You are viewing a single comment's thread from:

RE: দূর্গা পুজো ২০২৩ ( পর্ব ৬ )

in আমার বাংলা ব্লগ9 months ago

জী দাদা পঞ্চম পর্বে হিন্দুস্থান ক্লাব এর কিছু আলোকচিত্র আমাদের সামনে তুলে ধরেছিলেন। সব গুলো আলোকচিত্র দারুন ছিল। তবে মজার ব্যাপার হলো আপনি যত গুলো মন্ডপে যান কোন কোন গল্প বা কাহিনী থাকেই। আর আমরাও পড়ে ,আলোকচিত্র দেখে মজা পায়। আজকে ত্রিধারা সম্মিলনীর পুজোর মন্ডপ দেখলাম। তারা প্রতিবছর নতুন নতুন থিমের আয়োজন করে থাকে। এবছরও তার ব্যাতিক্রম নয়। এবছর যে থিমটি ফুটিয়ে তুলার চেষ্টা করেছে সেটা হলো "উৎসব" অর্থাৎ উৎসব যাদের তোরে, আগে তারা, প্রাইজ পরে। এই নামটা উৎসবের সাথে মিল রেখে প্যান্ডেলটি ভালোভাবে সাজিয়ে তুলেছে আলোকসজ্জার সাথে। দক্ষিণ কলকাতায় এই ত্রিধারা সম্মিলনী ক্লাব এর পুজোটা অনেক বছর ধরে চলে আসছে আর এইবার নিয়ে ৭৭ বছরে পদার্পন করেছে। চিন্তা করা যায় কত কাল ধরে তারা সেটা চালিয়ে আসছে। এভাবেই যুগের পুর যুগ যাবে। তারা এত সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছে মানুষের সমাগম তো হবেই। আর দিনের বেলা সবাই কাজ কামে ব্যস্ত থাকে তখন গেলে সুন্দর ভাবে দেখা যায়। আর রাতে তো সবাই ফ্রি হয়ে পুজো দেখতে বের হয়। তখন লাইন ধরা ছাড়া উপায় নেই। আপনার একটি ব্যাপার খেয়াল করলাম। আপনি যতবার পূজো দেখতে যান বেশি ভিড় হলো র্গাডদের দিকে খেয়াল রেখে ভিআইপি গেইট দিয়ে প্রবেশ করে ফেলেন। এত ভিড়ে গার্ড কয়দিকে নজর রাখবে,হা হা হা। মাঝে মাঝে বুদ্ধি খাটাতে হয়। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54266.19
ETH 2288.06
USDT 1.00
SBD 2.31