My weekly report (Moderator & Discord In Charge)|| 23th January 2024||
Hello Friends,
বন্ধুরা, সকলকে জানাই কনকনে শীতের শুভেচ্ছা। আশাকরি, আপনারা সকলেই কুশলে আছেন। আমিও আপনাদের আশীর্বাদে বেশ ভালো আছি। এখন বাংলাদেশ সময় সকাল এগারোটা, আমি আমার সাপ্তাহিক প্রতিবেদন লিখতে বসেছি।
এই প্রতিবেদনে আমি আমার বিগত সপ্তাহের সকল কার্যাবলী তুলে ধরতে চেষ্ট করবো। আশাকরি, আপনাদের কাছে তথ্যবহুল হবে এবং আমার কাজ গুলো ও জানতে সুবিধা হবে। তবে অন্যান্য সপ্তাহের তুলনায় আমার বিগত সপ্তাহের কার্যক্রমের পরিমাণ অনেকাংশে কমই ছিল।
|
---|
➡️ আমাদের কমিউনিটিতে প্রতি সপ্তাহে দুর্দান্ত একটি বিনোদন পর্ব এবং টিউটোরিয়াল ক্লাস অনুষ্ঠিত হয়। যেখানে আমাদের কমিউনিটির সকল সক্রিয় স্টিমিয়ানদের উপস্থিতি লক্ষণীয়। আমাদের এই বিনোদন পর্বে এমন কিছু আয়োজন থাকে যেটা আমাদেরকে আনন্দময় মুহূর্ত উপভোগ করতে সহযোগিতা করে।
➡️ এছাড়াও টিউটোরিয়াল ক্লাসে চলমান সকল বার্তা ও প্রয়োজনীয় তথ্য পাই আমরা আমাদের এডমিন ম্যামের থেকে। এমনকি মাঝেমধ্যেই নতুন নতুন স্টিমিয়ান আমাদের কমিউনিটিতে যুক্ত হচ্ছেন তাই তাদের জন্য অনেক তথ্যবহুল এই টিউটোরিয়াল ক্লাস।
➡️আমাদের সকলের জন্য সঠিক দিকনির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ আর এটার জন্য সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাসের কোনো বিকল্প নেই। আমি নিজেও দিকনির্দেশনার অভাবে প্রথমে কাজ করতে পারিনি। যার ফলে এখানে যুক্ত হয়ে এটা বুঝতে পেরেছি সঠিক দিকনির্দেশনা কতোটা গুরুত্বপূর্ণ। আমিও যা শিখেছি এখান থেকেই তাই এটা আমার বাস্তব অভিজ্ঞতাও বটে।
✅বুমিং সাপ্তাহিক প্রতিবেদন:-
Date | Title | Thumbnail |
---|---|---|
22-01-2024 | Weekly Booming Curation report |
➡️কেন এই পোস্ট?এবং কি?
- এইটা আমাদের কমিউনিটির একটি গুরুত্বপূর্ণ সাপ্তাহিক প্রতিবেদন যেখানে আপনারা বুমিং সম্পর্কিত সকল বিষয় খুব সহজেই পরিদর্শন করতে পারবেন। এটা আমাদের কমিউনিটির কাজের স্বচ্ছতা। আমাদের কমিউনিটির সাথে যুক্ত সকল মডারেটর ও খুবই সচেতন তাঁদের কাজের প্রতি। যেটা আমাদের কমিউনিটি থেকে প্রকাশিত প্রতিটি প্রতিবেদনেই প্রমাণিত।
- বুমিং সম্পর্কিত সকল তথ্য এই প্রতিবেদনে লিপিবদ্ধ। যদি এক নজরে কেউ একবার এটি পরিদর্শন করে তাহলে আমার মনে হয় বুমিং সম্পর্কে আমাদের সচেতন কার্যক্রম বোঝা সম্ভব।
|
---|
➡️ একজন মডারেটর হিসেবে পোস্ট যাচাইকরণ করাটা খুবই গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। যেখানে একাধিক বিষয় চেক করে তবেই পোস্ট যাচাইকরণ ফরমেট সাবমিট করতে হয়।
➡️বিগত ক্লাসেও hash tag নিয়ে আলোচনা করা হয়েছিল কিন্তু এটার পরেও দেখছি কয়েকজনের hashtag সাজানোতে একটু সমস্যা। একজন স্টিমিয়ান হিসেবে পোস্ট আমাদের পরিচিতি। কিন্তু এটা তখনই সম্ভব যখন hash tag গুলো ও সঠিক থাকবে। অনুগ্রহ পূর্বক, hash tag এর দিকে সবাই একটু খেয়াল রাখবেন।
➡️ অনেকেই মাঝেমধ্যেই কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যা ফেইস করেন , আমাদেরকে নক দেয়ার সাথে সাথেই আমরা ভয়েসে কথা বলি। কারণ সকল সমস্যা টেক্সট করে সমাধান করা সম্ভব না। আমি আরো এক নতুন স্টিমিয়ান ভাইয়ের সাথে কথা বলেছিলাম। যিনি বলেছিলেন যে অনেক দিন পূর্বেই তার যুক্ত হওয়া এই প্ল্যাটফর্মে।
