অবশেষে টি-টোয়েন্টি সিরিজ জিতেই নিল ওয়েস্ট ইন্ডিজ

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


স্ক্রীনশর্ট: জিওসিনেমা

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক একটি পোস্ট শেয়ার করবো। যারা খেলা দেখেন, মনে হয় কালকের লাস্ট টি-টোয়েন্টি ম্যাচটা দেখেছেন ইন্ডিয়া আর ওয়েস্ট ইন্ডিজের। এই খেলাটা আর দেখবো না করে করে আগের দুটি ম্যাচ আর দেখিনি, কারণ ভেবেছিলাম এই সিরিজটা সম্পূর্ণ ওয়েস্ট ইন্ডিজ মনে হয় জিতে নেবে। কিন্তু পরে স্কোর বোর্ড চেক করে দেখলাম ইন্ডিয়া পরে আবার দুটি ম্যাচ উঠে উঠে জিতে সমতায় ফিরে এসেছে। ম্যাচ একপ্রকার পাঁচটির মধ্যে ৪ টিতে টাই হয়ে গেছে দুই-দুই-এ। গতকাল ভেবেছিলাম খেলাটা মনে হয় এইবার একটা গুরুত্বপূর্ণ জায়গায় এসেছে আর বেশ টানটান উত্তেজনার মধ্যে দিয়ে খেলাটা হবে দুই পক্ষের। সেই হিসেবে খেলাটা দেখা শুরু করেছিলাম। ইন্ডিয়া আগের দুটি ম্যাচে যেমন টসে জিতে লাস্টে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল, তেমনি আজকে কেন জানি একই মাঠে ভুল ডিসিশন নিলো বুঝলাম না। তারপরেও খেলার শুরুতে ওপেনের দুটি ব্যাটসম্যান নিরাশা বয়ে আনলেও পরে সূর্যকুমার এসে তিলক বর্মা দুইজনে পাওয়ারপ্লে ওভারে মেরে ধরে বেশ ভালো রান তুলে নেয়।


স্ক্রীনশর্ট: জিওসিনেমা

রানের গতিটা বেশ ধারাবাহিক ছিল প্রথম ১০ ওভার পর্যন্ত। কিন্তু পরে গিয়ে উইকেট এর পতন ঘটতে থাকে একের পর এক। তিলক বর্মাও সেট হয়ে গেছিলো আর সূর্যকমারও বেশ ভালোই সেট হয়ে গেছিলো এই কয় ওভারের মধ্যে। কিন্তু ডিফেন্স খেলতে গিয়ে তিলক এর একটা বল ক্যাচ হয়ে যায়, যেটা আসলে তারও কিছু করার ছিল না, স্পিন বল বোঝাও যায় না অনেকসময়, ব্যাটের কোনায় লেগে উঠে যায়। আর এরপরের থেকেই রানের গতি অনেকটা স্লো হয়ে যায়। তারপরে কিছুক্ষন সূর্যকুমার lbw আউট হয়ে যায়। আর রান একদমই ঝরে পড়ে। আগের ১০ ওভারের রান রেট হিসেবে করে যদি খেলতো তাহলে ২০০ এর কাছাকাছি থাকতো স্কোর। কিন্তু ১৬৫ রানে গিয়ে থেমে যায়। যদিও ওয়েস্ট ইন্ডিজ ফিল্ডিং বেশ ভালো করেছে, ফলে বাউন্ডারি বের করাও খুব একটা সহজ হয়নি।


স্ক্রীনশর্ট: জিওসিনেমা

আর তাদের ক্যাপ্টেইনও অসাধারণ একটা ফিল্ডিং করেছে, যেটা ৬ ছিল সেটার ফ্লাইং ক্যাচ ধরে ব্যালেঞ্চ না রাখতে পারলেও রানটা বাঁচিয়ে দেয়। তবে খেলার মাঝখানে আজকে ওয়েস্ট ইন্ডিজের কপাল ভালো টেনেছে, যতগুলো রিভিউ করেছে সবগুলোতে উইন হয়েছে। তবে গতকাল খেলাটা হয়েছে পুরো বলতে গেলে বৃষ্টির মধ্যে, ঝিরি ঝিরি বৃষ্টিতে খেলা হয়েছে। যাইহোক, এই রানের টার্গেট বেশি না ওয়েস্ট ইন্ডিজের সামনে, তবুও ম্যাচটা জেতার কাছাকছি ইন্ডিয়া নিয়ে আসতে পারতো, যদি ফিল্ডিং মিস না করতো। যদিও তাদের ব্র্যান্ডন কিং নামক একজন ব্যাটসম্যান ম্যাচটা জেতার পিছনে ভূমিকা রেখেছে, কিন্তু রানটা করে দিয়ে গেছে পুরান।


