এলোমেলো আলোকচিত্র-#০৯

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে কিছু এলোমেলো আলোকচিত্র শেয়ার করে নেবো।

Photo by @winkles

প্রথমের এই আলোকচিত্রটি একটি ফুলের। এই ফুলটিকে মনে হয় আপনারা অনেকে চিনবেন, কারণ এটি প্রায় সবার বাড়িতে লাগানো হয় বা দেখতে পাওয়া যায়। এই ফুলটিকে শ্বেতকাঞ্চন ফুল বলে,আর এই শ্বেতকাঞ্চন ফুলগুলো সাদাই হয়। তবে এই কাঞ্চন শব্দটির সাথে কিন্তু আরো কিছু প্রজাতির ফুলের উদ্ভিদও আমাদের আশেপাশে দেখতে পাওয়া যায়, যেমন সেটা রক্ত কাঞ্চনও হতে পারে আবার বনকাঞ্চন হতে পারে। তবে বন কাঞ্চন ফুলটা দেখেছি অনেকটা ভালো লাগে কালারটা আর সাথে এই শ্বেতকাঞ্চন ফুলটাও আমার কাছে অনেক সুন্দর লাগে। উদ্ভিদ তেমন একটা কিন্তু বড়ো হয় না আবার, আনুমানিক প্রায় দেড় কি দুই মিটার এইরকম হতে পারে। এই ফুলের উদ্ভিদে আবার প্রচুর ঘন পাতা হয়ে থাকে, লম্বা এবং আড়ে বেশ বড়ো সাইজের দেখতে হয়। ফুলগুলো বেশ পাঁচ পাপড়ি বিশিষ্ট হয়ে পাতাগুলোর প্রতিটা কক্ষের দিকে বিস্তার করে থাকে।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: রঙ্গপুর
তারিখ: ৭ জুন ২০২৩

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এখানে দ্বিতীয় আলোকচিত্রগুলোতে দেখা যাচ্ছে কিছু লোকজন একটি ফাঁকা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা এক জায়গায় জড়ো করছে। আমি প্রথমে এইগুলো দেখে ভেবেছিলাম হয়তো পৌরসভা বা কোনো সংস্থার লোকজন এসেছে এই সব পরিষ্কার করে এখান থেকে নিয়ে যাবে। কিন্তু পরে দেখলাম না এরা কিছু লোকাল লোকজন এবং এইগুলোকে এক জায়গায় জড়ো করে উঁচু মতো করলো আর তারপর আগুন লাগিয়ে দিলো। যদিও পেট্রল একটু ঢেলেছে না হলে দেওয়ার সাথে সাথে এইরকম দাউ দাউ করে জ্বলে ওঠে না। এই ফাঁকা স্থানটিতে বিকেলে অনেকে এসে একটু সময় কাটায় কিন্তু আশেপাশে নোংরা ছড়িয়ে ছিটিয়ে থাকলে মনের দিক থেকে আর সেখানে বসতে ইচ্ছা হয় না, তাও একদিক থেকে ভালো হলো যে তারা কিছু ভালো কাজ করলো এইগুলো পুড়িয়ে দিয়ে।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: রঙ্গপুর
তারিখ: ৭ জুন ২০২৩

Photo by @winkles

তৃতীয় আলোকচিত্রটি একটি উদ্ভিদের। এই উদ্ভিদটি বন্য উদ্ভিদ, তবে এটিও একধরণের ফুলের উদ্ভিদ, লাল লাল একধরণের ছোট ছোট ফুল ফোটে। প্রকৃতির মাঝে আগাছার মধ্যে খাড়া হয়ে আছে, আমার দৃষ্টিতে দেখতে বেশ ভালো লাগছিলো। উদ্ভিদটি বর্ষজীবি উদ্ভিদ, এই উদ্ভিদ সহজে মরে না, কিছু পাতা শুকিয়ে পড়ে যেতে আবার নতুন পাতার সমারোহে উদ্ভিদটি সেজে ওঠে , এখন এই সময়ে পুরাতন পাতাগুলো সব আস্তে আস্তে ঝরে যাবে এবং পুনরায় এক গুচ্ছ চিরসবুজ পাতার মাধ্যমে প্রকৃতিতে নতুন সাজে সেজে উঠবে।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: রঙ্গপুর
তারিখ: ৭ জুন ২০২৩

