রেসিপি রিভিউ পোস্ট।আমার করা ৪টি মজাদার রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগএর একজন সদস্য। প্রিয় বন্ধুগণ, সবাই আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

সবার সুস্থতা কামনা করে আমি আমার পোস্ট নিয়ে হাজির হলাম।আমার আজকের পোষ্ট টি হল আমার পূর্বে করা কিছু রেসিপি নিয়ে। অর্থাৎ আমি পূর্বে করা রেসিপির রিভিউ দেয়ার জন্যই আজকের এই পোস্ট তৈরী করলাম। আজকের এই পোস্টের রেসিপিগুলো হয়তো অনেকেই পূর্বে ভিজিট করেছিলেন। তবে যারা ভিজিট করেননি তারা দেখতে পাবেন। তবে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, সবগুলো রেসিপি আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে শুরু করি।

20230318_210748.jpg

♥️মজাদার স্বাদে চিকেন রোস্ট রেসিপি।♥️

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5qWiLsZbz5XHy3jNTziF9WyVFHMHpkMENYqZWQYQy1gLGyCR12M9vneLxpfkWZUy55y4eKtDvPXNZtB82nT5J2yWaRJjnCdBVHqrQD8kMPSHfJzA.jpeg

চিকেন রোস্ট রেসিপিটি করেছিলাম আমাদের বাড়িতে থাকাকালীন। কারণ ওই সময় আমাদের বাড়িতে মেহমান এসেছিল।আর তখন বিভিন্ন রকম পদ রান্না করেছিলাম এবং রেসিপিও তৈরি করেছিলাম। মুরগি রান্না করার ক্ষেত্রে রোস্ট রান্না করলে খেতে ভালো লাগে। তাছাড়া কক মুরগির রোস্ট খেতে অন্যরকম সুস্বাদুও হয়। আমরা বেশিরভাগ সময় কক মুরগির রোস্ট করে থাকি। আর যখন মেহমান আসে তখন তো সব সময় রোস্ট করা হয়। তাছাড়াও ব্রয়লার মুরগিগুলো দিয়ে মালাইকারি আর সোনালী বা দেশি মুরগি গুলো এমনিতেই ঝাল রান্না করে খাওয়া হয়। কারণ সব রকম রান্নার মধ্যে একই স্বাদ পাওয়া যায় না। ভিন্ন রকম রেসিপি তৈরি করা হলে তখন আলাদা আলাদা ভাবে খেতে ভালো লাগে।

পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।

♥️মজাদার চিংড়ি মালাইকারী রেসিপি।♥️

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovZB861sbcePBhd6NaAjB7sydBf1nKgRt2YnE9CjFsEpfbRdR5bx4RLMj7EgYMSKnC5zgFT13mxU6K3iUZyqsooot.jpg

আমি সেদিনই এই চিংড়ির মালাইকারী তৈরি করেছিলাম। যদিও রেসিপিটি অনেক পরেই আমি শেয়ার করেছি। তবে আজকে ভাবলাম আবারও যেহেতু রিভিউ দিচ্ছি সেই হিসেবেই রেসিপিটি এখানে এনে রাখি। কারন অনেক সময় সবগুলো রেসিপি একসাথে রাখা হয়ে ওঠে না। এজন্যই রিভিউ এর মাধ্যমে রাখা যায়। চিংড়ি মাছ যারা পছন্দ করে তারা এই মাছগুলো যে কোনোভাবেই খেতে পারে। আর আমার কাছে চিংড়ির মালাইকারি খেতে অনেক বেশি ভালো লাগে। বাসায় চিংড়ি আনা হলে এভাবেই বেশিরভাগ সময় মালাইকারী তৈরি করা হয়। তাছাড়া চিংড়ির ঝাল ভুনাও অনেক সুস্বাদু হয়।

পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।

♥️বেগুন-চিকেনের কোরিয়ান ফাঁড়া রেসিপি♥️

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovrmnKY3LdYhpTVKWt3dvxqWuoVWsp4swr6ipb5rwWpE1tBTFfJWDaUomVWsknGunX1trhnAhfTPKjDWYGsrJfPMg.jpeg

রেসিপিটি দেখে হয়তো আপনারা মনে করতে পারবেন আমাদের সেই সব্জির কন্টেস্টের কথা। যেহেতু প্রতিনিয়ত ভিন্নরকম কনটেস্ট চালু করা হয়ে থাকে আর সেই হিসেবে সেইবারের আয়োজন ছিল শীতকালীন সবজি দিয়ে কোন ইউনিক রেসিপি তৈরি করার। শীতকালীন সবজির কন্টেস্ট হিসেবে ভাবলাম ভিন্ন রকম একটা রেসিপি তৈরি করব বেগুন দিয়ে। যদিও অনেক দারুন দারুন রেসিপি সেদিন দেখেছিলাম। তবে আমি বেগুন আর চিকেন দিয়ে কোরিয়ান ফাঁড়া তৈরি করেছিলাম সেই প্রথমবারের মতো। আর খেতেও সত্যি সুস্বাদু ছিল।

পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।

♥️মজাদার স্বাদে বেগুন ভর্তার রেসিপি।♥️

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81DQM1NR3VkdX7myi8mFGBwV6bhBPhgvyMWU77BmsHk5vRELwdrU7rpVnNhrmwR5jC6h31cxpVXQxYQ9Q2yLk2j1hMYmhG (1).jpeg

