ছোট গল্প - "অনুক্রিয়া"(পর্ব-৩)|| ( ১০%লাজুক খ্যাকের জন্য) by ripon40 by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- অনুক্রিয়া
- ১৩, জানুয়ারী ,২০২৩
- শুক্রবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি "অনুক্রিয়া" গল্প শেয়ার করছি । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
আমি মনে করি গল্প মানেই কোন বাস্তব চরিত্র বা ঘটনার সাথে পরিচিত হওয়া।জীবনের ইতি হয়ে যাবে কিন্তু থেকে যাবে স্মৃতি বিজরিত অতীত বা জীবনের গল্প। বেশিরভাগ মানুষ জীবনের বাস্তবতা উপলব্ধি করার চেষ্টা করে নাহ।আমি গল্প পড়তে পছন্দ করি কারণ বাস্তবতার সাথে নিজেকে বিলিয়ে দিতে পারি।জীবনে লুকিয়ে থাকা ঐতিহাসিক বড় ঘটনা গুলোই হলো অনেক বড় গল্প।
গল্প - অনুক্রিয়া
প্রায় পাঁচ বছরের রিলেশন তাদের। ওভু একটি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আর ক্রিয়া খুবই ধনী ঘরের একটি মেয়ে ।তারা দুজনই দুজনকে খুব ভালোবাসে। অনেকদিন ধরেই অভুর পেটে ব্যাথা করে। সে কোন গুরুত্ব দেয় না। তারপর হঠাৎ একদিন ধরা পড়ে অভুর ক্যান্সার। সে ক্রিয়াকে কিছুই জানায় না। দিন দিন অভুর শরীর খারাপ হতেই থাকে। কিন্তু অভুকে জিজ্ঞেস করলে, ক্রিয়াকে কিছুই বলে না। হঠাৎ করে অভু খুব অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি হয়। তখন ক্রিয়ার ডিউটি ছিল না। তবুও ক্রিয়া ছুটে আসে অভুর কাছে। কিছু টেস্ট করে ক্রিয়া জানতে পারে অভুর ক্যান্সার। ক্রিয়া মনে করে অভু কিছুই জানেনা। তাই ব্যাপারটা গোপন করে যায়। ক্রিয়া দিনরাত পরিশ্রম করে মেডিকেল বোর্ড বসায়। কিন্তু, কিছুই করতে পারে না। একজন অভিজ্ঞ ডাক্তার তাকে বলে, অভু আর বেশি দিন এই পৃথিবীতে বাঁচবে না। আর এই সত্যটা ক্রিয়াকে মেনে নিতেই হবে। এটা শুনে ক্রিয়া খুব ভেঙে পড়ে। ক্রিয়া জানত যে, একদিন তাদের সবাইকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে।
কিন্তু সেই দিনটা এত তাড়াতাড়ি সেটা ক্রিয়া কোনদিন কল্পনাও করেনি। ক্রিয়া মানসিক ভাবে আরও বিধ্বস্ত হয়ে পড়ল। হঠাৎ ক্রিয়ার সামনে অভুর শরীরটা খুব খারাপ হয়ে পড়ল। ক্রিয়া অভুকে বাঁচানোর জন্য খুব চেষ্টা করল কিন্তু বাঁচাতে পারলো না। কারণ, অভুর দিন ফুরিয়ে এসেছে। ক্রিয়া বারবার একটা কথাই বলছিল আল্লাহ আমাকে দয়া করো। একসময় অভুর শ্বাস নেওয়া বন্ধ হয়ে গেল। ক্রিয়া বারবার বলতেই থাকে আমি এতো উন্নত ডাক্তার হয়েও আমার ভালবাসাকে বাঁচাতে পারলাম না।
ওভু মারা গেল আমি কিছুই করতে পারলাম না,.... বলে ক্রিয়া অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর থেকে ক্রিয়া যেন, যেমন অটিস্টিক বাচ্চাদের মত আচরণ করছিল। তারপর সে এই কেবিনে বসে অপেক্ষা করতো অভুর জন্য একদিন পুরোপুরি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। ক্রিয়ার ডাইরি পড়ে অঝোরে অনুর চোখ দিয়ে পানির ধারা বইতে লাগলো। সে প্রতিদিন ক্রিয়াকে বাইরে বেড়াতে নিয়ে যায় আর অনু ক্রিয়াকে এটা বিশ্বাস করাতে চাই যে সেই তার অভু। একদিন ক্রিয়া অভুকে ভালোবাসত। এভাবেই তাকে প্রতিদিন উত্তেজিত করতেই থাকে। তারপর একদিন ক্রিয়া অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তার মাথায় প্রচন্ড জোরে আঘাত লাগে। তাকে আবার হাসপাতালে নিয়ে আসে অনু। জ্ঞান ফেরার পর সে আবার একই কথা বলে, 'আমি অভুকে বাঁচাতে পারলাম না।'