"The weekly job I concluded being a Co-Admin"
|
---|
Hello,
Everyone,
কেমন আছেন আপনারা সকলে?
আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটি অনেক ভালো কেটেছে।
আজকাল যে পরিমাণে গরম পড়ছে, তাতে যদিও কারোর ভালো কাটার কোনো উপায় নেই, কিন্তু তবুও ভালো থাকার চেষ্টা আমাদের সকলকে করতে হবে।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার গত সপ্তাহের সকল কার্যাবলী সংক্রান্ত সপ্তাহিক রিপোর্ট। যার মাধ্যমে কমিউনিটিতে গত সপ্তাহে আমি কি কি দায়িত্ব পালন করেছি, তা সংক্ষিপ্তাকারে তুলে ধরার চেষ্টা করবো। চলুন তাহলে শুরু করি,-
|
---|
এই সপ্তাহের টিউটোরিয়াল ক্লাসে গতকাল হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মাত্র ১১ জন ইউজার ছাড়া আর কেউ সেই ক্লাসে উপস্থিত হননি।অনেকে নাকি ভুলেই গিয়েছিলেন। যদিও গতকাল টিউটোরিয়াল ক্লাস হবে, তার অ্যাউন্সমেন্ট আগেই দেওয়া হয়েছিল।
আসলে আমরা আমাদের জীবনে সেই সকল জিনিসগুলো ভুলে যাই, যেগুলো আমাদের কাছে কম গুরুত্বপূর্ণ। আর অনেকের কাছে যে টিউটোরিয়াল ক্লাসটি গুরুত্বপূর্ণ নয়, এটা গতকাল আবার প্রমাণিত হলো। তবে এই ক্লাসটি নিয়মিতভাবেই করা হবে, শুধুমাত্র সেই সকল ইউজারদের জন্য, যারা এই ক্লাসে প্রতিনিয়ত উপস্থিত থেকে নিজেদের সমস্যার কথা ম্যামকে জানান।
আর সেই সকল গুরুত্বপূর্ণ তথ্যের জন্য যেগুলোর ম্যাম এই ক্লাসের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করেন। গতকালও তিনি এরকমই কিছু বিষয় সম্পর্কে আমাদের সাথে আলোচনা করেছিলাম। পাশাপাশি বেশ কিছু ইউজারের প্রশ্নের উত্তরও তিনি দিয়েছেন।
|
---|
এই সপ্তাহের সাপ্তাহিক হ্যাংআউট এখনো পর্যন্ত হয়নি এবং আগামী সপ্তাহের কোন দিন হবে সেটাও সিদ্ধান্ত নেওয়া হয়নি। যেহেতু এই মুহূর্তে কমিউনিটিতে এনগেজমেন্ট চ্যালেঞ্জ চলছে, সেই কারণে কাজের চাপ অন্যান্য সপ্তাহের থেকে অনেক বেশি।
কিন্তু যেহেতু টিউটোরিয়াল ক্লাসটা আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, তাই সময় বের করে টিউটোরিয়াল ক্লাস করা হয়েছে। তবে হ্যাংআউটের দিন এখনো পর্যন্ত নির্দিষ্ট করা হয়নি। যদি সেটা সম্ভব হয়, তাহলে অবশ্যই সেটা অ্যানাউন্সমেন্ট চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। অনুরোধ করবো সকলে সেদিকে নজর রাখবেন।
|
---|
এই সপ্তাহের সপ্তাহের সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট আশা করি ইতিমধ্যে সকলেই পড়েছেন। আর নিজেদের কার্যক্রম সম্পর্কে নিজেরাই যেহেতু অবগত আছেন, তাই সেই বিষয়ে আলাদা করে সত্যিই কিছু লিখতে ইচ্ছা করছে না।
তবে আপনাদের সকলের কথা ভেবে কমিউনিটিতে যে কনটেস্টটি আমরা আয়োজন করেছিলাম,সেই কনটেস্টের নিয়ম অনুসারে, গত সপ্তাহে মাত্র একজন বিজয়ী হয়েছিলেন। আশা করি এই সপ্তাহের সকলে নিজেদের কার্যক্রম কিছুটা পরিবর্তন করবেন এবং নিজেদের নাম বিজয়ীদের তালিকাভুক্ত করতে সক্ষম হবেন।
|
---|
বুমিং সংক্রান্ত কার্যাবলী প্রতিদিনের একটি দায়িত্ব এবং সেটি সচেতনতার সাথে পালন করতে হয় ।অবশ্য এই কাজে আমাকে আমাদের সিনিয়র মডারেটর পিয়া দিদি কিছুটা সাহায্য করেন। তবে পোস্ট নির্বাচনের ক্ষেত্রে আমাকেই সবথেকে বেশি দায়িত্ব পালন করতে হয়।
আপনাদের সকলকে অনুরোধ করবো কমিউনিটিতে নিজেদের লেখা প্রতিদিন শেয়ার করার জন্য। কারণ আপনারা প্রত্যেকেই জানেন, বুমিং সাপোর্ট পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেগুলো আপনাদেরকে পালন করতেই হবে। কেবলমাত্র তখনই আপনাদেরকে সাপোর্ট দেওয়া সম্ভব হবে।
|
---|
চ্যালেঞ্জের সময় পোস্ট ভেরিফিকেশন করাটা একটা বিশেষ দায়িত্ব, কারণ এখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ নিজেদের অনুভূতি পোস্টের মাধ্যমে শেয়ার করেন।