বেগুনের আরও একটি রেসিপি এটি।আর এই রেসিপিটি সকলে কমবেশি খেয়ে থাকেন। বেগুন ভর্তা খেতে অনেক বেশিই ভালো লাগে। যদিও আমি তেমন একটা বেগুন খাই না তবে এই বেগুন ভর্তা যদি করা হয় তাহলে সেটা আর বাদ থাকে না। গরম ভাতের সাথে বেগুন ভর্তা খেতে জাস্ট অমৃত লাগে। বেগুন, শুকনো, মরিচ, পেঁয়াজ এইগুলোর সংমিশ্রণে একটু পোড়া পোড়া ভাব লাগে। যা বেশি সুস্বাদু এবং পুষ্টিকর। আমার এই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করেছি সাধারণভাবে। অনেকে হয়তোবা ভিন্নভাবেও করে থাকেন। যাই হোক আজকে আবার রিভিউ এর মাধ্যমে রেসিপি টা আপনাদের সাথে তুলে ধরলাম।

পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।

আমার এই রেসিপি পোস্টগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 3 years ago 

রিভিউ পোস্ট গুলো দেখলে ভীষণ ভালো লাগে। এর আগে ও আপনার রেসিপি গুলো দেখেছি। চমৎকার চমৎকার রেসিপি দেখতে পেলাম। চমৎকার ভাবে বর্ননা করেছেন। সব গুলো রেসিপি আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ভালো থাকুন সর্বদায়।।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

সব সময় সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ,।

 3 years ago 

আপু আপনি আজকে চারটা রেসিপির একটি রিভিউ পোস্ট তৈরি করেছেন পোস্টটি দেখে আমার অনেক ভালো লেগেছে। কারণ আপনার আগে দুইটা রেসিপি আমার দেখা ছিল আর দুইটা রেসিপি দেখার ছিল না। কিন্তু আজ দেখার সুযোগ হয়েছে। আপু আর একটা বিষয় হচ্ছে যে আপনার রেসিপি পোস্টের একটা ফটোগ্রাফি আপলোড হয়নি আপনি একটু চেক করে দেখবেন।

 3 years ago 

ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 3 years ago 

আহা আপু এতগুলো খাবারের রেসিপি একসাথে দেখে তো আমার লোভ সামলানো মুশকিল হয়ে পড়েছে। প্রত্যেকটা খাবারের এত সুন্দর কালার। প্রত্যেকটা খাবার কিন্তু বেশ লোভনীয় লাগছে। ধন্যবাদ আপু একসাথে অনেকগুলো রেসিপির রিভিউ পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু চমৎকার ও সাবলীল একটি মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

 3 years ago 

রেসিপির রিভিউ পোস্ট দেখে খুব ভালো লাগলো আপু। কোনটা রেখে কোনটার প্রশংসা করবো সেটা বুঝতে পারছি না। প্রতিটি রেসিপি দেখতে বেশ লোভনীয় লাগছে। তবে আমার কাছে বেগুন-চিকেনের কোরিয়ান ফাঁড়া রেসিপিটা খুব ইউনিক লেগেছে। এই পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

♥️মজাদার স্বাদে বেগুন ভর্তার রেসিপি।♥️
![JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81DQM1NR3VkdX7myi8mFGBwV6bhBPhgvyMWU77BmsHk5vRELwdrU7rpVnNhrmwR5jC6h31cxpVXQxYQ9Q2yLk2j1hMYmhG (1).jpeg](UPLOAD FAILED)

হয়তো আপনার ইন্টারনেট সমস্যার জন্য শেষের রেসিপির ছবিটি আপলোড হয়নি। আশা করি এডিট করে ঠিক করে নিবেন।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আমি বিষয়টা ঠিক করে নিয়েছি ভালো থাকবেন।

 3 years ago 

বিষয়টা ঠিক করে নিয়েছেন, দেখে খুব ভালো লাগলো আপু। আপনিও সবসময় খুব ভালো থাকবেন।

 3 years ago 

আপনার মজাদার চারটি রেসিপি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। প্রত্যেকটা রেসিপি পোস্ট যেন অসাধারণ ছিল।একসাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

চমৎকার একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন সর্বদায় ।

 3 years ago 

আজকের পোস্টের মাধ্যমে চমৎকার কিছু রেসিপি পোস্ট দেখতে পেলাম খুবই ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে রেসিপি পোস্ট উপস্থাপন করে থাকেন। আমি পূর্বে আপনার করা রেসিপি পোস্ট গুলো দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে মজাদার চিংড়ি মালাইকারী রেসিপি বেশ দুর্দান্ত হয়েছে। এত সুন্দর পোস্ট রিভিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

সবসময় মন্তব্যের মাধ্যমে সাপোর্ট করে যাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন।

 3 years ago 

আপনার রেসিপি পোস্ট গুলো আমি দেখেছিলাম। পোস্টগুলো ছিল অসাধারণ। আজকে একসাথে আমাদের সাথে শেয়ার করলেন। একসাথে রেসিপি পোস্টগুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। চিংড়ির মালাইকারি আমার বেশি ভালো লেগেছিল।

 3 years ago 

ভাই আপনার মন্তব্যটি পড়ে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য ভালো থাকবেন।

 3 years ago 

আপু আপনার প্রত্যেকটা রেসিপি আমার অনেক পছন্দ হয়েছে। যেগুলো দেখে আমার পেটের ভিতর খিদা খাওয়ার জন্য আন্দোলন শুরু করে দিয়েছে। এখন সে খিদার আন্দোলন থামানোর জন্য মজাদার চিংড়ি মালাই রেসিপি টা খেতে হবে,হি হি হি। ধন্যবাদ আপু।

 3 years ago 

হাহাহা কি যে বলেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.30
JST 0.037
BTC 102761.90
ETH 3423.04
USDT 1.00
SBD 0.55