You are viewing a single comment's thread from:
RE: ছোট গল্প - "অনুক্রিয়া"(পর্ব-৩)|| ( ১০%লাজুক খ্যাকের জন্য) by ripon40 by ripon40
আমি তো অনুক্রিয়া গল্পটির এই পর্বটি দেখার জন্য অপেক্ষায় ছিলাম। অবশেষে এই পর্বটি দেখতে পারলাম কিন্তু আমি ভেবেছিলাম এই পর্বটির পর গল্প শেষ হয়ে যাবে কিন্তু দেখি আরো পর্ব বাকি আছে। এখন তো আমার উৎসাহ আরও বেশি বেড়ে গিয়েছে। আশা করছি পরের পর্ব খুব তাড়াতাড়ি দেখতে পাবো এবং তাড়াতাড়ি শেয়ার করবেন। এরকম গল্প আরো দেখতে চাই।
আসলে গল্পটির মাঝে অনেক বিষয় লুকিয়ে আছে কখনো নিজের সফলতা তুলে ধরা এবং জীবনের সার্থকতা এই গল্পের মধ্যে মূল অন্তর্নিহিত।