পুরস্কার বিতরণঃ প্রতিযোগিতা -৫৬ ||( শেয়ার করো তোমার তৈরি ঈদের ইউনিক শরবত বা ফলের জুসের রেসিপি)

in আমার বাংলা ব্লগ6 months ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা সকলে কেমন আছেন ?আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_0564.jpeg

banner credit - @alsarzilsiam

nowrin,.png

আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা - ৫৬ তম কন্টেস্ট এর বিজয়ীদের পুরস্কার বিতরণী পোস্ট নিয়ে। কনটেস্টের বিষয় ছিলো, "শেয়ার করো তোমার তৈরি ঈদের ইউনিক শরবত বা ফলের জুসের রেসিপি"। বাংলাদেশ ও ইন্ডিয়াতে দেখছি এখন প্রচন্ড গরম পরা শুরু হয়েছে। আর এই গরমে যদি মজার ঠান্ডা এক গ্লাস শরবত সামনে এনে দেয়া হয় তাহলে তো কথাই নেই।হ্যাঁ বন্ধুরা এবারের কনটেস্ট এর বিষয়বস্তু ছিল খুবই সহজ। ভেবেছিলাম প্রচুর পরিমাণে ইউজার পার্টিসিপেট করবে। কিন্তু আমরা তেমন আশানুরূপ ফল পাইনি। তারপরও যতোটুকু পেয়েছি তাতেই সন্তুষ্ট, কারণ অনেক চমৎকার চমৎকার শরবতের রেসিপি আমরা দেখতে পেয়েছি। ডেকোরেশন, পরিবেশনের ধরণ সহ সবকিছুই অনেক চমৎকার ছিল। আমার বাংলা ব্লগ এর সদস্যরা সব সময়ই তাদের শ্রম, মেধা ও ধৈর্য দিয়ে আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছেন একটির পর একটি চমক। আমার বাংলা ব্লগ মানেই ব্যতিক্রমী কিছু, আমার বাংলা ব্লগ মানেই ভিন্নতা।

যাইহোক বিজয়ীদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আর যারা বিজয়ী হতে পারেননি তাদের মন খারাপ করার কোন কারণ নেই, কারণ সামনে আরও অনেক অনেক কন্টেস্ট হাজির হতে যাচ্ছে আপনাদের মাঝে।তাই হাল ধরে থাকুন, অবশ্যই পরবর্তীতে কোন একদিন আপনার নামটিও বিজয়ীদের লিস্ট এ এ্যাড হবে।

আর ইতিমধ্যেই বিজয়ীদের স্টিমিট ওয়ালেট এ তাঁদের সম্মানী পৌঁছে দেওয়া হয়েছে। তো চলুন বিজয়ীদের লিস্টটা দেখে নেওয়া যাক।


ABB Contest 56 - Winner List

RankUser IDPost LinkPrize
1st@tasonyaPost Link35 Steem
2nd@isratmimPost Link25 Steem
3rd@alif111Post Link20 Steem
4th@nevlu123Post Link14 Steem
5th@sshifaPost Link12 Steem
6th@selinasathi1Post Link10 Steem
7th@mohinahmedPost Link9 Steem
Special prize@bdwomenPost Link7.5 Steem
Special prize@jamal7Post Link7.5 Steem

ABB Contest 56 - Prize distribution list

IMG_0566.jpeg


This contest is sponsored by @abb-featured


ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 6 months ago 

এই প্রতিযোগিতার মধ্য দিয়ে অনেক দারুন দারুন রেসিপির আইডিয়া পেলাম। নিজেও নিজের আইডিয়াকৃত রেসিপি আপনাদের সবার উদ্দেশ্যে শেয়ার করলাম। সর্বোপরি উইনার লিস্টে নিজের নাম দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ রিপোর্টটি শেয়ার করার জন্য।

