My weekly report (Moderator & Discord In Charge)|| 16th January 2024||

in Incredible India2 years ago (edited)

Hello Everyone,
একটি সপ্তাহ অতিবাহিত করার পর আমি আমার বিগত সপ্তাহের সকল কার্যক্রম নিয়ে চলে এসেছি। প্রতিনিয়ত যেন মনে হচ্ছে আরো অনেক কিছু শিখতে হবে। হয়তো এটাই শুরু, তাহলেই আরো অনেক কিছু জানতে পারবো। যাইহোক, আমরা এখন প্রতিবেদনে চলে যাবো।

বুমিং সাপ্তাহিক প্রতিবেদন:-

DateTitleThumbnail
15-01-2024Weekly Booming Curation report

➡️কেন এই পোস্ট?এবং কি?

  • এইটা আমাদের কমিউনিটির একটি গুরুত্বপূর্ণ সাপ্তাহিক প্রতিবেদন যেখানে আপনারা বুমিং সম্পর্কিত সকল বিষয় খুব সহজেই পরিদর্শন করতে পারবেন। এটা আমাদের কমিউনিটির কাজের স্বচ্ছতা। আমাদের কমিউনিটির সাথে যুক্ত সকল মডারেটর ও খুবই সচেতন তাঁদের কাজের প্রতি। যেটা আমাদের কমিউনিটি থেকে প্রকাশিত প্রতিটি প্রতিবেদনেই প্রমাণিত।
  • বুমিং সম্পর্কিত সকল তথ্য এই প্রতিবেদনে লিপিবদ্ধ। যদি এক নজরে কেউ একবার এটি পরিদর্শন করে তাহলে আমার মনে হয় বুমিং সম্পর্কে আমাদের সচেতন কার্যক্রম বোঝা সম্ভব।

Tutorial Class and hangout

PhotoCollage_1705413877739.jpg

➡️ আমাদের কমিউনিটিতে সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস ও হ্যাংআউট অনুষ্ঠিত হয়। টিউটোরিয়াল ক্লাস খুবই গুরুত্বপূর্ণ অন্যদিকে হ্যাংআউটে আমরা প্রতি সপ্তাহে ভিন্ন পন্থায় আনন্দ উপভোগ করি। টিউটোরিয়াল ও হ্যাংআউটে যারা উপস্থিত থাকে, সকলেই এই বিষয়ে অবগত।

কমিউনিটির উন্নতির স্বার্থে মডারেটর এবং ডিসকোর্ড ইন চার্জ হিসেবে আমার করণীয় কাজ।"

➡️পোস্ট যাচাইকরণ অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। যেখানে সকল ক্রাইটেরিয়া চেক করে তবেই মন্তব্য একটি পোস্ট যাচাইকরণ ফরমেট সাবমিট করতে হয়। তবে সকলকে বলবো যে যেভাবে আপনাদের শেখানো হয়েছে এভাবেই এবং প্রতিদিন একবার হলেও নিজের ক্লাব চেক করবেন।

➡️পোস্ট যাচাইকরণ অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। যেখানে সকল ক্রাইটেরিয়া চেক করে তবেই মন্তব্য একটি পোস্ট যাচাইকরণ ফরমেট সাবমিট করতে হয়। তবে সকলকে বলবো যে যেভাবে আপনাদের শেখানো হয়েছে এভাবেই এবং প্রতিদিন একবার হলেও নিজের ক্লাব চেক করবেন।

➡️আমি অন্যদের তুলনায় একটু কম সময় দিচ্ছি যাচাইকরণে। কারণ আমার ব্যক্তিগত সমস্যার জন্য আমি সকলকে অবগত করেছিলাম এবং এক কথায় সকলের আন্তরিকতার জন্য আমি এই সুযোগটি পেয়েছি। এ কারণে সকলকে অসংখ্য ধন্যবাদ।

➡️hash tag খুবই গুরুত্বপূর্ণ, আমি আজ ও দেখলাম একটি পোস্টে hash tag এ সমস্যা। আমরা যদি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ক্ষেত্রে ঐ পোস্টটা ভালো করে পরিদর্শন করি তাহলে আর সমস্যা হয় না। অনুগ্রহ পূর্বক, এই বিষয়টি একটু খেয়াল রাখবেন সবাই।

IMG_20240116_201513.jpg

➡️ আমাদের কমিউনিটিতে নতুনদের জন্য delegation এর সুযোগ রয়েছে। আমরা নতুনদের সঠিক দিকনির্দেশনা ও তথ্য দিয়ে থাকি। পাশাপাশি যেভাবে তাঁরা তাঁদের সক্রিয়তা বৃদ্ধি করতে পারে এটার জন্যই delegation.

