SEC17/W1|Heaven and Hell fantasy or reality?

in Incredible India2 months ago
Beige Collage Morning Coffee Instagram Post_20240409_220348_0000_100354.png
"Edited by canva"

Hello,

Everyone,

আশাকরছি সকলে ভালো আছেন এবং আপনাদের প্রত্যেকেরই আজকের দিনটি অনেক ভালো কেটেছে। আজ আমি অংশগ্রহণ করতে চলেছি আমাদের কমিউনিটির এনগেজমেন্ট চ্যালেঞ্জ সিজন-১৭ এর প্রথম সাপ্তাহিক কনটেস্টে।

ইতিমধ্যে অনেকেই এই কনটেস্টে অংশগ্রহণ করেছেন, তবে এখনো পর্যন্ত যারা কনটেস্ট পোস্ট পড়েননি, তাদের জন্য লিংকটি আমি নিচে শেয়ার করছি, অনুরোধ করবো সকলকে এই কনটেস্টে অংশগ্রহণ করে নিজেদের মতামত উপস্থাপন করার জন্য।

পোস্ট লিঙ্ক

1672344690977_010726.jpg

প্রায়শই আমরা কথা প্রসঙ্গে অনেক সময় স্বর্গ এবং নরকের কথা উল্লেখ করে থাকি। তবে এই স্বর্গ এবং নরক সম্পর্কে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত রয়েছে। স্বর্গ এবং নরক নিয়ে বিশ্বাস-অবিশ্বাসের দ্বন্দ্ব সব সময়ই ছিল এবং আগামীতেও থাকবে।

তবে আজ এখানে এই কনটেস্টের মাধ্যমে আমরা নিজেদের মতামত শেয়ার করতে পারবো, তাই আমিও আমার ব্যক্তিগত অনুভূতি এই পোস্টের মাধ্যমে আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি।চলুন তাহলে শুরু করি, -

1672344690977_010726.jpg

"Do you believe there is a place named heaven and hell out of this world? Justify your belief."

tunnel-7484734_1280_093651.jpg

source

না, আমি বিশ্বাস করি না এই পৃথিবীর বাইরে স্বর্গ বা নরক বলে আরো কোনো জায়গা আছে, বরং আমি উল্টোটাই বিশ্বাস করি স্বর্গ হোক কিংবা নরক, সমস্তটা এই পৃথিবীতেই বর্তমান। কারণ মানুষের মৃত্যুর পরে মানুষ স্বর্গে যাবে না নরকে, সেই সমস্তটাই বিতর্কের বিষয়।

কারণ আমরা কেউই সেই স্থান নিজের চোখে দেখতে পারিনি এবং কখনও পারবো না। তাই যে জিনিসটা অবাস্তব সেটা নিয়ে আমরা কেবলমাত্র তর্ক করতে পারি কিন্তু তার সঠিক সমাধান করা আমাদের কারোর পক্ষে সম্ভব নয়।

ছোটবেলাতে যদিও বা এই কথাগুলোকে বিশ্বাস করতাম, তবে যখন থেকে একটু বড় হতে শুরু করলাম, জীবন সম্পর্কে বিভিন্ন অভিজ্ঞতা হলো, তখন থেকেই ছোটবেলার বিশ্বাসটা আস্তে আস্তে অবিশ্বাসে পরিণত হতে থাকলো। আর বর্তমানে আমি একথা একদমই বিশ্বাস করি না যে, এই পৃথিবীর বাইরে স্বর্গ বা নরক নামক আর কোনো জায়গা আছে।

1672344690977_010726.jpg

"Do you believe karma decides our future, and we get results according to the same?"

ai-generated-8664170_1280_093654.png

source

অবশ্যই আমি বিশ্বাস করি আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। আমরা প্রত্যেকেই ভিন্ন মানুষ ভিন্ন পরিস্থিতিতে বেড়ে উঠি। আমাদের জন্ম কখনোই আমরা নির্ধারণ করতে পারি না, এমনকি জন্মানোর পরেও অনেক কিছুই আমরা নিজেরা সিদ্ধান্ত নিতে পারি না। তখন আমাদের পরিবারের মত অনুযায়ী আমাদেরকে চলতে হয় এবং আমাদের হয়ে আমাদের জীবনের সমস্ত কিছুর সিদ্ধান্ত নিয়ে থাকেন আমাদের বাবা মায়েরা।

