শিক্ষামূলক দশটি পোস্টের রিভিও (পর্ব ১১-২০) || Review on 10 Steem Basic Topic (Part 11-20) [10% to @shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago

Thumbnails.jpg

ভূমিকাঃ

স্টিমিটের আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমি যেসব শিক্ষামূলক পোস্ট করছি সেসব পোস্টগুলোতে মূলত স্টিমিট এর বেসিক বিষয়গুলো বিস্তারিত উদাহরনসহ আলোচনা করার চেষ্টা করি যাতে যে কেউ পোস্টগুলো পড়ার মাধ্যমে কোন নির্দিষ্ট বিষয়ে পূর্নাঙ্গ ধারণা পেতে পারে এবং বিশেষকরে নতুনরা উপকৃত হতে পারে। আমি প্রত্যেক শিক্ষামূলক পোস্টের নিচে পূর্বের সবগুলো পোস্টের লিঙ্ক দিয়ে দেই এতে করে যে কেউ সহজেই সেই লিঙ্কগুলো হতে প্রয়োজনীয় পোস্ট পড়ে নিতে পারেন তবে পোস্টের সংখ্যা বেড়ে যাওয়াতে অনেক লিঙ্ক হয়ে যাই পোস্টের নিচে তাই আমি ১০ টি করে পোস্টের রিভিউ নিয়ে একটি করে পোস্ট করব এবং রিভিউ পোস্টের লিঙ্কগুলো শেয়ার করর যাতে আপনাদের অনেক শিক্ষনীয় পোস্ট হতে প্রয়োজনীয় পোস্ট খুজে পাওয়া সহজ হয়।

স্টিমিট বেসিক এর শিক্ষামূলক সিরিজের পর্ব ১১-২০ রিভিউ



১১নং পোস্টের টাইটেল ছবি

11.jpg

পোস্টের টাইটেলঃ একাউন্ট নিরাপত্তা সংক্রান্ত খুটিনাটি
পোস্টের লিঙ্কঃ https://steemit.com/hive-129948/@engrsayful/or-security-of-the-account-10-beneficiary-shy-fox
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃ এই পোস্টে একাউন্টের নিরাপত্তা, এর গুরুত্ব ও কিভাবে একাউন্ট কে নিরাপদ রাখবেন সে বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে এছাড়া বিভিন্ন কী ও পাসোয়ার্ড এর ব্যবহার, কী খুজে পাওয়া, সংরক্ষন, গুরুত্ব ও নিরাপত্তা নিয়েও আলোচনা করা হয়েছে।

Line Break Steem.png
Line Break Steem.png








১২নং পোস্টের টাইটেল ছবি

12.jpg

পোস্টের টাইটেলঃ সেভিংস ওয়ালেট আদ্যোপান্ত
পোস্টের লিঙ্কঃ https://steemit.com/hive-129948/@engrsayful/or-or-or-or-savings-wallet-in-steemit-10-beneficiary-shy-fox
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃ স্টিমিটে যে সেভিংস ওয়ালেট রয়েছে এর কাজ কি, কেন এই ওয়ালেট, এই ওয়ালেট এর গুরুত্ব কি, কিভাবে এই ওয়ালেট-এ জমা ও এখান থেকে উইথড্র করতে হয় তা বিস্তারিত দেখানো হয়েছে।

Line Break Steem.png
Line Break Steem.png








১৩নং পোস্টের টাইটেল ছবি

13.jpg

পোস্টের টাইটেলঃ সয়ংক্রিয় রিওয়ার্ড ক্লেইম
পোস্টের লিঙ্কঃ https://steemit.com/hive-129948/@engrsayful/or-or-or-or-auto-reward-claim-10-beneficiary-shy-fox
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃ স্টিমিটে যে রিওয়ার্ড পাওয়া যায় সেটা ক্লেইম না করা পর্যন্ত ওয়ালেটে যোগ হয় না। এই পোস্টে দেখানো হয়েছে কিভাবে ১৫ মিনিট পর পর অটোমেটিক রিওয়ার্ড ক্লেইম করা যায় ও এর গুরত্ব আলোচনা করা হয়েছে।