|
---|
👇👇
By piya3 | Title | Thumbnail |
---|---|---|
1. | How to take and use copyright free photos from Google//Tutorial | |
2. | How to take & use copyright free photos from free sites. Part-2//Tutorial. |
➡️এই পোস্ট দুটি বিগত সপ্তাহের না। কিন্তু এই পোস্টে উপস্থাপন করা বিষয়টি নতুন এবং পুরনো সকলদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি সকলের হিতার্থেই এটি আজ উপস্থাপন করছি।
|
---|
Date | Post Count |
---|---|
👉16-01-2024 | 03 |
👉17-01-2024 | 05 |
👉18-01-2024 | 06 |
👉19-01-2024 | 05 |
👉20-01-2024 | 04 |
👉21-01-2024 | 05 |
👉22-01-2024 | 05 |
- কারো কারো সক্রিয়তা প্রশংসনীয় আবার কারো ক্ষেত্রে সক্রিয়তা অনেক কমে গিয়েছে। এটা খুবই দুঃখজনক যে এখনো ৬/৭ মাস বা ততোধিক সময় ধরে কাজ করা একজন স্টিমিয়ানের ক্লাব এখনো ঠিক থাকে না। ক্লাবটা ঠিক রাখা অতীব জরুরি এবং বাধ্যতামূলক ও বটে। প্রতিদিন সর্বনিম্ন একবার হলেও নিজ নিজ ক্লাব চেক করতে হবে। তাহলে আর এই ক্লাবের সমস্যা হবে না।
|
---|
No. | Date | Title | Thumbnail |
---|---|---|---|
01. | 16-01-2024 | weekly report | |
02. | 18-01-2024 | The Diary Game | |
03. | 20-01-2024 | Incredible India monthly contest of January #1 | |
04. | 21-01-2024 | The Diary Game | |
05. | 22-01-2024 | The Diary Game |
- ব্যক্তিগত কিছু সমস্যা ও ব্যস্ততার জন্য আমি বিগত সপ্তাহে মাত্র পাঁচটি পোস্ট করেছিলাম। আমি আমার সকল পোস্ট এখানে উপস্থাপন করেছি। এছাড়াও কমিউনিটির পোস্ট তো সর্বদাই দেখা প্রয়োজন। এছাড়াও প্রতিদিন বুমিং এর পোস্ট গুলো পুনরায় চেক ও করতে হয় এবং আমি ব্যক্তিগতভাবে এটার একটা নোট ও রাখি।
আমার আজকের প্রতিবেদনটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
Regards
@piya3 (Moderator)
Incredible India
প্রতি সপ্তাহের মতই আপনি এ সপ্তাহেও সাপ্তাহিক রিপোর্ট প্রকাশ করেছেন। শত ব্যাস্ততার মাঝেও যেভাবে আপনি এই রিপোর্ট যথাযথভাবে প্রকাশ করেন এটা অবশ্যই প্রশংনীয়।
সেই সাথে সারা সপ্তাহ জুড়েই আপনি আপনার উপর অর্পিত সব দায়িত্বও খুব সুন্দর ভাবে পালন করে থাকেন। আর ডিস্কোরডএ আমি ব্যাক্তিগতভাবে নক করার সাথে সাথেই আপনাদের সারা পেয়েছি।
ধন্যবাদ এতো সুন্দর করে সাপ্তাহিক রিপোর্টটা আমাদের মাঝে প্রকাশ করার জন্য।
ভালো থাকবেন সবসময়।
শুরুতেই জানাতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি এই সপ্তাহের সাপ্তাহিক রিপোর্ট আমাদের মাঝে উপাস্থাপন করার জন্য ৷ সাপ্তাহিক রিপোর্ট আসলেই অনেক গুরুত্বপূর্ণ কারন একটি পুরো সপ্তাহের গুরুত্বপূর্ণ তথ্য সংক্রান্ত গুলো আলোচনা করা হয়ে থাকে ৷
যাই হোক দিদি আবারো ধন্যবাদ আপনাকে ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ দিনটি আপনার শুভ হোক ৷
আবারো আরো একটি সপ্তাহের রিপোর্ট নিয়ে চলে এলেন। সারা সপ্তাহে কত কাজ করতে হয় তা আপনাদের এই রিপোর্ট গুলো দেখলেই বুঝতে পারি। আমরা নরমাল পোস্ট কমেন্ট করতেই হিমশিম খাই, আপ্নারা এগুলোর বাইরেও আরো কত কাজ করেন। আমাদের কাজের অনুপ্রেরণা এই রিপোর্ট গুলো।