স্ক্রীনশর্ট: জিওসিনেমা

যদি ক্যাচটা মিস না করতো তাহলে একটা কিছু করতে পারতো, কিন্তু প্রথম থেকেই রান রেটটা ১০ এর কাছে ধরে রেখে এগিয়ে গেছে, ফলে লাস্টের দিকে গিয়ে আর বেশি ঝামেলা পোহাতে হয়নি, এই রানের কাছে পৌঁছাতে। মনে করেছিলাম ম্যাচটা টানটান উত্তেজনা থাকবে, কিন্তু খেলাটা হলো যেন এক পক্ষের দিকে, তেমন কোনো উত্তেজনা আসলো না ম্যাচটাতে যেমনটা আসার কথা ছিল। যাইহোক, অবশেষে লাস্ট ম্যাচ-এ এসে হার জিতের ফয়সালা হয়ে গেলো এবং টি-টোয়েন্টি কাপটা ওয়েস্ট ইন্ডিজ নিজেদের শিবিরেই রাখলো।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 last year 

যদিও খেলা দেখা হয় না। তবে আপনার পোস্ট পড়তে অনেক ভালো লাগে। এর আগেও আপনার পোস্ট পড়ে আমরা জানতে পেরেছি আগের ম্যাচগুলোতে ইন্ডিয়া বেশ ভালোই খেলেছিল। তবে এবার কি যে হল সব কিছুই এলোমেলো হয়ে গেছে। সেই শুরু থেকেই সবকিছু এলোমেলো করেছে। ওয়েস্ট ইন্ডিজ একেবারে বাজিমাত করে দিল। অনেক প্রতীক্ষার পর অবশেষে টি-টোয়েন্টি সিরিজ জিতেই গেলো ওয়েস্ট ইন্ডিজ। তবে খেলাটির মাঝে কোন উত্তেজনা ছিল না বোঝাই যাচ্ছে। আসলে যখন হাড্ডাহাড্ডি লড়াই হয় তখন সবার মাঝেই উত্তেজনা থাকে। আর দর্শকরা অনেক আনন্দ খুঁজে পায়। তবে যেহেতু এই খেলায় খুব একটা উত্তেজনা ছিল না তাই একতরফাভাবেই ওয়েস্ট ইন্ডিজ বিজয় অর্জন করতে পেরেছে। দাদা আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে এই খেলার রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক অনেক ধন্যবাদ দাদা এই পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আসলেই দাদা দুই দুই সমতায় আসার পরে পঞ্চম টি-টোয়েন্টিতে খেলাটা জমে ছিল বেশি তবে ব্যান্ডেন কিং এর অনবদ্ধ ইনিংসে সেই দীর্ঘ বছর পরে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ এর কাছে সিরিজ হারলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

দাদা এই সিরিজের পুরো খেলা গুলো আমি দেখেছি। যদিও প্রথম দুইটা ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে গিয়েছিল কিন্তুু পরে ভারত খুব ভালো ভাবে ফিরে এসেছিল সিরিজে। কারণ চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে পাত্তাই দেয়নি ভারত। কিন্তুু পঞ্চম এবং সিরিজ নির্ধারণী ম্যাচের ঠিক ভারতকে পাত্তাই দিল না এবারে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া ওয়েস্ট ইন্ডিজ। প্রথম থেকে ওয়েস্ট ইন্ডিজ আগ্রাসি মনোভাব নিয়ে খেলেছে। যার জন্য খুব সহজেই সিরিজের শেষমেষে জিতেই গেলো।

Posted using SteemPro Mobile

 last year 

দাদা আজকেও খেলা বিষয়ক পোস্টটা পড়ে অনেক ভালো লেগেছে। আসলে ব্যস্ততার জন্য এখন খেলা দেখা একেবারেই হয় না। আগে আমি প্রচুর পরিমাণে খেলা দেখতাম। তবে এখন খেলা আর দেখাও লাগেনা। আপনার পোষ্টের মাধ্যমে খেলা সম্পর্কে অনেক কিছুই জানতে পারছি এখন। কালকের ম্যাচটা ও আপনি আমাদের মাঝে আজকে শেয়ার করেছেন। আর অবশেষে দেখছি ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ম্যাচটা জিতে নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এবার মনে হয় বেশ ভালোই খেলেছে। যে জয়ী হোক না কেন আমার কাছে কিন্তু সম্পূর্ণটা পড়তে খুব ভালো লেগেছে। দাদা আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে খেলা বিষয়ক পোস্ট শেয়ার করেছেন আজকেও। ছেলেটার রিভিউ আমার কাছে খুব ভালো লেগেছে দাদা। ওয়েস্ট ইন্ডিজ যেহেতু প্রথম থেকেই অন্যরকম মনোভাব নিয়ে খেলা শুরু করেছিল তাই তাদের জয়ী হওয়ার কথাই। আশা করছি দাদা পরবর্তীতেও আপনি এরকম খেলা বিষয়ক পোস্টগুলো আমাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করবেন। তো দাদা তাহলে আপনার এরকম খেলা বিষয়ক পোস্টগুলো পরবর্তীতেও দেখার জন্য আমি অধীর আগ্রহে থাকলাম। ধন্যবাদ দাদা এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য।

