দূর্গা পুজো ২০২৩ ( পর্ব ৬ )

in আমার বাংলা ব্লগ8 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

আজকে আপনাদের সাথে দূর্গা পুজোর কিছু আলোকচিত্র শেয়ার করবো। পঞ্চম পর্বে হিন্দুস্থান ক্লাব এর কিছু আলোকচিত্র আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজকে আরেকটি স্থানের আলোকচিত্র তুলে ধরবো। তো আমি হিন্দুস্থান ক্লাব এর পুজো মণ্ডপ দেখার পরে চলে গিয়েছিলাম ত্রিধারা সম্মিলনীর পুজো দেখতে। তবে এই প্যান্ডেলটা বা আর পরে দেখার ইচ্ছা ছিল না, কারণ অনেক রাতও হয়ে গিয়েছিলো আর পায়ের অবস্থাও খারাপ হয়ে গিয়েছিলো। যাইহোক দেখতে এই ত্রিধারা সম্মিলনী ক্লাব এর পুজোটা দক্ষিণ কলকাতায় প্রতিবছর অনেক সুন্দর সুন্দর থিমের আয়োজন করে গড়ে তোলে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

আর এই বছরও সেইরকমই একটি থিমের আয়োজন করেছে আর এটি হলো "উৎসব" অর্থাৎ উৎসব যাদের তোরে, আগে তারা, প্রাইজ পরে। এই নামটা উৎসবের সাথে মিল রেখে প্যান্ডেলটি ভালোভাবে সাজিয়ে তুলেছে আলোকসজ্জার সাথে। দক্ষিণ কলকাতায় এই ত্রিধারা সম্মিলনী ক্লাব এর পুজোটা অনেক বছর ধরে চলে আসছে আর এইবার নিয়ে ৭৭ বছরে পদার্পন করেছে। এই ত্রিধারা সম্মিলনীর কথা ভাবলেই আমার সেই আগের বছরের কথা মনে পড়ে যায়, আসলে এই ত্রিধারায় এমন এমন কিছু আকর্ষণীয় বিষয়গুলো ফুটিয়ে তোলে যে লোকজন আগে যেন এইটা দেখার জন্য লাইন দিয়ে দেয়, অসম্ভব ভিড় হয় সন্ধ্যার দিক থেকে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এইসবের পুজো বা প্যান্ডেল পরিদর্শন করতে গেলে দিনের বেলায় ভালো। নাহলে রাতের দিকে গেলেই ঘন্টার উপরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। এইবারও আগেরবারের মতো অতো রাতেও খুবই ভিড় ছিল, গেটের কাছে যেতে যেতে প্রায় আধা ঘন্টা সময় লেগে গিয়েছিলো। গেটের দিকে যেতেই আলোকসজ্জাগুলো দেখেই যেন মনটা জুড়িয়ে গেলো। ডিজাইনগুলো কিভাবে তুলে ধরেছে সেটা শুধু দেখার মতো ছিল, যেন কাঁচের মধ্যেই আলোগুলো জ্বালানো হয়েছে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

তবে অতটা খেয়াল করে দেখতে পারিনি ভিড়ের কারণে আর গার্ডগুলোও সেখানে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে দেখতেও দিচ্ছে না , আসলে এতো ভিড়ের জন্য দ্রুত পাস করিয়ে দিচ্ছে। ছবিও তুলতে হবে চলন্ত অবস্থায়, এটা একটা সমস্যার বিষয় ওখানে। মায়ের মণ্ডপটিও সাজিয়েছে অনেক সুন্দর ভাবে আর সাথে মায়ের মূর্তিটাও অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এইগুলো আসলে ছবিতে অতটা দেখে বোঝানো যায় না, সামনে না দেখলে সেই ফিলটা আসে না এইসব আকর্ষণীয় বিষয়গুলো।


শুভেচ্ছান্তে, @winkles

ক্যামেরাস্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশনকলকাতা
তারিখ২২ অক্টোবর ২০২৩


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 months ago 

ত্রিধারা সম্মিলনী ক্লাবের পূজোটা ৭৭ বছরে পদার্পণ করলো তার মানে ১৯৪৬ সাল থেকে উদযাপন করে আসছে। থিমটাও বেশ সুন্দর দাদা। রাতের অন্ধকারে আলোকসজ্জায় আরো সুন্দর লাগছে দেখতে।

 8 months ago 

দাদা দুর্গা পুজোর ষষ্ঠ পর্ব আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন অনেক সুন্দর করে। যার মাধ্যমে আজকে আবারো নতুন নতুন এবং অনেক সুন্দর সুন্দর অনেকগুলো ফটোগ্রাফি দেখতে পেয়েছি। যেগুলো দেখে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এগুলো দেখছি আরো বেশি সুন্দর ভাবে সাজানো হয়েছিল। আর লাইটিং টাও খুব সুন্দর ভাবে করানো হয়েছে যা দেখতে অনেক সুন্দর লাগছে। বুঝতেই পারছি দাদা, অনেক ভালো সময় কাটিয়েছিলেন। আর অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে এগুলো শেয়ার করেছেন দেখে, আমাদেরও দেখার সুযোগ হলো। আপনাদের মায়ের মূর্তিটাও দেখছে অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছে। ধন্যবাদ জানাই দাদা, এত সুন্দর সুন্দর এতগুলো ফটোগ্রাফি করে সবার মাঝে সুন্দর করে ভাগ করে নেওয়ার জন্য। আশা করছি পরবর্তীতেও এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখার সুযোগ হবে।