Line Break Steem.png
Line Break Steem.png








১৪নং পোস্টের টাইটেল ছবি

14.jpg

পোস্টের টাইটেলঃ অপ্রয়োজনীয় ও অযাচিত মেনশন
পোস্টের লিঙ্কঃ https://steemit.com/hive-129948/@engrsayful/or-or-unwanted-and-unnecessary-mention-shy-fox
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃ এখানে আলোচনা করা হয়েছে অযাচিত মেনশন কি, কেন অপ্রয়োজনীয় ও অযাচিত মেনশন দেওয়া যাবে না, দিলে কি ক্ষতি এবং কখন মেনশন দেওয়া উচিত

Line Break Steem.png
Line Break Steem.png








১৫নং পোস্টের টাইটেল ছবি

15.jpg

পোস্টের টাইটেলঃ কিউরেশন ও অথর রিওয়ার্ড আদ্যোপান্ত
পোস্টের লিঙ্কঃ https://steemit.com/hive-129948/@engrsayful/or-or-curation-and-author-reward-distribution-in-steemit
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃ এখানে আলোচনা করা হয়েছে কিউরেশন ও অথর রিওয়ার্ড কি এবং তা কিভাবে বন্টন করা হয়। গানিতিক হিসাব ও উদাহরনের মাধ্যমে দেখানো হয়েছে পোস্ট হতে কিউরেশন ও অথর কিভাবে কি ফর্মে বন্টিত হয়।

Line Break Steem.png
Line Break Steem.png








১৬নং পোস্টের টাইটেল ছবি

16.jpg

পোস্টের টাইটেলঃ স্টিমিটে কিউরেশন রিওয়ার্ড বন্টনের গাণিতিক হিসাব
পোস্টের লিঙ্কঃ https://steemit.com/hive-129948/@engrsayful/or-or-curation-reward-distribution-system-of-steemit
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃ স্টিমিটে আগে ভোট দিলে বেশি কিউরেশন রিওয়ার্ড পাওয়া যায়। এই হিসাবটি উদাহরনসহ গাণিতিক হিসাবের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই পোস্টে।

Line Break Steem.png
Line Break Steem.png








১৭নং পোস্টের টাইটেল ছবি

17.jpg

পোস্টের টাইটেলঃ স্টিমে একাধিক একাউন্টে একসাথে টান্সফার
পোস্টের লিঙ্কঃ https://steemit.com/hive-129948/@engrsayful/or-or-or-or-multiple-transfer-or-or-10-to-shy-fox
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃ স্টিমিটে যদি আপনি একসাথে অনেকজনকে ট্রান্সফার করতে চান তাহলে সেটাকে মাল্টিপল ট্রান্সফার বলা হয়। এই কাজটি কি, কেন গুরুত্বপূর্ন ও কিভাবে করতে হয় এই বিষয়গুলো জানতে পারবেন এই পোস্টের মাধ্যমে।

Line Break Steem.png
Line Break Steem.png








১৮নং পোস্টের টাইটেল ছবি

18.jpg

পোস্টের টাইটেলঃ স্টিমিটে ফিশ স্কেল কি ও কারা কোন ক্যাটাগরিতে
পোস্টের লিঙ্কঃ https://steemit.com/hive-129948/@engrsayful/or-or-or-or-fish-scale-in-steemit-10-shy-fox
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃ স্টীমিটের একাউন্টগুলোকে তাদের স্টিম পাওয়ার এর উপর ভিত্তি করে পাঁচটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়ে থাকে। একে ফিশ স্কেল বলে। ফিশ স্কেল কি ও এর ক্যাটাগরিগুলো নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Line Break Steem.png
Line Break Steem.png








