শিবম এবং যাইস্বল এর বিশেষ অবদানে ইন্ডিয়া টিমের অতি দ্রুত সফলতা

in আমার বাংলা ব্লগ7 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


স্ক্রিনশর্ট: Sports 18

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল ইন্ডিয়া আর আফগানের মধ্যে টি২০ ম্যাচ খেলা ছিল, তবে এর আগে একটি ম্যাচ হয়ে গেছে। প্রথম টি২০ টাও মোটামুটি ভালোই হয়েছিল হাইলাইটস দেখে যা বুঝেছিলাম। আর ইন্ডিয়ার পিচে মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে ভালো রান ওঠে। আর ইন্দোরের পিচ অনেক ভালো রান তোলার জন্য। তবে এই টি২০ ম্যাচে প্রথমে দেখিয়েছিলো অধিকাংশ প্লেয়ার খেলবে না, যেমন কোহলি, রোহিত এরাই। আর এই ম্যাচের ভার ছিল গিলের উপরে, যেটা প্রথম থেকে নির্বাচিত করা ছিল অর্থাৎ আফ্রিকানদের সাথে খেলার মুহূর্তে। তবে যাইহোক, এই ম্যাচে সবাই খেলেছে মোটামুটি, তবে নতুনরা ভালো স্কোর করতে পেরেছে।


স্ক্রিনশর্ট: Sports 18

ইন্ডিয়া টসে জিতে ব্যাট পরে করার সিদ্ধান্ত নিয়েছিল। আফগান ব্যাটসম্যানরা তেমন পুরানো প্লেয়ার দেখলাম না, বেশিরভাগই নতুন মুখ দেখলাম এই ম্যাচে। প্রথম দিকে মোটামুটি ভালোই খেলছিল, বিশেষ করে তাদের গুলবাদিন নামের একজন প্লেয়ার। এ সবসময় স্ট্রাইক নিয়ে খেলেছে এবং প্রায় শেষ পর্যন্ত টেনেছে বলা যায়। প্রত্যেকে অলআউট হয়েছে ঠিকই, কিন্তু মেরেধরে খেলে গিয়েছে অনেকে। আর এই পিচটা ৬ এর জন্য একদম পারফেক্ট, ব্যাটসম্যানরা মেরেও একটু শান্তি পায় হা হা, কারণ এই পিচে বাউন্ডারি যদি বেশি দেখা যায়, তাহলে বেশিরভাগ ৬। এদের পুরো ১০ জন প্লেয়ারের ব্যাটিং পজিশন ঠিকভাবে এনালাইসিস করলে দেখা যাবে যে, এক গুলবাদিন বাদে বাকিদের স্কোর একদম লো, তারা বলও বেশি খেলিনি আবার রানও তেমন করতে পারেনি, একপ্রকার আসা যাওয়ার মতো।


স্ক্রিনশর্ট: Sports 18

আফগানদের রান রেট মাঝের দিকে খুবই ঝিমিয়ে পড়ার মতো অবস্থা হয়েছিল, লাস্টের দিকে অর্থাৎ লাস্ট ৩ ওভারে বেশ কিছু ৬ আর ৪ এর বাউন্ডারি মারতে পেরেছিলো বলেই ১৫০ ক্রস করেছিল আর ১৭২ রানের ভালোই স্কোর করেছিল। তবে ইন্ডিয়ার কাছে এই স্কোর খুবই নগন্য স্কোর মনে হচ্ছিলো যেন তাদের ব্যাটিং লাইনআপ দেখে। এখানে মাঝখানে দুই হেড অর্থাৎ রোহিত আর কোহলি তেমন কিছুই ভালো খেলেনি, তবে দুইজনেই এই রানের টার্গেট ঝড়ের বেগে তুলে দিয়েছে।


স্ক্রিনশর্ট: Sports 18

আমি এদের খেলা দেখে ভেবেই নিয়েছিলাম ২০ ওভার লাগবে না, ১৩ ওভারেই ম্যাচের নিষ্পত্তি হয়ে যাবে। যাইস্বল ওপেনের থেকে তো খেলেছে, কিন্তু শিবম এর খেলাটা সেই ইন্টারেষ্টিং লেগেছে, এসেই ৬ ছাড়া কোনো কথা নেই, ওভারে ২-৩ টা করে বেরোচ্ছে। মাত্র ৩২ বলে ৬৩ রানের একটা ধামাকা ইনিংস ছিল তার দিক থেকে। তবে এখানে যাইস্বল এর দিক থেকেও একই অবদান ছিল, প্রায় দুইজনেই একই স্ট্রাইক রেটের কাছাকাছি ছিল। তবে যাইহোক, ম্যাচটা বেশ ভালো উপভোগ করা গিয়েছে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 months ago 

