Better Life With Steem || The Diary Game || 21th January 2024||
![]() |
|---|
Hello Everyone,
এখন দুপুর দুইটা, স্নান শেষ করেই পোস্ট লিখতে বসেছি। কারণ ঠাণ্ডায় রাতে বর্তমান হাত বাইরে রেখে পোস্ট লেখা যথেষ্ট কষ্ট্যসাধ্য। তাই সিদ্ধান্ত নিয়েছি শীতের কয়েকদিন দিনের বেলা পোস্ট লিখবো। আশাকরি, এই শীতে সকলেই ভালো আছেন।
তবে নিজেদের খেয়াল রাখতে হবে ও শীত থেকে বাঁচতে গরম কাপড়ের কোনো বিকল্প নেই। আমি কিন্তু শীতের সময় চর্বিযুক্ত মাংস ভীষণ উপভোগ করি। অথচ এতোবার খাওয়ার পরেও একটা ছবিও আমি বেশ কিছু দিন ধরে শেয়ার করিনি। কারণ আমার খাওয়ার সময় হাঁসের মাংসের স্বাদের জন্য অন্য কিছু মাথাতেই থাকে না। যাইহোক, তাহলে আমি এখন দিনলিপিতে চলে যাচ্ছি।
Morning |
|---|
![]() |
|---|
সকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, তাই বিছানায় থেকে বোঝায় ছিল না যে সময় কতো হয়েছে। তাছাড়া ভীষণ ঠান্ডা, তাই মা ও আমাকে আর সকালে ডাকেনি। মা সকালেই রান্না করা শুরু করেছিল, তাই শেষ করেই আমাকে ডেকেছিল।
আমি নিজের সাথেই কিছুক্ষণ যুদ্ধ করে খুব কষ্টে কম্বল ছেড়ে বেরিয়েছিলেন। তারপর নিজেকে পরিষ্কার করে ওষুধ খেয়ে একটু বই নিয়ে বসেছিলাম। তবে রোদ্দুর ও তেমন ভালো ছিল না কিন্তু তারপরও শীতকালের রোদ্দুর বলে কথা। তাই আমি গণিত করতে বসেছিলাম। আমি বেশ মজা পাচ্ছিলাম গণিত করে কারণ শতকরার অংক গুলো বেশ ভালোই লাগছে বর্তমান। এটা আমি বুঝতে পেরেছি যে অনুশীলনে ঘাটতি থাকার জন্যই এতোদিন এই অংক গুলো ও আমার কাছে কঠিন মনে হতো।
Noon |
|---|
![]() |
|---|
অনেক দিন ধরে আমাদের ঘরের দক্ষিণ পাশে থাকা এই গাছটি কাঁটার প্রচেষ্টা চলছিল। অবশেষে গতকাল সেটা সফল হয়েছে। এটা আমি কৃষি বিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞান বিষয়ক অনেক জায়গাতেই পড়েছি যে একটি দেশের স্থল ভাগের ২৫% বনভূমি থাকা উচিত। এটা বিবেচনা করলে দেখা যাবে যে আমাদের দেশে যে বনভূমি আছে সেটা যথার্থ না।
কারণ ঘরের কাছে গাছ থাকা আর জেনে শুনে বিপদ ডেকে আনা সমান কথা। কারণ আমি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বসবাস সূত্রে প্রাকৃতিক দুর্যোগের সীমানায় অবস্থিত। যেকোনো সময় ঝড় বা বন্যা হতেই পারে। আর ঐ মুহুর্তে এই গাছের জন্য আমিসহ আমার পরিবারের সকলকেই ঝুঁকিতে থাকতে হয়।
তবে গাছ যখন উপড়ে ফেলা হয়েছিল আমার এক দাদুর বাগানের প্রায় পনেরোটি কলা গাছ ভেঙ্গে গিয়েছিল। কিন্তু এটা হবে জানা সত্ত্বেও কিছু করার কোনো উপায় ছিল না।
![]() |
|---|
এক ফাঁকে আমি আবার আমাদের পুকুরের পূর্ব দিকে গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে দাঁড়ানোর কোনো উপায়ই ছিল না। মনে হচ্ছিল শীতল হাওয়া শরীরের ওপর আছড়ে পড়ছে। তবে গ্রামের কর্মঠ মানুষেরা থেমে নেই। অন্যথায় পরিবার - পরিজন নিয়ে কষ্টে দিন অতিবাহিত করতে হবে।
আমি দেখলাম আমার দুঃসম্পর্কের এক ঠাকুরদা গরুর জন্য ঘাস কেটে নিয়ে বাড়িতে ফিরছিল। আমি একটু অবাক হয়েছিলাম যে প্রয়োজন সব কিছুর উর্ধ্বে। তারপর আমি স্নান সেরে নিয়েছিলাম। সকালে খাওয়া হয়নি তাই ক্ষুধা ও বেশি দেখেছিল।
Afternoon |
|---|