 last year 

দাদা আপনি প্রতি সপ্তাহে খেলা বিষয়ক যে পোস্টগুলো করেন সেগুলো আমার খুব পছন্দ হয়। যদি ও আমার খেলা দেখা হয় না তবে আপনার পোস্টগুলো আমি সবসময় পড়ি। আর তখন আমার কাছে খুবই ভালো লাগে। আজকের এই পোস্টটি পড়তে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে দাদা। যে খেলা টানটান উত্তেজনার সাথে হয় তা একটু বেশি সুন্দর হয়। আর অনেক বেশি ভালো লাগে এটা দেখতে। দর্শকরাও অনেক উত্তেজনার সাথে সেই খেলাটা দেখে থাকে। টি-টোয়েন্টি সিরিজ ওয়েস্ট ইন্ডিজ জিতে নিয়েছে এটা জেনে ভালো লেগেছে এমনিতে। এই ছেলেটিতে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ একেবারে বাজিমাত করে দিয়েছে এটা বলতে হয়। কিন্তু এই ম্যাচটির মধ্যে তেমন কোন টানটান উত্তেজনা ছিল না। সেজন্যই তো ওয়েস্ট ইন্ডিজ জয়ী হয়ে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের জয়ী হওয়ার কথা আপনার পোষ্টের মাধ্যমে সর্বপ্রথম জানতে পেরেছি দাদা আর এটা জেনে ভালো লেগেছে। খেলা না দেখলেও আপনার পোস্টে দেখতে পেলাম। আমি তো ভেবেছিলাম হয়তো উত্তেজনার সাথে ম্যাচটা হবে কিন্তু তেমন কিছুই হলো না। সবশেষে তাহলে লাস্ট ম্যাচে হারজিতের ফয়সালাটা হয়ে গিয়েছে। এমনকি ওয়েস্ট ইন্ডিজ নিজেদের শিবিরে টি-টোয়েন্টি কাপটা রাখলো। সবশেষে আমার কাছে সম্পূর্ণটা খুব ভালো লেগেছে।

 last year 

জী দাদা অনেক জলপনা কল্পনার পরে অবশেষে টি-টোয়েন্টি সিরিজ জিতেই নিল টিম ওয়েস্ট ইন্ডিজ। গত কাল তাদের ভাগ্য টেনেছে যার ফলে টিম ইন্ডিয়া ক্যাচ মিস করে আর অন্য দিকে রিভিউ জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। যখন দুই দুই সমতা দেখেছিলাম তখন ভেবেছিলাম সিরিজটা ইন্ডিয়াই রেখে দিবে। কিন্তুু গোল বলের খেলা কখন কি হয় বুঝা বড় দায়। ব্র্যান্ডন কিং তাদের দলের সেরাটা দিয়ে খেলেছে। যার ফলে তারা জয়ের বন্ধরে পৌছে সিরিজটা নিয়ে গেল। খেলার মধ্যে হার জিত আছে, আজকে এই দল পরশু ঐ দল। ধন্যবাদ দাদা।

 last year 

এই সিরিজের প্রথম চারটি ম্যাচে ২-২ সমতা ছিলো। তখন ভেবেছিলাম ইন্ডিয়া সিরিজ জিতবে। তবে অঘোষিত ফাইনাল ম্যাচে ইন্ডিয়ার বেশিরভাগ খেলোয়াড়দের পারফরম্যান্স ভালো ছিলো না। তবে টিম ওয়েস্ট ইন্ডিজ বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং, তিনটি ডিপার্টমেন্টে খুব ভালো করেছে। তাইতো টিম ওয়েস্ট ইন্ডিজ দাপুটে জয় পেয়েছে। যাইহোক পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58544.56
ETH 2629.02
USDT 1.00
SBD 2.44