তবে একটা বয়সের পর আমাদের প্রত্যেকেরই জ্ঞান বুদ্ধি হয়, জীবনে চলতে চলতে বাস্তব অভিজ্ঞতা হয়, ভালো মন্দের বিচার করার ক্ষমতা হয়। আর তখন থেকে আমরা কি কাজ করবো, কেমন ভাবে নিজেদের জীবন যাপন করবো, এর সম্পূর্ণ সিদ্ধান্ত হয় আমাদের।

আর সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা জীবনে যে পথে চলি, যে কর্ম করি, তার সম্পূর্ণ ফলাফলের জন্য আমরাই দায়ী থাকি। হয়তো জীবনে অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করার সুযোগ হয়নি, তবে এতোটুকু বয়সে পারিপার্শ্বিক এমন অনেক ঘটনা ঘটেছে, যেগুলো দেখে আমার মনের মধ্যে এই বিশ্বাস জন্মেছে যে, আমাদের জীবনে আমরা যা কিছু পেয়ে থাকি তার সবকিছুই আমাদের কর্মের উপরে নির্ভর করে।

তাই ভালো কিছু হলে নিজে যেমন অনেক বেশি আনন্দ পাই, তেমনি খারাপটাকে গ্রহণ করার ক্ষমতাও আমাদের রাখতে হবে। কারণ আমাদের সাথে খারাপ যদি কিছু ঘটে তার জন্যেও আমাদের কোনো না কোনো কর্মই দায়ী। হয়তো অন্যকে দোষারোপ করে আমরা নিজেদেরকে মানসিক শান্তি দিতে পারি, তবে যদি ঠান্ডা মাথায় ভাবা হয়, তাহলে বোঝা যাবে আমাদের যা কিছু প্রাপ্তি, তার জন্য অন্য কেউ নয় বরং আমরা নিজেরাই দায়ী।

1672344690977_010726.jpg

"Do you believe immortality and chastity are some factors that affect our lifestyle? Describe."

devil-8607083_1280_093646.png

source

অমরত্ব বা পবিত্রতা আমাদের জীবন ধারাকে প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে প্রভাবিত করে বলেই আমি বিশ্বাস করি। অমরত্ব শব্দটি শুনলে আমার ছোটবেলাকার মহালয়ার দিনগুলো মনে পড়ে। যখন দুর্গাপূজার আগে মহালয় দেখতে বসতাম, তখন উৎসুক থাকতাম মা দুর্গা ও অসুরের গল্প শোনার জন্য।

পুরান কথা অনুযায়ী অসুর নিজের সাধনার দ্বারা ব্রহ্মদেবকে তুষ্টু করেছিলেন এবং তার বিনিময়ে তিনি অমরত্ব চেয়েছিলেন। কিন্তু ব্রহ্মদেব তাকে বলেছিলেন যে, তিনি তাকে অমরত্ব দিতে পারবেন না, তবে কোনো দেবতা, পুরুষ মানুষ বা পশু তাকে হত্যা করতে পারবে না, এই বর তিনি তাকে দিতে পারেন। তার সাথে সাথে এটা জানান তার মৃত্যু হবে কোনো নারীর হাতে।

এই কথা শোনার পর অসুর অনেক হেসেছিল, কারণ তার ধারনা ছিল, সকল নারীকেই তিনি তার শক্তি দিয়ে পরাজিত করতে সক্ষম। পরবর্তীতে যেমনটা আমরা সকলেই জানি মা দুর্গার হাতেই অসুরের মৃত্যু হয়েছিল।

তাই শারীরিকভাবে কেউ অমরত্ব পেতে পারে, একথা আমি বিশ্বাস করি না। তবে যুগের পর যুগ মানুষের মনে বেঁচে থাকার মতন অমরত্ব অনেকেই লাভ করেছেন। আর এমন ভাবেই তারা মানুষের মনে থেকে যাবেন নিজেদের কর্মের দ্বারা।

এমন অনেক শিল্পী আছেন, যাদের শিল্পী সত্তা মানুষের মনে আজীবন বেঁচে থাকে। আমরাও ছোট থেকে এমন অনেক শিল্পীর গান শুনেছি, অভিনয় দেখেছি, যারা হয়তো আমাদের জন্মের অনেক আগেই মারা গিয়েছেন। কিন্তু তাদের শিল্প আমাদের মধ্যে আজও বেঁচে আছে এবং আমাদের পরবর্তী জেনারেশনের মধ্যেও বেঁচে থাকবে। তাই অমরত্ব শারীরিকভাবে পাওয়া কখনোই সম্ভব নয়, তবে কর্মের দ্বারা সেটা পাওয়া অসম্ভব নয়।