Photo by @winkles

চতুর্থ আলোকচিত্রটি বিকেলের দিকে একদিন মাঠের দিকে বসে ছিলাম তখন তুলেছিলাম। দুটি টাওয়ার এর মাঝে আকাশের রক্তিম দৃশ্যটা দেখতে বেশ মধুর ছিল। যদিও আরো বেশি লাল ছিল, আমি সন্ধ্যার মুহূর্তে তুলেছিলাম, কোনো উদ্দেশ্য করে তোলা না, এমনি ক্যামেরাটা অন করেছিলাম অন্য কিছুর ছবি তোলার জন্য কিন্তু দূরের থেকে দৃশ্যটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিলো, তাই ভাবলাম একটা পিক তুলে ফেলি।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: রঙ্গপুর
তারিখ: ৭ জুন ২০২৩

Photo by @winkles

Photo by @winkles

পঞ্চম আলোকচিত্রটি তুলেছিলাম একটি ক্যাফের থেকে। এটি হলো আম পান্না, আম পান্না আমার অনেক ফেভারিট, খেতেও বেশ ভালো লাগে আমার কাছে। একদিন কলকাতার দিকে গিয়েছিলাম এবং সেখানে আমি আর আমার বন্ধুরা মিলে 'এম বি এ চায় ওয়ালা ক্যাফে' প্রবেশ করলাম আর সবাই কিছু না কিছু চায়ের সাথে অর্ডার করলাম। এরপর সবাই গল্পগুজব করতে করতে খাওয়াদাওয়া করতে লাগলাম। ওইদিন আবার গরম ছিল মোটামুটি খারাপ না, আম পান্নাটা খেতেও বেশ মজার ছিল।


ক্যামেরা: স্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশন: রঙ্গপুর
তারিখ: ২৪ জুন ২০২৩


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 last year 

এম বি এ চায় ওয়ালা ক্যাফে বসে সে আম পান্না খেলেন তার নাম তো কখনও শুনি নাই। খেতে কি রকম তাও জানি না। দাদা ফুল আর প্রকৃতির এলোমেলো ফটোগ্রাফি কিন্তু বেশ সুন্দরই করেছেন। প্রতিটি ফটোগ্রাফিতে রয়েছে বাস্তবতার ছোঁয়া। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি ফটোগ্রাফি উপহার দেওয়ার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখলাম।
লোকজন মিলে আবর্জনায় আগুন জড়িয়ে পুড়িয়ে শেষ করে ফেলল দেখে বেশ ভালো লাগলো। প্রথম ফুলটা একটু বেশি ভালো লাগলো। আর আম পান্না আমারও বেশ পছন্দ।

 last year 

দাদা আপনার তোলা এলোমেলো ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়। আমার কাছে তো আপনার তোলা প্রত্যেকটা আলোকচিত্র খুব ভালো লেগেছে দেখতে। ভিন্ন ভিন্ন জায়গা থেকে আপনি প্রত্যেকটা ফটোগ্রাফি করেছেন। শ্বেতকাঞ্চন ফুলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। এগুলো সাদা হওয়ার কারণে ফটোগ্রাফি করার পরে অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। আসলে এই ফুলের সাথে আমি অনেক বেশি পরিচিত, কারণ আমাদের বাড়িতেও রয়েছে এই ফুলের গাছ। অন্য ফটোগ্রাফিতে দেখলাম কয়েকটা লোক ময়লা আবর্জনা পুড়াচ্ছে। এই বিষয়টা কিন্তু একেবারেই ভালো, তাহলে মানুষজন আসলে ভালোভাবে জায়গাটাতে সময় কাটাতে পারবে। উদ্ভিদ গাছের ফটোগ্রাফি টাও ভালো লেগেছে দেখতে। বিশেষ করে বিকেল বেলায় তোলা টাওয়ারের ফটোগ্রাফি একটু বেশি ভালো লাগলো। সূর্যের লাল রোশনি দেখা যাচ্ছে। ফটোগ্রাফিটা অনেক বেশি সুন্দর হয়েছে দাদা বলতে হয়। সেই সাথে ক্যাফে থেকে তোলা আম পান্নার ফটোগ্রাফিও বেশ দারুন ছিল।

