কালোজাম এবং black currants এর কিছু আশ্চর্য গুনাগুন সম্পর্কে আজকে জানাবো | Today, I will tell you some of the wonders of black-jam and currants

in #black-jam6 years ago (edited)

বন্ধুরা আমি আজকে আবারো চলে আসলাম, একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় : কালোজাম

হ্যাঁ আজকে আমরা কালোজাম এর বিভিন্ন ধরনের উপকারিতা সম্পর্কে জানবো । এটা সাধারনত একটা জনপ্রিয় ফল এবং গ্রীষ্মকালে এই ফল হয় । এই ফলে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে। এই ফল দেখতে কালো এবং কিছুটা আঙ্গুরের মত এতে কোন খোলস থাকে না ।ছোটদের খুবই প্রিয় এটা। চুল এবং সার্বিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী । ঐতিহাসিক ভাবে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা।

কালোজাম সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে । বিভিন্ন ধরনের গবেষণা থেকে দেখা গিয়েছে কাল জামের বিচিতে রক্তের সুগার কমায় । এটা সাধারণত রোগীর 40 শতাংশ গ্কলুকোজ মাতে সাহায্য করে । কালোজাম এ রয়েছে প্রচুর ক্যালসিয়াম আয়রন পটাসিয়াম এবং বিভিন্ন ধরনের ভিটামিন থাকার কারণে হৃদরোগের ঝুঁকি কমায়।

কালোজাম বিভিন্ন ধরনের দাঁতের মাড়ির ক্ষত সারাতে ব্যবহৃত হয় । এছাড়াও বিভিন্ন ধরনের ইনফেকশন, ম্যালেরিয়া ,ব্যাকটেরিয়া সংক্রামক রোগ সারাতে কালোজাম কাজ করে । এতে বিভিন্ন ধরনের এসিড যেমন অক্সালিক এসিড থাকার কারণে ইনফেকশন সারাতে সাহায্য করে । কালোজাম বিভিন্ন ধরনের আলসার নিরাময় বেশ কার্যকরী ।

ক্যান্সার প্রতিরোধ করে, কারণ কাল জামের নির্যাস প্রটেক্টিভ উপাদান রয়েছে যা কাজে বাধা দেয় । ব্রেইন অ্যালার্ট হিসেবে কাজ করে।

এছাড়াও কালোজাম পেট ও দাঁতের ব্যথা ই বিশেষ ভূমিকা পালন করে । এটা স্পাইরাল সমস্যা থেকে রোগীকে মুক্তি দিতে পারে । বিভিন্ন ধরনের মানসিক রোগ কে ভালো করতে সাহায্য করে । কালোজাম হার্টকে ভালো রাখে । সর্দি কাশি ও রোগীরা ব্যবহার করে।

এজন্য আমাদের সবাইকে সিজনাল ফল খাওয়া উচিত এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আমরা সুস্থ থাকতে পারবো।

My Recent Posts:

By the time you see this, this post or a number of the posts below is also older than seven days, therefore, you'll be able to not vote for them any longer. If you wish to support, please one upvote
@darkline recent posts

Photos are taken from https://pixabay.com/

Sort:  

Yes brother. Black jam and black currants

You got a 74.98% upvote from @booster courtesy of @darkline!

NEW FEATURE:

You can earn a passive income from our service by delegating your stake in SteemPower to @booster. We'll be sharing 100% Liquid tokens automatically between all our delegators every time a wallet has accumulated 1K STEEM or SBD.
Quick Delegation: 1000| 2500 | 5000 | 10000 | 20000 | 50000

This post has received a 3.13 % upvote from @drotto thanks to: @darkline.

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.12
JST 0.029
BTC 66303.73
ETH 3592.29
USDT 1.00
SBD 2.61