MinnowBooster এর Vote selling সার্ভিস নিয়ে বাংলা আলোচনা

in #minnowbooster6 years ago

DQmTJtex5R5mcUBbSv7anLWjJhXHgiC7XQTmoRzYwtMg7gw.png

১) ভোট সেল করা
আমরা অনেকেই STEEMIT এ ইনভেস্ট করি স্টেম পাওয়ার ক্রয় করে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা তাদের মুল্যবান আপভোট সময়ের অভাবে ঠিকভাবে ব্যবহার করতে পারেন না। আবার অনেকে আছে নিজের পোস্টে বা কমেন্টে আপভোট দিয়ে থাকেন। যারা এই সব ঝামেলা থেকে দূরে থেকে ইনকাম করতে চান তাদের জন্য এই অপশনটি খুব উপযোগী । আপনি মিনোবুস্টারের ওয়েব সাইটে গিয়ে খুব সহজে ভোট সেলিং অপশন চালু করতে পারবেন । এখানে আমি একটি উদাহরন দিয়ে আপনার প্রফিট বুঝাচ্ছিঃ মনে করুন আপনার ভোটের ভ্যালু ১$ । এখন অন্য একজন ইউজার তার পোস্টে ভোট কেনার জন্য মিনোবুস্টারকে ০.৫ SBD দিলো। মিনোবুস্টার আপনার মাধ্যমে ঐ পোস্টে ভোট দিল, এখানে আপনি পাবেন ঐ ০.৫ SBD এর ৮৫% অর্থাৎ ০.৪২৫ SBD এই এমাউন্টটি আপনার মিনোবুস্টার ব্যালেন্সে জমা হবে যা আপনি যখন তখন উঠাতে পারবেন। বাকি ১৫% মিনোবুস্টার এর ডিভোলপার টিম পাবে। ০.৪২৫ SBD ছাড়াও আপনি ঐ পোষ্টের রিউয়ার্ড ডিস্ট্রিবিউশন এর সময় Curation পাবেন যেটা একটি অতিরিক্ত লাভ হিসেবে আপনার স্টেম পওয়ারে যোগ হবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে ভোট সেলিং অপশন চালু করতে হয় মিনোবুস্টারের সাইটে।
ধাপ ১ঃ প্রথমে আপনাকে minnowbooster.net এ লগইন করতে হবে।
ধাপ ২ঃ তারপর ডানপাশের উপরে My Account এ Click করে Vote-Selling অপশনে যেতে হবে এবং MinnowBooster কে আপনার আইডির অথরিটি দেবার জন্য Authorize MinnoBooster এ Click করে এই ধাপ সম্পন্য করতে হবে।

ধাপ ৩ঃ এই ধাপে আপনাকে পুনরায় Vote-Selling অপশনে যেতে হবে এবং সেখানে Setting এ Click করতে হবে। Setting এ গিয়ে Sell Your Vote এই অপশনটি তে টিক দিতে হবে তার নিচে দেখবেন Sell your vote when VP above: একটি অপশন রয়েছে যেখানে আপনার ভোটিং পাওয়ার সেট করতে হবে। ভোটিং পাওয়ার সেট করা হয়ে গেলে Updateএ Click করলেই আপনার ভোট সেলিং অপশন চালু হয়ে যাবে

আমরা অনেক সময় ব্যস্ত থাকি তাই Minnowbooster সাইট থেকে ব্যালেন্স উইথড্র দিতে ভুলে যাই তাই , আপনি অটোমেটিক উইথড্র চালু করতে পারেন। যার মাধ্যমে আপনার Minnowbooster ব্যালেন্স থেকে ডেইলি SBD উইথড্র হয়ে আপনার STEEMIT ব্যালেন্সে জমা হবে। অটোমেটিক উইথড্র চালু করতে যথাক্রমে Edit info > Balance > Automatic Withdrawals Enable > Minimum Balance set > Update এই পক্রিয়ায় কাজ সম্পন্য করতে হবে ।

Sort:  

sneaky-ninja-sword-xs.jpg
Sneaky Ninja Attack! You have just been defended with a 1.68% upvote!
I was summoned by @nahin9. I have done their bidding and now I will vanish...

woosh
A portion of the proceeds from your bid was used in support of youarehope and tarc.

Abuse Policy
Rules
How to use Sneaky Ninja
How it works
Victim of grumpycat?

আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাংলায় এতো সুন্দর করে পোষ্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

i love minnow boster

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 62134.65
ETH 3418.09
USDT 1.00
SBD 2.51