Here is my tutorial post for various steemians:-

👇👇

By piya3TitleThumbnail
1.How to take and use copyright free photos from Google//Tutorial
2.How to take & use copyright free photos from free sites. Part-2//Tutorial.

➡️এই পোস্ট দুটি বিগত সপ্তাহের না। কিন্তু এই পোস্টে উপস্থাপন করা বিষয়টি নতুন এবং পুরনো সকলদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি সকলের হিতার্থেই এটি আজ উপস্থাপন করছি।

No.DateTitleThumbnail
01.02-01-2024Weekly Report
02.10-01-2024The Diary Game
03.11-01-2024The Diary Game
04.12-01-2024The Diary Game
05.13-01-2024The Diary Game
06.14-01-2024Contest of January by @sduttaskitchen
07.15-01-2024The Diary Game

➡️আমি বিগত সপ্তাহে সাতটি পোস্ট করেছিলাম। এগুলোর মধ্যে একটি সাপ্তাহিক প্রতিবেদন ও ছিল। আমি পোস্ট মিস করিনা আর আপনাদেরকেও বলবো একজন সক্রিয় স্টিমিয়ানের জন্য প্রতিদিন সর্বনিম্ন একটি পোস্ট করা উচিত। এটাই একজন স্টিমিয়ানের প্রথম ও প্রধান কাজ।

আমার আজকের প্রতিবেদনটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

Regards
@piya3 (Moderator)
Incredible India

Discord Twitter Telegram Instagram

Sort:  

শুরুতেই জানাতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সপ্তাহের সাপ্তাহিক রিপোর্ট আমাদের মাঝে উপাস্থাপন করার জন্য ৷ আপনি একজন মডারেটর এবং ডিসকোর্ড ইনচার্জ হিসেবে এই কমিউনিটির সকল কার্যক্রম গুলো অনেক দায়িত্বের সাথে পালন করে যাচ্ছেন ৷ আমরা একজন স্টিমিয়ান হিসেবে আপনার কাজ গুলো কে অনেক গুরুত্ব সহকারে পড়তে আগ্রহবোধ করি ৷

যাই হোক দিদি আপনাকে আবারো অসংখ্য ধন্যবাদ ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ শুভকামনা রইলো আপনার জন্য ৷ দিনটি আপনার শুভ হোক ৷

 2 years ago 

ভালো লাগলো যে আপনি পছন্দ করেন আমাদের এই প্রতিবেদন। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।

 2 years ago 
  • আপনাকে প্রথমে অসংখ্য ধন্যবাদ। এই সপ্তাহের আপনার সাপ্তাহিক রিপোর্টটি আমাদের সাথে খুব সুন্দর ভাবে শেয়ার করার জন্য। আপনার রিপোর্টটা দেখে আমি বুঝতে পারলাম পুরো সপ্তাহ জুড়ে আপনি কি কি কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি। আপনি অত্যন্ত দক্ষ একজন মডারেটর। যা আপনার কর্মকাণ্ড
    দেখে বোঝা যায়। দোয়া করি ভবিষ্যতে ও এভাবেই আপনার সক্রিয়তা থাকবে । অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
 2 years ago 

মডারেটর হিসেবে আপনাদের অনেক দায়িত্ব পালন করতে হয় এবং আমরা যখন যে কোন একটি সমস্যার মধ্য দিয়ে যায় তখন আপনাদের সহযোগিতা সর্বদাই আমরা পেয়ে এসেছি এবং আশা করি ভবিষ্যতেও আমরা এভাবে পেয়ে যাবো এবং যেকোনো একটি জায়গায় অবশ্য একটি নিয়ম আছে যে নিয়মগুলো আমাদের সব সময় মেনে চলতে হবে আমাদের কমিউনিটিতে ও কিছু নিয়ম আছে যে নিয়ম আমাদের সব সময় মেনে চলতে হবে। যাই হোক আপনার একটি সপ্তাহের কার্যক্রম আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হুম! আমরা সকলেই একটি নিয়মে আবদ্ধ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।

 2 years ago 

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

  • প্রতি সপ্তাহের মতো আপনার এক সপ্তাহের সাপ্তাহিক রিপোর্টটি আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে প্রকাশ করেছেন।
    এ থেকে আমরা ধারণা নিতে পারি আপনি এই সপ্তাহে কি কি কাজগুলো করেছেন আপনার কাজগুলোর সাথে আপনি টিউটোরিয়াল ক্লাসের এডমিন ম্যামের গুরুত্বপূর্ণ কথাগুলো শেয়ার করার চেষ্টা করেছেন ধন্যবাদ আপনাকে।