সবথেকে যেটা ভালো লাগে পোস্টগুলো পড়ার মাধ্যমে নিজেরা অনেক কিছু জানতে পারি, অনেক কিছু শিখতে পারি। তবে গত সপ্তাহের পোস্ট ভেরিফাই করতে গিয়ে দেখলাম একজন ইউজার ক্লাব বহির্ভূত। তাই ভেরিফিকেশন করার বদলে তার ট্যাগ পরিবর্তন করে, একটা নরমাল কমেন্ট করেছিলাম, যাতে তিনি পাওয়ার আপ করার মাধ্যমে নিজেকে যেকোনো একটি ক্লাবের অন্তর্ভুক্ত করেন।
কারণ চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে গেলে আপনাকে মে কোনো একটি ক্লাব অবশ্যই মেইনটেইন করতে হবে, যেহেতু ক্লাব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া।
|
---|
আপনারা হয়তো অনেকেই খেয়াল করবেন, আমি এই সপ্তাহে একদিন আগে আমার সাপ্তাহিক রিপোর্ট শেয়ার করছি, সুতরাং পরবর্তী সপ্তাহ গুলিতেও আমি প্রতি বুধবার আমার সাপ্তাহিক রিপোর্ট শেয়ার করবো।
ইউজার হিসেবে এই কমিউনিটিতে গত সপ্তাহে আমি কি কি পোস্ট শেয়ার করেছিলাম, তার একটি তালিকা আমি উপস্থাপন করলাম,-
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
01. | 11-04-2024 | SEC17/W1- Heaven and Hell fantasy or reality? |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
02. | 09-04-2024 | "The weekly job I concluded being a Co-Admin" |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
03. | 10-04-2024 | "INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT" |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
04. | 12-04-2024 | Better life with steem-The Diary Game-12th April, 2024 |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
05. | 13-04-2024 | বাঙালির চৈত্র সংক্রান্তি |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
06. | 14-04-2024 | "বার্ধক্য-অপরিবর্তনশীল। তবে কিছু ক্ষেত্রে মানসিক পরিবর্তন আবশ্যক" |
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
07. | 15-04-2024 | Better life with steem-The Diary Game-14th April, 2024 |
|
---|
এই ছিল গত সপ্তাহে আমার সকল কার্যাবলী, যেগুলো রিপোর্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা প্রত্যেকেই রিপোর্টটি পড়ে, আমার সাপ্তাহিক কার্যক্রম এর কিছুটা ধারণা অবশ্যই পাবেন। রিপোর্ট সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।
@tipu curate
;) Holisss...
--
This is a manual curation from the @tipU Curation Project.
Upvoted 👌 (Mana: 2/7) Get profit votes with @tipU :)
পুরো সপ্তাহের কার্যক্রম আজকের এই পোষ্টের মাধ্যমে আপনি তুলে ধরেছেন। কমিউনিটির পাশাপাশি আপনি আপনার নিজের কাজগুলোও তুলে ধরেছেন। বুমিং সাপোর্ট,এনগেজমেন্ট এর জন্য আপনাকে অনেকগুলো পোস্ট পড়ে এর মধ্যে থেকে সঠিক পোস্টটি বাছাই করে নিতে হয়। আর এটি মোটেও সহজ কাজ নয়।
তারপরও নিরলস ভাবে আপনি কাজ করে যাচ্ছেন। কমিউনিটির প্রতি আপনি অত্যন্ত নিবেদিতপ্রাণ। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট করার জন্য। সত্যি টিউটোরিয়াল ক্লাস আমাদের এই কমিউনিটির পোষ্টের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন কিছু জানা যায় পোস্টে ভুল করলে টিউটোরিয়াল ক্লাসের মাধ্যমে ভুল শুধরাবো কিভাবে সেটা জানা যায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট করার ।জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন।
পুরো একটি সপ্তাহের কার্যক্রম গুলো আপনি আপনার পোষ্টের মাধ্যমে তুলে ধরেছেন, নিজের কার্যক্রমের পাশাপাশি কমিউনিটির কথা ও আপনার পোস্টের মাধ্যমে আপনি তুলে ধরেছেন, আপনার একটি সপ্তাহের কার্যক্রম দেখে অনেক ভালো লাগলো এবং সেগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
আপনি অনেক সুন্দর একটি সপ্তাহ অতিবাহিত করেছেন আর নিজের দায়িত্ব পালন করার মাধ্যমে দিন কাটিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। দোয়া করি আপনার ভবিষ্যতের দিন গুলো আর ও ভালো এবং আনন্দ ময় হয়। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল।