🎇লেয়ার মুরগির মাংসের রেসিপি🎇||@razuan12 ||১০% @shy-fox এর জন্য ববরাদ্দ
♦️♦️♦️♥️♦️♦️♦️
♦️♦️♦️♥️♦️♦️♦️
প্রয়োজনীয় উপকরণ
উপাদান | পরিমাণ |
---|---|
মাংস | ২ কেজি |
রসুন বাটা | ৪ চামচ |
পিয়াজ বাটা | ৩ চামচ |
কাচা ঝাল | ৯ টা |
আদা বাটা | ২ চামচ |
তেজপাতা | পরিমাণমতো |
মসলা | পরিমাণমতো |
লবণ | পরিমাণমতো |
হলুদ গুড়া | ২ চামচ |
তেল | পরিমাণমতো |
ঝাল গুড়া | ২ চামচ |
♠️১ম ধাপ ♠️
♠️২য় ধাপ ♠️
♠️৩য় ধাপ ♠️
♠️৪র্থ ধাপ ♠️
♠️৫ম ধাপ ♠️
♠️৬ষ্ঠ ধাপ ♠️
♠️৭ম ধাপ ♠️
রান্নার সাথে আমার একটি ছবি
অবশেষে আমি আমার রান্নাটি আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করছি। কেমন হয়েছে আপনারা জানাবেন। আজকের মত আমি আমার রান্না এবং উপস্থাপনা শেষ করছি। আপনারা সকলে ভাল থাকবেন। সুস্থ থাকবেন। স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবেন। আল্লাহ হাফেজ।
ওয়াও আপনি তো দারুণ রান্না করতে পারেন দেখছি। সর্বক্ষেত্রে আপনার পদচারণ দেখে ভালো লাগছে।
খুব এ ভাল লাগছে আপু। এত সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য👌🥰
ভাইয়া আপনার রেসিপি টা খুব লোভনীয়।
দেখেই খেতে ইচ্ছে করছে।
খুব ভালো লেগেছে অনেক সুন্দর করে ধাপে ধাপে সাজিয়েছেন সব।
আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু
মুরগির রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে কতটা মজা হয়েছে। আর রংটাও খুব দারুণ লাগছে। খুব সুন্দর হয়েছে রান্নাটি।
খুব ভালো হয়েছে রেসিপিটি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু 👌এত সুন্দর মন্তব্য করার জন্য
ভাই এত সুন্দর রেসিপি তাও দুপুরেই দেখতে হইল🥺🥺🥺এখন ত খেতে ইচ্ছে করছে খুব আমার। যাই হোক খুব সুন্দর একটা রেসিপি দিয়েছেন। অনেক অনেক ভালোবাসা রইল প্রিয় ভাই আমার।
ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালবাসা রইল ভাইয়া♥️♥️♥️♥️
দেখতে অনেক লোভনীয় হয়েছে রান্না টি। আর নাম শুনেই খুধা লেগে গেলো। ধন্যবাদ ভাইয়া এতো মজার রেসিপি শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু
লেয়ার মুরগির মাংস গরুর মাংসের মতো মনে হয়। অত্যন্ত সুন্দরী মুখ সুস্বাধু হয়েছে আপনার রেসিপিটি। আপনার জন্য শুভকামনা রইল ভাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
আপনার রান্না করা মুরগির মাংস অনেক সুস্বাদু হয়েছে।ছবিগুলো দেখেই খেতে ইচ্ছা করছে। অনেক সুন্দর ভাবে রেসিপি উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া
মাংসের রেসিপি টা খুব ভালো হয়েছে। মাংস আমার খুবই প্রিয়। এবং আপনার উপস্থাপনা ও মার্কডাউনের ব্যবহার টা খুবই ভালো হয়েছে। অনেক সুন্দর পোস্ট। আপনার জন্য শুভকামনা। চালিয়ে যান।।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ♥️👌
পূর্বে ও আপনি খুব সুন্দর রেসিপি তৈরী করে আমাদের সাথে শেয়ার করেছেন। তেমনি আপনার আজকের লেয়ার মুরগির মাংসের রেসিপি অনেক সুন্দর হয়ছে। মনে হচ্ছে খেতে খুব মজা হবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া😁👌হুম অনেক মজা 😋
তরকারী রঙ বেশ সুন্দর হয়েছে ভাই। আপনার উপস্থাপনাটাও খুব সুন্দর ছিলো। আমি ভালো ভাবেই শিখতে পেরেছি আপনার এই রেসিপি দেখে। লেয়ার মুরগির ডানা, চামড়া, কলিজা আমার অনেক পছন্দের। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য ভাইয়া🥰