে দেবে এক ধাক্কা হা হা। জায়গা ছোট হলেও দোকানপাট বসেছে বেশ, বিভিন্ন ক্যাটাগরির জিনিসপত্র উঠেছে, মূলত যেসব মেলায় ওঠে আর কি। সামনে রথে জগন্নাথ দেবের মূর্তি বসিয়ে রেখেছিলো কিন্তু লাইটিংগুলো মাল্টিপল লাগানো, ফলে ছবিও ঠিকভাবে তোলা মুশকিল, তারপর একজায়গায় দাঁড়ানোও যাচ্ছে না, মানে যা করতে হবে সব চলতি গতিতে। যাইহোক, এরপর আশেপাশে কিছুক্ষন ঘুরলাম আর দোকাপাট দেখলাম কিছু কেনাকাটা করা যায় কিনা।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

কিন্তু কি কিনবো, যা দেখি সবই আছে বাড়িতে, নতুন কিছুই পেলাম না মেলার মধ্যে। তবে ঘুরতে ঘুরতে অনেকদিন বাদে হাওয়াই মিঠাই দেখলাম যেটাকে আবার অনেকে অনেক নামে জানে যেমন কটন ক্যান্ডি আবার সুগার ক্যান্ডি। যাইহোক আমি ছোটবেলায় এই হাওয়াই মিঠাই প্রচুর খেতাম, খুবই পছন্দের ছিল। আমি এটা কিনেও এনেছিলাম, তবে দ্রুত শেষ হয়ে যায়। যাইহোক, গরমে বেশিক্ষন থাকা যাচ্ছিলো না আর তাই টুকটাক কিছু ভিডিও করে বেরিয়ে এসেছিলাম।


রথের মেলার ছোটো একটি ভিডিও লিঙ্ক নিচে দেওয়া হলো---


শুভেচ্ছান্তে, @winkles

ক্যামেরাস্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশনবারাসাত
তারিখ২২.০৬.২০২৩


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

দাদা মেলায় যেতে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু রথের মেলায় কখনোই যাওয়া হয়নি। তবে এর আগের বার অনেক বৃষ্টি হলেও কিন্তু, এখন কিছুটা কম বৃষ্টি হওয়ার কারণে যেতে পারলেন। আপনি বলছেন ছোট্ট জায়গায় অনেক দোকান হয়েছে কিন্তু, আমার কাছে তো দেখে অনেক বড় মেলা মনে হচ্ছে। আর মেলাতে দাঁড়ালেই ধাক্কা খেতে হবে এটা শুনে খুবই হাসি পেল। সত্যিই অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে। বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকানগুলো ভীষণ ভালো লেগেছে। তাছাড়া পুরীর বড় মন্দিরে কোটি কোটি মানুষের ভিড় হয় এই বিষয়টা ভীষণ অবাক করা। একটা মেলাতে এত মানুষ। তবে নিশ্চয়ই আমার মনে হচ্ছে ওই মেলাতে গেলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে আপনার পোস্টের মাধ্যমে আজকের মেলাটা দেখে ভীষণ ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাংলাদেশেও এভাবে করে রথের যাত্রা বের হয়। তবে কখনো যাওয়া হয়নি। তবে আপনার পোস্ট পড়ে মনে হচ্ছে সেখানে অনেক ইনজয় হয়। এছাড়াও বেশ কিছু দোকান ও বসেছে দেখছি, সব মিলিয়ে অনেক চমৎকার একটি সময় অতিবাহিত করেছেন দাদা।

 2 years ago 

রথের মেলায় গিয়ে খুব সুন্দর সময় কাটিয়েছেন দেখে খুব ভালো লাগলো। যদিও প্রচুর গরম লাগছিলো। আপনি রথের মেলায় গিয়ে সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন খুব ভালো লাগলো। মেলায় অনেক কিছুর মাঝে হাওয়াই মিঠাই নিলেন।আমিও আগে পছন্দ করতাম।আমরাও এটাকে হাওয়াই মিঠাই ই বলি।ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য।

Puri Rath 2023
IMG-20230621-WA0045.jpg

 2 years ago 

দাদা, রথের মেলার কথা অনেক শুনেছি, কিন্তু আমার কখনোই দেখা হয়নি। তবে আজকে আপনার পোস্টের মাধ্যমে রথের মেলা দেখতে পেলাম ভীষণ ভালো লাগলো। আর কি বলেন, এত মানুষের ভিড় যে দাঁড়ানো যায় না, শুধু হাঁটতেই হবে। তাহলে তো মুশকিল। আর একটা কথা শুনে তো অবাক হলাম, পুরীতে রথের মেলাতে কোটি কোটি মানুষ হয়। এত মানুষ একটা মেলাতে কিভাবে সম্ভব। তবে আজকের মেলাটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান দেখতে পাচ্ছি। সব মিলিয়ে ভালোই লেগেছে।

