আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি।আজ আমি আপনাদের মাঝে আমার সর্বশেষ পাঁচটি রান্নার রিভিউ দিব। আশা করি আপনারা সকলে দেখবেন |
আসলে রান্না কমবেশি সবাই করে থাকে। আর রান্না প্রথমে কেউ একবারে শিখে না চর্চার মাধ্যমে ভাল রান্না শিখে এবং একজন ভালো রাঁধুনি হতে তার আগে জানতে হবে প্রয়োজনীয় উপকরণ প্রণালী সম্পর্কে এবং কিভাবে কখন কোথায় প্রয়োগ করতে হয় এগুলো ভালোভাবে শিখিয়ে নিতে হবে।আমি রান্না করি না সেমন সর্বশেষ পাঁচটি রান্নার রেসিপি দিয়েছিলাম আমি আবার আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম |
চলুন দেখে নেওয়া যাক সর্বশেষ পাঁচটি রান্নার রেসিপি
🛤️১ নম্বর রান্নার রেসিপি 🛤️ |
🥙খিচুড়ি রান্নার রেসিপি 🧆 ||@razuan12 || ১০% @shy-fox এর জন্য বরাদ্দ ↙️









☃️ ২ নাম্বার রান্নার রেসিপি ☃️ |
🎇লেয়ার মুরগির মাংসের রেসিপি🎇||@razuan12 ||১০% @shy-fox এর জন্য ববরাদ্দ






🛤️ ৩ নাম্বার রান্নার রেসিপি🛤️ |
🧆খাসির মাংসের ভুড়ি রান্নার রেসিপি🧆 ||@razuan12 ||১০% @shy-fox এর জন্য বরাদ্দ







☃️ ৪ নাম্বার রান্নার রিভিউ ☃️ |
🔥খাসির মাংসের রান্নার রেসিপি🔥 ||@razuan12 ||১০% @shy-fox এর জন্য বরাদ্দ











☃️ ৫নাম্বার রান্নার রিভিউ ☃️ |
🦢🦆রাজহাঁসের মাংসের ভুনা রান্নার রেসিপি🦢🦆 ||@razuan12 ||১০% @shy-fox এর জন্য বরাদ্দ









আসলে আমারও বাংলা ব্লগ এমন একটি কমিউনিটি এখানে হাতে কলমে সকল কিছু শিখানো হয়। আপনি যদি দক্ষতা কম থাকে আপনাকে দক্ষতা এ পরিপূর্ণ করে দেওয়া হয় এবং ভুলগুলো শুধরিয়ে দেয়া হয় এবং আপনি এখানে ইচ্ছা করলে রেসিপি,, অঙ্কন এবং নিজের ভিতরে থাকা ক্রিটিভিটি প্রকাশ করতে পারবেন। আমার বাংলা ব্লগ শুধুমাত্র একটি কমিউনিটি না। এটি পরিবার। সকলের সাথে ভালোভাবে কথা বলা যায় এবং কথা বলে ভালভাবে কাজ করা যায়। এটা সবথেকে ভালো লাগে এবং রেসিপি গুলো শিখতে পারি। এখানে অনেকজন অনেক রকমের নতুন রেসিপি নিয়ে হাজির হয়। এগুলো শিখতে পারি এবং উপভোগ করি খুবই ভালো লাগে।আজকের মতো এখানেই শেষ করছি আমি আবার আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে হাজির হব। আপনারা সকলে ভাল থাকবেন
Device : Realme 8 5g
💗💗💗