সেই প্রথম থেকেই আমি দেখে আসছি আপনি আপনার কাজগুলো একদম পারফেক্ট ভাবে করার চেষ্টা করেন, একজন মডারেটর হিসেবে আপনি আপনার দায়িত্ব খুব সুন্দর ভাবেই পালন করছেন। আপনার এই স্টিম প্ল্যাটফর্মের পথ চলাটা শুভ হোক এই প্রার্থনা করছি।

 2 years ago 

দায়িত্ব পাওয়ার থেকেও গুরুত্বপূর্ণ সেটা রক্ষা করা। এরপরও মাঝেমধ্যেই বিভিন্ন ত্রুটি দেখি এবং সেখান থেকেই নিজেকে নতুন করে আবিষ্কার করি। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

প্রতি সপ্তাহে ন্যায় এই সপ্তাহের কার্যক্রম সুন্দরভাবে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনি একজন মডারেটর এবং ডিসকোড ইনচার্জ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন সাথে সাথে আপনার নিয়মিত পোস্ট করে আসছেন। যা আপনাদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।
আপনি সত্যি বলেছেন আমাদের আরো অনেক কিছু শিখতে হবে। আমরা চাইবো আপনাদের কাছ থেকে সে সহযোগিতা বা আপনাদের সমর্থন পেয়ে আমরা আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারব। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

শেখার শুরু আছে কিন্তু শেষ নেই। আমরাও চাই আপনারা নিজেদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Loading...
 2 years ago 

দিদি আপনাকে অনেক ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকার জন্যে। সেইসাথে সপ্তাহজুড়ে কমিনিউটির প্রতিটি কাজ সঠিকভাবে সম্পাদন করার জন্যে। আমরা সকলে মিলে একটি পরিবার। পরিবারে সবার দায়িত্ব যদি সবাই সঠিকভাবে পালন করি তাহলে সামনের দিনগুলোতে আমরা আরো অনেকদুর এগিয়ে যেতে সক্ষম হবো।

ভালো থাকবেন দিদি।

 2 years ago 

অবশ্যই ভাই, আশাকরি সর্বদাই এভাবে আপনাদের সাথে থাকবো এবং আপনারাও থাকবেন এটাই প্রত্যাশা রইলো। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

প্রতি সপ্তাহের মতো করেই আবারও আপনি সাপ্তাহিক রিপোর্ট প্রকাশ করেছেন। আপনার পোস্ট থেকে অনেক কিছু জানতে পারলাম আপনি ঠিকই বলেছেন পোস্ট যাচাই করেন একটি গুরুত্বপূর্ণ কাজ। আপনি গুরুত্ব সহকারে পোস্ট যাচাই করে থাকেন এবং আমাদের প্রত্যেকের উচিত হ্যাশ ট্যাগ ঠিক রাখা অর্থাৎ পোস্ট হিসাবে হ্যাস ট্যাগ যথাযথ ব্যবহার করা।। যেমন ঠিকই বলেছেন একটা পোস্টে হ্যাসট্যাগ গুরুত্বপূর্ণ। আপনার পোস্ট পড়ে হ্যাশ ট্যাগ সম্পর্কে জানতে পারলাম। যাই হোক আমাদের সব দিকে খেয়াল রেখে কাজ করা উচিত। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে আপনার এই পোষ্টের মাধ্যমে সচেতন করার জন্য। ভালো থাকবেন

 2 years ago 

হ্যাঁ ভাই, পোস্ট যাচাইকরণ একজন মডারেটর হিসেবে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনার সাপ্তাহিক রিপোর্টটি আমাদের কাছে খুব সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য আপনি বুমিং সাপ্তাহিক প্রতিবেদন থেকে শুরু করে প্রতিটা বিষয় খুব ভালো করেছেন।

কমিউনিটির উন্নতির স্বার্থে মডারেটর আপনার যে দায়িত্ব গুলো আছে সেগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করছেন এবং আমাদেরও চেষ্টা করতে হবে কমিউনিটির উন্নতির স্বার্থে কাজ করা।

 2 years ago 

হ্যাঁ ভাই, আমি চেষ্টা করেছি আমার বিগত সপ্তাহের সকল কাজ ও পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করার জন্য । আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি মন্তব্য আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

Hy! MD Baizid, your post is interesting . thanks

 2 years ago 

@samina-meenu,

Hy! MD Baizid,I have upvoted your post.Iam.new support me I will always vote for you . thanks

  • বন্ধু, ভালো লাগলো আপনার মন্তব্য দেখে কিন্তু আপনি মন্তব্যের মাধ্যমে যে বিষয়টি উপস্থাপন করেছেন এটা এক প্রকার spamming.

  • আপনি যেহেতু নতুন তাই হয়তো বুঝতে পারেননি। অনুগ্রহ পূর্বক, এগুলো একটু খেয়াল রাখবেন।

Thanks a lot to inform me

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 111264.29
ETH 4348.99
SBD 0.84