দাদা এই সিরিজের প্রথম এবং দ্বিতীয়, উভয় ম্যাচেই ভারত ৬ উইকেটের জয় পায়। প্রথম ম্যাচটি আমি দেখেছিলাম বেশ কিছুক্ষণ। দ্বিতীয় ম্যাচটি হাইলাইটস দেখেছিলাম। যাইহোক দ্বিতীয় ম্যাচে গুলবাদিন ছাড়া, আফগান কোনো ব্যাটসম্যান ই সুবিধা করতে পারেনি। তবে ভারতের জেসওয়াল এবং শিবম দুর্দান্ত ব্যাট করেন। টি-২০ ম্যাচে একেবারে আদর্শ ইনিংস খেলে তারা দুইজন। বিরাট কোহলি ভালো শুরু করলেও,বেশি দূর এগিয়ে যেতে পারেনি। ভারতের ব্যাটিং লাইন আপ সবসময়ই দুর্দান্ত। ভারতীয় নতুন ব্যাটসম্যানরা যেভাবে ব্যাট করে, ভবিষ্যতে আরও অনেক ভালো করবে। শিবম,জেসওয়াল এবং রিংকু সিং, কারো চেয়ে কেউ কম না। তবে রিংকু সিং একেবারে পারফেক্ট ফিনিশার। ভারতের ব্যাটিং আমি সবসময়ই উপভোগ করি। একসময় শচীন, শেবাগ,দ্রাবিড়, যুবরাজ সিং, ইউসুফ পাঠানের ব্যাটিং বেশ উপভোগ করতাম। যাইহোক ক্রিকেটে ইন্ডিয়া সবসময়ই রাজত্ব করবে সারা বিশ্বে এবং এটা অবশ্যই সবাইকে মানতে হবে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 7 months ago 

ভারত টিম বরাবরই অদ্ভুত। ভারতীয় প্লেয়াররা সবসময় অনেক ভালো খেলে। আর বরাবরের মতো এবারও তারা দারুন খেলেছে। ভারত টিম যখনই মাঠে নামে তখনই দর্শকদের মাঝে আলাদা রকমের উত্তেজনা তৈরি হয়। শিবম এবং যাইস্বল সত্যি দারুন খেলেছে। শিবম ছয় এর বন্যা বইয়ে দিয়েছিল বুঝতেই পারছি। আর যদি এরকম দারুন ভাবে উপভোগ করার মত খেলা হয় তাহলে তো একেবারে জমে যায়। অন্যদিকে আফগান কোনো ব্যাটসম্যানই সেভাবে ভালো খেলতে পারেনি। আর সব মিলিয়ে এই ম্যাচটি দারুন ছিল। আমার কাছে বেশ ভালো লেগেছে। দারুন ভাবে এই স্পট রিভিউ তুলে ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

 7 months ago 

দাদা আপনি আজকেও আমাদের মাঝে একটা খেলা বিষয়ক পোস্ট শেয়ার করেছেন দেখে আমার কাছে সত্যি খুবই ভালো লেগেছে। আমি তো সব সময় অপেক্ষায় থাকি আপনার খেলা বিষয়ক পোস্টগুলোর রিভিউ পোস্ট পড়ার জন্য। ইন্ডিয়া টিমের অতি দ্রুত সফলতা দেখে সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে দাদা। এরকম সফলতা দেখলে সত্যি অনেক বেশি ভালো লাগে। প্রত্যেকটা দর্শক ও এই খেলাটা অনেক বেশি উপভোগ করেছে, যা সম্পূর্ণ রিভিউ পড়েই বুঝতে পারতেছি দাদা। শিবম এবং যাইস্বল এর বিশেষ অবদানে এটা হয়েছে দেখে সত্যি খুব ভালো লাগলো। তাদের অবদানে অতি দ্রুত সফলতা পেয়েছে ইন্ডিয়া। আসলে এটা কিন্তু ধামাকা ইনিংস ছিল মাত্র ৩২ বলে ৬৩ রান করার। রোহিত আর কোহলি কেমন ভালো না খেললেও দুজনেই রানের টার্গেট ঝড়ের ভেঙে তুলে দিয়েছিল শুনে ভালো লেগেছে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচটাও ভালো হয়েছিল জেনে ভালো লেগেছে। আর দ্বিতীয় টাও কিন্তু অনেক বেশি ভালো হয়েছে দাদা। দাদা আপনার খেলা বিষয়ক পোস্ট গুলো ভালোভাবে পড়লে খেলা আর দেখাই লাগবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা, অন্যদিনের মতো আজকেও খেলা বিষয়ক পোস্ট নিয়ে সবার মাঝে উপস্থিত হওয়ার জন্য।