 6 months ago 

সবাই দারুণ কিছু শরবতের রেসিপি নিয়ে এসেছিল।আর এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে দারুণ মজা লাগে। যাইহোক খুব ভালো লাগলো এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যদিও কোন অবস্থান করতে পারেনি, তবে অপেক্ষায় রইলাম নতুন কনটেস্টের জন্য । ধন্যবাদ আপু এত সুন্দর করে ফলাফলটা প্রকাশ করার জন্য।

 6 months ago 

আমার বাংলা ব্লগ আয়োজিত ইউনিক শরবত বা জুসের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যে সমস্ত ইউজারগণ পুরস্কার বিজয়ী হিসেবে মনোনীত হয়েছে আমি তাদের সকলকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন।

 6 months ago 

খুব সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আর এ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ হয়েছে গত হ্যাংআউটে। বেশ ভালো লাগলো সে রিপোর্ট দেখতে পেরে। খুব সুন্দর রিপোর্ট আমাদের মাঝে পেশ করেছেন।

 6 months ago 

সময়োপযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে, বিজয়ীদের তালিকায় নিজের নাম দেখে বেশ ভালো লাগছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানাচ্ছি আর সেই সাথে বিজয়ী সকলদেরকেও অভিনন্দন জানাচ্ছি। আর এত চমৎকার করে ফলা ফল দেয়ার জন্য, আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।

 6 months ago 

এই প্রতিযোগিতাটা ছিল একেবারে সময় উপযোগী। প্রচন্ড গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে এমনিতেই খুব ভালো লাগে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে অনেক বেশি ভালো লেগেছিল। এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে। সবার তৈরি করা শরবত খুব ভালো ছিল। এখন অপেক্ষায় থাকলাম পরবর্তী কনটেস্টের জন্য। এই রিপোর্টের মাধ্যমে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 6 months ago (edited)

এবার দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।এই গরমে সব ইউনিক ইউনিক শরবতের রেসিপি দেখতে পেয়ে অনেক ভালো লাগছিল। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক ভালো লেগেছিল।যারা বিজয়ী হয়েছে তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। দারুন একটি রিপোর্টের মাধ্যমে প্রতিযোগিতার ফলাফল ঘোষনা করার জন্য ধন্যবাদ আপু আপনাকে।

 6 months ago 

এই প্রতিযোগিতার মাধ্যমে দারুন দারুন সব শরবত ও জুসের রেসিপি দেখতে পেলাম সবগুলো রেসিপি অনেক ভালো ছিল । আর যারা পুরস্কার পেয়েছে তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল । প্রতিযোগিতাটা সত্যিই অনেক ভালো লেগেছে ।

 6 months ago 

সবাই খুবই ইউনিক এবং দারুন শরবতের রেসিপি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। সবার তৈরি করা শরবত দেখেই খুব ভালো লেগেছিল। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করতে পেরে সত্যি অনেক বেশি ভালো লেগেছে। যারা যারা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে সবাইকেই জানাই অনেক অনেক অভিনন্দন।প্রতিযোগিতা দেখলেই খুব ভালো লাগে। আর অংশগ্রহণ করার চেষ্টা করি। সামনের প্রতিযোগিতা গুলোর জন্য অপেক্ষায় থাকলাম। দারুন একটা কনটেস্টের আয়োজন করা হয়েছিল। এর জন্য এডমিন, মডারেটর এবং দাদা সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।

 6 months ago 

আমার কাছে কিন্তু কনটেস্ট দেখলেই অংশগ্রহণ করতে অনেক ভালো লাগে। কারণ আমরা যদি কোন স্থানে ঠাই না করতেও পারি সুন্দর রেসিপি তৈরি করলে কিন্তু খেতে পারি এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। যাইহোক স্পেশাল প্রাইস পেয়ে আরো ভালো লাগলো। এমনিতে সবাই খুব সুন্দর সুন্দর ইউনিক শরবত তৈরি করেছে। আর যারা যারা বিজয় হয়েছেন তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। পরবর্তী কনটেস্ট এর অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.030
BTC 70396.04
ETH 2523.14
USDT 1.00
SBD 2.56