 last year 

দাদা আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে তো আমি একেবারে মুগ্ধ হলাম। আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি আমার খুব ভালো লেগেছে। প্রত্যেকটা ফটোগ্রাফি আপনি অনেক সুন্দর ভাবে করেছেন, যা দেখে অনেক কিছুই বুঝলাম। তবে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফির থেকে চতুর্থ নাম্বার ফটোগ্রাফিটা অনেক বেশি মন ছোঁয়া ছিল। বিকেলের এই সময়টাতে যদি এরকম ফটোগ্রাফি করা হয়, তাহলে সেই ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়। আর দেখতেও বেশ আকর্ষণীয় লাগে এটা কিন্তু বলতে হয়। আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে তো আমি চোখ ফেরাতে পারছি না। তবে আম পান্নার ফটোগ্রাফি দেখে আম পান্না খেতে আমার খুব ইচ্ছে করছে। যদিও আমার মনে হয় এখন আম পান্না পাওয়া একেবারে মুশকিলের ব্যাপার। যাইহোক দাদা এরকম ফটোগ্রাফি গুলো পরবর্তীতেও আপনার কাছ থেকে দেখার জন্য অপেক্ষায় থাকলাম

 last year 

সবগুলো ফটোগ্রাফিই অনেক সুন্দর হয়েছে দাদা। তবে আমার কাছেও ভালো লেগেছে কিছু লোকাল লোকজন ময়লা গুলো পরিষ্কার করে পুড়িয়ে ফেলছে এ ব্যাপারটি।

 last year 

এলোমেলো আলোকচিত্রে নানা ধরনের ফটোগ্রাফি শেয়ার করলেন দাদা।খুবই ভালো লাগলো। আপনার সবগুলো ফটোগ্রাফি আর সাথে বর্ননা পড়ে দারুন লেগেছে।প্রকৃতি,ফুল,আকাশ,আম পান্নার ফটোগ্রাফি সবটাই ছিল অসাধারণ। তবে হে, আম পান্নাটা যদি খেয়ে দেখতে পেতাম তবে আরও বেশি ভালো লাগতো। ধন্যবাদ দাদা সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

দাদা এলোমেলো আপনি দারুন কিছু ফটোগ্রাফি করেছেন আপনার ফটোগ্রাফি দেখতে বেশ ভালো লেগেছে। খুব সুন্দর একটা ফটোগ্রাফি ছিল যেটা হল ময়লা আবর্জনা একত্রিত করে আগুন দিয়ে পুড়িয়ে পরিবেশ রক্ষা করছে। প্রতিটা ফটোগ্রাফি আপনি দারুণ ভাবে তুলেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

দাদা আপনার প্রতিটি আলোকচিত্রই অনেক সুন্দর হয়েছে। আসলে আলোকচিত্র গুলো এলোমেলো হলেও উপস্থাপনা বেশ সাজানো গোছানো। ক্যাফেতে সবাই মিলে বেশ আড্ডা দিয়েছেন জেনে ভালো লাগলো। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

 last year 

শ্বেতকাঞ্চন ফুলটি দেখতে সত্যি অনেক সুন্দর। সাদা রঙের যেকোনো ফুল আমার ভীষণ পছন্দের। আর এত সুন্দর করে ফটোগ্রাফি করেছেন দেখেই তাকিয়ে থাকতে ইচ্ছে করছে দাদা। এছাড়া মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নিজ দায়িত্বে সেই লোক গুলো সবকিছু পরিষ্কার রাখার চেষ্টা করছে এবং মাঠের সব ময়লা আবর্জনা পুড়িয়ে ফেলেছে তারা সত্যিই মহৎ কাজ করেছে। এরকম মহৎ কাজ করতে দেখে সত্যিই ভালো লাগলো। আসলে এরকম যদি আমরা সবাই করতাম তাহলে হয়তো আমাদের আশেপাশে এত ময়লা আবর্জনা থাকতো না। অন্যদিকে আমাদের চারপাশের পরিবেশ ভালো থাকতো। যাই হোক দাদা গরমের সময় আম পান্না খেতে অনেক ভালো লাগে। বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার পর এখন আবারও গরম শুরু হয়েছে। আর এই গরমে লোভনীয় আম পান্না দেখেই তো খেতে ইচ্ছে করছে দাদা। আপনি আপনার বন্ধুর সাথে সময় কাটিয়েছেন এবং আপনার প্রিয় আম পান্না খেয়েছেন জেনে ভালো লাগলো। এছাড়া গরমের সময় যেকোন প্রকারের পানীয় খাবার খাওয়া শরীরের জন্য ভীষণ উপকারী। অনেক অনেক শুভকামনা রইল দাদা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56182.86
ETH 2369.32
USDT 1.00
SBD 2.30