স্নান শেষ করতেই অবস্থা খারাপ হয়েছিল শীতের জন্য। খুব দ্রুত রেডি হয়ে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম কারণ রিপনের বাইক বিক্রি করার কথা ছিল। আমি , বাপি ও নয়ন সাথে যাওয়ার কথা ও ছিল। তারপর আমি দ্রুত বাজারে পৌঁছে ওদের সাথে যুক্ত হয়েছিলাম। আবার আমার অনুপম মামা ও সেখানে এসেছিল। মামা ও কিছুক্ষণ বাইকটা দেখেছিল কারণ মামাও বাইক পরিবর্তন করবে।
![]() |
|---|
![]() |
|---|
আমরা সবাই মিলে ফয়লা বাজারে গিয়েছিলাম। বাইকের টাকা বুঝে নিয়ে এখানকার একটি রেস্টুরেন্টে প্রবেশ করেছিলাম। আমরা নান রুটি, গ্রিল ও ইলিশ মাছ ভাজি অর্ডার করেছিলাম। বেশ মজা করে খাবার শেষ করেই বিকেল ০৪.৩০ এর মধ্যে আমাদের বাজারে ফিরে এসেছিলাম।
![]() |
|---|
তারপর আমি রিপনের কম্পিউটারের ঘরে এসে বসেছিলাম। কারণ আমার কয়েকটি আবেদন করার দরকার ছিল। আমি কম্পিউটার অন করে চার্কুলার গুলো একটু দেখেছিলাম। তারপর কাজ শেষ করেই বাড়িতে ফিরে এসেছিলাম। এভাবেই আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় অতিবাহিত করেছিলাম।
END |
|---|








Your post has been successfully curated by @inspiracion at 35%.
Thanks for setting your post to 25% for @null.
We invite you to continue publishing quality content. In this way you could have the option of being selected in the weekly Top of our curation team.
@inspiracion,
Thank you so much ma'am for your encouraging support.🙏
অংক আমার প্রিয় একটি সাবজেক্ট। অংক হচ্ছে অনুশীলনের একটি বিষয় যে যত অনুশীলন করবে সে ততবেশি দক্ষ হয়ে উঠবে।।
আপনার দুঃসম্পর্কের ঠাকুরদা গরুর জন্য ঘাস কেটে নিয়ে যাচ্ছে দেখে আমার দাদুর কথা খুব মনে পড়ছে। সে যখন বেচে ছিলো তখন তাকে বারন করার শর্তেও গরুর জন্য খড় কাটতো।। ধন্যবাদ দিদি, সুন্দরভাবে সবকিছু উপস্থাপন করার জন্য।।
বর্তমানে শীতের আবহাওয়া খুবই খারাপ। বর্তমানের শীত শিশু এবং বৃদ্ধদের জন্য খুবই কষ্টকর এবং অসহনীয়।
শীতের মধ্যে কার-ই বা বিছানার মায়া ত্যাগ করতে মন চায়!! অতিরিক্ত শীতের কারণে আপনার মা আপনাকে সকালে ডাকেনি কারন আপনার শীতের কষ্ট হবে। আসলে সকল মা তার সন্তানদের আরামে রাখতে চায়। আপনি বিছানার উপরেই অংক করতে বসেন এবং সৎকারের অংক করেন, যা আপনার কাছে খুব ভালো লাগে।
আমাদের চারপাশের গাছগুলো আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, অতিরিক্ত গাছ কাটার কারণে অনাবৃষ্টি সহ অনেক ধরনের প্রাকৃতিক সমস্যার সম্মুখীন হতে হয়। আবার, বেশি বড় গাছগুলো আমাদের পরিবেশের মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। কারণ, অতিরিক্ত মাত্রায় ঝড় হলে, গাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।
বিকেলে আপনি গোসল করে, তাড়াহুড়ো করে রেডি হয়ে,বাইক বিক্রি করার কাছে যান, এবং বাইক বিক্রি করে টাকা বুঝে নিয়ে, সবাই মিলে ফয়লা বাজারের একটি রেস্টুরেন্টে গিয়ে, নান রুটি গ্রিল ইলিশ মাছ ভাজি অর্ডার দেন।এবং পরিশেষে আপনি কম্পিউটারের দোকানে গিয়ে কম্পিউটার অন করে, সার্কুলার দেখে তারপর আবেদন করে আপনার কাজ শেষ করেন।
সব মিলিয়ে আপনার দিনটি খুব সুন্দর ছিল। আপনার জন্য রইল শুভকামনা, আপনার আগামী দিনগুলো যেন আরও মঙ্গলময় হয়।