চলুন বন্ধুরা আজকে লবণের উপকারিতা সম্পর্কে কয়েকটি জিনিস জেনে নেই | Let's find out some things about the benefits of salts today

in #salt6 years ago

হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভাল আছেন ।আমিও ভাল আছি । তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে খাবার লবনের কিছু গুরুত্বপূর্ণ এবং উপকারী দিক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব । সুতরাং এ সম্পর্কে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন ।

লবন ছাড়া আমরা একটা দিনও চলতে পারি না । সাধারনত সোডিয়াম ক্লোরাইড কে আমরা খাবার লবণ বলে থাকি । এর নানা ধরনের উপকারী দিক রয়েছে তবে অপকারী দিক কিছু রয়েছে আজকে আমি শুধুমাত্র উপকারী দিক গুলোই আপনাদের সামনে তুলে ধরবো ।

পৃথিবীবাসী যুগ যুগ ধরে লবণ তাদের দৈনন্দিন খাবার এবং নানা কাজে ব্যবহার করে আসছে।

অনেক সময় আমরা দেখতে পারি আমাদের ঘরের কোণে পিঁপড়া বাসা বাঁধে । একসাথে অনেকগুলো পিঁপড়া থাকায় আমাদের অসুবিধা হয়, যদি সামান্য পরিমাণ লবণ মেশানো পানি ছিটিয়ে দেয়া হয় তবে পিপঁড়ার উৎপাত কমে যাবে।

মোমবাতি যাতে দ্রুত না গলে এজন্য আমরা লবণ ব্যবহার করতে পারি এবং জুতার ভিতর প্রচন্ড গন্ধ দূর করতে আমরা লবণ ব্যবহার করতে পারি

অনেক সময় আমাদের শরীরে মশা কামড় দেয় । সেখানে জ্বলতে থাকে আমরা যদি সামান্য লবণ নিয়ে সেখানে লাগাই তবে জ্বালাপোড়া কমে যাবে । বিভিন্ন ধরনের বাসন পত্র বিশেষ করে যেগুলো ধাতুর তৈরি সেগুলো পরিষ্কার করতে আমরা লবণ ব্যবহার করতে পারি ।

আমরা নার্ভ সিস্টেমের কার্যকলাপ দ্রুত সম্পন্ন করতে এবং সিস্টেম সঠিকভাবে নিয়ন্ত্রণে লবণের কার্যকর ভূমিকা দেখে থাকি । বিভিন্ন ধরনের কাশির হাত থেকে লবণ রক্ষা করতে পারে, সাইনাসের ইঞ্জেকশন ভাব দূর করতে লবণ ব্যবহার করা হয় ।

এছাড়া লবণে থাকে নানা ধরনের খনিজ, মিনারেল, আয়োডিন, ক্যালসিয়াম বিভিন্ন সিলিকন যা আমাদের রক্তের নতুন নতুন কোষ সৃষ্টিতে সহায়তা করে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন সঠিক পরিমাণে 2500 মিলিগ্রাম লবণ খাওয়া উচিত ।

বিশ্বের বিভিন্ন দেশ লবণ উৎপন্ন করে থাকে তার ভেতর যুক্তরাষ্ট্র, চীন,জার্মান, ইন্ডিয়া, কানাডা প্রধান । তবে বর্তমানেও বাংলাদেশ প্রচুর লবণ চাষ হয় ,এ থেকে মোটামুটি আমরা আমাদের দেশের চাহিদা মেটাতে পারি।

তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভাল থাকুন সুস্থ থাকুন আর আমার ব্লগের সাথেই থাকুন।

My Recent Posts:

By the time you see this, this post or a number of the posts below is also older than seven days, therefore, you'll be able to not vote for them any longer. If you wish to support, please one upvote
@darkline recent posts

Photos are taken from https://www.pexels.com

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 63855.79
ETH 3113.00
USDT 1.00
SBD 4.04