পবিত্রতা বলতে আমি বুঝি শুদ্ধতা। সেটা হোক শারীরিক কিংবা মানসিক। সমাজে থাকতে গেলে আমরা এমন অনেক কুসংস্কার মেনে চলি, যেগুলোকে আমরা হয়তো মন থেকে বিশ্বাস করতে পারি না, আবার বহু বছরের অভ্যাসের কারনে সেটাকে ত্যাগও করতে পারি না।

আমার মনে হয় এই পবিত্রতা সম্পূর্ণ মনের ব্যাপার। মন থেকে যদি আপনি পবিত্রতা অনুভব করেন, তাহলে কোনো কাজেই কোনো বাধা মেনে চলা উচিত নয়।

1672344690977_010726.jpg

"Conclusions"

যাইহোক এই ছিল আমার নিজস্ব অনুভূতি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কনটেস্টে নিয়ম অনুসারে আমি আমার তিনজন বন্ধু @tanay123, @wilmer1988, ও @adylinah কে আমন্ত্রণ জানাই। আশা করছি তারা সকলেই কনটেস্ট অংশগ্রহণ করে নিজেদের মতামত শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328TqCvhjhspw5NBPbWMShaDD4yjYoZFwyWS9XH9YcrMyqTMGHiWpaGrwDGkXYMbDHgxptYZq3ueRpXapEAPkAuu3vPaZSXJ2USdTC.png

Sort:  
Loading...

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

Hola amigo @sampabiswas , tus creencias son totalmente respetables, creo que pasaste por mucho para pensar de esta manera, no coincido en todo contigo jajaja, pero en el aspecto de que nuestras acciones tienen sus consecuencias, pues totalmente es así, es como sembrar para cosechar.

Me gustó mucho leer tu punto de vista totalmente diferente al mío, y de esto se trata este Challenge, de conocer la perspectiva de cada quien!!!

Saludos y te deseo mucho éxito y bendiciones!!!

 2 months ago 

দিদি, আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। আপনার মতো আমিও মনে করি, স্বর্গ হোক বা নরক সেটা পৃথিবীতেই অবস্থিত। ভালো কাজের ফল যেমন মানুষ এখানেই ভোগ করে তেমনই খারাপ কাজের পরিমানও এখানেই পেতে হবে। ভালো থাকবেন।

TEAM 5

Congratulations! Your post has been upvoted through steemcurator08.

Curated by : @sduttaskitchen
 2 months ago 

I respect your believe ma'am. As you said that we haven't things like heaven and hell how can we believe in it. In life we didn't know what is coming next, we don't know about what will happen to us tomorrow, we cannot guarantee anything. As we receive gifts we don't know what are we gonna receive, as we receive bonus in a company we don't know how much can I receive in a bonus.

  • A thief robs a valuable thing from owner and sells it, it will leave the owner in grieve and also the owner don't know that this will be coming.
    Now, people will believe that it is states responsibility to check and balance but things like it happens.
  • If Politicians and bureaucrats robs and use our money for there property and you don't have the power or prove against it.

To stop bad activity and award deeds to prove the existence of justice Heaven and Hell are created.

Thank You

You do not believe in a place called heaven or hell outside of this world. I feel that everything, whether good or bad, exists within our world based on our actions. Our actions determine our future, and we are responsible for the consequences of our decisions. You believe that immortality and chastity do play a role in shaping our lifestyles. Immortality can be achieved through the legacy we leave behind, whether it be through art or actions that impact others. Purity, both physically and mentally, is essential in leading a fulfilling life. As we navigate through society, maintaining purity of mind and actions can have a significant impact on our well-being and interactions with others. It is essential to strive towards living a life guided by good intentions and positive actions.

 2 months ago 

আমিও আপনার মত এটাই বিশ্বাস করি যে স্বর্গ হোক কিংবা নরক তা এই পৃথিবীতেই বিদ্যমান। শারীরিকভাবে অমরত্ব পাওয়া এখনো পর্যন্ত সম্ভব হয়নি আর ভবিষ্যতেও হবে না বলেই আমার মনে হয় সে বিজ্ঞান যতই উন্নতি করুক না কেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার জন্য আমার তরফ থেকে শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67124.23
ETH 3753.43
USDT 1.00
SBD 3.56