 2 years ago 

আসলে এরকম রথের মেলায় যাওয়ার সুযোগ আমি কখনো পাইনি। কারণ আমাদের এদিকে এরকম কোন অনুষ্ঠান হয় না। যাহোক, রথের মেলায় যাওয়া নিয়ে খুবই সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পোস্টে রথের বিভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। সবচাইতে বেশি ভালো লেগেছে ভিডিওগ্রাফিটি দেখে। রথ মেলার অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বেশ অসাধারণ কিছু ফেটোগ্রাফি করেছেন দাদা। আসলে রথের মেলায় যেয়ে যতই গরম লাগুক না কেন কিছু টা হলেও আনন্দে কাটিয়েছেন বলতে হয়। কারন যে ভাবে হওয়াই মিঠাই খেয়েছেন। হি হি হি। বেশ সুন্দর করে কিছু ফটোগ্রাফি শেয়ার করার সাথে সাথে মনের মত করে বণনা আমাদের মাঝে তুলে ধরেছেন।

 2 years ago 

দাদা রথের মেলায় গিয়ে দেখছি বেশ ভালোই মুহূর্ত অতিবাহিত করেছিলেন। রথের মেলায় এত ভিড় ছিল যে কেউ একটু দাঁড়াতেও পারবেনা, সবাইকে হাঁটতে হবে। আপনি তবুও বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করেছেন এবং বেশ কিছু ফটোগ্রাফি করেছিলেন। হাওয়াই মিঠাই আপনার অনেক বেশি পছন্দের এটা জেনে খুবই ভালো লাগলো। আপনি তাহলে ছোটবেলা থেকেই হাওয়াই মিঠাই খেতে পছন্দ করেন। হাওয়াই মিঠাই খেতে আমিও খুবই পছন্দ করি। আসলে এগুলো দ্রুত শেষ হয়ে যায়। আর মেলায় গেলে আমি তো হাওয়াই মিঠাই না কেনা ছাড়া একেবারে বাড়িতেই আসতাম না। ছোটবেলায় আম্মুদের সাথে যখন মেলায় যাওয়া হতো তখন হাওয়াই মিঠাই না কিনে দিলে কান্না করতাম। আপনার হাওয়াই মিঠাই এর ফটোগ্রাফি দেখে আমার তো খুবই খেতে ইচ্ছে করছে। আপনি হাওয়াই মিঠাই কিনে এনেছিলেন তাহলে। অবাক করা বিষয় ছিল পুরির বড় মন্দিরে কোটি কোটি মানুষ আসে। এই মেলাটিতে সবার এরকম অবস্থা হয় হাঁটাহাঁটি করতে হয়, একটু দাঁড়ানো যায় না, তাহলে বড় মন্দিরটিতে গেলে কিরকম অবস্থা হবে তা ভাবছি। বেশ ভালোই উপভোগ করলাম দাদা সম্পূর্ণ পোস্ট।

 2 years ago 

দাদা সত্যি কথা বলতে ,মেলা আমার অনেক বেশি পছন্দের। আমার তো মনে হচ্ছে এই জায়গাটা অনেক বড় কিন্তু আপনি বলছেন ছোট একটা জায়গা, তবে দোকানপাট অনেক বেশি বসেছে। আসলে মেলায় অনেক বেশি মানুষ হয় যার কারণে একেবারে দাঁড়ানো যায় না নিশ্চিন্তে। যদিও আপনি কিছু কিনতে চেয়েছিলেন কিন্তু বাসায় সবকিছু থাকার কারণে আর কিছু কিনেননি। বুঝতে পারছি এরকম জায়গায় শুধু হাঁটতে হবে দাঁড়ালে ধাক্কাধাক্কি খেতে হবে। অন্যান্য মেলায় যাওয়া হয়েছে তবে আপনাদের রথের মেলায় কখনো যাইনি দাদা। রথের মেলা দেখছি অনেক বড় আয়োজন করে বসে। সবাই নিশ্চয়ই খুবই মজা করে রথের মেলায় গেলে। ফটোগ্রাফি এবং ভিডিওর মাধ্যমে রথের মেলার সৌন্দর্যতা বেশ ভালোই উপভোগ করলাম দাদা। আপনার মত আমিও কিন্তু হাওয়াই মিঠাই পছন্দ করি। অন্যরকম একটা মজাদার স্বাদ মুখে লাগে এই হাওয়াই মিঠাই গুলো খেলে। যদিও বেশিক্ষণ থাকে না মুখে দিলেই শেষ। তবে এটা অনেক মজাদার।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 111368.67
ETH 4295.56
SBD 0.85