💗💗💗

বাহ ভাই আপনি অনেক সুন্দর সুন্দর রেসিপি আমাদের কমিউনিটি তে শেয়ার করেছিলেন এবং সেই রেসিপি গুলো হয়তো আমার ধারাবাহিকভাবে দেখার সুযোগ হয়নি কিন্তু আজকে আপনার এই পোষ্টের মাধ্যমে সেই রেসিপিগুলো ধারাবাহিকভাবে দেখতে পাচ্ছি এবং এগুলোর মধ্যে আমার সবচেয়ে খাসির মাংস রেসিপি ,হাঁসের মাংস রেসিপি এবং খিচুড়ি রান্নার রেসিপি টা সবচেয়ে ভালো লেগেছে। ধন্যবাদ ভাই এতো সুস্বাদু রেসিপি গুলোর রিভিউ করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
যাক আপনি দেখার সুযোগ পেয়েছেন। আমি সুযোগ করে দিতে পেরেছি। খুবই ভালো লাগলো আপনি দারুন মন্তব্য করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
বাহ অনেক সুন্দর একটি পোস্ট। আমি রান্না পারি না বললেই চলে এবং এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এবং আপনার তৈরি করা রেসিপি গুলো বেশ দারুণ। এবং অন্যান্য পোস্টগুলোর মতো এটাও খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।
হ্যাঁ ভাইয়া চেষ্টা করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
আপনার প্রত্যেকটি রান্নার রেসিপি খুবই ভালো হয়েছিল। আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সকল রেসিপি গুলো খুবই সুন্দর হয়েছিল এবং মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল। আবার দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
জি ভাইয়া সুস্বাদু হয়েছিল। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
বাহ্ ভাই আপনার রান্নার রেসিপি গুলো দারুন ছিলো দেখে তো লোভ সামলাতে পারলাম না। দারুন রান্না করেন দেখে অনেক ভালো লাগলো আপনার প্রশংসা করতে হয় আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন
আপনার মন্তব্য শুনে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ
বরাবরই আপনি খুব সুন্দর রান্নার রেসিপি প্রস্তুত করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যেমন দেখতে লোভনীয় হয়েছিল যেমন মনে হতো খেতে অনেক সুস্বাদু হবে ।আপনার সবগুলো রেসিপি দারুণভাবে আপনি উপস্থাপন করেছিলেন। পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা আরো অনেক ইউনিক ইউনিক রেসিপি প্রস্তুত দেখতে চাই। আপনার জন্য শুভকামনা থাকলো।
অবশ্যই ভাইয়া।আপনাদের সামনে ইউনিক রেসিপি নিয়ে প্রস্তুত হবো। আপনার মন্তব্যটি শুনে ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার রেসিপি গুলোর মধ্যে মুরগির মাংসের রেসিপি আমার ব্যাক্তিগত ভাবে ভালো লেগেছে কারণ মুরগির মাংস আমার খুব প্রিয় একটা রেসিপি। লোভনীয় সব রেসিপি আবার আমাদের দেখানো জন্য ধন্যবাদ।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ
ভাইয়া আপনি যে রান্না গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন সত্য কথা বলতে এই রান্নাগুলো দেখার পরে আমার অনেক লোভ লাগছে। এখনি এই খাবারগুলো খেতে ইচ্ছা হচ্ছে আমার। আপনার এই রান্নাগুলো এতটাই সুন্দর হয়েছে যা আপনাকে বলে বোঝানো যাবে না।
আপনি খুব দারুণ মন্তব্য করেছেন ভাইয়া।শুনে খুব ভাল লাগলো। আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।
আপনি বরাবরই আমাদের মাঝে সুন্দর সুন্দর লোভনীয় রেসিপি উপস্থাপন করে থাকেন। আজ আপনি আপনার পাঁচটি রেসিপি রিভিউ নিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।আপনার রেসিপিগুলো আমার কাছে সত্যিই অনেক ভালো লাগে। সেই সাথে আপনার রেসিপি গুলো দেখলেই বোঝা যায় অনেক লোভনীয় এবং সুস্বাদু ।আপনার আজকের এই রেসিপি রিভিউ এর মধ্যে কোনটা রেখে কোনটা প্রশংসা করবো সত্যি ভেবে পাচ্ছিনা ।যাইহোক আপনার কাছ থেকে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর মজাদার রেসিপি আশা করব ভাইয়া ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর মজাদার রেসিপি রিভিউ আমাদের মাঝে তুলে ধরার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
সত্যি ভাইয়া আপনার মন্তব্যটি দেখে আমি খুশি হলাম।আপনি দারুন মন্তব্য করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ভাই প্রথমেই যেটা বলব আপনার পাঁচটা রান্নায় কিন্তু দারুন লাগছে এবং দেখতেও অনেক লোভনীয় লাগছে। আপনার রান্নার রেসিপি গুলো আমি যে কয়টায় দেখেছি খুবই চমৎকার ভাবে আপনি আপনার রান্নার রেসিপি উপস্থাপন করে থাকেন। আর ছবিগুলো বেশ চমৎকার ভাবেই তোলেন।
অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা রইল আমার এই ভাইটার জন্য।
আপনার মন্তব্যেটি দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। ভালোবাসা রইলো 🥰💗
ভাইয়া আপনার দারুন দারুন রান্নার রেসিপি গুলো একসাথে পেয়ে খুবই ভালো লাগলো। প্রতিটি রেসিপি অনেক লোভনীয় ছিল। সবগুলো রেসিপি দেখে আবার লোভ লেগে গেলো ভাইয়া। ভাইয়া সত্যি অসাধারন ছিল রেসিপি গুলো। শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। খুবই ভালো লাগলো।