১৯নং পোস্টের টাইটেল ছবি

19.jpg

পোস্টের টাইটেলঃ স্টিমিটে ডাস্ট কি, কেন ও কিভাবে সেভ করবেন (১ম পর্ব)
পোস্টের লিঙ্কঃ https://steemit.com/hive-129948/@engrsayful/or-or-or-or-dust-in-steemit-10-for-shy-fox
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃ স্টিমিটে কোন পোস্ট বা কমেন্ট এর পে-আউট ০.০২ স্টিম ডলারের কম হলে সেসকল পোস্ট কে ডাস্ট বলে আর তা পে-আউট না হয়ে রিওয়ার্ড পুল এ ফেরত যায়। ডাস্ট কি, কেন, কি সমস্যা ও ডাস্ট সেভ করার জন্য ৪টি পরামর্শ পেয়ে যাবেন এই পোস্টে।

Line Break Steem.png
Line Break Steem.png








২০নং পোস্টের টাইটেল ছবি

20.jpg

পোস্টের টাইটেলঃ ডাস্ট কি, কেন ও কিভাবে সয়ংক্রিয়ভাবে সেভ করবেন (২য় পর্ব)
পোস্টের লিঙ্কঃ https://steemit.com/hive-129948/@engrsayful/or-or-or-or-save-dust-in-steemit-10-for-shy-fox
পোস্টের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত বর্ননাঃ গত পর্বের ধারাবাহিক পোস্ট এটি যেখানে দেখানো হয়েছে কিভাবে আপনি সয়ংক্রিয়ভাবে বট ব্যবহারের মাধ্যমে আপনার পোস্ট ও কমেন্ট এর ডাস্ট সেভ করতে পারবেন।

Line Break Steem.png
Line Break Steem.png









শেষকথাঃ

স্টিমিটের বেসিক শিক্ষামূলক সিরিজ থেকে যদি পাঠকরা উপকৃত হতে পারেন ও নিজেদেরকে ব্লকচেইনে আরো প্রতিষ্ঠিত করতে পারেন তাহলেই এই লেখা সার্থক হবে। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।
Line Break Steem.png

আমি কেঃ

আমি সাইফুল বাংলাদেশ থেকে। পেশায় শিক্ষক ও সাবেক ব্যাংকার। মাঝে মাঝে শখের বশে ফটোগ্রাফি করি। স্টিম এ ২০১৯ সাল থেকে নিয়মিত কাজ করছি। প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ও ক্রিকেট খেলতে ভালবাসি।

Intro Steem.gif

অন্যান্য মিডিয়াতে আমার সাথে যুক্ত হতে পারেনঃ

FacebookInstagram
YoutubeDTube

Amar Bangla Blog Logo.png

Sort:  
 2 years ago 

আপনার প্রত্যেকটি শিক্ষামূলক ব্লগগুলো আমাদের মত ইউজারদের জন্য সব থেকে বেশি উপকারে আসে।
অনেক কিছু আগে নিজে থেকে শিখেছি এবং অনেক অজানা তথ্য আপনার পোস্ট থেকে শিখেছি। সব মিলিয়ে দুর্দান্ত আপনার সবগুলো পোস্ট।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। ❤️💜

 2 years ago 

আপনি প্রতিনিয়ত আমাদের কমিউনিটির জন্য ভালো কাজ করে যাচ্ছেন।এই পোস্টগুলো আমার অনেক উপকারে আসবে আর নতুনদের জন্য তো বটেই।অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার ক্লাসের উপস্থাপন আমার খুব ভালো লাগে। আপনি অনেক শিক্ষামূলক পোস্ট করেন যার থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সব মেম্বারের অনেক কাজে লাগে।

 2 years ago 

স্টিম প্লাটফর্মে একবছরের বেশি সময় ধরে থাকলেও এর বেসিক ধারণায় আমার অনেক এুটি ছিল। কিন্তু আপনার এই ধারাবাহিক পোস্টগুলো অনেক উপকারী ছিল। অনেক কিছু জানতে পেরেছি।

ধন্যবাদ আমাদের জন্য এতো পরিশ্রম করে পোস্টগুলো করার জন্য।।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 63815.31
ETH 3124.40
USDT 1.00
SBD 3.99