 7 months ago 

দাদা গতকালকে যে ইন্ডিয়া এবং আফগানিস্তানের টি-টোয়েন্টি ম্যাচ খেলা ছিল এটা জানা ছিল না। তবে আপনার মাধ্যমে আজকে জানতে পেরেছি দাদা। প্রথমটাও মোটামুটি ভালো হয়েছিল শুনেই অনেক বেশি ভালো লাগলো। আর দ্বিতীয় টা তো বুঝতেই পারলাম কত বেশি ভালো হয়েছে। আসলে আমি খেলা দেখতে আগে প্রচুর পরিমাণে পছন্দ করতাম, তবে এখন ব্যস্ততা এত বেশি বেড়েছে যে, খেলা দেখাই হয় না একেবারে। শিবম এবং যাইস্বল এর বিশেষ অবদানে ইন্ডিয়া জয় লাভ করেছে, এটা ভাবতেই আমার কাছে বেশি ভালো লাগতেছে। তারা দুইজন ঝড়ের বেগে রানের টার্গেট তুলে দিয়েছিল এটা জেনে তো ভালোই লাগলো। এরকম উপভোগ করার মত খেলা গুলো হলে সেগুলো দেখতে কিন্তু একটু বেশি ভালো লাগে। আর এই ম্যাচটাও উপভোগ করেছিলেন। রোহিত এবং কোহলি এই ম্যাচে খুব একটা ভালো খেলে নিই, এটা জেনে একটু খারাপ লেগেছে। ধন্যবাদ দাদা এই ম্যাচটার রিভিউ সুন্দর করে তুলে ধরার জন্য।

 7 months ago 

আফগানিস্তান বনাম ইন্ডিয়ার মধ্যকার টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচটি অত্যন্ত উপভোগ্য একটি ম্যাচ হয়েছিল। বিশেষ করে শিবম ডুবের টর্নেডো ব্যাটিং দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে ছিলাম। সেদিনের ম্যাচটি দেখে শিবম ডুবে আমার অত্যন্ত ফেভারিট পেলেয়ারে পরিণত হয়েছে। ছয় উইকেটের অত্যন্ত সহজ একটি জয় পেয়েছিল ইন্ডিয়া।

Posted using SteemPro Mobile

 7 months ago 

টিম ইন্ডিয়া আফগানিস্তানের সাথে টি-টোয়েন্টি খেলা জিতবে সেটা মোটামুটি শিউর দিয়ে বলা যায়। তাছাড়া প্রথম টি-টোয়েন্টি খেলাটি ইন্ডিয়া অলরেডি জিতে আত্মবিশ্বাস বেড়ে গেছে। ২০২৩ সালের বিশ্বকাপ খেলার পর থেকে দেখতেছি বিরাট কোহেলি এবং রোহিত শর্মা প্রায় অনেক খালার মধ্যেই বিশ্রামে থাকে। আমার মনে হয় তারা নতুনদেরকে সুযোগ দিতে চাচ্ছে। যার ফলে গত মাসে সাউথ আফ্রিকার সাথে ওয়ানডে এবং টিফিন টি সিরিজে তারা খেলিনি। শুধু তারা দুইজন টেস্ট খেলার জন্য সাউথ আফ্রিকা গিয়েছিল। তবে আফগানিস্তানের সাথে টি-টোয়েন্টিতে দুজনকেই দেখলাম। ইন্ডিয়া টস জিতে ব্যাটিং না করে টার্গেট নিয়ে খেলার চিন্তা করেছে। যার ফলে তারা আফগানিস্তানকে ব্যাটিং করার আমন্ত্রণ জানাই। আফগানিস্তানের মধ্যে গুলবাদিন সব সময় খুব ভালো খেলে। সে যতক্ষণ মাঠে থাকে ততক্ষণ ভালোই চার ছক্কা মারে। এ মাসের মধ্যেও সে প্রথম থেকেই ম্যাচটিকে ধরে রেখেছে। তার উপর নির্ভর করেই আফগানরা ১৭২ রান করতে পেরেছে। তাছাড়া মোটামুটি আফগানিস্তানের খেলোয়াড়রাই টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারে। অপর পাশে বিরাট কোহলি এবং রোহিত শর্মা তেমন ভালো করতে না পারলেও তারা খেলা জেতার ফাউন্ডেশন তৈরি করে দিয়ে গেছে। আর শিবম ও যাইস্বল দুইজন বাকি কাজটা করে দিয়েছে। এই খেলায় এই দুইজনের অবদানি সব থেকে বেশি। যাই হোক মোটামুটি খুব সহজভাবেই দ্বিতীয় টি-টোয়েন্টি টিম ইন্ডিয়া জিতিয়েছে।

