"আমার বাংলা ব্লগ "প্রতিযোগিতা - ২৬ এর ফলাফল প্রকাশ।।
ব্যানার ক্রেডিট: @hafizullah ভাই
হ্যালো সবাইকে। "শেয়ার করো তোমার বানানো ভিন্ন রকমের কেকের রেসিপি" প্রতিযোগিতায় বেশ ভালোই এন্ট্রি এসেছে। যার প্রত্যেকটি ছিল অসাধারণ । উইনার সিলেকশন করাটাও ছিল একটা বড় চ্যালেঞ্জ। সাত দিন পূর্বে বাংলা ব্লগ কমিউনিটি কর্তৃক আয়োজিত কনটেস্টের বিজয়ীদের নাম ইতিমধ্যেই কমিউনিটি হ্যাংআউটের মাধ্যমে ঘোষণা করে দেওয়া হয়েছে। গত সাত দিন কমিউনিটিতে সবাই হরেক রকমের কেক তৈরি করে দেখিয়েছেন । যাই হোক , সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমরা সত্যিই অনেক খুশি।
এ প্রতিযোগিতায় সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে যাদের রেসিপিতে ছিল ভিন্নতা এবং উপস্থাপন ছিল গোছালো । এত এত অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা ৭ জনকে বাছাই করে নিয়ে আসা আমাদের জন্য খুব বড় একটি চ্যালেঞ্জ ছিল। সিলেকশনে ত্রুটি হতে পারে। আশা করি বিশ্বাস হারাবেন না। পরিশ্রম করুন এবং আমাদের সাথেই থাকবেন। যাই হোক, সাতজনকে আমরা উইনার লিস্টে রাখতে পেরেছি। সেই ৭ জন এর তালিকা নিম্নে দেওয়া হলঃ-
অংশগ্রহণকারীঃ- ২৮
মোট বিজয়ীঃ- ৭
নং | নাম | এন্ট্রি লিংক | পুরস্কার |
---|---|---|---|
বিশেষ পুরস্কার | @tanuja | লিংক | 10 STEEM |
১ | @tasonya | লিংক | 35 STEEM |
২ | @bristy1 | লিংক | 25 STEEM |
৩ | @sshifa | লিংক | 20 STEEM |
৪ | @payelb | লিংক | 10 STEEM |
৫ | @green015 | লিংক | 10 STEEM |
৬ | @anisshamim | লিংক | 5 STEEM |
বিজয়ীদেরকে জানাচ্ছি অভিনন্দন । আর যে সকল ইউজার পার্টিসিপেট করেছেন কিন্তু বিজয়ী তালিকায় নেই তারা হতাশ হবেন না। কারণ প্রত্যেকেই অনেক ভালো করেছেন। সামনে আপনাদের জন্য আরো দুর্দান্ত সব সুযোগ আসতে যাচ্ছে।
এ প্রতিযোগিতায় যারা স্পন্সর করেছেঃ-
নং | নাম | পরিমাণ |
---|---|---|
১ | @rex-sumon | 35 STEEM |
২ | @shuvo35 | 35 STEEM |
৩ | @kingporos | 15 STEEM |
৪ | @nusuranur | 15 STEEM |
৫ | @ayrinbd | 15 STEEM |
VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

সকল বিজয়ীদের অনেক অনেক স্বাগতম। আসলে এবারের প্রতিযোগিতা অনেক জমজমাট ও হাড্ডাহাড্ডি লড়াই ছিল। আর খুব চমৎকার কিছু ইউনিক রেসিপি দেখতে পেয়েছিলাম এই প্রতিযোগিতা।আশা করি সামনের প্রতিযোগিতাও এই রকম জমজমাট হবে ধন্যবাদ।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছে তাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আসলে এই প্রতিযোগীতার মাধ্যমে প্রত্যেকের আয়োজন গুলো দেখে ভীষণ ভালো লেগেছিল। আর আজ এই ফলাফলের পোস্টটি দেখে তো আরো বেশি ভালো লাগছে।
@tasonya কংগ্রাচুলেশনস আপু❤️ আপনার তৈরী কেকটা আসলেই চমকপ্রদ ছিল।থিমটাই অভাবনীয় ছিল।
সবসময় শুভ কামনা আছে🥰
প্রতিযোগিতা - ২৬ এর ফলাফল প্রকাশ দেখে অনেক ভালো লাগলো। প্রতিযোগিতায় চমৎকার চমৎকার কেক এর রেসিপি শেয়ার করেছেন সবাই। সব গুলোই রেসিপি ইউনিক ছিলো। সকল বিজয়ীদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবার জন্য শুভ কামনা রইলো।
Unfortunately, your contest cannot be upvoted because you do not belong to any status club.
প্রতিযোগিতায় জিতা বড় কথা নয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই হচ্ছে সবচাইতে আনন্দের কাজ।কেউ হারবে কেউ জিতবে এগুলো তো জীবনে প্রতিটি ক্ষেত্রেই আছে।উইনার হতে পারি নাই তাতে কোন দুঃখ নেই। তবে অংশগ্রহণ করতে পারছি সেটাতে সবচেয়ে আনন্দ লগছে আমার।খুব সুন্দর ভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।
আমার বাংলা ব্লগের প্রতিটি কনটেস্ট প্রতিযোগিতা অনেক মজার হয় ৷ আমরা নতুন নতুন কিছু ইউনিক কিছু দেখতে পারি ৷ আর এবার কেক বানানোর প্রতিযোগিতায় সবাই অনেক সুন্দর কিছু উপহার দিয়েছে ৷
যা হোক যারা বিজয়ী হয়েছে তাদের সবাইকে অভিনন্দন ৷
আমি খুব খুশি হয়েছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আমি যে দিন কেক বানিয়েছি তার আগের রাতে সারা রাত ধরে কী ফিউশন করব, কী ফিউশন করব ভেবে গেছি। তারপর যা মাথায় এসেছে সেগুলো লিখে রেখেছি। ইনগ্রেডিয়েন্ট কোনগুলো লাগবে সেগুলো লিখেছি। পরের দিন উঠে সকাল বেলা বাজার থেকে জিনিস পত্র এনেছি। তারপর দুপুর ১.৩০ টায় বানানো শুরু করেছি, শেষ হয়েছে বিকেল ৫.৩০ টায়।পুরস্কার পাব কি পাব না জানতাম না। নিজের এক্সট্রিম টা দেওয়ার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ সকলকে। ❤