অনু খুব খুশি হয় এই কথা ভেবে যে ক্রিয়ার সব কথা মনে পড়ে গেছে। ক্রিয়া আবার অভু বলে চিৎকার দিয়ে বেড থেকে উঠে যায়। তারপর সে তার বাবা মাকে খোঁজে। অনু খুব খুশি হয়ে সেদিন বাড়ি চলে যায় । তার পরের দিন হাসপাতালে এসে দেখে ক্রিয়া বাড়ি চলে গেছে। অনুর খুব মন খারাপ হয়ে যায়। আর তারপর অনু একটা ড্রেস কিনে ক্রিয়ার ডায়েরি সহ ক্রিয়ার বাড়িতে পাঠিয়ে দেয়। ক্রমশ........ চলবে
আশাকরি গল্পটি আপনারা পড়বেন। গল্প পড়তে আমি খুবই পছন্দ করি। যেটা প্রায়ই পড়া হয়ে থাকে ভালো লাগে পড়তে।গল্প পড়া মানেই নতুন কোন কিছু ঘটছে তার সাথে পরিচিত হওয়া। আমার লেখা গল্প পড়ে ভালো লাগলে নিশ্চয় মতামতের মাধ্যমে জানাতে ভুলবেন নাহ।
প্রথম গল্প:-গোয়েন্দা রহস্য গল্প - "এলাচির উইল"( শেষ পর্ব) |
source |
দ্বিতীয় গল্প:-ছোট গল্প - "অশ্রুর তির্থস্থানে একদিন"( শেষ পর্ব) |
source |
তৃতীয় গল্প:-ছোট গল্প - "শোনার পাহাড়ের পাখি"( পর্ব নেই ) |
source |
চতুর্থ গল্প:-ছোট গল্প - "ছায়া"( পর্ব নেই ) |
source |
পঞ্চম গল্প:-ছোট গল্প - "তীর্থ"( পর্ব নেই ) |
source |
আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন
বিভাগ | ছোট গল্প । | |
---|---|---|
বিষয় | ছোট গল্প - "অনুক্রিয়া") | @ripon40 |
গল্প তৈরি করার অবস্থান | লিংক |
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
আমার ভাবতেই খুবই ভালো লাগছে ক্রিয়া এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। আমার কাছে কিন্তু গল্পটি যত পড়েছি ততই ভালো লাগছে। অনু অনেক খুশি হয়েছে ক্রিয়ার সুস্থ হওয়ার এই বিষয়টির কারণে। কিন্তু ক্রিয়ার পরিবার অনুকে না বলে ক্রিয়াকে বাড়িতে নিয়ে গিয়েছে এটা জেনে অনুর মন খারাপ হওয়ারই কথা। অনু একটা ড্রেস এবং ডাইরী সহ ক্রিয়ার বাড়িতে পাঠানোর পর কি হয়েছে তা জানার জন্য খুবই আগ্রহ। পরের পর্বের অপেক্ষায় থাকলাম ধন্যবাদ।
হ্যাঁ সুস্থ হয়ে গেছে শেষ পর্বটি পড়লে বুঝতে পারবেন শেষটা কত দুঃখের ছিল আপনাদের কাছে আমার লেখা গল্পটি ভালো লেগেছে জেনে খুশি হলাম।
আমি তো অনুক্রিয়া গল্পটির এই পর্বটি দেখার জন্য অপেক্ষায় ছিলাম। অবশেষে এই পর্বটি দেখতে পারলাম কিন্তু আমি ভেবেছিলাম এই পর্বটির পর গল্প শেষ হয়ে যাবে কিন্তু দেখি আরো পর্ব বাকি আছে। এখন তো আমার উৎসাহ আরও বেশি বেড়ে গিয়েছে। আশা করছি পরের পর্ব খুব তাড়াতাড়ি দেখতে পাবো এবং তাড়াতাড়ি শেয়ার করবেন। এরকম গল্প আরো দেখতে চাই।
আসলে গল্পটির মাঝে অনেক বিষয় লুকিয়ে আছে কখনো নিজের সফলতা তুলে ধরা এবং জীবনের সার্থকতা এই গল্পের মধ্যে মূল অন্তর্নিহিত।
ভাইয়া খুব সুন্দর একটি গল্প শেয়ার করেছেন। পড়ে মনটা খারাপ হয়ে গেল। দুইটি নাম দিয়েছেন অনেক সুন্দর। অভু আর ক্রিয়া। সত্যিকারের ভালবাসার মানুষ হারিয়ে গেলে প্রায় সময় এমন হয়। ধন্যবাদ ভাইয়া।
হ্যাঁ নামের সম্পৃক্ততা সেটা গল্পের মূল সার্থকতা যেটা আপনার কাছে অনেক ভালো লাগলো।