বন্য ফুল যখন অন্য ফুল🌺 নবম পর্ব🌺

in আমার বাংলা ব্লগ2 years ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

শিশুসুলভ পোষ্ট ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।

সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

💐 বন্য ফুল যখন অন্য ফুল 💐

SquareBlend_202291805248668.jpg
https://maps.app.goo.gl/t3es6FRedLazYHhS8Location

🌺 নবম পর্ব🌺

প্রতিবারের মতো এবারও পুনরায় বন্য ফুল অন্য ফুলের সমন্বয়ে তুলে ধরার চেষ্টায় আজকের এই এপিসোড তৈরি করতে যাচ্ছি, এবং অন্যরকম একটি বন্যা ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব।আশা করি সেটি দেখতে যথারীতি বন্য ফুলের মত লাগবে না।কেননা সে বন্য ফুলকে ফটোগ্রাফির মাধ্যমে অন্য কোন ফুলের মত করে আপনাদের সাথে তুলে ধরবো। আশা করি আপনাদের ও সেই বন্য ফুল নামের অন্য ফুলটি ভালো লাগবে।

20220917_171743.jpg

20220917_171756.jpg

বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদের সাথে আর একটি ফটো শেয়ার করলাম এবং এই ফটোগ্রাফিটি করেছি আমাদের ছাঁদে। সেখানেই বাগানের মধ্যে আগাছা টাইপের একটা গাছ উঠেছিল। সেই গাছটি তে এই ফুলগুলো ফুটেছে।

20220917_171804.jpg

20220917_171813.jpg

তবে এটি কোন উপকারী গাছ নয়, এটি আসলে বন্য একটি গাছ এবং সেই বন্য গাছের বন্যা ফুল ধরেছে। আর সেটাকে আমি ম্যাক্রো লেন্সের মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরলাম অন্য ফুলের মত করে। আশা করি আপনাদের ভালো লাগবে।

20220917_171821.jpg

20220917_171843.jpg

বন্ধুরা আপনারা জানেন যে আমি প্রতি সপ্তাহে একটি বন্য ফুলের ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হই, এবং সে বন্য ফুলটি চেষ্টা করি ভিন্ন আকারে আপনাদের সাথে তুলে ধরার জন্য।আর আজকেও সে ধারাবাহিকতায় আমি নবম পর্বে উপনীত হয়েছি, এবং নবম পর্বে এসে ভিন্ন রকম একটি বন্য ফুলের ফটোগ্রাফি নিয়ে এসেছি। যেটি অনেক ছোট কিন্তু ফটোগ্রাফির মাধ্যমে এটিকে বড় করে তুলে ধরা হয়েছে।

20220917_171930.jpg

20220917_171937.jpg

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

20220917_171944.jpg

20220917_171947.jpg

গত পর্ব গুলো এখানে👇

পর্ববিষয়পোস্ট লিংক
1💐বন্যফুলhttps://steemit.com/hive-129948/@nevlu123/3ajtfi
2💐বন্যফুলhttps://steemit.com/hive-129948/@nevlu123/t9agd
3💐বন্যফুলhttps://steemit.com/hive-129948/@nevlu123/2ac5f6
4💐বন্যফুলhttps://steemit.com/hive-129948/@nevlu123/4jlngi
5💐বন্যফুলhttps://steemit.com/hive-129948/@nevlu123/52wt8j
6💐বন্যফুলhttps://steemit.com/hive-129948/@nevlu123/gnwbe
7💐বন্যফুলhttps://steemit.com/hive-129948/@nevlu123/7gsjks
8💐বন্যফুলhttps://steemit.com/hive-129948/@nevlu123/4ry5j4

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানhttps://maps.app.goo.gl/t3es6FRedLazYHhS8