 8 months ago 

জী দাদা পঞ্চম পর্বে হিন্দুস্থান ক্লাব এর কিছু আলোকচিত্র আমাদের সামনে তুলে ধরেছিলেন। সব গুলো আলোকচিত্র দারুন ছিল। তবে মজার ব্যাপার হলো আপনি যত গুলো মন্ডপে যান কোন কোন গল্প বা কাহিনী থাকেই। আর আমরাও পড়ে ,আলোকচিত্র দেখে মজা পায়। আজকে ত্রিধারা সম্মিলনীর পুজোর মন্ডপ দেখলাম। তারা প্রতিবছর নতুন নতুন থিমের আয়োজন করে থাকে। এবছরও তার ব্যাতিক্রম নয়। এবছর যে থিমটি ফুটিয়ে তুলার চেষ্টা করেছে সেটা হলো "উৎসব" অর্থাৎ উৎসব যাদের তোরে, আগে তারা, প্রাইজ পরে। এই নামটা উৎসবের সাথে মিল রেখে প্যান্ডেলটি ভালোভাবে সাজিয়ে তুলেছে আলোকসজ্জার সাথে। দক্ষিণ কলকাতায় এই ত্রিধারা সম্মিলনী ক্লাব এর পুজোটা অনেক বছর ধরে চলে আসছে আর এইবার নিয়ে ৭৭ বছরে পদার্পন করেছে। চিন্তা করা যায় কত কাল ধরে তারা সেটা চালিয়ে আসছে। এভাবেই যুগের পুর যুগ যাবে। তারা এত সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছে মানুষের সমাগম তো হবেই। আর দিনের বেলা সবাই কাজ কামে ব্যস্ত থাকে তখন গেলে সুন্দর ভাবে দেখা যায়। আর রাতে তো সবাই ফ্রি হয়ে পুজো দেখতে বের হয়। তখন লাইন ধরা ছাড়া উপায় নেই। আপনার একটি ব্যাপার খেয়াল করলাম। আপনি যতবার পূজো দেখতে যান বেশি ভিড় হলো র্গাডদের দিকে খেয়াল রেখে ভিআইপি গেইট দিয়ে প্রবেশ করে ফেলেন। এত ভিড়ে গার্ড কয়দিকে নজর রাখবে,হা হা হা। মাঝে মাঝে বুদ্ধি খাটাতে হয়। ধন্যবাদ দাদা।

 8 months ago 

পূজা মন্ডপের আলোকসজ্জা, ডেকোরেশন ও কারুকাজ দেখে একদম চক্ষু স্থির দাদা। এক কথায় জাস্ট অসাধারণ। বেশ ভালো লাগলো ছবিগুলো।

 8 months ago 

দাদা হিন্দুস্থান ক্লাবের ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লেগেছিল। যাইহোক ত্রিধারা সম্মিলনী ক্লাবও দূর্গা পূজা উপলক্ষে চমৎকার আয়োজন করেছে। তাদের থিমটা জাস্ট অসাধারণ হয়েছে 'উৎসব'। যেহেতু ত্রিধারা সম্মিলনী ক্লাব ৭৭ বছর ধরে দূর্গা পূজার আয়োজন করছে, তার মানে আর কয়েকবছর পরে তারা ১০০ বছরে পদার্পণ করবে। এতো চমৎকার আয়োজন দেখতে তো প্রচুর মানুষ যাবেই, তাইতো ভিড় হওয়াটা স্বাভাবিক। প্যান্ডেল,প্রতিমা এবং আলোকসজ্জা দেখে মুগ্ধ হয়ে গিয়েছি দাদা। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 8 months ago 

দাদা দুর্গা পুজোর আরো অনেক সুন্দর সুন্দর আলোকচিত্র দেখতে পেলাম ষষ্ঠ পর্বের মাধ্যমে। এর আগের পর্বগুলোর মাধ্যমেও অনেক সুন্দর সুন্দর আলোকচিত্র দেখতে পেয়েছিলাম, যেগুলো আমার কাছে খুব ভালো লেগেছিল। আর আজকের এই পর্বের মাধ্যমে এত দারুন দারুন ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো দাদা। অনেক জায়গায় গিয়েছিলেন দেখছি। আর অনেক আলাদা আলাদা মন্ডপের ফটোগ্রাফি করেছেন। পঞ্চম পর্বে হিন্দুস্তান ক্লাবের যে আলোকচিত্র শেয়ার করেছিলেন, সেগুলোও কিন্তু খুবই সুন্দর ছিল। আর আজকে আরেকটা স্থানের আলোকচিত শেয়ার করেছেন যেগুলো অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছিল দেখছি। গেটের সৌন্দর্যটা নিশ্চয়ই আরো বেশি সুন্দর ছিল দাদা ? ত্রিধারা সম্মিলনী ক্লাব দক্ষিণ কলকাতার অনেক বছর ধরে চলে আসতেছে এটা জেনে ভালো লাগলো। আর এখন ৭৭ বছর পদার্পণ করেছে, এটা জেনে তো আরো ভালো লেগেছে। দেখা যাক পরবর্তীতে আর কত সুন্দর সুন্দর আলোকচিত্র দেখতে পাই।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 65178.97
ETH 3261.27
USDT 1.00
SBD 2.68