Posted using SteemPro Mobile

 7 months ago 

দাদা,আপনার খেলাধুলার রিভিউ পড়ে খুব ভালো লাগে।কারণ আপনি খুবই সহজ সরল ভাষায় উপস্থাপন করেন।তাছাড়া ইন্ডিয়ার প্রত্যেক খেলোয়াড় যেন আগন্তুকের মতো ধামাকা দেখায়।তাই এই সফলতা অর্জন আমাদেরকেও আনন্দিত করে, ধন্যবাদ দাদা।

 7 months ago 

দাদা আপনার খেলার পোস্ট গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে আমি খুব একটা খেলা দেখি না। আর এখন তো এত বেশি ব্যস্ততার মধ্যে যাচ্ছে। খেলা দেখার কোন প্রশ্নই উঠে না। তবে আপনার খেলার পোস্ট গুলো দেখে অন্তত অভিজ্ঞতা নিতে পারি। আজকের ম্যাচে নতুনরা ভালো স্কোর করেছে এটা শুনে ভালো লাগলো। কারণ নতুনরা তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো খেলতে পারলে ভালই লাগে। আবার দেখছি এবারের টি-টোয়েন্টি প্রথম ম্যাচে কোহলি, রোহিত এরা খেলছে না। কিন্তু এই ম্যাচে সবাই খেলছে, আর এটা দেখে আমার কাছে ভালোই লেগেছে। তবে তারা দুজনেই দেখছি খুব ভালো খেলেনি। কিন্তু ঝড়ের বেগে রান তুলে দিয়েছে দেখছি। যাইহোক এই ম্যাচটা আপনি ভালো উপভোগ করেছেন এটা শুনেই ভালো লাগলো। আর আপনার মাধ্যমে আমরাও উপভোগ করতে পারলাম। আসলে আমি কিন্তু খুব একটা খেলা না দেখলেও ক্রিকেট খেলা এমনিতে আমার খুবই পছন্দের একটি খেলা। আপনার আজকের খেলার পোস্ট থেকে অনেক কিছুই জানতে পারলাম। অনেক ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 7 months ago 

দাদা আপনি তো দেখছি এই সপ্তাহে আবারো খেলার রিভিউ নিয়ে আসলেন। আমি কিন্তু ক্রিকেট খেলা অনেক বেশি পছন্দ করি। আগে তো বেশিরভাগ সময় আমার খেলা দেখা হতো। আমি আসলে সময় পেলেই খেলা দেখার চেষ্টা করি। কিন্তু এখন কয়েকদিন অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটছে। তাই জন্য খেলা দেখতে পারছি না। তবে আপনি খেলার পোস্ট করাতে সুবিধা হয়। খেলা সম্পর্কে আপডেটগুলো জানতে পারি। এই ম্যাচের মধ্যে যারা নতুন রয়েছে তারা ভালো খেলেছে এটা শুনে খুব ভালো লাগলো। আসলে পুরনো খেলোয়াড়রা ভালো খেলে থাকে কিন্তু নতুনরা চেষ্টা করেছে শুনলে ভালই লাগে। তবে রোহিত এবং কোহলি এইরানের টার্গেট ঝড়ের বেগে তুলেছে এটা শুনে ভালো লেগেছে। আসলে ইন্ডিয়ার টিম এমনিতেই ভালো খেলে। আমার কাছে এই টিমের খেলা ও ভীষণ ভালো লাগে। যাক আপনার পোস্ট পড়ে আজকে খেলা সম্পর্কে অনেক উপভোগ করলাম। আপনিও দেখছি এই ম্যাচটা উপভোগ করেছেন। খেলা আসলে উপভোগ করার একটা বিষয় এটা আগের। অনেক ধন্যবাদ আমাদের মাঝে খেলা সম্পর্কিত এই পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61098.19
ETH 2625.94
USDT 1.00
SBD 2.63