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 2 years ago 

আপনার ছাদ বাগান থেকে ম্যাক্রো লেন্স এর মাধ্যমে দারুন
একটি ফুলের ফটোগ্রাফি করে আমাদের
মাঝে তুলে ধরেছেন
আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে।।
আপনার ফটোগ্রাফি বরাবরই আমার কাছে আকর্ষণীয়
কেননা আপনার ফটোগ্রাফি গুলা আমি ভালোভাবে
পর্যবেক্ষণ করি নিজে ভালো ফটোগ্রাফি করার জন্য।।
আজকের ফটোগ্রাফি সম্পর্কে খুবই সুন্দর উপস্থাপনা করেছেন
যেটি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে।।
আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল পরবর্তীতে
আরো ভালো ভালো ফটোগ্রাফি আপনার কাছ থেকে আশা করি।।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার উৎসাহ প্রদানের জন্য ভালো থাকবেন সর্বদায়

 2 years ago 

ভাই আপনি আপনার ছাদ বাগান থেকে খুব সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি করেছেন। সত্যি আপনার লেন্সটা দেখতেও মনে হয় খুব সুন্দর কারণ ছবিগুলো অসাধারণ হয়। এই বন্য ফুলটিকেও আমি অনেকবার আগে দেখেছি। সাদা রংয়ের ছোট ছোট ফুল হওয়াতে দেখতে বেশ আকর্ষণীয় লাগে।

 2 years ago 

আসলে মাইক্রো লেন্সটা ও ভালো তবে চেষ্টা করি সুন্দর করে আপনাদের সাথে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বন্য ফুলের নবম পর্বের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। আসলে ভাই আপনার ফটোগ্রাফি গুলো যত দেখি ততই ভালো লাগে। আপনি খুবই সুন্দরভাবে আজকে ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করলেন, দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর গুছিয়ে মন্তব্য করার জন্য ভালো থাকবেন সর্বদায় এই কামনা করি

 2 years ago 

আপনার ফটোগ্রাফির দক্ষতা নিয়ে নতুন করে আর কি বলব।প্রতিটি ফটোগ্রাফি পোস্টেই চমৎকার চমৎকার ফটোগ্রাফির মাধ্যমে সবাইকে অবাক করে দেন।আজও তার ব্যতিক্রম হয়নি।ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফ গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রতিনিয়ত সুন্দর সুন্দর মন্তব্য করে সাপোর্ট করে যাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন ভালোবাসা রইলো

 2 years ago 

বন্যফুল যখন অন্য ফুল এর অনেকগুলো পর্ব আমার কম বেশি দেখা হয়েছে। আপনার এই পোস্টগুলো থেকে অনেক ধরনের বন্য ফুল দেখতে পেরেছি। এবং ফুল গুলো দেখতে সত্যি অসম্ভব চমৎকার। আজকের ছোট ছোট এই সাদা ফুল গুলো ফুটে উঠেছে এর মাঝখানে হলুদ কলির কারণে। হলুদ এবং সাদা এই কম্বিনেশন অনেক বেশি আকর্ষণ করেছে আমাকে। এবং সেই সাথে ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে।

 2 years ago 

আপনাদের এত সুন্দর সুন্দর মন্তব্য পেলে কাজের প্রতি আরো আন্তরিকতা বেড়ে যায় ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 2 years ago 

ছোট ফুলগুলোকে দারুন ভাবে ক্যাপচার করেছেন। বন্য ফুলের অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। আপনার এর আগেরও কয়েকটি পর্ব দেখা হয়েছে। আপনার ফটোগ্রাফি গুলো সব সময় খুব সুন্দর হয়। খুব ভালো লাগে ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো। আপনাকে ধন্যবাদ

 2 years ago 

আমার ফটোগ্রাফি পোস্টগুলো আপনি দেখেন এটা যেনে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 2 years ago 

আপনার তোলা বন্য ফুলটি বেশ সুন্দর।ফুলটি কিছুটা চেনা
চেনা মনে হচ্ছে তবে ফুল গাছের পাতা ও গাছ দেখলে হয়তো
স্পষ্ট বুঝতে পারতাম।যাইহোক আপনার ধারাবাহিক পর্ব দেখা
হয় কম-বেশি।তাছাড়া আপনার ম্যাক্রো লেন্সের মাধ্যমে তোলা
ছবিটি বেশ সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

ম্যাক্রো ফটোগ্রাফির কারণে পাতা গুলো দেখানোর সুযোগ হয়ে ওঠেনি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 62559.43
ETH 3092.10
USDT 1.00
SBD 3.86